ব্রাজিলে ভিপিএন দিয়ে এক্স ব্যবহারে করলে জরিমানা হবে 

অনলাইন ডেস্ক
Thumbnail image

আদালতের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে প্রয়োজনীয় শর্ত পূরণ করতে ব্যর্থ হওয়ায় এক্স বন্ধের নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্টের বিচারক আলেসান্দ্রে দি মোরায়েস। এক্স ব্লক করার পাশাপাশি ভিপিএন দিয়ে অ্যাপটির ব্যবহার আইনগতভাবে নিষিদ্ধ করা হয়েছে। কেউ যদি ভিপিএনের সাহায্যে এক্স ব্যবহার করে, তবে দৈনিক ৫০ হাজার ব্রাজিলিয়ান রিয়াল (প্রায় ৯ হাজার ডলার) জরিমানা হতে পারে। 

টেলিকম ও প্রযুক্তি কোম্পানিগুলোকে তাদের অ্যাপ স্টোর ও প্লাটফর্ম থেকে এক্স অ্যাপটি সরানোর জন্য সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন মোরায়েস। অ্যাপল ও গুগলকে এক্স অ্যাপটি সরানোর জন্য পাঁচদিন সময় দিয়েছেন এই বিচারক। এছাড়া এ আদেশ বাস্তবায়নে দেশের ইন্টারনেট সেবাদাতাদের (আইএসপি) ২৪ ঘণ্টা সময় দেয়া হয়েছে। ইলন মাস্ককে আদালতের আদেশ মানতে বাধ্য করতে গত বৃহস্পতিবার স্পেসএক্সের স্টারলিংকের ব্রাজিলীয় ব্যাংক অ্যাকাউন্টগুলোও ফ্রিজ করে দিয়েছেন বিচারপতি মোরায়েস। 

চলতি বছরে এপ্রিলে এক্সের সঙ্গে ব্রাজিলীয় কর্তৃপক্ষের দ্বন্দ্বের শুরু। সে সময় ব্রাজিলের সুপ্রিম কোর্টের বিচারক আলেসান্দ্রে দি মোরায়েস ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগ তুলেন। তদন্ত চলাকালীন অ্যাকাউন্টগুলো বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন মোরায়েস। অধিকাংশ অ্যাকাউন্টই ব্রাজিলের সাবেক ডানপন্থী প্রেসিডেন্ট জাইর বলসানারোর সমর্থক। প্রতিক্রিয়ায় ইলন মাস্ক বিচারক মোরায়েসকে ‘স্বৈরাচার’ ও ‘একনায়ক’ বলে আখ্যা দেন এবং হুমকি দিয়ে বলেন, এসব অ্যাকাউন্ট পুনরায় চালু করা হবে। 

মাস্কের হুমকির পর বিচারক মোরায়েস এক্সকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দেন ব্রাজিলে প্রতিষ্ঠানটির নতুন বৈধ প্রতিনিধি পাঠাতে। অন্যথায় নিষেধাজ্ঞার মুখোমুখি পড়তে হবে বলেও সতর্ক করেন তিনি। স্থানীয় সময় গত বৃহস্পতিবার রাত ৮টায় সেই সময়সীমা শেষ হয়ে যায়। নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পর মোরায়েস তার প্রতিশ্রুতি পালন করেছেন। তাই গতকাল শুক্রবার মোরায়েস ব্রাজিলে ‘তাৎক্ষণিকভাবে’ এক্স বন্ধের নির্দেশ দেন। 

চলতি মাসেই এক্স ব্রাজিল থেকে তার কার্যালয় গুটিয়ে নিয়েছে। এর কারণ হিসেবে এক্স অভিযোগ করে বলেছে, ব্রাজিলের কর্তৃপক্ষ মেটাকে ‘সেন্সরশিপ’ আরোপ করতে বলে। তবে মেটা সেটি করতে রাজি না হওয়ায় কর্মীদের গ্রেপ্তারের হুমকি দেওয়া হয়। 

তথ্যসূত্র: ম্যাশাবল

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত