Ajker Patrika

নতুন ক্রিপ্টোকারেন্সি ওয়ার্ল্ডকয়েন চালু করলেন স্যাম অল্টম্যান

অনলাইন ডেস্ক
নতুন ক্রিপ্টোকারেন্সি ওয়ার্ল্ডকয়েন চালু করলেন স্যাম অল্টম্যান

বিটকয়েনের মতো নতুন আরেকটি ক্রিপ্টোকারেন্সি চালু করলেন কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি কোম্পানি ওপেন এআইয়ের সিইও স্যাম অল্টম্যান। 

গতকাল সোমবার চালু করা ওয়ার্ল্ডকয়েনের বিনিময় কার্যক্রম চলবে ‘ওয়ার্ল্ড আইডি’ নামে পরিচয় যাচাই প্রক্রিয়ার মাধ্যমে। এই প্রক্রিয়ার উপর ভিত্তি করে ডিজিটাল মুদ্রাটি চালু হয়েছে বলে রয়টার্স জানিয়েছ।

‘ওয়ার্ল্ড আইডিকে’ ডিজিটাল পাসপোর্ট বলছে প্রতিষ্ঠানটি। ব্যবহারকারী মানুষ নাকি এআই রোবট, তার প্রমাণ দেবে এই পরিচয়পত্র। 

ওয়ার্ল্ডকয়েন ব্যবহারের জন্য প্রথমে নিবন্ধন করতে হবে। সেজন্য প্রথমে ভলিবলের মত বড় একটি ‘আই বল’ চোখের মণি স্ক্যান করবে। রূপার বলটি ডেটাবেজে থাকা তথ্যের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তির চোখের মণির যর্থার্থতা যাচাই করলে পরিচয়পত্র তৈরি হবে। 
 
২০২২ সালের নভেম্বরে ওপেন এআই কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সার্চ টুল চ্যাটজিটিপি বাজারে আনার পর বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত