ইনস্টাগ্রামে ব্রডকাস্ট চ্যানেল তৈরি করবেন যেভাবে 

অনলাইন ডেস্ক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৪, ০৯: ৪৯

ফলোয়ারদের সঙ্গে সরাসরি বার্তা, ছবি ও অডিও বার্তা পাঠানোর জন্য ‘ব্রডকাস্ট চ্যানেলস’ ফিচার রয়েছে ইনস্টাগ্রামে। বিশেষ করে কনটেন্ট নির্মাতাদের জন্য ফিচারটি বেশ সুবিধাজনক। সহজেই এর মাধ্যমে নিজের কন্টেন্ট ফলোয়ারদের মাঝে তুলে ধরা যাবে। 

মাত্র কয়েক মিনিটের মধ্যেই ব্রডকাসট চ্যানেল তৈরি করা যায়। ফিচারটি ব্যবহারের মাধ্যমে নির্দিষ্ট ফলোয়ারদের কাছে আরও দ্রুত পৌঁছাতে পারবেন জনপ্রিয় ব্যক্তি ও কন্টেন্ট নির্মাতারা। ইনস্টাগ্রামে ব্রডকাস্ট চ্যানেল তৈরির পদ্ধতি তুলে ধরা হলো। 

ব্রডকাস্ট চ্যানেল তৈরির করবেন যেভাবে 
১. স্মার্টফোনে ইনস্টাগ্রাম অ্যাপ চালু করুন। 
২. ডান পাশের ওপরের দিকে থাকা সরাসরি মেসেজ আইকোনে (কাগজের প্লেনের মতো আইকোন) ট্যাপ করুন। 
৩. ডান পাশের কোনায় থাকা কম্পোজ বাটনে (কলম ও কাগজ আইকোন) ট্যাপ করুন। 
৪. ‘ক্রিয়েট ব্রডকাস্ট চ্যানেল’ নির্বাচন করুন। এই অপশন ওপরের দিকে থাকবে। 
৫. কারা ব্রডকাস্ট চ্যানেলে যুক্ত হতে পারবে তা এই পর্যায়ে নির্বাচন করতে হবে। এর ‘এভ্রিয়ন, ফলোয়ার অনলি বা সাবস্ক্রাইবার অনলি’ অপশনগুলো থেকে নির্বাচন করতে হবে। 
৬. এখন চ্যানেলটি প্রোফাইলে দেখাতে চান নাকি তা নির্বাচন করুন। 
৭. ‘ক্রিয়েট ব্রডকাস্ট চ্যানেল’ অপশনে ট্যাপ করুন। ফলে এই চ্যানেলটি তৈরি হবে। 
 
ইনস্টাগ্রাম প্রোফাইলে ব্রডকাস্ট চ্যানেলে লিংক পিন করার সুযোগ রয়েছে। ব্রডকাস্ট চ্যানেলে যুক্ত হতে চাইলে কনটেন্ট নির্মাতার তৈরি চ্যানেল লিংকে ক্লিক করে প্রবেশ করতে হবে ফলোয়ারদের। লিংকে ক্লিক করার পর ‘জয়েন ব্রডকাস্ট চ্যানেল’ ট্যাপ করলেই পরবর্তী সময়ে চ্যানেলটির সব বার্তা বা ছবি দেখতে পারবেন ব্যবহারকারীরা। 

ব্রডকাস্ট চ্যানেল ব্যবহারের জন্য কিছু টিপস
নিয়মিত আপডেট পোস্ট করুন: অডিয়েন্সদের আগ্রহ ধরে রাখতে নিয়মিত কনটেন্ট শেয়ার করতে হবে। 
অডিয়েন্সদের সঙ্গে যোগাযোগ করা: কমিউনিটি তৈরি করার জন্য মেসেজ ও রিঅ্যাকশনের জবাব দিতে হবে। 
পোলস ও প্রশ্ন যুক্ত করা: ফলোয়ারদের অংশগ্রহণ নিশ্চিত করতে ও কনটেন্ট সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চ্যানেলে বিভিন্ন পোলস ও প্রশ্ন যুক্ত করুন। বিভিন্ন ধরনের কনটেন্ট পোস্ট করুন: টেক্সট, ছবি, ভিডিও ও লিংক বিভিন্ন কনটেন্ট শেয়ার করে পরীক্ষা–নিরীক্ষা করুন। 

এভাবে ব্রডকাস্ট চ্যানেল করে আপনার অ্যাকাউন্টের ফলোয়ার বাড়াতে পারবেন। 

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন জাতিকে উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত