উইন্ডোজ ১১ স্টার্ট মেন্যুর বিরক্তিকর বিজ্ঞাপন বন্ধ করবেন যেভাবে 

অনলাইন ডেস্ক
আপডেট : ২৫ এপ্রিল ২০২৪, ১৪: ৪৯
Thumbnail image

নতুন আপডেটের মাধ্যমে উইন্ডোজ ১১ স্টার্ট মেন্যুতে বিজ্ঞাপন দেখানো শুরু করেছে মাইক্রোসফট। অর্থাৎ যখন ব্যবহারকারীরা স্টার্ট বাটনে ক্লিক করবে, তখন বিভিন্ন অ্যাপস ডাউনলোড ও ইনস্টলের জন্য বিজ্ঞাপন দেখানো হবে। তবে চাইলে এই বিজ্ঞাপন বন্ধ করা যাবে।

উইন্ডোজ ১১ এর কেবি ৫০৩৬৯৮০ আপডেটের মাধ্যমে ফিচারটি উইন্ডোজ কম্পিউটারে যুক্ত করা হয়েছে। এই আপডেটের মাধ্যমে স্টার্ট বাটনে রেকোমেন্ডেড অ্যাপ দেখাবে মাইক্রোসফট। অর্থাৎ উইন্ডোজ স্টার্ট বাটনে বিজ্ঞাপন দেখা যাবে। নতুন আপডেটে ফিচারটি স্বয়ক্রিয়ভাবে চালু হবে।

নতুন আপডেটটি সম্পর্কে মাইক্রোসফট বলছে, ‘স্টার্ট মেনুর এক অংশে মাইক্রোসফট স্টোরের কিছু অ্যাপ দেখানো হবে। এসব অ্যাপের তালিকা ডেভেলপাররা তৈরি করবে। এর মাধ্যমে ব্যবহারকারীরা ভালো ভালো অ্যাপের সন্ধান পাবে।’

স্টার্ট মেন্যুর বিজ্ঞাপন যেভাবে বন্ধে করবেন
বিভিন্ন অ্যাপের বিজ্ঞাপন সবার কাছে গুরুত্বপূর্ণ নয়। কারণ অনেকেই সীমিত অ্যাপ ব্যবহার করতে পছন্দ করে। বরং বিজ্ঞাপনগুলো বিরক্তিকর হতে পারে। তবে খুব সহজেই এই বিজ্ঞাপন বন্ধ করতে পারবেন। এজন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—

১. উইন্ডোজ কম্পিউটারের সেটিংসে প্রবেশ করুন।
২. বাম পাশের প্যানেল থেকে ‘পারসোনালাইজড’ অপশন নির্বাচন করুন।
৩. এরপর ডান দিকের ‘স্টার্ট’ অপশনে ট্যাপ করুন।
৪. ‘Show recommendations for tips, app promotions, and more’ টগলটি খুঁজে বের করুন।
৫. টগলটিতে ক্লিক করে বন্ধ করে দিন।

মাত্র দুই সপ্তাহ আগে উইন্ডোজ ১১ এর বেটা ভার্সনে বিজ্ঞাপন দেখানো শুরু করে মাইক্রোসফট। তাই তুলনামূলক কম সময়ে মধ্যে এই ফিচার উন্মোচন করার বিষয়টি অনকে প্রযুক্তি বিশ্লেষকদের অবাক করেছে। উইন্ডোজ ১০–এর লক স্ক্রিন ও স্টার্ট মেনুতেও বিজ্ঞাপন দেখানোর ফিচার চালু করবে মাইক্রোসফট। গত বছর উইন্ডোজ ১১ এর ফাইল এক্সপ্লোরারেও পরীক্ষামূলকভাবে বিজ্ঞপন দেখানো শুরু করেছিল এই টেক জায়ান্ট।

তথ্যসূত্র: ম্যাশাবল

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত