অনলাইন ডেস্ক
ইউটিউবের ছোট দৈর্ঘ্যের ভিডিও ফিচার ‘শর্টস’ এখন অনেক জনপ্রিয়। কম সময়ের মধ্যে তথ্য জানতে বা বিনোদনের জন্য ইউটিউব শর্টস খুবই চমৎকার একটি ফিচার। পুনরায় দেখার জন্য এসব ভিডিও ডাউনলোড করে রাখতে চান অনেকেই। ইউটিউবের প্রিমিয়াম প্ল্যানের সাবস্ক্রাইবাররা খুব সহজেই তা করতে পারেন। তবে সাবস্ক্রিপশন ছাড়াও শর্টস ডাউনলোড করা যায়।
সাবস্ক্রিপশন প্ল্যান না কিনেই শর্টস ভিডিও ডাউনলোড করার জন্য থার্ড পার্টি ওয়েবসাইট ব্যবহার করতে পারেন। কম্পিউটার বা স্মার্টফোন উভয় ধরনের ডিভাইস থেকে এসব শর্টস ডাউনলোড করে নিজের পছন্দের ফোল্ডারে বা গ্যালারি সংরক্ষণ করতে পারবেন। প্রিমিয়াম সাবস্ক্রিপশনের মাধ্যমে ইউটিউব অ্যাপে ভিডিও ডাউনলোডের ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যায় না। কারণ ডিভাইসের সঙ্গে ৩০ দিন ইন্টারনেট সংযোগ না থাকলে ইউটিউব প্রিমিয়ামের মাধ্যমে ডাউনলোড করা ভিডিওগুলো মুছে যায়।
শর্টস ডাউনলোডের জন্য ইন্টারনেটে বিভিন্ন ওয়েবসাইট রয়েছে। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো ‘সেভটিউব’। এই ওয়েবসাইট ব্যবহার করে কীভাবে শর্টস ভিডিও তৈরি করা যায় তা তুলে ধরা হলো।
স্মার্টফোনের মাধ্যমে শর্টস ভিডিও ডাউনলোড করবেন যেভাবে
১. ইউটিউব অ্যাপে প্রবেশ করুন ও যে শর্টসটি ডাউনলোড করতে চান সেটি চালু করুন।
২. এখন ডানপাশের ‘শেয়ার’ বাটনে ট্যাপ করুন। ফলে স্ক্রিনে একটি মেনু থাকবে।
৩. মেনু থেকে ‘কপি লিংক’ অপশনে ট্যাপ করুন।
৪. এখন অ্যাপটি থেকে বেরিয়ে গিয়ে পছন্দের মতো ওয়েব ব্রাউজারে প্রবেশ করুন।
৫. ‘সেভটিউব’ (ytshorts. savetube. me/ 2 hsgth) ওয়েবসাইট সার্চ করে এতে প্রবেশ করুন।
৬. এখন ‘সেভ ইউওর ভিডিও লিংক হিয়ার’ এর জায়গায় কপি করা শর্টসের লিংকটি পেস্ট করুন।
৭. শর্টস ভিডিও কত রেজল্যুশনে ডাউনলোড করতে চান তা নির্বাচন করার জন্য নিচের ‘এমপি৪’ অপশনের পাশের তীর চিহ্নে ট্যাপ করুন। এখন তালিকা থেকে রেজল্যুশন নির্বাচন করুন (৭২০ পিক্সেল, ১২৮০ পিক্সেল ইত্যাদি)।
৮. এখন ‘গেট লিংক’ অপশনে ট্যাপ করুন।
৯. এরপর ‘ডাউনলোড’ অপশন ট্যাপ করুন।
এভাবে শর্টস ভিডিওটি ডাউনলোড শুরু হবে। ফোনের ডাউনলোড ফোল্ডারে শর্টসটি পাওয়া যাবে।
কম্পিউটারের মাধ্যমে শর্টস ভিডিও ডাউনলোড করবেন যেভাবে
১. ইউটিউবের ওয়েবসাইটে প্রবেশ করুন।
২. যে শর্টসটি ডাউনলোড করতে চান সেটি চালু করুন।
৩. এখন ডানপাশের ‘শেয়ার’ বাটনে ট্যাপ করুন।
৪. লিংকটি কপি করুন।
৫. ব্রাউজারের নতুন ট্যাব থেকে ‘সেভটিউব’ ওয়েবসাইটে প্রবেশ করুন।
৬. এখন ‘সেভ ইউওর ভিডিও লিংক হিয়ার’ এর জায়গায় কপি করা শর্টসের লিংকটি পেস্ট করুন।
৭. এখন ভিডিওর রেজল্যুশন নির্বাচন করুন।
৮. ‘গেট ভিডিও’ অপশনে ক্লিক করুন ও ‘ডাউনলোড’ অপশন নির্বাচন করুন।
শর্টস ভিডিওটি ডাউনলোড হয়ে কম্পিউটারের ডিফল্ট ‘ডাউনলোড’ ফোল্ডারে সংরক্ষিত হবে।
ইউটিউবের ছোট দৈর্ঘ্যের ভিডিও ফিচার ‘শর্টস’ এখন অনেক জনপ্রিয়। কম সময়ের মধ্যে তথ্য জানতে বা বিনোদনের জন্য ইউটিউব শর্টস খুবই চমৎকার একটি ফিচার। পুনরায় দেখার জন্য এসব ভিডিও ডাউনলোড করে রাখতে চান অনেকেই। ইউটিউবের প্রিমিয়াম প্ল্যানের সাবস্ক্রাইবাররা খুব সহজেই তা করতে পারেন। তবে সাবস্ক্রিপশন ছাড়াও শর্টস ডাউনলোড করা যায়।
সাবস্ক্রিপশন প্ল্যান না কিনেই শর্টস ভিডিও ডাউনলোড করার জন্য থার্ড পার্টি ওয়েবসাইট ব্যবহার করতে পারেন। কম্পিউটার বা স্মার্টফোন উভয় ধরনের ডিভাইস থেকে এসব শর্টস ডাউনলোড করে নিজের পছন্দের ফোল্ডারে বা গ্যালারি সংরক্ষণ করতে পারবেন। প্রিমিয়াম সাবস্ক্রিপশনের মাধ্যমে ইউটিউব অ্যাপে ভিডিও ডাউনলোডের ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যায় না। কারণ ডিভাইসের সঙ্গে ৩০ দিন ইন্টারনেট সংযোগ না থাকলে ইউটিউব প্রিমিয়ামের মাধ্যমে ডাউনলোড করা ভিডিওগুলো মুছে যায়।
শর্টস ডাউনলোডের জন্য ইন্টারনেটে বিভিন্ন ওয়েবসাইট রয়েছে। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো ‘সেভটিউব’। এই ওয়েবসাইট ব্যবহার করে কীভাবে শর্টস ভিডিও তৈরি করা যায় তা তুলে ধরা হলো।
স্মার্টফোনের মাধ্যমে শর্টস ভিডিও ডাউনলোড করবেন যেভাবে
১. ইউটিউব অ্যাপে প্রবেশ করুন ও যে শর্টসটি ডাউনলোড করতে চান সেটি চালু করুন।
২. এখন ডানপাশের ‘শেয়ার’ বাটনে ট্যাপ করুন। ফলে স্ক্রিনে একটি মেনু থাকবে।
৩. মেনু থেকে ‘কপি লিংক’ অপশনে ট্যাপ করুন।
৪. এখন অ্যাপটি থেকে বেরিয়ে গিয়ে পছন্দের মতো ওয়েব ব্রাউজারে প্রবেশ করুন।
৫. ‘সেভটিউব’ (ytshorts. savetube. me/ 2 hsgth) ওয়েবসাইট সার্চ করে এতে প্রবেশ করুন।
৬. এখন ‘সেভ ইউওর ভিডিও লিংক হিয়ার’ এর জায়গায় কপি করা শর্টসের লিংকটি পেস্ট করুন।
৭. শর্টস ভিডিও কত রেজল্যুশনে ডাউনলোড করতে চান তা নির্বাচন করার জন্য নিচের ‘এমপি৪’ অপশনের পাশের তীর চিহ্নে ট্যাপ করুন। এখন তালিকা থেকে রেজল্যুশন নির্বাচন করুন (৭২০ পিক্সেল, ১২৮০ পিক্সেল ইত্যাদি)।
৮. এখন ‘গেট লিংক’ অপশনে ট্যাপ করুন।
৯. এরপর ‘ডাউনলোড’ অপশন ট্যাপ করুন।
এভাবে শর্টস ভিডিওটি ডাউনলোড শুরু হবে। ফোনের ডাউনলোড ফোল্ডারে শর্টসটি পাওয়া যাবে।
কম্পিউটারের মাধ্যমে শর্টস ভিডিও ডাউনলোড করবেন যেভাবে
১. ইউটিউবের ওয়েবসাইটে প্রবেশ করুন।
২. যে শর্টসটি ডাউনলোড করতে চান সেটি চালু করুন।
৩. এখন ডানপাশের ‘শেয়ার’ বাটনে ট্যাপ করুন।
৪. লিংকটি কপি করুন।
৫. ব্রাউজারের নতুন ট্যাব থেকে ‘সেভটিউব’ ওয়েবসাইটে প্রবেশ করুন।
৬. এখন ‘সেভ ইউওর ভিডিও লিংক হিয়ার’ এর জায়গায় কপি করা শর্টসের লিংকটি পেস্ট করুন।
৭. এখন ভিডিওর রেজল্যুশন নির্বাচন করুন।
৮. ‘গেট ভিডিও’ অপশনে ক্লিক করুন ও ‘ডাউনলোড’ অপশন নির্বাচন করুন।
শর্টস ভিডিওটি ডাউনলোড হয়ে কম্পিউটারের ডিফল্ট ‘ডাউনলোড’ ফোল্ডারে সংরক্ষিত হবে।
পাহাড়ে ওঠার কথা শুনলেই কল্পনায় চোখের সামনে ভেসে ওঠে দুর্গম পথ, ঘামঝরা শরীর আর শেষ পর্যন্ত চূড়ায় পৌঁছে যাওয়ার এক অমূল্য অভিজ্ঞতা। তবে যাঁদের গন্তব্য চীনের শানডং প্রদেশের ‘মাউন্ট তাই’য়ে, তাঁদের আর সেই সমস্ত শারীরিক কসরত করতে হবে না। কারণ, রোবটিক পা ভাড়া করে সহজেই পাহাড় চূড়ায় পৌঁছাতে পারবেন তাঁরা।
১১ ঘণ্টা আগেডিজিটাল মাধ্যমে দ্রুত লেখার জন্য প্রয়োজনীয় একটি ফিচার হলো অটোকমপ্লিট। তবে এটি কখনো কখনো ব্যবহারকারীদের বিপদও ফেলতে পারে। যদি অটোকমপ্লিট ব্যবহার করে ভুল ব্যক্তির কাছে বার্তা পাঠিয়ে থাকেন তবে এই সমস্যার সম্মুখীন শুধু আপনি একাই হননি। এমনকি একই ভুল করেছেন বিশ্বের অন্যতম সফল প্রযুক্তিবিদ লিনাস টরভাল্ডসও।
১৩ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি দিয়ে প্রাণীদের আবেগ বুঝতে চেষ্টা করছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গবেষকেরা। তারা এমন এআই সিস্টেম তৈরি করছেন, যা প্রাণীর মুখাবয়ব বিশ্লেষণ করে তাদের আবেগ সম্পর্কে ধারণা দেবে। এই প্রযুক্তি খামার, পশু চিকিৎসা এবং পোষ্য প্রাণীর কল্যাণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন...
১৯ ঘণ্টা আগেবর্তমানে প্রযুক্তির ব্যাপক ব্যবহারসহ বিভিন্ন কারণে আমাদের পরিবেশ অনেকাংশে ক্ষতিগ্রস্ত। তবে ভালো খবর হলো, ইদানীং পরিবেশবান্ধব প্রযুক্তির উদ্ভাবনও বাড়ছে। সেগুলো আমাদের আধুনিক জীবনধারা বজায় রেখে পৃথিবী রক্ষায় সহায়তা করছে।
১৯ ঘণ্টা আগে