ফেসবুক প্রোফাইলে ডাকনাম যুক্ত করবেন যেভাবে

অনলাইন ডেস্ক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৪, ১৩: ৩৫
ফেসবুকে নিকনেম বা ডাকনাম সেট করার প্রক্রিয়াটি খুবই সহজ। ছবি: ফাইল ছবি

ফেসবুকে একই নামে বিভিন্ন প্রোফাইল থাকে। তাই এসব নামের ভিড়ে বন্ধু ও পরিচিতরা আপনার আইডি সহজে খুঁজে পায় না। বিশেষ করে প্রোফাইল ছবিতে নিজের ছবি না থাকলে। তাই প্রোফাইল নামের পাশে নিকনেম বা ডাকনাম যুক্ত করার সুযোগ দিয়েছে ফেসবুক। এভাবে অন্যরা ডাকনাম ও মূল নাম দেখে আপনার আইডি সহজেই শনাক্ত করতে পারবে এবং ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে। একই সঙ্গে ইংরেজি ও বাংলায় প্রোফাইল নাম দেখানোর জন্যও এই ফিচার ব্যবহার করা যায়।

ফেসবুকের ডাকনামটি প্রোফাইল নামের পাশে ব্র্যাকেটে থাকবে। ফেসবুকে নিকনেম বা ডাকনাম সেট করার প্রক্রিয়াটি খুবই সহজ। এ জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—

১. ফেসবুক অ্যাপ চালু করুন।

২. বামপাশের ওপরের দিকে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করুন। এর ফলে আপনার প্রোফাইল পেজ চালু হবে।

৩. প্রোফাইল পেজের ওপরে থাকা ‘এডিট প্রোফাইল’ অপশনে ট্যাপ করুন।

৪. এরপর প্রোফাইল পেজের ডিটেইলস অপশনের একদম নিচে থাকা ‘সি ইউর অ্যাবাউট ইনফো’ তে ট্যাপ করতে হবে।

৫. এবার নিচে স্ক্রল করে ‘আদারস নেম’ অপশনে সেকশনের নিচে থাকা ‘অ্যাড আদার নেম’–এ ট্যাপ করতে হবে।

৬. পরের পেজে একটি বক্স দেখা যাবে। এখানে পছন্দমতো ডাকনাম টাইপ করুন।

৭. এরপর ‘শো অ্যাট টপ অব প্রোফাইল’ অপশনে টিক দিতে হবে।

৮. এখন ‘সেভ’ বাটনে ট্যাপ করলেই প্রোফাইল পেজে নামের পাশে ডাকনাম যুক্ত হবে।

ডাকনাম এডিট বা মুছে ফেলবেন যেভাবে

কোনো সময় ডাকনাম মুছে ফেলতে চাইলেও তা সহজেই করা যায়। এ জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—

১. ফেসবুক অ্যাপ চালু করুন।

২. বামপাশের ওপরের দিকে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করুন। এর ফলে আপনার প্রোফাইল পেজ চালু হবে।

৩. প্রোফাইল পেজের ওপরে থাকা ‘এডিট প্রোফাইল’ অপশনে ট্যাপ করুন।

৪. এরপর প্রোফাইল পেজের ডিটেইলস অপশনের একদম নিচে থাকা ‘সি ইউর অ্যাবাউট ইনফো’–তে ট্যাপ করতে হবে।

৫. এবার নিচে স্ক্রল করে ‘আদারস নেম’ অপশনের নিচে আগে থেকে সেট করা ডাকনামগুলো দেখা যাবে।

৬. যে ডাকনামটি এডিট বা মুছে ফেলতে চান তার পাশার ‘এডিট’ (কলমের মতো আইকোন) আইকোনে ট্যাপ করুন।

৭. এখন একটি ছোট পপ আপ মেনু দেখা যাবে। এখন ডাকনামটি মুছে ফেলতে পপআপ মেনুর ডিলিট অপশনে ট্যাপ করুন।

আর ডাকনামটি এডিট করতে ‘এডিট’ অপশনে ট্যাপ করুন। পরের পেজে একটি বক্স দেখা যাবে। এখানে পছন্দমতো ডাকনাম টাইপ করুন। এরপর ‘শো অ্যাট টপ অব প্রোফাইল’ অপশনে টিক দিয়ে ‘সেভ’ বাটনে ট্যাপ করলেই এডিট করা নতুন ডাকনামটি প্রোফাইল নামের পাশে সেট হবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত