অনলাইন ডেস্ক
নতুন আপডেটের মাধ্যমে উইন্ডোজ ১১ স্টার্ট মেন্যুতে বিজ্ঞাপন দেখানো শুরু করেছে মাইক্রোসফট। অর্থাৎ যখন ব্যবহারকারীরা স্টার্ট বাটনে ক্লিক করবে, তখন বিভিন্ন অ্যাপস ডাউনলোড ও ইনস্টলের জন্য বিজ্ঞাপন দেখানো হবে। তবে চাইলে এই বিজ্ঞাপন বন্ধ করা যাবে।
উইন্ডোজ ১১ এর কেবি ৫০৩৬৯৮০ আপডেটের মাধ্যমে ফিচারটি উইন্ডোজ কম্পিউটারে যুক্ত করা হয়েছে। এই আপডেটের মাধ্যমে স্টার্ট বাটনে রেকোমেন্ডেড অ্যাপ দেখাবে মাইক্রোসফট। অর্থাৎ উইন্ডোজ স্টার্ট বাটনে বিজ্ঞাপন দেখা যাবে। নতুন আপডেটে ফিচারটি স্বয়ক্রিয়ভাবে চালু হবে।
নতুন আপডেটটি সম্পর্কে মাইক্রোসফট বলছে, ‘স্টার্ট মেনুর এক অংশে মাইক্রোসফট স্টোরের কিছু অ্যাপ দেখানো হবে। এসব অ্যাপের তালিকা ডেভেলপাররা তৈরি করবে। এর মাধ্যমে ব্যবহারকারীরা ভালো ভালো অ্যাপের সন্ধান পাবে।’
স্টার্ট মেন্যুর বিজ্ঞাপন যেভাবে বন্ধে করবেন
বিভিন্ন অ্যাপের বিজ্ঞাপন সবার কাছে গুরুত্বপূর্ণ নয়। কারণ অনেকেই সীমিত অ্যাপ ব্যবহার করতে পছন্দ করে। বরং বিজ্ঞাপনগুলো বিরক্তিকর হতে পারে। তবে খুব সহজেই এই বিজ্ঞাপন বন্ধ করতে পারবেন। এজন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. উইন্ডোজ কম্পিউটারের সেটিংসে প্রবেশ করুন।
২. বাম পাশের প্যানেল থেকে ‘পারসোনালাইজড’ অপশন নির্বাচন করুন।
৩. এরপর ডান দিকের ‘স্টার্ট’ অপশনে ট্যাপ করুন।
৪. ‘Show recommendations for tips, app promotions, and more’ টগলটি খুঁজে বের করুন।
৫. টগলটিতে ক্লিক করে বন্ধ করে দিন।
মাত্র দুই সপ্তাহ আগে উইন্ডোজ ১১ এর বেটা ভার্সনে বিজ্ঞাপন দেখানো শুরু করে মাইক্রোসফট। তাই তুলনামূলক কম সময়ে মধ্যে এই ফিচার উন্মোচন করার বিষয়টি অনকে প্রযুক্তি বিশ্লেষকদের অবাক করেছে। উইন্ডোজ ১০–এর লক স্ক্রিন ও স্টার্ট মেনুতেও বিজ্ঞাপন দেখানোর ফিচার চালু করবে মাইক্রোসফট। গত বছর উইন্ডোজ ১১ এর ফাইল এক্সপ্লোরারেও পরীক্ষামূলকভাবে বিজ্ঞপন দেখানো শুরু করেছিল এই টেক জায়ান্ট।
তথ্যসূত্র: ম্যাশাবল
নতুন আপডেটের মাধ্যমে উইন্ডোজ ১১ স্টার্ট মেন্যুতে বিজ্ঞাপন দেখানো শুরু করেছে মাইক্রোসফট। অর্থাৎ যখন ব্যবহারকারীরা স্টার্ট বাটনে ক্লিক করবে, তখন বিভিন্ন অ্যাপস ডাউনলোড ও ইনস্টলের জন্য বিজ্ঞাপন দেখানো হবে। তবে চাইলে এই বিজ্ঞাপন বন্ধ করা যাবে।
উইন্ডোজ ১১ এর কেবি ৫০৩৬৯৮০ আপডেটের মাধ্যমে ফিচারটি উইন্ডোজ কম্পিউটারে যুক্ত করা হয়েছে। এই আপডেটের মাধ্যমে স্টার্ট বাটনে রেকোমেন্ডেড অ্যাপ দেখাবে মাইক্রোসফট। অর্থাৎ উইন্ডোজ স্টার্ট বাটনে বিজ্ঞাপন দেখা যাবে। নতুন আপডেটে ফিচারটি স্বয়ক্রিয়ভাবে চালু হবে।
নতুন আপডেটটি সম্পর্কে মাইক্রোসফট বলছে, ‘স্টার্ট মেনুর এক অংশে মাইক্রোসফট স্টোরের কিছু অ্যাপ দেখানো হবে। এসব অ্যাপের তালিকা ডেভেলপাররা তৈরি করবে। এর মাধ্যমে ব্যবহারকারীরা ভালো ভালো অ্যাপের সন্ধান পাবে।’
স্টার্ট মেন্যুর বিজ্ঞাপন যেভাবে বন্ধে করবেন
বিভিন্ন অ্যাপের বিজ্ঞাপন সবার কাছে গুরুত্বপূর্ণ নয়। কারণ অনেকেই সীমিত অ্যাপ ব্যবহার করতে পছন্দ করে। বরং বিজ্ঞাপনগুলো বিরক্তিকর হতে পারে। তবে খুব সহজেই এই বিজ্ঞাপন বন্ধ করতে পারবেন। এজন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. উইন্ডোজ কম্পিউটারের সেটিংসে প্রবেশ করুন।
২. বাম পাশের প্যানেল থেকে ‘পারসোনালাইজড’ অপশন নির্বাচন করুন।
৩. এরপর ডান দিকের ‘স্টার্ট’ অপশনে ট্যাপ করুন।
৪. ‘Show recommendations for tips, app promotions, and more’ টগলটি খুঁজে বের করুন।
৫. টগলটিতে ক্লিক করে বন্ধ করে দিন।
মাত্র দুই সপ্তাহ আগে উইন্ডোজ ১১ এর বেটা ভার্সনে বিজ্ঞাপন দেখানো শুরু করে মাইক্রোসফট। তাই তুলনামূলক কম সময়ে মধ্যে এই ফিচার উন্মোচন করার বিষয়টি অনকে প্রযুক্তি বিশ্লেষকদের অবাক করেছে। উইন্ডোজ ১০–এর লক স্ক্রিন ও স্টার্ট মেনুতেও বিজ্ঞাপন দেখানোর ফিচার চালু করবে মাইক্রোসফট। গত বছর উইন্ডোজ ১১ এর ফাইল এক্সপ্লোরারেও পরীক্ষামূলকভাবে বিজ্ঞপন দেখানো শুরু করেছিল এই টেক জায়ান্ট।
তথ্যসূত্র: ম্যাশাবল
চলতি বছরে স্মার্টফোন শিল্প অত্যন্ত উদ্ভাবনমুখী হবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসগুলোতে উন্নত ক্যামেরা, বিশেষ এআই ফিচারের পাশাপাশি শক্তিশালী ও বড় আকারের ব্যাটারি দেখতে পাওয়া যাবে। ফ্ল্যাগশিপ ফোন থেকে বাজেট স্মার্টফোনেও এই ধরনের শক্তিশালী ব্যাটারি থাকবে।
৭ ঘণ্টা আগেগরম খাবার খেতে গিয়ে জিভ পুড়ে যাওয়ার অভিজ্ঞতা কম বেশি সবারই রয়েছে। আবার ব্যস্ততার সময় ফুঁ দিয়ে খাবার বা পানীয় ঠান্ডা করাও একটি বিরক্তির বিষয়। তবে এ ধরনের সমস্যা সমাধানের জন্য ‘নেকোজিতা ক্যাট ফুফু’ নামের ছোট একটি বিড়াল রোবট তৈরি করেছে জাপানের ইয়ুকাই ইঞ্জিনিয়ারিং স্টার্টআপ। কফি, স্যুপ বা অন্য কোনো গরম
৮ ঘণ্টা আগেচলমান তদন্তের অংশ হিসেবে সোশ্যাল মিডিয়া কোম্পানি এক্স (সাবেক টুইটার)–এর কাছে অ্যাপটির অ্যালগরিদম সিস্টেমের কার্যকারিতা সম্পর্কিত তথ্য চেয়েছে ইউরোপীয় কমিশন। বিশেষত, অ্যালগরিদমের মধ্যে সম্প্রতি যে কোনো পরিবর্তনের বিষয়ে জানতে চেয়েছে কমিশন।
১৩ ঘণ্টা আগেজো বাইডেনের প্রশাসন হস্তক্ষেপ না করলে যুক্তরাষ্ট্রের কার্যক্রম বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে টিকটক। কিন্তু কোনোভাবেই এটি বিক্রি করা হবে না বলে জানিয়ে দিয়ে চীনের মালিকানাধীন এই ভিডিও শেয়ারিং অ্যাপ। যুক্তরাষ্ট্রে ব্যবসা বিক্রি অথবা বন্ধের সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে টিকটকের করা আপিল গতকাল শুক্রবার সুপ্
১৪ ঘণ্টা আগে