কল্পিত বিশ্বের অতিবাস্তব কিছু দৃশ্য

প্রযুক্তি ডেস্ক
আপডেট : ২৪ মে ২০২১, ১৯: ০০
Thumbnail image

ঢাকা: বিশ্বজুড়ে ভিডিও গেমসের চাহিদা অনেক। ভিডিও গেমস এখন শুধু ভিডিও গেমসেই সীমাবদ্ধ নেই। ক্রমেই হয়ে উঠছে অতি বাস্তব (হাইপার রিয়েলিস্টিক)। উত্থান ঘটছে নতুন ধাঁচের ভার্চুয়াল আলোকচিত্রী। কিছু ভিডিও গেমসে স্থিরচিত্র ধারণের ফিচার যুক্ত হওয়ায় সেটি আরেক শিল্পে পরিণত হচ্ছে। গেমাররা স্থিরচিত্রে সংরক্ষণ করছেন সৌন্দর্য ও আবেগীয় মুহূর্তগুলো। দ্য লাস্ট অব আস টু, লিজেন্ড অব জেলডা, ব্রেথ অব দ্য ওয়াইল্ড, রেড ডেড রিডেম্পশন টু, অ্যাসাসিন ক্রিড ওডিসি এবং সর্বশেষ রেসিডেন্ট ইভিল ভিলেজের মতো গেমসগুলোতে স্থিরচিত্র ধারণের ফিচার যুক্ত হয়েছে। বিবিসির সৌজন্যে কয়েকটি ভিডিও গেমের কল্পিত বিশ্বের এমন কিছু অসাধারণ দৃশ্য:

রেসিডেন্ট ইভিল থ্রি গেমের নায়িকা জিল ভেলেন্টাইন ট্রেনের বগিতে বসে আছে। রেসিডেন্ট ইভিল সিরিজের সবচেয়ে রক্তক্ষয়ী সিক্যুয়াল এটি। ছবি: লিও স্যাং/ক্যাপকম

রেড ডেড রিডেম্পশন টু গেমের অনিন্দ্যসুন্দর একটি দৃশ্য। দুর্দান্ত এক নিসর্গের ওপর দিয়ে উড়ে যাচ্ছে একটি ঈগল। দৃশ্যটি ধারণ করেছেন মেগান রিমস। ছবি: রকস্টার গেমস কোম্পানি

মেগান রিমের ধারণ করা আরেকটি অসাধারণ দৃশ্য। দ্য লাস্ট অব আস টু গেমের নায়িকা বাবার মৃত্যুর পর গ্যাস মাস্ক পরে অন্ধকারে বসে থাকার দৃশ্য। বাস্তব ঘটনার চেয়েও বেশি বিষণ্ন করে দেওয়ার মতো। ছবি: মেগান রিমস/নটি ডগ

গ্র্যান্ড থেফট অটো ফোর গেম থেকে এ দৃশ্যটি ধারণ করেছেন পেট্রি লেভালাটি। বাস্তব আর ভিডিও গেমের জগতের মাঝখানের ধূসর এলাকাটি যেন ক্রমেই মুছে যাচ্ছে। ছবি: পেট্রি লেভালাটি/রকস্টার গেমস

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত