‘আইফোন ১৭ স্লিম’ আনছে অ্যাপল, দাম হবে বেশি

অনলাইন ডেস্ক
প্রকাশ : ১৯ মে ২০২৪, ১৪: ৫০
আপডেট : ১৯ মে ২০২৪, ১৬: ১০

কয়েক বছর ধরে আইফোনের নকশায় বিশেষ কোনো পরিবর্তন দেখা যায়নি। তবে আগামী বছর আইফোনের আকার চিকন করে ‘আইফোন ১৭ স্লিম’ নামে নতুন এক মডেল নিয়ে আসতে পারে অ্যাপল। ফোনটি আগের মডেলগুলোর তুলনায় অনেক বেশি দামি হবে বলে জানিয়েছে বিভিন্ন প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট। 

অ্যাপল সাধারণত একটি সিরিজের আওতায় চারটি মডেল নিয়ে আসে। যেমন–আইফোন ১৫ সিরিজে আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৫ প্রো ও আইফোন ১৫ প্রো ম্যাক্স অন্তর্ভুক্ত রয়েছে। 

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট জিএসএমএরিনা বলে, ২০২৫ সালের স্মার্টফোনগুলোর সঙ্গে আইফোন ১৭ স্লিম মডেল উন্মোচন করবে অ্যাপল। 

এ বছরের দ্বিতীয়ার্ধে (জুলাই–ডিসেম্বর) আইফোন ১৬ সিরিজ উন্মোচন করবে কোম্পানিটি। 

তবে আইফোনের ‘প্লাস’ মডেলগুলোর পরিবর্তে আইফোন ১৭ স্লিম মডেলটি নিয়ে আসা হবে কি না, তা এখনো স্পষ্ট নয়। ২০২১ সালে অ্যাপলের ছোট আকারের ফোন আইফোন ১৩ মিনি উন্মোচন করা হয়। এরপর সিরিজগুলোতে ‘মিনি’ সংস্করণটি আর নিয়ে আসা হয়নি। 

নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তির বরাত দিয়ে জিএসএমএরিনা বলছে, আইফোন ১২ স্লিম মডেলটি অন্যান্য মডেলের চেয়ে দামি হতে পারে। অর্থাৎ, আইফোন ১৭ প্রো ম্যাক্সের চেয়েও স্লিম মডেলটির দাম বেশি হবে। 

এই মাসের শুরুর দিকে অ্যাপল নতুন আইপ্যাড প্রো (২০২৪) উন্মোচন করে। এই মডেল এর উত্তরসূরিদের চেয়ে অনেক চিকন। 

আইফোন ১৭ স্লিম মডেলে নতুন নকশা দেখা যাবে। এর পেছনের ক্যামেরার অবস্থান মাঝ বরাবর হতে পারে। এর গঠনে অ্যালুমিনিয়াম ব্যবহার করা হতে পারে। আইফোন ১৭ স্লিম মডেলটির স্ক্রিনের আকার হবে ৬ দশমিক ৬ ইঞ্চি, যা আইফোন ১৭ (৬ দশমিক ১ ইঞ্চি) ও আইফোন ১৭ প্রোর (৬ দশমিক ৩ ইঞ্চি) চেয়েও বড়। তবে আইফোন প্রো ম্যাক্সের (৬ দশমিক ৯ ইঞ্চি) তুলনায় স্লিম মডেলটির স্ক্রিনের আকার ছোট হবে। 

এ ছাড়া আইফোন ১৭ সিরিজে ডাইনামিক আইল্যান্ডের ফিচারটির আকারও ছোট করবে অ্যাপল। 

তবে স্লিম মডেলটি নিয়ে প্রকাশিত তথ্যগুলো গুজবও হতে পারে। কারণ আইফোন ১৭ সিরিজ উন্মোচনের জন্য অনেক সময় বাকি রয়েছে। এর আগে ২০২৪ সালের শেষের দিকে আইফোন ১৬ সিরিজ বাজারে আসবে। 

তথ্যসূত্র:গ্যাজেট ৩৬০, ম্যাকরিউমার

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত