Ajker Patrika

বিজ্ঞাপনমুক্ত বিনা মূল্যের ই-বুক রিডার ক্যালিব্রি

অনলাইন ডেস্ক
ক্যালিব্রিতে অধিকাংশ ফরম্যাটেই ই-বুক পড়া যায়। ছবি: ক্যালিব্রি
ক্যালিব্রিতে অধিকাংশ ফরম্যাটেই ই-বুক পড়া যায়। ছবি: ক্যালিব্রি

বর্তমান ডিজিটাল যুগে ই-বুক পড়া এবং সংরক্ষণ করা অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। আর এই ক্ষেত্রে একটি অপরিহার্য টুল হিসেবে সামনে এসেছে ‘ক্যালিব্রি’। এটি একটি মুক্ত ও ওপেন সোর্স ই-বুক লাইব্রেরি ম্যানেজমেন্ট সফটওয়্যার, যা শুধু ই-বুক পড়ার সুবিধাই দেয় না, বরং এগুলোকে সুসংগঠিত করে, রূপান্তর করতে এবং বিভিন্ন ডিভাইসে পাঠানোও সম্ভব করে তোলে। এ ছাড়া এটি ব্যবহারের বড় সুবিধা হলো–এতে কোনো বিজ্ঞাপন দেখানো হয় না।

ক্যালিব্রিতে অধিকাংশ ফরম্যাটেই ই-বুক পড়া যায়। এটি ই-বুক রূপান্তর এবং ক্যাটালগ তৈরির কাজ করতে পারে। এটি ইন্টারনেটে গিয়ে বইগুলোর জন্য মেটাডেটা খুঁজে দিতে পারে। এর মধ্যে অনেক ধরনের ফিচার রয়েছে। এর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ ফিচার তুলে ধরা হলো—

লাইব্রেরি ম্যানেজমেন্ট: এটি আপনার সংগ্রহের ই-বুকগুলো সুন্দরভাবে গুছিয়ে রাখবে। ক্যালিব্রি বইগুলো সঠিকভাবে ক্যাটালগ করতে, বিভাগভিত্তিক সাজাতে এবং দ্রুত খুঁজে পেতে সাহায্য করে।

ই-বুক রূপান্তর: ক্যালিব্রি বিভিন্ন ই-বুক ফরম্যাটের মধ্যে রূপান্তর করতে পারে। যেমন: EPUB, PDF, MOBI, AZW 3.

অন্যান্য ই-বুক রিডার ডিভাইসের সঙ্গে সিংকিং: বিভিন্ন ই-বুক রিডার ডিভাইসের সঙ্গে সহজে যুক্ত হতে পারে ক্যালিব্রি। বইগুলো এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে পাঠাতে বা সিংক করা যাবে, যাতে ই-বুক পড়ার অভিজ্ঞতা আরও সহজ ও সুবিধাজনক হয়।

ওয়েব থেকে নিউজ ডাউনলোড করে ই-বুক ফরম্যাটে রূপান্তর: ক্যালিব্রি ইন্টারনেট থেকে খবর এবং অন্যান্য তথ্য সংগ্রহ করতে সক্ষম। এসব ডাউনলোড করা নিউজ বা তথ্যগুলোকে ই-বুক ফরম্যাটে রূপান্তর করে পড়ার জন্য প্রস্তুত করে দেয়।

ই-বুক ভিউয়ার: ক্যালিব্রি একটি পূর্ণাঙ্গ ই-বুক ভিউয়ার প্রদান করে যা আপনাকে বইগুলো পড়তে এবং প্রয়োজনীয় টুকিটাকি সেটিংস পরিবর্তন করতে সাহায্য করে।

অনলাইন অ্যাকসেসের জন্য কনটেন্ট সার্ভার: ক্যালিব্রি ব্যবহারকারীদের একটি কনটেন্ট সার্ভার প্রদান করে, যার মাধ্যমে আপনি আপনার বইয়ের সংগ্রহটি অনলাইনে অ্যাকসেস পাবেন। এতে করে আপনি যেকোনো ডিভাইস থেকে আপনার বইগুলো পড়তে পারবেন।

ডকুমেন্ট ই-বুকে রূপান্তর: ক্যালিব্রি আপনার ব্যক্তিগত ডকুমেন্টগুলোকে ই-বুকে রূপান্তর করতে পারে বা সেগুলো সম্পূর্ণ নতুন করে তৈরি করতে পারে। এতে স্বয়ংক্রিয় স্টাইল হেলপার এবং স্ক্রিপ্ট রয়েছে, যা বইয়ের কাঠামো তৈরি করতে সাহায্য করে। এই সুবিধার মাধ্যমে, সহজেই নিজের লেখা ডকুমেন্ট বা অন্যান্য কনটেন্টকে সুন্দরভাবে সাজানো ই-বুকে পরিণত করা যাবে। যেখানে বইয়ের ফরম্যাট, শিরোনাম, বিভাগ এবং অন্যান্য উপাদান স্বয়ংক্রিয়ভাবে গঠন হয়ে যায়।

যেসব ডিভাইসে ক্যালিব্রি কাজ করবে

ক্যালিব্রি প্রায় সব ধরনের ই-বুক রিডার, ফোন বা ট্যাবলেটের সঙ্গে কাজ করবে। এটি উইন্ডোজ, ম্যাক ও লিনাক্স ডিভাইসেও কাজ করে। এর মাধ্যমে সহজেই ই-বুকগুলো এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে পাঠানো যায়। ফাইলগুলো উপযুক্ত ফরম্যাটে অন্য ডিভাইসে পাঠাতে পারে, প্রয়োজন হলে এটি স্বয়ংক্রিয়ভাবে রূপান্তরিত করবে। এটি ই-বুক ব্যবস্থাপনায় একটি বড় সুবিধা।

ক্যালিব্রি অনেক ইনপুট ফরম্যাটকে বিভিন্ন আউটপুট ফরম্যাটে রূপান্তর করতে পারে।

ইনপুট ফরম্যাট

AZW, AZW 3, AZW 4, CBZ, CBR, CB 7, CBC, CHM, DJVU, DOCX, EPUB, FB 2, FBZ, HTML, HTMLZ, LIT, LRF, MOBI, ODT, PDF, PRC, PDB, PML, RB, RTF, SNB, TCR, TXT, TXTZ

আউটপুট ফরম্যাট

AZW 3, EPUB, DOCX, FB 2, HTMLZ, OEB, LIT, LRF, MOBI, PDB, PMLZ, RB, PDF, RTF, SNB, TCR, TXT, TXTZ, ZIP

ক্লাউড স্টোরেজ

ক্যালিব্রি ক্লাউড স্টোরেজ সরবরাহ করে না। তবে এটি বেশির ভাগ প্রধান ক্লাউড প্রোভাইডারের সঙ্গে ইন্টিগ্রেট হতে সক্ষম, যেমন—গুগল ড্রাইভ, ড্রপবক্স, এবং ওয়ানড্রাইভ। এর মাধ্যমে, এসব প্ল্যাটফর্মের মাধ্যমে ই-বুক লাইব্রেরি ক্লাউডে রাখা যায় এবং যেকোনো ফোন বা ট্যাবলেট থেকে সেই কনটেন্টে অ্যাকসেস করা যায়।

এই সুবিধা আপনার লাইব্রেরি যেকোনো জায়গা থেকে সহজেই অ্যাকসেসের সুযোগ দেয় এবং ডিভাইসের মধ্যে সিঙ্ক্রোনাইজেশনও সহজ করে তোলে।

সম্প্রতি ক্যালিব্রি নতুন সংস্করণ ৮.০. ১ চালু হয়েছে। এর মাধ্যমে প্ল্যাটফর্মটি আরও উন্নত হয়েছে। এই সংস্করণে যেসব পরিবর্তন নিয়ে আসা হয়েছে তা তুলে ধরা হলো—

বিশাল উন্নত কোবো সমর্থন

এখন থেকে ক্যালিব্রি কোবোতে ব্যবহৃত KEPUB ফরম্যাট ফাইলগুলো সম্পাদনা, দেখা এবং রূপান্তরের সমর্থন দেবে। এটি কোবো ডিভাইসে বই পাঠানোর সময় স্বয়ংক্রিয়ভাবে EPUB-কে KEPUB ফরম্যাটে রূপান্তর করে।

ফোল্ডারে সংযোগ: এখন ক্যালিব্রি একটি ফোল্ডারে সংযুক্ত হতে পারে এবং সেই ফোল্ডারকে ইউএসবিএমএস ভিত্তিক ডিভাইস হিসেবে তাকে চিনে। এটি বিশেষত ক্রোমবুকের জন্য উপকারী একটি ফিচার, যেখানে ইউএসবি ডিভাইসগুলো আসলে ফোল্ডার হিসেবে প্রদর্শিত হয়, ডিভাইস হিসেবে নয়।

টেবিল অব কনটেন্টস এডিটর: টেবিল অব কনটেন্টসে নির্বাচিত একাধিক আইটেম স্থানান্তর করার অনুমতি।

ম্যাকওএস: ম্যাকওএসে এখন ক্যালিব্রি অ্যাপ্লিকেশনের আইকনগুলো ‘ডক’-এ সাদা ফ্রেমে দেখানো হয়, যা অ্যাপের বর্তমান আইকন স্টাইল অনুসরণ করে।

কোবো ড্রাইভার: জার্মানির টোলিনো ই-বুক রিডার ডিভাইসের জন্য নতুন ফার্মওয়্যারের সমর্থন প্রদান করছে।

বইয়ের বিস্তারিত: লেখক অনুসন্ধান লিংক গোপন করার জন্য একটি বিকল্প যুক্ত করা হয়েছে।

এই সংস্করণে বেশ কিছু ত্রুটি সংশোধন করা হয়েছে—

ক্যাটালগ জেনারেশন: ডেটাবেসের নোটগুলোর জন্য টেমপ্লেট ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছে।

লেখক নাম পুনর্নির্ধারণ: কমা যুক্ত লেখকের নাম পুনর্নির্ধারণ করার সময় একটি ত্রুটি দেখা যেত তা সংশোধন করা হয়েছে।

সম্পূর্ণ টেক্সট অনুসন্ধান: ক্যালিব্রি এখন ZIP এবং RAR আর্কাইভ ফাইলের ভেতরে থাকা টেক্সটকেও ইনডেক্স (অথবা তালিকাভুক্ত) করবে এবং আর সেই টেক্সটের মধ্যে সার্চও করা যাবে।

ই-বুক ভিউয়ার: টেবিল অব কনটেন্টসে বর্তমান এন্ট্রি ট্র্যাকিং ঠিক করা হয়েছে, যা কিছু বইয়ের জন্য কাজ করছিল না।

ক্যালিব্রি ট্যাগ: HTML থেকে মেটাডেটা পড়ার সময় ‘‘name=’subject’’মেটা ট্যাগগুলোকে ক্যালিব্রি ট্যাগ হিসেবে চিহ্নিত করা হবে।

ই-বুক ভিউয়ার: ইন্টারাপ্ট সিগন্যালের সময় ভিউয়ার বন্ধ না হওয়া সংশোধন করা হয়েছে। অর্থাৎ যখন আপনি বই পড়ার সময় যদি কোনো কী প্রেস করেন বা কোনো ম্যানুয়াল ইন্টারঅ্যাকশন করেন, তবে ভিউয়ারটি বন্ধ হয়ে যাওয়ার কথা। তবে আগের সংস্করণে, কিছু সময় ভিউয়ারটি বন্ধ হতে পারত না বা সঠিকভাবে প্রতিক্রিয়া দিত না।

নতুন আপডেটের নিচের নিউজ সোর্সগুলো যুক্ত করা হয়েছে। সেগুলো হলো—

  • লিনাক্স উইকলি নিউজ
  • স্পেকটেটর
  • ইকোনমিস্ট
  • গ্রান্টা
  • হিন্দু
  • ১৮৪৩
  • ব্যারন্স
  • ফ্রন্টলাইন
  • জাওবাও
  • স্ট্রেঞ্জ হরাইজনস

তথ্যসূত্র: টেক স্পট

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত