ভার্চ্যুয়াল জগৎকে আরও বাস্তব করে তুলবে মেটার এআই ‘মেটা মোটিভো’

অনলাইন ডেস্ক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৪, ০৯: ৩৮
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৪, ০৯: ৪৬
মেটাভার্স প্রযুক্তিতে কয়েক হাজার কোটি ডলার বিনিয়োগ করছে মেটা। ছবি: দ্য ইনক্যাপ

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) নতুন মডেল ‘মেটা মোটিভো’ নিয়ে আসছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। মানবসদৃশ ডিজিটাল এজেন্টের গতিবিধি নিয়ন্ত্রণ করতে পারবে এই মডেল। এটি মেটাভার্স বা ভার্চ্যুয়াল জগতের অভিজ্ঞতা আরও উন্নত করতে পারে। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

অগমেন্টেড রিয়্যালিটি এবং অন্যান্য মেটাভার্স প্রযুক্তিতে কয়েক হাজার কোটি ডলার বিনিয়োগ করছে মেটা। এর ফলে ২০২৪ সালের জন্য কোম্পানির মূলধনী খরচ রেকর্ড উচ্চতায় পৌঁছাবে, যা ৩৭ বিলিয়ন থেকে ৪০ বিলিয়ন ডলারের মধ্যে হতে পারে।

এ ছাড়া, মেটা তার এআই মডেলগুলো ডেভেলপারদের ব্যবহার করার জন্য উন্মুক্ত করেছে। কোম্পানি বিশ্বাস করে যে, এ ধরনের উদার দৃষ্টিভঙ্গি ব্যবসার জন্য লাভজনক হতে পারে, যা তাদের সেবার জন্য আরও উন্নত টুল তৈরিতে সাহায্য করবে।

এক বিবৃতিতে কোম্পানিটি জানিয়েছে, ‘এই গবেষণা মেটাভার্স সম্পূর্ণরূপে বাস্তবসম্মত এজেন্ট তৈরি করতে সাহায্য করবে, যা জীবন্ত এনপিসি (নন-প্লেয়েবল ক্যারেক্টার) তৈরি, অ্যানিমেশনকে আরও সহজলভ্য এবং নতুন ধরনের আকর্ষণীয় আবহ সৃষ্টি করবে।’

মেটা মোটিভো ডিজিটাল অ্যাভাটারের শরীরের নিয়ন্ত্রণ সমস্যা সমাধান করতে সাহায্য করবে, যার ফলে তারা আরও বাস্তবসম্মত এবং মানবসদৃশ গতিবিধি প্রদর্শন করতে পারবে, বলে জানিয়েছে কোম্পানি।

নতুন ভাষা মডেল প্রশিক্ষণ পদ্ধতি ‘লার্জ কনসেপ্ট মডেল (এলসিএম) চালু করেছে মেটা। এটি ‘যুক্তি এবং ভাষা উপস্থাপনাকে আলাদা করে’ কাজ করে।

মেটা জানিয়েছে, এলসিএম থেকে এলএলএম–এর বড় পার্থক্য রয়েছে। কোনো এআই মডেলকে পরবর্তী শব্দ বা বাক্যাংশ অনুমান করার পরিবর্তে, ‘ধারণা বা আইডিয়া’ অনুমান করতে শেখানো জন্য এলসিএম ব্যবহৃত হয়।

এ ছাড়া ‘ভিডিও সিল’ নামে নতুন টুল নিয়ে এসেছে মেটা। এটি ভিডিওতে একটি গোপন ওয়াটারমার্ক বা জলছাপ যুক্ত করে করে। এটি খালি চোখে দেখা যায় না। তবে এটি ডিজিটালভাবে শনাক্ত করা যায়। বিগত কয়েক বছরে ডিপফেক ভিডিও তৈরির পরিমাণ অনেক বেশি বেড়েছে। সেলিব্রেটিসহ সাধারণ মানুষের আপত্তিকর ডিপফেক ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছড়িয়ে দেওয়ার হচ্ছে। মেটার এই জলছাপ যুক্ত করার প্রযুক্তিটি তাই ভুয়া ভিডিও শনাক্ত করতে সাহায্য করবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত