অনলাইন ডেস্ক
কয়েক বছর ধরে আইফোনের নকশায় বিশেষ কোনো পরিবর্তন দেখা যায়নি। তবে আগামী বছর আইফোনের আকার চিকন করে ‘আইফোন ১৭ স্লিম’ নামে নতুন এক মডেল নিয়ে আসতে পারে অ্যাপল। ফোনটি আগের মডেলগুলোর তুলনায় অনেক বেশি দামি হবে বলে জানিয়েছে বিভিন্ন প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট।
অ্যাপল সাধারণত একটি সিরিজের আওতায় চারটি মডেল নিয়ে আসে। যেমন–আইফোন ১৫ সিরিজে আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৫ প্রো ও আইফোন ১৫ প্রো ম্যাক্স অন্তর্ভুক্ত রয়েছে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট জিএসএমএরিনা বলে, ২০২৫ সালের স্মার্টফোনগুলোর সঙ্গে আইফোন ১৭ স্লিম মডেল উন্মোচন করবে অ্যাপল।
এ বছরের দ্বিতীয়ার্ধে (জুলাই–ডিসেম্বর) আইফোন ১৬ সিরিজ উন্মোচন করবে কোম্পানিটি।
তবে আইফোনের ‘প্লাস’ মডেলগুলোর পরিবর্তে আইফোন ১৭ স্লিম মডেলটি নিয়ে আসা হবে কি না, তা এখনো স্পষ্ট নয়। ২০২১ সালে অ্যাপলের ছোট আকারের ফোন আইফোন ১৩ মিনি উন্মোচন করা হয়। এরপর সিরিজগুলোতে ‘মিনি’ সংস্করণটি আর নিয়ে আসা হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তির বরাত দিয়ে জিএসএমএরিনা বলছে, আইফোন ১২ স্লিম মডেলটি অন্যান্য মডেলের চেয়ে দামি হতে পারে। অর্থাৎ, আইফোন ১৭ প্রো ম্যাক্সের চেয়েও স্লিম মডেলটির দাম বেশি হবে।
এই মাসের শুরুর দিকে অ্যাপল নতুন আইপ্যাড প্রো (২০২৪) উন্মোচন করে। এই মডেল এর উত্তরসূরিদের চেয়ে অনেক চিকন।
আইফোন ১৭ স্লিম মডেলে নতুন নকশা দেখা যাবে। এর পেছনের ক্যামেরার অবস্থান মাঝ বরাবর হতে পারে। এর গঠনে অ্যালুমিনিয়াম ব্যবহার করা হতে পারে। আইফোন ১৭ স্লিম মডেলটির স্ক্রিনের আকার হবে ৬ দশমিক ৬ ইঞ্চি, যা আইফোন ১৭ (৬ দশমিক ১ ইঞ্চি) ও আইফোন ১৭ প্রোর (৬ দশমিক ৩ ইঞ্চি) চেয়েও বড়। তবে আইফোন প্রো ম্যাক্সের (৬ দশমিক ৯ ইঞ্চি) তুলনায় স্লিম মডেলটির স্ক্রিনের আকার ছোট হবে।
এ ছাড়া আইফোন ১৭ সিরিজে ডাইনামিক আইল্যান্ডের ফিচারটির আকারও ছোট করবে অ্যাপল।
তবে স্লিম মডেলটি নিয়ে প্রকাশিত তথ্যগুলো গুজবও হতে পারে। কারণ আইফোন ১৭ সিরিজ উন্মোচনের জন্য অনেক সময় বাকি রয়েছে। এর আগে ২০২৪ সালের শেষের দিকে আইফোন ১৬ সিরিজ বাজারে আসবে।
তথ্যসূত্র:গ্যাজেট ৩৬০, ম্যাকরিউমার
কয়েক বছর ধরে আইফোনের নকশায় বিশেষ কোনো পরিবর্তন দেখা যায়নি। তবে আগামী বছর আইফোনের আকার চিকন করে ‘আইফোন ১৭ স্লিম’ নামে নতুন এক মডেল নিয়ে আসতে পারে অ্যাপল। ফোনটি আগের মডেলগুলোর তুলনায় অনেক বেশি দামি হবে বলে জানিয়েছে বিভিন্ন প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট।
অ্যাপল সাধারণত একটি সিরিজের আওতায় চারটি মডেল নিয়ে আসে। যেমন–আইফোন ১৫ সিরিজে আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৫ প্রো ও আইফোন ১৫ প্রো ম্যাক্স অন্তর্ভুক্ত রয়েছে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট জিএসএমএরিনা বলে, ২০২৫ সালের স্মার্টফোনগুলোর সঙ্গে আইফোন ১৭ স্লিম মডেল উন্মোচন করবে অ্যাপল।
এ বছরের দ্বিতীয়ার্ধে (জুলাই–ডিসেম্বর) আইফোন ১৬ সিরিজ উন্মোচন করবে কোম্পানিটি।
তবে আইফোনের ‘প্লাস’ মডেলগুলোর পরিবর্তে আইফোন ১৭ স্লিম মডেলটি নিয়ে আসা হবে কি না, তা এখনো স্পষ্ট নয়। ২০২১ সালে অ্যাপলের ছোট আকারের ফোন আইফোন ১৩ মিনি উন্মোচন করা হয়। এরপর সিরিজগুলোতে ‘মিনি’ সংস্করণটি আর নিয়ে আসা হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তির বরাত দিয়ে জিএসএমএরিনা বলছে, আইফোন ১২ স্লিম মডেলটি অন্যান্য মডেলের চেয়ে দামি হতে পারে। অর্থাৎ, আইফোন ১৭ প্রো ম্যাক্সের চেয়েও স্লিম মডেলটির দাম বেশি হবে।
এই মাসের শুরুর দিকে অ্যাপল নতুন আইপ্যাড প্রো (২০২৪) উন্মোচন করে। এই মডেল এর উত্তরসূরিদের চেয়ে অনেক চিকন।
আইফোন ১৭ স্লিম মডেলে নতুন নকশা দেখা যাবে। এর পেছনের ক্যামেরার অবস্থান মাঝ বরাবর হতে পারে। এর গঠনে অ্যালুমিনিয়াম ব্যবহার করা হতে পারে। আইফোন ১৭ স্লিম মডেলটির স্ক্রিনের আকার হবে ৬ দশমিক ৬ ইঞ্চি, যা আইফোন ১৭ (৬ দশমিক ১ ইঞ্চি) ও আইফোন ১৭ প্রোর (৬ দশমিক ৩ ইঞ্চি) চেয়েও বড়। তবে আইফোন প্রো ম্যাক্সের (৬ দশমিক ৯ ইঞ্চি) তুলনায় স্লিম মডেলটির স্ক্রিনের আকার ছোট হবে।
এ ছাড়া আইফোন ১৭ সিরিজে ডাইনামিক আইল্যান্ডের ফিচারটির আকারও ছোট করবে অ্যাপল।
তবে স্লিম মডেলটি নিয়ে প্রকাশিত তথ্যগুলো গুজবও হতে পারে। কারণ আইফোন ১৭ সিরিজ উন্মোচনের জন্য অনেক সময় বাকি রয়েছে। এর আগে ২০২৪ সালের শেষের দিকে আইফোন ১৬ সিরিজ বাজারে আসবে।
তথ্যসূত্র:গ্যাজেট ৩৬০, ম্যাকরিউমার
চলমান তদন্তের অংশ হিসেবে সোশ্যাল মিডিয়া কোম্পানি এক্স (সাবেক টুইটার)–এর কাছে অ্যাপটির অ্যালগরিদম সিস্টেমের কার্যকারিতা সম্পর্কিত তথ্য চেয়েছে ইউরোপীয় কমিশন। বিশেষত, অ্যালগরিদমের মধ্যে সম্প্রতি যে কোনো পরিবর্তনের বিষয়ে জানতে চেয়েছে কমিশন।
৮ মিনিট আগেচীনের ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের একটি আপিল খারিজ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। তাই দেশটির সরকার কোনো হস্তক্ষেপ না করলে আগামী রোববার থেকে যুক্তরাষ্ট্রে নিজেদের কার্যক্রম বন্ধ করে দেবে এই সামাজিক যোগাযোগ মাধ্যম। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।
১ ঘণ্টা আগেহ্যাকাররা ভুয়া ই–মেইলে নিজেদের মার্কিন সরকারি কর্মকর্তা হিসেবে পরিচয় দেয়। ই–মেইলে একটি কিউআর কোড দেওয়া হয়। এটি স্ক্যান করলে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়ার প্রস্তাব দেয়। তবে, এটি আসলে একটি হ্যাকিং কৌশল।রাশিয়া, হ্যাকার, হোয়াটসঅ্যাপ, মাইক্রোসফট
১০ ঘণ্টা আগেএকজন ব্যক্তির রুচি প্রকাশ পেতে পারে ফেসবুক প্রোফাইলের মাধ্যমে। তাই অনেকেই প্রোফাইলটি সুন্দর করে গুছিয়ে রাখতে বেশ মনোযোগ দেয়। এ ক্ষেত্রে ফেসবুকও প্রতিনিয়ত বিভিন্ন ফিচার যুক্ত করে ব্যবহারকারীদের প্রোফাইলগুলো আরও আকর্ষণীয় করতে তুলতে সাহায্য করে। এর মধ্যে ফেসবুক প্রোফাইলে মিউজিক বা গান যোগ করা একটি ফিচা
১৮ ঘণ্টা আগে