মো. আশিকুর রহমান
প্রযুক্তিবিশ্বে প্রতিবছর নতুন নতুন উদ্ভাবন ও পণ্যের ঝড় ওঠে। মাঝেমধ্যে কিছু অদ্ভুত পণ্যের দেখাও পাওয়া যায়। ৭ থেকে ১১ জানুয়ারি লাস ভেগাসে অনুষ্ঠিত হয়ে গেল এ বছরের কনজিউমার ইলেকট্রনিক শো (সিইএস)। মেলায় এমন কিছু অদ্ভুত গ্যাজেটের দেখা মিলেছে, যেগুলো শুধু নতুনত্বের কারণে নয়; বরং ডিজাইন ও ব্যবহারিক বৈশিষ্ট্যের কারণে আলোচনার জন্ম দিয়েছে।
ইলেকট্রিক সল্ট স্পুন
কিরিন নামে একটি প্রতিষ্ঠানের তৈরি এই ইলেকট্রিক চামচ লবণের স্বাদ বাড়াবে অতিরিক্ত লবণ ছাড়াই। এটি হালকা বৈদ্যুতিক প্রবাহের মাধ্যমে জিহ্বার সোডিয়াম অণুগুলোকে সক্রিয় করে তোলে। ফলে খাবারের স্বাদ আরও লবণাক্ত মনে হয়।
বডি ফ্রেন্ড
‘ট্রান্সফরমার’ চলচ্চিত্রের ভক্তদের জন্য এটি হতে পারে স্বপ্নপূরণের মতো। এটি অত্যাধুনিক এক ম্যাসাজ চেয়ার, যা রোবটের মতো হাত ও পা নাড়াতে পারে। বডি ফ্রেন্ডের ৭৩৩টি অংশ রয়েছে, যেগুলো হৃৎস্পন্দন মাপার পাশাপাশি শরীর ম্যাসাজ করতে সক্ষম।
উইলো অটোফ্লো প্লাস
শিশুদের দাঁত ব্রাশ করার ডিভাইস উইলো অটোফ্লো প্লাস। কিন্তু এর পদ্ধতি বেশ অদ্ভুত। শিশুরা একটি হর্স-বিট আকৃতির জিনিসের মধ্যে দাঁত চেপে ধরবে। এরপর মেশিনটি তাদের দাঁত পরিষ্কার করা শুরু করবে। এটি অ্যাপের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে।
হ্যালিডে স্মার্ট গ্লাস
স্মার্ট গ্লাস দিন দিন ব্যাপক উন্নত হচ্ছে। এখন চোখে গ্লাস মানে আর কোনো ডিভাইসের দরকার নেই। হ্যালিডের নতুন স্মার্ট গ্লাসটি তেমনই। এই গ্লাস স্মার্টফোন বা অন্য ডিভাইসের সঙ্গে তারবিহীন সংযুক্ত থাকবে। গ্লাসের ডান চোখের ওপরে রয়েছে ৩ দশমিক ৬ মিলিমিটার ডিসপ্লে। এর মাধ্যমে ব্যবহারকারী সহজে নোটিফিকেশন ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য দেখতে পারে। এ ছাড়া গ্লাসে রয়েছে ছোট আকারের একটি স্পিকার।
নেকোজিতা ফু ফু
অনেক সময় তাড়াহুড়ো করে গরম পানি, চা বা কফি ঠান্ডা করার প্রয়োজন হয়। এ কাজ আমরা অনেকভাবে করে আসছি এত দিন ধরে। এবার এর সমাধানে এসেছে নেকোজিতা ফু ফু। ছোট্ট বিড়াল আকারের এই ডিভাইস মগ বা বাটির পাশে বসে গরম পানীয় ঠান্ডা করে। প্রযুক্তিপ্রেমী এবং পোষা প্রাণীর মালিকদের জন্য এটি এক মজার উদ্ভাবন।
পেটাল
আমাদের অনেকের বাসায় বা বাগানে গাছ রয়েছে। মানুষের স্বাস্থ্যের মতো তাদেরও যত্ন নিতে হয়। এর সমাধান দেবে পেটাল। বার্ড বাডি নামের একটি প্রতিষ্ঠানের তৈরি এই গ্যাজেট গাছপালার স্বাস্থ্য মনিটর করবে এর ক্যামেরার মাধ্যমে। এমনকি এআই চালিত চ্যাটবটের মাধ্যমে পেটাল গাছের ‘মনোভাব’ শেয়ার করতে পারে।
প্রযুক্তিবিশ্বে প্রতিবছর নতুন নতুন উদ্ভাবন ও পণ্যের ঝড় ওঠে। মাঝেমধ্যে কিছু অদ্ভুত পণ্যের দেখাও পাওয়া যায়। ৭ থেকে ১১ জানুয়ারি লাস ভেগাসে অনুষ্ঠিত হয়ে গেল এ বছরের কনজিউমার ইলেকট্রনিক শো (সিইএস)। মেলায় এমন কিছু অদ্ভুত গ্যাজেটের দেখা মিলেছে, যেগুলো শুধু নতুনত্বের কারণে নয়; বরং ডিজাইন ও ব্যবহারিক বৈশিষ্ট্যের কারণে আলোচনার জন্ম দিয়েছে।
ইলেকট্রিক সল্ট স্পুন
কিরিন নামে একটি প্রতিষ্ঠানের তৈরি এই ইলেকট্রিক চামচ লবণের স্বাদ বাড়াবে অতিরিক্ত লবণ ছাড়াই। এটি হালকা বৈদ্যুতিক প্রবাহের মাধ্যমে জিহ্বার সোডিয়াম অণুগুলোকে সক্রিয় করে তোলে। ফলে খাবারের স্বাদ আরও লবণাক্ত মনে হয়।
বডি ফ্রেন্ড
‘ট্রান্সফরমার’ চলচ্চিত্রের ভক্তদের জন্য এটি হতে পারে স্বপ্নপূরণের মতো। এটি অত্যাধুনিক এক ম্যাসাজ চেয়ার, যা রোবটের মতো হাত ও পা নাড়াতে পারে। বডি ফ্রেন্ডের ৭৩৩টি অংশ রয়েছে, যেগুলো হৃৎস্পন্দন মাপার পাশাপাশি শরীর ম্যাসাজ করতে সক্ষম।
উইলো অটোফ্লো প্লাস
শিশুদের দাঁত ব্রাশ করার ডিভাইস উইলো অটোফ্লো প্লাস। কিন্তু এর পদ্ধতি বেশ অদ্ভুত। শিশুরা একটি হর্স-বিট আকৃতির জিনিসের মধ্যে দাঁত চেপে ধরবে। এরপর মেশিনটি তাদের দাঁত পরিষ্কার করা শুরু করবে। এটি অ্যাপের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে।
হ্যালিডে স্মার্ট গ্লাস
স্মার্ট গ্লাস দিন দিন ব্যাপক উন্নত হচ্ছে। এখন চোখে গ্লাস মানে আর কোনো ডিভাইসের দরকার নেই। হ্যালিডের নতুন স্মার্ট গ্লাসটি তেমনই। এই গ্লাস স্মার্টফোন বা অন্য ডিভাইসের সঙ্গে তারবিহীন সংযুক্ত থাকবে। গ্লাসের ডান চোখের ওপরে রয়েছে ৩ দশমিক ৬ মিলিমিটার ডিসপ্লে। এর মাধ্যমে ব্যবহারকারী সহজে নোটিফিকেশন ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য দেখতে পারে। এ ছাড়া গ্লাসে রয়েছে ছোট আকারের একটি স্পিকার।
নেকোজিতা ফু ফু
অনেক সময় তাড়াহুড়ো করে গরম পানি, চা বা কফি ঠান্ডা করার প্রয়োজন হয়। এ কাজ আমরা অনেকভাবে করে আসছি এত দিন ধরে। এবার এর সমাধানে এসেছে নেকোজিতা ফু ফু। ছোট্ট বিড়াল আকারের এই ডিভাইস মগ বা বাটির পাশে বসে গরম পানীয় ঠান্ডা করে। প্রযুক্তিপ্রেমী এবং পোষা প্রাণীর মালিকদের জন্য এটি এক মজার উদ্ভাবন।
পেটাল
আমাদের অনেকের বাসায় বা বাগানে গাছ রয়েছে। মানুষের স্বাস্থ্যের মতো তাদেরও যত্ন নিতে হয়। এর সমাধান দেবে পেটাল। বার্ড বাডি নামের একটি প্রতিষ্ঠানের তৈরি এই গ্যাজেট গাছপালার স্বাস্থ্য মনিটর করবে এর ক্যামেরার মাধ্যমে। এমনকি এআই চালিত চ্যাটবটের মাধ্যমে পেটাল গাছের ‘মনোভাব’ শেয়ার করতে পারে।
মেটার সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ সম্প্রতি এক পডকাস্টে ভারতের নির্বাচন নিয়ে একটি মন্তব্য করে বেশ বিতর্কের জন্ম দিয়েছেন। জাকারবার্গ বলেছেন, ‘২০২৪ সালে ভারতসহ অনেক দেশে নির্বাচন হয়েছে। এসব নির্বাচনে ক্ষমতাসীন দলগুলো পরাজিত হয়েছে।’
১৪ ঘণ্টা আগেনিষিদ্ধ হওয়া ঠেকাতে যুক্তরাষ্ট্রে টিকটক প্ল্যাটফর্ম ইলন মাস্কের কাছে বিক্রির কথা ভাবছে চীন। গতকাল সোমবার ব্লুমবার্গ এক প্রতিবেদনে এই দাবি করেছে। তবে ইলন মাস্ক টিকটকঅধিগ্রহণ করবেন কি না, তা জানা যায়নি।
১ দিন আগেটিকটক নিষিদ্ধ করতে অনেকটা উঠেপড়ে লেগেছে যুক্তরাষ্ট্র। কারণ, মার্কিনরা মনে করছে, চীনের মালিকানাধীন এই প্ল্যাটফর্ম তাদের জাতীয় নিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি। তাই যুক্তরাষ্ট্রের বাজারে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে ১৯ জানুয়ারির আগে মূল প্রতিষ্ঠান বাইটড্যান্স থেকে আলাদা হতে হবে টিকটককে। গত শুক্রবার মা
১ দিন আগেউন্নত প্রযুক্তির এ সময়ে আর কোনো কিছুকে অসম্ভব মনে হয় না। মানুষের বাইরে যেসব প্রাণী আছে, সেগুলোর সঙ্গে কথা বলাটাও তাই আর হয়তো অসম্ভব নয়। প্রযুক্তির অগ্রগতি তেমন আভাসই দিচ্ছে।
১ দিন আগে