অনলাইন ডেস্ক
স্যামসাংয়ের ফোল্ডিং ফোনগুলো বেশ জনপ্রিয়। এই ফোল্ডিং ফোনগুলো আরও চিকন করে ‘গ্যালাক্সি জেড ফোল্ড স্লিম’ নামে নতুন মডেল নিয়ে আসবে স্যামসাং। আর এই মডেলে আগামী অক্টোবরেই উন্মোচন করবে কোম্পানিটি। বিভিন্ন প্রযুক্তি ওয়েবসাইট এমনই তথ্য ফাঁস করেছে।
আগামী মাসের শুরুর দিকে স্যামসাং গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্ট অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে গ্যালাক্সি জেড ফোল্ড ৬, গ্যালাক্সি জেড ফ্লিপ ৫ ও গ্যালক্সি রিং উন্মোচন হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মের এক পোস্টে স্যামসাং ফোনের বিভিন্ন তথ্য ফাঁসকারী অ্যাকাউন্ট আইস ইউনিভার্স বলেছে, গ্যালাক্সি জেড ফোল্ড স্লিম ফোনটি আগামী অক্টোবরে উন্মোচন হবে।
আইস ইউনিভার্স আরও বলে, চীনে এই ফোন ‘গ্যালাক্সি ডাব্লু ১৫ মোনিকার’ নামে উন্মোচন হবে।
তবে ফোনটি সে সময় বিশ্বজুড়ে নাকি শুধু চীনের বাজারে চালু হবে তা সুনির্দিষ্টভাবে পোস্টে উল্লেখ নেই। নতুন ফোনটি অনেক হালকা ও চিকন হবে। ফোল্ডিং ফোনের আগের মডেলগুলোর তুলনায় এটি কিছুটা বড় হবে। এতে টাইটানিয়াম ফ্রেম ব্যবহার করা হতে পারে। তবে এতে এস পেন না–ও থাকতে পারে।
গত মাসে ডিসপ্লে সাপ্লাই চেইন কনসালট্যান্টসের (ডিএসসিসি) সহপ্রতিষ্ঠাতা ও সিইও রস ইয়ং বলেন, গ্যালাক্সি জেড ফোল্ড ৬ স্লিম গ্যালাক্সি জেড ফোল্ড ৬ থেকে বড় হবে। এটি চলতি বছরের চতুর্থ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) উন্মোচন হবে বলে তিনি ইঙ্গিত দিয়েছিলেন। ফোনটির দাম স্যামসাংয়ের ফোল্ডিংয়ের স্ট্যান্ডার্ড মডেলের মতো একই হবে।
স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৬–এর সম্ভাব্য স্পেসিফিকেশন
ফোনটির সম্পূর্ণ সম্পর্কে জানা যায়নি। আর ফাঁস হওয়া বিভিন্ন স্পেসিকেশন সঠিক না–ও হতে পারে। গ্যালাক্সি জেড ফোল্ড ৬ স্লিম ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে যা যা জানা গেছে তা তুলে ধরা হলো—
পেছনের ক্যামেরা: তিনটি ক্যামেরা থাকবে—৫০ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, ১২ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা ও ১০ মেগাপিক্সেল টেলিফোটো ক্যামেরা।
কভার ডিসপ্লে ক্যামেরা: ১০ মেগাপিক্সেল।
আন্ডার ডিসপ্লে ক্যামেরা: ৪ মেগাপিক্সেল।
ভেতরে ডিসপ্লে: ৭ দশমিক ৬ ইঞ্চি।
কভার ডিসপ্লে: ৬ দশমিক ৩ ইঞ্চি।
চিপসেট: স্ন্যাপড্রাগন ৮ জেন ৩।
মেমোরি: ১২ জিবি এলপিডিডিআর ৫ এক্স।
ইন্টারনাল স্টোরেজ: ২৫৬ জিবি, ৫১২ জিবি ও ১ টিবি।
ব্যাটারি: ৪,৪০০ এমএএইচ।
চার্জিং: ২৫ ওয়াট।
আগামী বছরে বাজারে আইফোন ১৭ সিরিজে একটি স্লিম মডেল নিয়ে আসতে পারে অ্যাপল। তবে ফোনটি তুলনামূলক অনেক দামি হতে পারে।
তথ্যসূত্র: ৩৬০ গ্যাজেটস
স্যামসাংয়ের ফোল্ডিং ফোনগুলো বেশ জনপ্রিয়। এই ফোল্ডিং ফোনগুলো আরও চিকন করে ‘গ্যালাক্সি জেড ফোল্ড স্লিম’ নামে নতুন মডেল নিয়ে আসবে স্যামসাং। আর এই মডেলে আগামী অক্টোবরেই উন্মোচন করবে কোম্পানিটি। বিভিন্ন প্রযুক্তি ওয়েবসাইট এমনই তথ্য ফাঁস করেছে।
আগামী মাসের শুরুর দিকে স্যামসাং গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্ট অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে গ্যালাক্সি জেড ফোল্ড ৬, গ্যালাক্সি জেড ফ্লিপ ৫ ও গ্যালক্সি রিং উন্মোচন হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মের এক পোস্টে স্যামসাং ফোনের বিভিন্ন তথ্য ফাঁসকারী অ্যাকাউন্ট আইস ইউনিভার্স বলেছে, গ্যালাক্সি জেড ফোল্ড স্লিম ফোনটি আগামী অক্টোবরে উন্মোচন হবে।
আইস ইউনিভার্স আরও বলে, চীনে এই ফোন ‘গ্যালাক্সি ডাব্লু ১৫ মোনিকার’ নামে উন্মোচন হবে।
তবে ফোনটি সে সময় বিশ্বজুড়ে নাকি শুধু চীনের বাজারে চালু হবে তা সুনির্দিষ্টভাবে পোস্টে উল্লেখ নেই। নতুন ফোনটি অনেক হালকা ও চিকন হবে। ফোল্ডিং ফোনের আগের মডেলগুলোর তুলনায় এটি কিছুটা বড় হবে। এতে টাইটানিয়াম ফ্রেম ব্যবহার করা হতে পারে। তবে এতে এস পেন না–ও থাকতে পারে।
গত মাসে ডিসপ্লে সাপ্লাই চেইন কনসালট্যান্টসের (ডিএসসিসি) সহপ্রতিষ্ঠাতা ও সিইও রস ইয়ং বলেন, গ্যালাক্সি জেড ফোল্ড ৬ স্লিম গ্যালাক্সি জেড ফোল্ড ৬ থেকে বড় হবে। এটি চলতি বছরের চতুর্থ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) উন্মোচন হবে বলে তিনি ইঙ্গিত দিয়েছিলেন। ফোনটির দাম স্যামসাংয়ের ফোল্ডিংয়ের স্ট্যান্ডার্ড মডেলের মতো একই হবে।
স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৬–এর সম্ভাব্য স্পেসিফিকেশন
ফোনটির সম্পূর্ণ সম্পর্কে জানা যায়নি। আর ফাঁস হওয়া বিভিন্ন স্পেসিকেশন সঠিক না–ও হতে পারে। গ্যালাক্সি জেড ফোল্ড ৬ স্লিম ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে যা যা জানা গেছে তা তুলে ধরা হলো—
পেছনের ক্যামেরা: তিনটি ক্যামেরা থাকবে—৫০ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, ১২ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা ও ১০ মেগাপিক্সেল টেলিফোটো ক্যামেরা।
কভার ডিসপ্লে ক্যামেরা: ১০ মেগাপিক্সেল।
আন্ডার ডিসপ্লে ক্যামেরা: ৪ মেগাপিক্সেল।
ভেতরে ডিসপ্লে: ৭ দশমিক ৬ ইঞ্চি।
কভার ডিসপ্লে: ৬ দশমিক ৩ ইঞ্চি।
চিপসেট: স্ন্যাপড্রাগন ৮ জেন ৩।
মেমোরি: ১২ জিবি এলপিডিডিআর ৫ এক্স।
ইন্টারনাল স্টোরেজ: ২৫৬ জিবি, ৫১২ জিবি ও ১ টিবি।
ব্যাটারি: ৪,৪০০ এমএএইচ।
চার্জিং: ২৫ ওয়াট।
আগামী বছরে বাজারে আইফোন ১৭ সিরিজে একটি স্লিম মডেল নিয়ে আসতে পারে অ্যাপল। তবে ফোনটি তুলনামূলক অনেক দামি হতে পারে।
তথ্যসূত্র: ৩৬০ গ্যাজেটস
জিবলি আর্টের উন্মাদনায় কাঁপছে বিশ্ব। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকলেই দেখা যায়, প্রায় অধিকাংশ নেটাগরিক তাঁদের প্রিয় মুহূর্তের ধারণ করা ছবিগুলোকে স্টুডিও জিবলি আর্টের ধরনে অ্যানিমেশন করছেন। কেউ প্রোফাইল পিকচারে দিচ্ছেন, কেউ বা অনেক পুরোনো স্মৃতিও ফিরিয়ে আনছেন জিবলি আর্টে রূপান্তর করার মাধ্যমে।
২ দিন আগেএক্সএআই এবং এক্স ব্যক্তিগত মালিকানাধীন প্রতিষ্ঠান। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তির কিছু নির্দিষ্ট তথ্য এখনো স্পষ্ট নয়, যেমন: বিনিয়োগকারীরা এই শেয়ার স্থানান্তর অনুমোদন করেছে কিনা বা বিনিয়োগকারীদের কীভাবে ক্ষতিপূরণ দেওয়া হবে ইত্যাদি বিষয় অস্পষ্ট।
৬ দিন আগেফেসবুক স্টোরি একধরনের সাময়িক পোস্ট। এই ধরনের পোস্ট ২৪ ঘণ্টা ধরে দেখা যায় এবং পরে অদৃশ্য হয়ে যায়। তবে এগুলো একেবারেই ফেসবুক থেকে হারিয়ে যায় না। এগুলো আর্কাইভ নামের এক ফোল্ডারে থাকে। এই ফোল্ডারে সব স্টোরি একই সঙ্গে পাওয়া যায়।
৬ দিন আগেগুগল তাদের সার্চ, ম্যাপস এবং জেমিনিতে বেশ কিছু নতুন ফিচার চালু করছে। ব্যবহারকারীর ছুটির পরিকল্পনা করতে এগুলো সাহায্য করবে। এসব নতুন ফিচার অনেকটাই কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে তৈরি। ব্যবহারকারীরা আগে যেমন ওপেনএআইয়ের চ্যাটজিপিটি থেকে ছুটির পরিকল্পনা তৈরি করতে অভ্যস্ত ছিলেন, তেমনি গুগলের টুলগুলো
৭ দিন আগে