অনলাইন ডেস্ক
স্যামসাংয়ের ফোল্ডিং ফোনগুলো বেশ জনপ্রিয়। এই ফোল্ডিং ফোনগুলো আরও চিকন করে ‘গ্যালাক্সি জেড ফোল্ড স্লিম’ নামে নতুন মডেল নিয়ে আসবে স্যামসাং। আর এই মডেলে আগামী অক্টোবরেই উন্মোচন করবে কোম্পানিটি। বিভিন্ন প্রযুক্তি ওয়েবসাইট এমনই তথ্য ফাঁস করেছে।
আগামী মাসের শুরুর দিকে স্যামসাং গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্ট অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে গ্যালাক্সি জেড ফোল্ড ৬, গ্যালাক্সি জেড ফ্লিপ ৫ ও গ্যালক্সি রিং উন্মোচন হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মের এক পোস্টে স্যামসাং ফোনের বিভিন্ন তথ্য ফাঁসকারী অ্যাকাউন্ট আইস ইউনিভার্স বলেছে, গ্যালাক্সি জেড ফোল্ড স্লিম ফোনটি আগামী অক্টোবরে উন্মোচন হবে।
আইস ইউনিভার্স আরও বলে, চীনে এই ফোন ‘গ্যালাক্সি ডাব্লু ১৫ মোনিকার’ নামে উন্মোচন হবে।
তবে ফোনটি সে সময় বিশ্বজুড়ে নাকি শুধু চীনের বাজারে চালু হবে তা সুনির্দিষ্টভাবে পোস্টে উল্লেখ নেই। নতুন ফোনটি অনেক হালকা ও চিকন হবে। ফোল্ডিং ফোনের আগের মডেলগুলোর তুলনায় এটি কিছুটা বড় হবে। এতে টাইটানিয়াম ফ্রেম ব্যবহার করা হতে পারে। তবে এতে এস পেন না–ও থাকতে পারে।
গত মাসে ডিসপ্লে সাপ্লাই চেইন কনসালট্যান্টসের (ডিএসসিসি) সহপ্রতিষ্ঠাতা ও সিইও রস ইয়ং বলেন, গ্যালাক্সি জেড ফোল্ড ৬ স্লিম গ্যালাক্সি জেড ফোল্ড ৬ থেকে বড় হবে। এটি চলতি বছরের চতুর্থ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) উন্মোচন হবে বলে তিনি ইঙ্গিত দিয়েছিলেন। ফোনটির দাম স্যামসাংয়ের ফোল্ডিংয়ের স্ট্যান্ডার্ড মডেলের মতো একই হবে।
স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৬–এর সম্ভাব্য স্পেসিফিকেশন
ফোনটির সম্পূর্ণ সম্পর্কে জানা যায়নি। আর ফাঁস হওয়া বিভিন্ন স্পেসিকেশন সঠিক না–ও হতে পারে। গ্যালাক্সি জেড ফোল্ড ৬ স্লিম ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে যা যা জানা গেছে তা তুলে ধরা হলো—
পেছনের ক্যামেরা: তিনটি ক্যামেরা থাকবে—৫০ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, ১২ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা ও ১০ মেগাপিক্সেল টেলিফোটো ক্যামেরা।
কভার ডিসপ্লে ক্যামেরা: ১০ মেগাপিক্সেল।
আন্ডার ডিসপ্লে ক্যামেরা: ৪ মেগাপিক্সেল।
ভেতরে ডিসপ্লে: ৭ দশমিক ৬ ইঞ্চি।
কভার ডিসপ্লে: ৬ দশমিক ৩ ইঞ্চি।
চিপসেট: স্ন্যাপড্রাগন ৮ জেন ৩।
মেমোরি: ১২ জিবি এলপিডিডিআর ৫ এক্স।
ইন্টারনাল স্টোরেজ: ২৫৬ জিবি, ৫১২ জিবি ও ১ টিবি।
ব্যাটারি: ৪,৪০০ এমএএইচ।
চার্জিং: ২৫ ওয়াট।
আগামী বছরে বাজারে আইফোন ১৭ সিরিজে একটি স্লিম মডেল নিয়ে আসতে পারে অ্যাপল। তবে ফোনটি তুলনামূলক অনেক দামি হতে পারে।
তথ্যসূত্র: ৩৬০ গ্যাজেটস
স্যামসাংয়ের ফোল্ডিং ফোনগুলো বেশ জনপ্রিয়। এই ফোল্ডিং ফোনগুলো আরও চিকন করে ‘গ্যালাক্সি জেড ফোল্ড স্লিম’ নামে নতুন মডেল নিয়ে আসবে স্যামসাং। আর এই মডেলে আগামী অক্টোবরেই উন্মোচন করবে কোম্পানিটি। বিভিন্ন প্রযুক্তি ওয়েবসাইট এমনই তথ্য ফাঁস করেছে।
আগামী মাসের শুরুর দিকে স্যামসাং গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্ট অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে গ্যালাক্সি জেড ফোল্ড ৬, গ্যালাক্সি জেড ফ্লিপ ৫ ও গ্যালক্সি রিং উন্মোচন হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মের এক পোস্টে স্যামসাং ফোনের বিভিন্ন তথ্য ফাঁসকারী অ্যাকাউন্ট আইস ইউনিভার্স বলেছে, গ্যালাক্সি জেড ফোল্ড স্লিম ফোনটি আগামী অক্টোবরে উন্মোচন হবে।
আইস ইউনিভার্স আরও বলে, চীনে এই ফোন ‘গ্যালাক্সি ডাব্লু ১৫ মোনিকার’ নামে উন্মোচন হবে।
তবে ফোনটি সে সময় বিশ্বজুড়ে নাকি শুধু চীনের বাজারে চালু হবে তা সুনির্দিষ্টভাবে পোস্টে উল্লেখ নেই। নতুন ফোনটি অনেক হালকা ও চিকন হবে। ফোল্ডিং ফোনের আগের মডেলগুলোর তুলনায় এটি কিছুটা বড় হবে। এতে টাইটানিয়াম ফ্রেম ব্যবহার করা হতে পারে। তবে এতে এস পেন না–ও থাকতে পারে।
গত মাসে ডিসপ্লে সাপ্লাই চেইন কনসালট্যান্টসের (ডিএসসিসি) সহপ্রতিষ্ঠাতা ও সিইও রস ইয়ং বলেন, গ্যালাক্সি জেড ফোল্ড ৬ স্লিম গ্যালাক্সি জেড ফোল্ড ৬ থেকে বড় হবে। এটি চলতি বছরের চতুর্থ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) উন্মোচন হবে বলে তিনি ইঙ্গিত দিয়েছিলেন। ফোনটির দাম স্যামসাংয়ের ফোল্ডিংয়ের স্ট্যান্ডার্ড মডেলের মতো একই হবে।
স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৬–এর সম্ভাব্য স্পেসিফিকেশন
ফোনটির সম্পূর্ণ সম্পর্কে জানা যায়নি। আর ফাঁস হওয়া বিভিন্ন স্পেসিকেশন সঠিক না–ও হতে পারে। গ্যালাক্সি জেড ফোল্ড ৬ স্লিম ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে যা যা জানা গেছে তা তুলে ধরা হলো—
পেছনের ক্যামেরা: তিনটি ক্যামেরা থাকবে—৫০ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, ১২ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা ও ১০ মেগাপিক্সেল টেলিফোটো ক্যামেরা।
কভার ডিসপ্লে ক্যামেরা: ১০ মেগাপিক্সেল।
আন্ডার ডিসপ্লে ক্যামেরা: ৪ মেগাপিক্সেল।
ভেতরে ডিসপ্লে: ৭ দশমিক ৬ ইঞ্চি।
কভার ডিসপ্লে: ৬ দশমিক ৩ ইঞ্চি।
চিপসেট: স্ন্যাপড্রাগন ৮ জেন ৩।
মেমোরি: ১২ জিবি এলপিডিডিআর ৫ এক্স।
ইন্টারনাল স্টোরেজ: ২৫৬ জিবি, ৫১২ জিবি ও ১ টিবি।
ব্যাটারি: ৪,৪০০ এমএএইচ।
চার্জিং: ২৫ ওয়াট।
আগামী বছরে বাজারে আইফোন ১৭ সিরিজে একটি স্লিম মডেল নিয়ে আসতে পারে অ্যাপল। তবে ফোনটি তুলনামূলক অনেক দামি হতে পারে।
তথ্যসূত্র: ৩৬০ গ্যাজেটস
চলতি বছরে স্মার্টফোন শিল্প অত্যন্ত উদ্ভাবনমুখী হবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসগুলোতে উন্নত ক্যামেরা, বিশেষ এআই ফিচারের পাশাপাশি শক্তিশালী ও বড় আকারের ব্যাটারি দেখতে পাওয়া যাবে। ফ্ল্যাগশিপ ফোন থেকে বাজেট স্মার্টফোনেও এই ধরনের শক্তিশালী ব্যাটারি থাকবে।
২ ঘণ্টা আগেগরম খাবার খেতে গিয়ে জিভ পুড়ে যাওয়ার অভিজ্ঞতা কম বেশি সবারই রয়েছে। আবার ব্যস্ততার সময় ফুঁ দিয়ে খাবার বা পানীয় ঠান্ডা করাও একটি বিরক্তির বিষয়। তবে এ ধরনের সমস্যা সমাধানের জন্য ‘নেকোজিতা ক্যাট ফুফু’ নামের ছোট একটি বিড়াল রোবট তৈরি করেছে জাপানের ইয়ুকাই ইঞ্জিনিয়ারিং স্টার্টআপ। কফি, স্যুপ বা অন্য কোনো গরম
৩ ঘণ্টা আগেচলমান তদন্তের অংশ হিসেবে সোশ্যাল মিডিয়া কোম্পানি এক্স (সাবেক টুইটার)–এর কাছে অ্যাপটির অ্যালগরিদম সিস্টেমের কার্যকারিতা সম্পর্কিত তথ্য চেয়েছে ইউরোপীয় কমিশন। বিশেষত, অ্যালগরিদমের মধ্যে সম্প্রতি যে কোনো পরিবর্তনের বিষয়ে জানতে চেয়েছে কমিশন।
৮ ঘণ্টা আগেজো বাইডেনের প্রশাসন হস্তক্ষেপ না করলে যুক্তরাষ্ট্রের কার্যক্রম বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে টিকটক। কিন্তু কোনোভাবেই এটি বিক্রি করা হবে না বলে জানিয়ে দিয়ে চীনের মালিকানাধীন এই ভিডিও শেয়ারিং অ্যাপ। যুক্তরাষ্ট্রে ব্যবসা বিক্রি অথবা বন্ধের সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে টিকটকের করা আপিল গতকাল শুক্রবার সুপ্
৮ ঘণ্টা আগে