এক্সের বিকল্প প্ল্যাটফর্ম ব্লুস্কাইয়ের ব্যবহারকারীর সংখ্যা এখন ১ কোটি ৫০ লাখ

অনলাইন ডেস্ক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৪, ১১: ২৯
বর্তমানে ব্লুস্কাইয়ের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা ১৫ কোটি ২০ লাখেরও বেশি। ছবি: নিউজ এক্স

নতুন মাইলফলক অর্জন করেছে এক্সের (সাবেক টুইটার) বিকল্প মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম ব্লুস্কাই। প্ল্যাটফর্মটিতে ব্যবহারকারীর সংখ্যা এখন ১৫ মিলিয়ন বা ১ কোটি ৫০ লাখ। মাত্র এক মাস আগেই ব্লুস্কাইয়ের ব্যবহারকারী ছিল ১৩ মিলিয়ন বা ১ কোটি ৩০ লাখ। অর্থাৎ সোশ্যাল মিডিয়াটিতে ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বাড়ছে। কারণ আরও বেশি মানুষ এক্সের বিকল্প খুঁজছে।

ব্লুস্কাই প্ল্যাটফর্মটি ক্রমাগত বাড়তে থাকলেও তা এখনো প্রতিযোগীদের তুলনায় অনেক পিছিয়ে।

এই তথ্যটি প্রথম শেয়ার করা হয়েছিল ‘স্টাটস ফর ব্লুস্কাই’ নামক একটি ওয়েবসাইটে। এটি বিভিন্ন প্ল্যাটফর্মের এপিআই ব্যবহার করে সোশ্যাল নেটওয়ার্কের পরিসংখ্যান সংগ্রহ করে। ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বর্তমানে ব্লুস্কাইয়ের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা ১৫ কোটি ২০ লাখেরও বেশি। ২০২৩ সালের নভেম্বরে ব্লুস্কাইয়ের ব্যবহারকারীর সংখ্যা ছিল মাত্র ২ মিলিয়ন বা ২০ লাখ।

ব্লুস্কাই এখনো প্রতিযোগীদের তুলনায় অনেক পিছিয়ে। বিশেষত এক্সের তুলনায়। কারণ এক্সের ৫০ কোটিরও বেশি সক্রিয় ব্যবহারকারী রয়েছে। মেটার ‘থ্রেডস’–ও জনপ্রিয়, যার মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ২৭৫ মিলিয়ন বা ২৭ কোটি ৫০ লাখ এবং প্রতিদিন ১০ লাখের বেশি নতুন ব্যবহারকারী যুক্ত হচ্ছে। তবে যারা এক্স এবং থ্রেডস উভয়ের প্ল্যাটফর্ম নিয়ে অসন্তুষ্ট, তারা ব্লুস্কাই ব্যবহারের প্রতি আরও বেশি আগ্রহী হচ্ছে।

সম্প্রতি ব্রাজিলের একটি মামলার রায়ের ফলে এক্স সাময়িকভাবে নিষিদ্ধ হয়েছিল। এক্সের অনুপস্থিতিতে হাজার হাজার ব্রাজিলের নাগরিক ব্লুস্কাই ব্যবহার করেন। সম্প্রতি ইলন মাস্কের ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রাজনৈতিক সম্পর্কের কারণে এক্সের বিকল্প খুঁজতে চাচ্ছেন অনেকেই। বর্তমানে ব্লুস্কাইয়ের অ্যাপটি যুক্তরাষ্ট্রের অ্যাপ স্টোরে সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া অ্যাপ। আর এরপরেই থ্রেডস রয়েছে।

২০২১ সালে একটি পরীক্ষামূলক প্রকল্প বা মডেল হিসেবে ব্লুস্কাইয়ের আবির্ভাব হয়। ২০১৯ সালে টুইটার-এর সেই সময়ের সিইও ‘জ্যাক ডর্সি’ ঘোষণা করেছিলেন যে, কোম্পানিটি এমন একটি উদ্যোগে তহবিল প্রদান করবে, যার ফলস্বরূপ ব্লুস্কাই তৈরি হবে। বর্তমানে, ব্লুস্কাইয়ের আর এক্সের সঙ্গে কোনো সম্পর্ক নেই এবং ইলন মাস্ক টুইটার কিনে নেওয়ার পর তারা প্রতিযোগী হয়ে উঠেছে।

কয়েক সপ্তাহ আগে একটি পেইড সাবস্ক্রিপশনের চালু করার ঘোষণা দেয় ব্লুস্কাই। এতে সাবস্ক্রিপশন কেনার ফলে বিশেষ ফিচার ব্যবহার করতে পারবে ব্যবহারকারীরা। এটি মূলত এক্স প্রিমিয়াম–এর মতো হবে। তবে সোশ্যাল মিডিয়াটি ব্যবহার জন্য অর্থ প্রদান করতে হবে না বলে নিশ্চিত করে ব্লুস্কাই।

তথ্যসূত্র: নাইনটুফাইভ ম্যাক

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত