অনলাইন ডেস্ক
হ্যাকিংয়ের শিকার হয়েছিল চ্যাটজিপিটি নির্মাতা কোম্পানি ওপেনএআই। কোম্পানিটির অভ্যন্তরীণ ম্যাসেজিং ব্যবস্থা ভেদ করে গত বছর এআই প্রযুক্তির নকশা সম্পর্কে বিশদ তথ্য চুরি করে এক হ্যাকার। ওপেনএআইয়ের কর্মরত দুই ব্যক্তির বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম নিউইয়র্ক টাইমস বলছে, বিষয়টি লুকিয়ে রাখার চেষ্টা করেছিল কোম্পানিটি।
কোম্পানির অনলাইন ফোরাম থেকে তথ্য চুরি করে ওই হ্যাকার। এই ফোরামের সর্বশেষ সব প্রযুক্তি নিয়ে আলোচনা করেন কোম্পানির কর্মীরা। এই ফোরামের সঙ্গে সংশ্লিষ্ট দুজন ব্যক্তির উদ্ধৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে নিউইয়র্ক টাইমস। তবে ওপেনেআইয়ের প্রধান এআই অলগারিদম বা ফ্রেমওয়ার্ক চুক্তি করতে পারেনি।
২০২৩ সালের এপ্রিলে এক বৈঠকে কোম্পানির কর্মীদের জানায় হ্যাকিংয়ের বিষয়টি ওপেনএআইয়ের নির্বাহীরা। কোম্পানির পরিচালনা পর্ষদকেও বিষয়টি জানানো হয়েছিল। তবে জনসাধারণের কাছে খবরটি প্রকাশ না করার সিদ্ধান্ত নেন কোম্পানিটির নির্বাহীরা।
গ্রাহকের কোনো তথ্য চুরি হয়নি বলে ওপেনএআই ঘটনাটি প্রকাশ করার প্রয়োজনীয়তা বোধ করেনি। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থাকেও (এফবিআই) তেমন করে অবহিত করেনি ওপেনএআই।
নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তিরা জানায়, চীনভিত্তিক প্রতিপক্ষরা কোম্পানির এআই বিষয়ক তথ্য চুরি করতে পারে বলে কোম্পানির কর্মীরা ভয় পেয়েছিল। আর এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি হতে পারে বলে আশংকা করেন তারা।
গত বছরের মে মাসে ওপেনএআই বলে, ইন্টারনেটজুড়ে ‘প্রতারণামূলক’ কাজে তাদের এআই মডেল ব্যবহার হচ্ছে এমন পাঁচটি গোপন কার্যক্রমে বাধা দিয়েছে তারা। এছাড়া এআই নিয়ে কোজ করছে এমন ১৬টি কোম্পানি একটি আন্তর্জাতিক সভায় প্রযুক্তিটি নিরাপদে বিকাশ করার প্রতিশ্রুতি দিয়েছে।
অ্যানথ্রপিক ও ওপেনএআইয়ের গবেষণার বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস বলে, সার্চের ইঞ্জিনের (যেমন—গুগল) মতো এতটা শক্তিশালী নয় এআই। তবে এরপরও এআই প্রযুক্তি নিরাপত্তা নিয়ে কোম্পানিগুলোর পদক্ষেপ নেওয়া উচিত। এআই যেন কোনো সামাজিক ক্ষতি না করতে পারে, এ জন্য মোটা অঙ্কের জরিমানা নির্ধারণের জন্য চেষ্টা করছে আইনপ্রণেতারা।
তথ্যসূত্র: ম্যাশাবল
হ্যাকিংয়ের শিকার হয়েছিল চ্যাটজিপিটি নির্মাতা কোম্পানি ওপেনএআই। কোম্পানিটির অভ্যন্তরীণ ম্যাসেজিং ব্যবস্থা ভেদ করে গত বছর এআই প্রযুক্তির নকশা সম্পর্কে বিশদ তথ্য চুরি করে এক হ্যাকার। ওপেনএআইয়ের কর্মরত দুই ব্যক্তির বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম নিউইয়র্ক টাইমস বলছে, বিষয়টি লুকিয়ে রাখার চেষ্টা করেছিল কোম্পানিটি।
কোম্পানির অনলাইন ফোরাম থেকে তথ্য চুরি করে ওই হ্যাকার। এই ফোরামের সর্বশেষ সব প্রযুক্তি নিয়ে আলোচনা করেন কোম্পানির কর্মীরা। এই ফোরামের সঙ্গে সংশ্লিষ্ট দুজন ব্যক্তির উদ্ধৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে নিউইয়র্ক টাইমস। তবে ওপেনেআইয়ের প্রধান এআই অলগারিদম বা ফ্রেমওয়ার্ক চুক্তি করতে পারেনি।
২০২৩ সালের এপ্রিলে এক বৈঠকে কোম্পানির কর্মীদের জানায় হ্যাকিংয়ের বিষয়টি ওপেনএআইয়ের নির্বাহীরা। কোম্পানির পরিচালনা পর্ষদকেও বিষয়টি জানানো হয়েছিল। তবে জনসাধারণের কাছে খবরটি প্রকাশ না করার সিদ্ধান্ত নেন কোম্পানিটির নির্বাহীরা।
গ্রাহকের কোনো তথ্য চুরি হয়নি বলে ওপেনএআই ঘটনাটি প্রকাশ করার প্রয়োজনীয়তা বোধ করেনি। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থাকেও (এফবিআই) তেমন করে অবহিত করেনি ওপেনএআই।
নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তিরা জানায়, চীনভিত্তিক প্রতিপক্ষরা কোম্পানির এআই বিষয়ক তথ্য চুরি করতে পারে বলে কোম্পানির কর্মীরা ভয় পেয়েছিল। আর এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি হতে পারে বলে আশংকা করেন তারা।
গত বছরের মে মাসে ওপেনএআই বলে, ইন্টারনেটজুড়ে ‘প্রতারণামূলক’ কাজে তাদের এআই মডেল ব্যবহার হচ্ছে এমন পাঁচটি গোপন কার্যক্রমে বাধা দিয়েছে তারা। এছাড়া এআই নিয়ে কোজ করছে এমন ১৬টি কোম্পানি একটি আন্তর্জাতিক সভায় প্রযুক্তিটি নিরাপদে বিকাশ করার প্রতিশ্রুতি দিয়েছে।
অ্যানথ্রপিক ও ওপেনএআইয়ের গবেষণার বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস বলে, সার্চের ইঞ্জিনের (যেমন—গুগল) মতো এতটা শক্তিশালী নয় এআই। তবে এরপরও এআই প্রযুক্তি নিরাপত্তা নিয়ে কোম্পানিগুলোর পদক্ষেপ নেওয়া উচিত। এআই যেন কোনো সামাজিক ক্ষতি না করতে পারে, এ জন্য মোটা অঙ্কের জরিমানা নির্ধারণের জন্য চেষ্টা করছে আইনপ্রণেতারা।
তথ্যসূত্র: ম্যাশাবল
মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে মানব মস্তিষ্কে চিপ স্থাপনের অনুমোদন পেল ইলন মাস্কের নিউরো প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান নিউরালিংক। কানাডায় মানব ট্রায়াল চালানোর জন্য অনুমোদন পেয়েছে প্রতিষ্ঠানটি। এই প্রক্রিয়ার জন্য ‘প্রথম এবং একমাত্র সার্জিক্যাল সাইট’ হবে কানাডার টরন্টো ওয়েস্
৪১ মিনিট আগেবিশ্বব্যাপী নতুন সিরিজ ফাইন্ড এক্স ৮ উন্মোচন করল চীনের স্মার্টফোন নির্মাতা অপো। এই সিরিজে অপো ফাইন্ড এক্স ও অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেল দুটি অন্তর্ভুক্ত রয়েছে। মডেল দুটিতেই ৫০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। তবে অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেলে আইফোনের মতো ক্যামেরা বাটন যুক্ত করা হয়েছে। সিরিজটিতে মিডিয়াটেক
১৮ ঘণ্টা আগেবৈদ্যুতিক গাড়ির জন্য সলিড স্টেট ব্যাটারি ব্যাপক পরিমাণে তৈরি করবে হোন্ডা। এ জন্য জাপানে একটি উৎপাদন কেন্দ্র তৈরি করেছে কোম্পানিটি। এখানে ব্যাটারিটি তৈরি পরিকল্পনাটি পরীক্ষা–নিরীক্ষা করা হবে। এই পরিকল্পনা কম খরচে ও টেকসই ব্যাটারি তৈরিতে সহায়ক হবে।
২১ ঘণ্টা আগেম্যাসেজিং প্ল্যাটফর্ম মেসেঞ্জারে একযোগে বেশ কিছু ফিচার যুক্ত করেছে মেটা। ফিচারগুলো ভিডিও কল ও অডিও কলের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। নতুন আপডেটের মাধ্যমে মেসেঞ্জারে নয়েজ সারপ্রেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ব্যাকগ্রাউন্ড, এইচডি ভিডিও কল এবং হ্যান্ডস ফ্রি কলিংয়ের মতো ফিচার পাওয়া যাবে। এক ব্লগ প
১ দিন আগে