Ajker Patrika

মৃত্যুর পর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের কী হয়

আয়শা আফরোজা
মৃত্যুর পর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের কী হয়

সামাজিক যোগাযোগমাধ্যম শুধু বন্ধুদের সঙ্গে যোগাযোগের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি এখন বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করা হয়। চ্যাটিংয়ের সময় ইনবক্সে নানা বিষয়ে আলাপ হয় একে অন্যের সঙ্গে। ভাগাভাগি করে নেওয়া হয় ছবি, ভিডিও কিংবা বিভিন্ন ধরনের তথ্য। তাই মৃত্যুর পর সামাজিক যোগাযোগের মাধ্যমে তার অ্যাকাউন্টটির কী হবে, তা নিয়ে চিন্তায় পড়ে অনেকে।

তা তো হওয়ারই কথা। তবে মানুষের মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার ব্যবহৃত অ্যাকাউন্টটি হ্যাকারদের কবলে পড়তে পারে। তাতে তথ্যের গোপনীয়তা নষ্ট হওয়াসহ জীবিত অনেকের বিভিন্ন ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। তাই বেঁচে থাকতেই অ্যাকাউন্টের কী হবে, সে বিষয়ে পদক্ষেপ নেওয়া জরুরি।

অ্যাকাউন্ট মেমোরিয়ালাইজ করা
সেই অ্যাকাউন্টগুলো স্মরণে রাখা কিংবা মুছে ফেলার জন্য একক কোনো পদ্ধতি নেই। গুগলসহ কিছু প্রতিষ্ঠান দুই বছর নিষ্ক্রিয় থাকার পর অ্যাকাউন্টগুলো মুছে ফেলে। তবে কোনো স্বজন সামাজিক যোগাযোগের মাধ্যমকে ব্যক্তির মৃত্যুসংবাদ জানালে তা দ্রুত নিষ্ক্রিয় করে দেওয়া হয়।

ফেসবুক
আপনি বেঁচে থাকতেই ফেসবুকে মেমোরিয়ালাইজেশন সেট করে যেতে পারবেন। মৃত্যুর পর আপনার প্রোফাইলের নিয়ন্ত্রণ কার কাছে থাকবে, সেটিও নির্ধারণ করা যাবে। এ জন্য প্রথমে ফেসবুকের সেটিংসে যেতে হবে। এরপর জেনারেল প্রোফাইল সেটিংসের নিচের মেমোরিয়ালাইজেশন অপশনে ক্লিক করতে হবে। চুজ আ ফ্রেন্ড তালিকায় থাকা প্রিয়জনের নাম লিখুন এবং অ্যাড অপশন চাপুন।

ব্যবহারকারীর মৃত্যুর পর প্রোফাইল ‘মেমোরিয়ালাইজড’ হয়ে গেলে নির্বাচিত ব্যক্তির কাছে নোটিশ চলে যাবে।এ ছাড়া কোনো ব্যক্তি মারা গেলে ফেসবুককে মৃত্যুসনদ দিলে তারা অ্যাকাউন্টটি মেমোরিয়ালাইজ করে।

এক্স
এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টের ক্ষেত্রে কারও প্রোফাইল মেমোরিয়ালাইজ করার সুযোগ নেই। তবে স্বজনেরা চাইলে কোনো ব্যক্তির মৃত্যুর পর তাঁর অ্যাকাউন্ট মুছে ফেলার অনুরোধ করতে পারবেন। এতে প্রয়োজন হবে মৃত ব্যক্তি সম্পর্কে তথ্য ও মৃত্যুর সনদ এবং অনুরোধকারী ব্যক্তির আইডি।

গুগল 
এরই মধ্যে গুগল জানিয়েছে, নির্দিষ্ট সময়ের পর নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে। তবে কারও মৃত্যুর পর অ্যাকাউন্ট বন্ধ করতে চাইলে মৃত ব্যক্তির পক্ষ থেকে যে কেউ কর্তৃপক্ষকে মেইল করতে পারবে।

ইনস্টাগ্রাম
ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট মেমোরিয়ালাইজ করার সুযোগ দেওয়া হয়। এমনকি তা মুছে ফেলা যায়। এ জন্য ইনস্টাগ্রাম থেকে একটি ফরম দেওয়া হয়। সেটি পূরণ করে পাঠালে সে অনুযায়ী অ্যাকাউন্ট মেমোরিয়ালাইজ অথবা মুছে ফেলা হয়। 

সূত্র: ডেইলি মেইল

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত