Ajker Patrika

জিমেইলে চালু হচ্ছে ব্লু টিকের সুবিধা 

প্রযুক্তি ডেস্ক
জিমেইলে চালু হচ্ছে ব্লু টিকের সুবিধা 

এবার গুগলের ই–মেইল সেবা ‘জিমেইল’- এ চালু হচ্ছে ব্লু টিকের সুবিধা। প্রেরকের পরিচয় যাচাইকরণের অংশ হিসেবে জিমেইলে প্রেরকের নামের পাশে এই ব্লু টিক দেখা যাবে। নতুন এই সুবিধা ই–মেইলের উৎসের বৈধতা শনাক্তে ব্যবহারকারীকে সাহায্য করবে।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের প্রতিবেদন অনুযায়ী, প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত জিমেইল আইডি যাচাইয়ে ব্লু টিক চিহ্ন চালু হবে। নতুন এই সুবিধা জিমেইলে থাকা ‘ব্র্যান্ড ইন্ডিকেটর ফর মেসেজ আইডেনটিফিকেশন’ (বিআইএমআই)- এর ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। বিআইএমআই সুবিধায় ই–মেইলে প্রতিষ্ঠানের ব্র্যান্ড লোগো দেখা যায়। ফলে প্রাপকেরা এই সুবিধায় ই–মেইল আইডির পাশে লোগো দেখে মেইলের বৈধতা সম্পর্কে নিশ্চিত হতে পারেন।  বিআইএমআই সুবিধা চালু থাকলে স্বয়ংক্রিয়ভাবে ব্লু টিক পাবে প্রতিষ্ঠানগুলো।

এদিকে, গত মাসে জিমেইল, ডকস, ও শিটসহ বিভিন্ন ওয়ার্ক স্পেস অ্যাপে জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ফিচার আনে গুগল। এআই টুলকে কোনো বিষয়ের  নাম লিখে দিলে আস্ত একটি লেখা তৈরি করে দেবে এটি। নির্দেশনা অনুযায়ী এটি পরবর্তীতে লেখাকে প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জনও করতে পারবে। 

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভ গুগলের প্রতিবেদন অনুযায়ী, এআই’র প্রতিযোগিতায় অংশ নিতেই মূলত গুগলের এই সিদ্ধান্ত। তবে সবগুলো টুল কবে জনসাধারণের জন্য উন্মুক্ত হবে তা এখনো নির্দিষ্ট করে জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, চলতি বছরের শেষ নাগাদ এগুলো আসবে। 

অন্যান্য ফিচারের তুলনায় রাইটিং ও ব্রেইনস্টর্মিং ফিচার দুটো সবচেয়ে কার্যকর হবে বলে ধারণা করা হচ্ছে। গুগল এই সুবিধা কে ফাংশনকে নিজেদের প্রেস রিলিজ তৈরিতেও ব্যবহার করবে। বুলেট পয়েন্ট দিলেই ড্রাফট তৈরি করে দেবে টুলটি। কাস্টমারের জন্য ব্যক্তিগত মেইল তৈরিতে বিভিন্ন বুলেট পয়েন্ট এবং বড় মেইলকে সারসংক্ষেপ করার ডেমো দেখিয়েছে গুগল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত