অনলাইন ডেস্ক
স্যামসাংয়ের ফোল্ডিং ফোনগুলো বেশ জনপ্রিয়। এই ফোল্ডিং ফোনগুলো আরও চিকন করে ‘গ্যালাক্সি জেড ফোল্ড স্লিম’ নামে নতুন মডেল নিয়ে আসবে স্যামসাং। আর এই মডেলে আগামী অক্টোবরেই উন্মোচন করবে কোম্পানিটি। বিভিন্ন প্রযুক্তি ওয়েবসাইট এমনই তথ্য ফাঁস করেছে।
আগামী মাসের শুরুর দিকে স্যামসাং গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্ট অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে গ্যালাক্সি জেড ফোল্ড ৬, গ্যালাক্সি জেড ফ্লিপ ৫ ও গ্যালক্সি রিং উন্মোচন হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মের এক পোস্টে স্যামসাং ফোনের বিভিন্ন তথ্য ফাঁসকারী অ্যাকাউন্ট আইস ইউনিভার্স বলেছে, গ্যালাক্সি জেড ফোল্ড স্লিম ফোনটি আগামী অক্টোবরে উন্মোচন হবে।
আইস ইউনিভার্স আরও বলে, চীনে এই ফোন ‘গ্যালাক্সি ডাব্লু ১৫ মোনিকার’ নামে উন্মোচন হবে।
তবে ফোনটি সে সময় বিশ্বজুড়ে নাকি শুধু চীনের বাজারে চালু হবে তা সুনির্দিষ্টভাবে পোস্টে উল্লেখ নেই। নতুন ফোনটি অনেক হালকা ও চিকন হবে। ফোল্ডিং ফোনের আগের মডেলগুলোর তুলনায় এটি কিছুটা বড় হবে। এতে টাইটানিয়াম ফ্রেম ব্যবহার করা হতে পারে। তবে এতে এস পেন না–ও থাকতে পারে।
গত মাসে ডিসপ্লে সাপ্লাই চেইন কনসালট্যান্টসের (ডিএসসিসি) সহপ্রতিষ্ঠাতা ও সিইও রস ইয়ং বলেন, গ্যালাক্সি জেড ফোল্ড ৬ স্লিম গ্যালাক্সি জেড ফোল্ড ৬ থেকে বড় হবে। এটি চলতি বছরের চতুর্থ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) উন্মোচন হবে বলে তিনি ইঙ্গিত দিয়েছিলেন। ফোনটির দাম স্যামসাংয়ের ফোল্ডিংয়ের স্ট্যান্ডার্ড মডেলের মতো একই হবে।
স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৬–এর সম্ভাব্য স্পেসিফিকেশন
ফোনটির সম্পূর্ণ সম্পর্কে জানা যায়নি। আর ফাঁস হওয়া বিভিন্ন স্পেসিকেশন সঠিক না–ও হতে পারে। গ্যালাক্সি জেড ফোল্ড ৬ স্লিম ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে যা যা জানা গেছে তা তুলে ধরা হলো—
পেছনের ক্যামেরা: তিনটি ক্যামেরা থাকবে—৫০ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, ১২ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা ও ১০ মেগাপিক্সেল টেলিফোটো ক্যামেরা।
কভার ডিসপ্লে ক্যামেরা: ১০ মেগাপিক্সেল।
আন্ডার ডিসপ্লে ক্যামেরা: ৪ মেগাপিক্সেল।
ভেতরে ডিসপ্লে: ৭ দশমিক ৬ ইঞ্চি।
কভার ডিসপ্লে: ৬ দশমিক ৩ ইঞ্চি।
চিপসেট: স্ন্যাপড্রাগন ৮ জেন ৩।
মেমোরি: ১২ জিবি এলপিডিডিআর ৫ এক্স।
ইন্টারনাল স্টোরেজ: ২৫৬ জিবি, ৫১২ জিবি ও ১ টিবি।
ব্যাটারি: ৪,৪০০ এমএএইচ।
চার্জিং: ২৫ ওয়াট।
আগামী বছরে বাজারে আইফোন ১৭ সিরিজে একটি স্লিম মডেল নিয়ে আসতে পারে অ্যাপল। তবে ফোনটি তুলনামূলক অনেক দামি হতে পারে।
তথ্যসূত্র: ৩৬০ গ্যাজেটস
স্যামসাংয়ের ফোল্ডিং ফোনগুলো বেশ জনপ্রিয়। এই ফোল্ডিং ফোনগুলো আরও চিকন করে ‘গ্যালাক্সি জেড ফোল্ড স্লিম’ নামে নতুন মডেল নিয়ে আসবে স্যামসাং। আর এই মডেলে আগামী অক্টোবরেই উন্মোচন করবে কোম্পানিটি। বিভিন্ন প্রযুক্তি ওয়েবসাইট এমনই তথ্য ফাঁস করেছে।
আগামী মাসের শুরুর দিকে স্যামসাং গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্ট অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে গ্যালাক্সি জেড ফোল্ড ৬, গ্যালাক্সি জেড ফ্লিপ ৫ ও গ্যালক্সি রিং উন্মোচন হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মের এক পোস্টে স্যামসাং ফোনের বিভিন্ন তথ্য ফাঁসকারী অ্যাকাউন্ট আইস ইউনিভার্স বলেছে, গ্যালাক্সি জেড ফোল্ড স্লিম ফোনটি আগামী অক্টোবরে উন্মোচন হবে।
আইস ইউনিভার্স আরও বলে, চীনে এই ফোন ‘গ্যালাক্সি ডাব্লু ১৫ মোনিকার’ নামে উন্মোচন হবে।
তবে ফোনটি সে সময় বিশ্বজুড়ে নাকি শুধু চীনের বাজারে চালু হবে তা সুনির্দিষ্টভাবে পোস্টে উল্লেখ নেই। নতুন ফোনটি অনেক হালকা ও চিকন হবে। ফোল্ডিং ফোনের আগের মডেলগুলোর তুলনায় এটি কিছুটা বড় হবে। এতে টাইটানিয়াম ফ্রেম ব্যবহার করা হতে পারে। তবে এতে এস পেন না–ও থাকতে পারে।
গত মাসে ডিসপ্লে সাপ্লাই চেইন কনসালট্যান্টসের (ডিএসসিসি) সহপ্রতিষ্ঠাতা ও সিইও রস ইয়ং বলেন, গ্যালাক্সি জেড ফোল্ড ৬ স্লিম গ্যালাক্সি জেড ফোল্ড ৬ থেকে বড় হবে। এটি চলতি বছরের চতুর্থ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) উন্মোচন হবে বলে তিনি ইঙ্গিত দিয়েছিলেন। ফোনটির দাম স্যামসাংয়ের ফোল্ডিংয়ের স্ট্যান্ডার্ড মডেলের মতো একই হবে।
স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৬–এর সম্ভাব্য স্পেসিফিকেশন
ফোনটির সম্পূর্ণ সম্পর্কে জানা যায়নি। আর ফাঁস হওয়া বিভিন্ন স্পেসিকেশন সঠিক না–ও হতে পারে। গ্যালাক্সি জেড ফোল্ড ৬ স্লিম ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে যা যা জানা গেছে তা তুলে ধরা হলো—
পেছনের ক্যামেরা: তিনটি ক্যামেরা থাকবে—৫০ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, ১২ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা ও ১০ মেগাপিক্সেল টেলিফোটো ক্যামেরা।
কভার ডিসপ্লে ক্যামেরা: ১০ মেগাপিক্সেল।
আন্ডার ডিসপ্লে ক্যামেরা: ৪ মেগাপিক্সেল।
ভেতরে ডিসপ্লে: ৭ দশমিক ৬ ইঞ্চি।
কভার ডিসপ্লে: ৬ দশমিক ৩ ইঞ্চি।
চিপসেট: স্ন্যাপড্রাগন ৮ জেন ৩।
মেমোরি: ১২ জিবি এলপিডিডিআর ৫ এক্স।
ইন্টারনাল স্টোরেজ: ২৫৬ জিবি, ৫১২ জিবি ও ১ টিবি।
ব্যাটারি: ৪,৪০০ এমএএইচ।
চার্জিং: ২৫ ওয়াট।
আগামী বছরে বাজারে আইফোন ১৭ সিরিজে একটি স্লিম মডেল নিয়ে আসতে পারে অ্যাপল। তবে ফোনটি তুলনামূলক অনেক দামি হতে পারে।
তথ্যসূত্র: ৩৬০ গ্যাজেটস
নিয়মিত নতুন উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তি দিয়ে বিশ্বকে চমকে দেওয়ার জন্য পরিচিত জাপান। এবার ‘মানুষ ধোয়ার মেশিন’ তৈরি করে তাক লাগিয়ে দিল দেশটি। এটি মানুষ গোসলের জন্য ব্যবহার করতে পারবে। যন্ত্রটির কার্যকারিতা ও ডিজাইন দেখে একে ‘মানুষ ধোয়ার ওয়াশিং মেশিন’ বলে আখ্যা দিয়েছে অনেকই।
২১ মিনিট আগেমার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে মানব মস্তিষ্কে চিপ স্থাপনের অনুমোদন পেল ইলন মাস্কের নিউরো প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান নিউরালিংক। কানাডায় মানব ট্রায়াল চালানোর জন্য অনুমোদন পেয়েছে প্রতিষ্ঠানটি। এই প্রক্রিয়ার জন্য ‘প্রথম এবং একমাত্র সার্জিক্যাল সাইট’ হবে কানাডার টরন্টো ওয়েস্
৪ ঘণ্টা আগেবিশ্বব্যাপী নতুন সিরিজ ফাইন্ড এক্স ৮ উন্মোচন করল চীনের স্মার্টফোন নির্মাতা অপো। এই সিরিজে অপো ফাইন্ড এক্স ও অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেল দুটি অন্তর্ভুক্ত রয়েছে। মডেল দুটিতেই ৫০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। তবে অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেলে আইফোনের মতো ক্যামেরা বাটন যুক্ত করা হয়েছে। সিরিজটিতে মিডিয়াটেক
১ দিন আগেবৈদ্যুতিক গাড়ির জন্য সলিড স্টেট ব্যাটারি ব্যাপক পরিমাণে তৈরি করবে হোন্ডা। এ জন্য জাপানে একটি উৎপাদন কেন্দ্র তৈরি করেছে কোম্পানিটি। এখানে ব্যাটারিটি তৈরি পরিকল্পনাটি পরীক্ষা–নিরীক্ষা করা হবে। এই পরিকল্পনা কম খরচে ও টেকসই ব্যাটারি তৈরিতে সহায়ক হবে।
১ দিন আগে