সাবস্ক্রিপশন ছাড়াই ইউটিউব শর্টস ডাউনলোড করবেন যেভাবে 

অনলাইন ডেস্ক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৪, ১০: ১৭
আপডেট : ১৭ আগস্ট ২০২৪, ১১: ১৬

ইউটিউবের ছোট দৈর্ঘ্যের ভিডিও ফিচার ‘শর্টস’ এখন অনেক জনপ্রিয়। কম সময়ের মধ্যে তথ্য জানতে বা বিনোদনের জন্য ইউটিউব শর্টস খুবই চমৎকার একটি ফিচার। পুনরায় দেখার জন্য এসব ভিডিও ডাউনলোড করে রাখতে চান অনেকেই। ইউটিউবের প্রিমিয়াম প্ল্যানের সাবস্ক্রাইবাররা খুব সহজেই তা করতে পারেন। তবে সাবস্ক্রিপশন ছাড়াও শর্টস ডাউনলোড করা যায়। 

সাবস্ক্রিপশন প্ল্যান না কিনেই শর্টস ভিডিও ডাউনলোড করার জন্য থার্ড পার্টি ওয়েবসাইট ব্যবহার করতে পারেন। কম্পিউটার বা স্মার্টফোন উভয় ধরনের ডিভাইস থেকে এসব শর্টস ডাউনলোড করে নিজের পছন্দের ফোল্ডারে বা গ্যালারি সংরক্ষণ করতে পারবেন। প্রিমিয়াম সাবস্ক্রিপশনের মাধ্যমে ইউটিউব অ্যাপে ভিডিও ডাউনলোডের ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যায় না। কারণ ডিভাইসের সঙ্গে ৩০ দিন ইন্টারনেট সংযোগ না থাকলে ইউটিউব প্রিমিয়ামের মাধ্যমে ডাউনলোড করা ভিডিওগুলো মুছে যায়। 

শর্টস ডাউনলোডের জন্য ইন্টারনেটে বিভিন্ন ওয়েবসাইট রয়েছে। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো ‘সেভটিউব’। এই ওয়েবসাইট ব্যবহার করে কীভাবে শর্টস ভিডিও তৈরি করা যায় তা তুলে ধরা হলো। 

স্মার্টফোনের মাধ্যমে শর্টস ভিডিও ডাউনলোড করবেন যেভাবে 
১. ইউটিউব অ্যাপে প্রবেশ করুন ও যে শর্টসটি ডাউনলোড করতে চান সেটি চালু করুন। 
২. এখন ডানপাশের ‘শেয়ার’ বাটনে ট্যাপ করুন। ফলে স্ক্রিনে একটি মেনু থাকবে। 
৩. মেনু থেকে ‘কপি লিংক’ অপশনে ট্যাপ করুন। 
৪. এখন অ্যাপটি থেকে বেরিয়ে গিয়ে পছন্দের মতো ওয়েব ব্রাউজারে প্রবেশ করুন। 
৫. ‘সেভটিউব’ (ytshorts. savetube. me/ 2 hsgth) ওয়েবসাইট সার্চ করে এতে প্রবেশ করুন। 
৬. এখন ‘সেভ ইউওর ভিডিও লিংক হিয়ার’ এর জায়গায় কপি করা শর্টসের লিংকটি পেস্ট করুন। 
৭. শর্টস ভিডিও কত রেজল্যুশনে ডাউনলোড করতে চান তা নির্বাচন করার জন্য নিচের ‘এমপি৪’ অপশনের পাশের তীর চিহ্নে ট্যাপ করুন। এখন তালিকা থেকে রেজল্যুশন নির্বাচন করুন (৭২০ পিক্সেল, ১২৮০ পিক্সেল ইত্যাদি)। 
৮. এখন ‘গেট লিংক’ অপশনে ট্যাপ করুন। 
৯. এরপর ‘ডাউনলোড’ অপশন ট্যাপ করুন। 
এভাবে শর্টস ভিডিওটি ডাউনলোড শুরু হবে। ফোনের ডাউনলোড ফোল্ডারে শর্টসটি পাওয়া যাবে। 

কম্পিউটারের মাধ্যমে শর্টস ভিডিও ডাউনলোড করবেন যেভাবে 
১. ইউটিউবের ওয়েবসাইটে প্রবেশ করুন। 
২. যে শর্টসটি ডাউনলোড করতে চান সেটি চালু করুন। 
৩. এখন ডানপাশের ‘শেয়ার’ বাটনে ট্যাপ করুন। 
৪. লিংকটি কপি করুন। 
৫. ব্রাউজারের নতুন ট্যাব থেকে ‘সেভটিউব’ ওয়েবসাইটে প্রবেশ করুন। 
৬. এখন ‘সেভ ইউওর ভিডিও লিংক হিয়ার’ এর জায়গায় কপি করা শর্টসের লিংকটি পেস্ট করুন। 
৭. এখন ভিডিওর রেজল্যুশন নির্বাচন করুন। 
৮. ‘গেট ভিডিও’ অপশনে ক্লিক করুন ও ‘ডাউনলোড’ অপশন নির্বাচন করুন। 
শর্টস ভিডিওটি ডাউনলোড হয়ে কম্পিউটারের ডিফল্ট ‘ডাউনলোড’ ফোল্ডারে সংরক্ষিত হবে। 

এই ওয়েবসাইট ছাড়া নিচের ওয়েবসাইটগুলো থেকে শর্টস ডাউনলোড করতে পারবেন—
 ১. পাবলার ডট আইও  ওয়েবসাইটে 
 ২. ওয়াই ২ মেট ডট কম ওয়েবসাইটে
 ৩. এসএস ইউটিউব ডট কম ওয়েবসাইটে

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত