ফিচার ডেস্ক
গাঢ় খয়েরি রঙের একটি অসম্পূর্ণ মুখাবয়ব ফুটে উঠেছে ক্যানভাসে। ‘এআই গড: অ্যালান টুরিং-এর প্রতিকৃতি’ শিরোনামের এ চিত্রকর্ম কোনো চিত্রশিল্পীর আঁকা নয়; এঁকেছে এআই রোবট। সেটি আবার তোলা হয়েছে নিলামে।
গল্প এখানেই থেমে নেই। সেই চিত্রকর্ম বিক্রি হয়েছে প্রায় ১৩ লাখ ২০ হাজার মার্কিন ডলারে। এ চিত্রকর্মকে বলা হচ্ছে ‘মানবিক রোবটের মূল্যবান শিল্পকর্ম’। হিউম্যানয়েড বা মানুষের মতো দেখতে রোবট এআইডিএ তার প্রথম শিল্পকর্মটি উৎসর্গ করেছে গণিতজ্ঞ অ্যালান টুরিংকে।
গৃহস্থালির কাজ থেকে শুরু করে বৈজ্ঞানিক জটিল সমস্যার সমাধান; এ যুগে এআই যে কত কিছু করছে! শুধু গৃহস্থালি আর বিজ্ঞান বৈচিত্র্যে নিজেকে আটকে রাখেনি এআই। ধীরে ধীরে হয়ে উঠছে মানবিক। এআই গড: অ্যালান টুরিং-এর প্রতিকৃতি তার বড় উদাহরণ।
টুরিংয়ের মুখের বিভিন্ন অংশ ভেঙেচুরে এক বিমূর্ত শিল্প তৈরি করেছে রোবট এআইডিএ। ছবিটির মূলভাব ব্যাখ্যা করতে গিয়ে বিশেষজ্ঞরা বলেছেন, ‘টুরিং কৃত্রিম মেধাকে সামলানোর ক্ষেত্রে যে সমস্যার কথা শুনিয়েছিলেন, ছবি সে সমস্যারই প্রতিফলন।’
রোবট একটি আবেগহীন যন্ত্র। অন্যদিকে শিল্পকর্ম পুরোটিই আবেগ ও কল্পনার মিশেল। আবেগহীন রোবট এআইডিএ রোবটের ইতিহাসে এই প্রথম ছবি আঁকল। তাই নিলামে তোলার সময় কেউ কল্পনাও করেনি, ঠিক টাকায় বিক্রি হতে যাচ্ছে এই চিত্রকর্ম।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে অ্যালান টুরিং সাড়া ফেলেছিলেন নাৎসিদের পাঠানো সাংকেতিক বার্তার মর্মার্থ উদ্ধার করার কারণে। এমনকি অনেকে মনে করেন, টুরিংয়ের পদ্ধতিই জার্মানি এবং তার বন্ধু দেশগুলোকে হারিয়ে দিতে সাহায্য করেছিল। তিনি ১৯৫৪ সালে সমকামী বিষয়ে ভিক্টোরিয়ান আইনে দোষী সাব্যস্ত হওয়ার পর আত্মহত্যা করেন।
টুরিংয়ের হাত ধরে কৃত্রিম মেধার সূচনা ঘটে। তাই তাঁকে এর জনক বলা হয়। তবে তিনি কৃত্রিম মেধার অপব্যবহার করা নিয়েও আশঙ্কা প্রকাশ করেছিলেন। সেগুলো যে একেবারে অমূলক, তা হয়তো নয়। কিন্তু টুরিংয়ের বিমূর্ত মুখাবয়ব এঁকে রোবট এআইডিএ হয়তো এটিই বুঝিয়ে দিল, সতর্ক ব্যবহারে সবকিছুই সুন্দর।
সূত্র: সিএনএন
গাঢ় খয়েরি রঙের একটি অসম্পূর্ণ মুখাবয়ব ফুটে উঠেছে ক্যানভাসে। ‘এআই গড: অ্যালান টুরিং-এর প্রতিকৃতি’ শিরোনামের এ চিত্রকর্ম কোনো চিত্রশিল্পীর আঁকা নয়; এঁকেছে এআই রোবট। সেটি আবার তোলা হয়েছে নিলামে।
গল্প এখানেই থেমে নেই। সেই চিত্রকর্ম বিক্রি হয়েছে প্রায় ১৩ লাখ ২০ হাজার মার্কিন ডলারে। এ চিত্রকর্মকে বলা হচ্ছে ‘মানবিক রোবটের মূল্যবান শিল্পকর্ম’। হিউম্যানয়েড বা মানুষের মতো দেখতে রোবট এআইডিএ তার প্রথম শিল্পকর্মটি উৎসর্গ করেছে গণিতজ্ঞ অ্যালান টুরিংকে।
গৃহস্থালির কাজ থেকে শুরু করে বৈজ্ঞানিক জটিল সমস্যার সমাধান; এ যুগে এআই যে কত কিছু করছে! শুধু গৃহস্থালি আর বিজ্ঞান বৈচিত্র্যে নিজেকে আটকে রাখেনি এআই। ধীরে ধীরে হয়ে উঠছে মানবিক। এআই গড: অ্যালান টুরিং-এর প্রতিকৃতি তার বড় উদাহরণ।
টুরিংয়ের মুখের বিভিন্ন অংশ ভেঙেচুরে এক বিমূর্ত শিল্প তৈরি করেছে রোবট এআইডিএ। ছবিটির মূলভাব ব্যাখ্যা করতে গিয়ে বিশেষজ্ঞরা বলেছেন, ‘টুরিং কৃত্রিম মেধাকে সামলানোর ক্ষেত্রে যে সমস্যার কথা শুনিয়েছিলেন, ছবি সে সমস্যারই প্রতিফলন।’
রোবট একটি আবেগহীন যন্ত্র। অন্যদিকে শিল্পকর্ম পুরোটিই আবেগ ও কল্পনার মিশেল। আবেগহীন রোবট এআইডিএ রোবটের ইতিহাসে এই প্রথম ছবি আঁকল। তাই নিলামে তোলার সময় কেউ কল্পনাও করেনি, ঠিক টাকায় বিক্রি হতে যাচ্ছে এই চিত্রকর্ম।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে অ্যালান টুরিং সাড়া ফেলেছিলেন নাৎসিদের পাঠানো সাংকেতিক বার্তার মর্মার্থ উদ্ধার করার কারণে। এমনকি অনেকে মনে করেন, টুরিংয়ের পদ্ধতিই জার্মানি এবং তার বন্ধু দেশগুলোকে হারিয়ে দিতে সাহায্য করেছিল। তিনি ১৯৫৪ সালে সমকামী বিষয়ে ভিক্টোরিয়ান আইনে দোষী সাব্যস্ত হওয়ার পর আত্মহত্যা করেন।
টুরিংয়ের হাত ধরে কৃত্রিম মেধার সূচনা ঘটে। তাই তাঁকে এর জনক বলা হয়। তবে তিনি কৃত্রিম মেধার অপব্যবহার করা নিয়েও আশঙ্কা প্রকাশ করেছিলেন। সেগুলো যে একেবারে অমূলক, তা হয়তো নয়। কিন্তু টুরিংয়ের বিমূর্ত মুখাবয়ব এঁকে রোবট এআইডিএ হয়তো এটিই বুঝিয়ে দিল, সতর্ক ব্যবহারে সবকিছুই সুন্দর।
সূত্র: সিএনএন
চলতি বছরে স্মার্টফোন শিল্প অত্যন্ত উদ্ভাবনমুখী হবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসগুলোতে উন্নত ক্যামেরা, বিশেষ এআই ফিচারের পাশাপাশি শক্তিশালী ও বড় আকারের ব্যাটারি দেখতে পাওয়া যাবে। ফ্ল্যাগশিপ ফোন থেকে বাজেট স্মার্টফোনেও এই ধরনের শক্তিশালী ব্যাটারি থাকবে।
৭ ঘণ্টা আগেগরম খাবার খেতে গিয়ে জিভ পুড়ে যাওয়ার অভিজ্ঞতা কম বেশি সবারই রয়েছে। আবার ব্যস্ততার সময় ফুঁ দিয়ে খাবার বা পানীয় ঠান্ডা করাও একটি বিরক্তির বিষয়। তবে এ ধরনের সমস্যা সমাধানের জন্য ‘নেকোজিতা ক্যাট ফুফু’ নামের ছোট একটি বিড়াল রোবট তৈরি করেছে জাপানের ইয়ুকাই ইঞ্জিনিয়ারিং স্টার্টআপ। কফি, স্যুপ বা অন্য কোনো গরম
৮ ঘণ্টা আগেচলমান তদন্তের অংশ হিসেবে সোশ্যাল মিডিয়া কোম্পানি এক্স (সাবেক টুইটার)–এর কাছে অ্যাপটির অ্যালগরিদম সিস্টেমের কার্যকারিতা সম্পর্কিত তথ্য চেয়েছে ইউরোপীয় কমিশন। বিশেষত, অ্যালগরিদমের মধ্যে সম্প্রতি যে কোনো পরিবর্তনের বিষয়ে জানতে চেয়েছে কমিশন।
১৩ ঘণ্টা আগেজো বাইডেনের প্রশাসন হস্তক্ষেপ না করলে যুক্তরাষ্ট্রের কার্যক্রম বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে টিকটক। কিন্তু কোনোভাবেই এটি বিক্রি করা হবে না বলে জানিয়ে দিয়ে চীনের মালিকানাধীন এই ভিডিও শেয়ারিং অ্যাপ। যুক্তরাষ্ট্রে ব্যবসা বিক্রি অথবা বন্ধের সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে টিকটকের করা আপিল গতকাল শুক্রবার সুপ্
১৪ ঘণ্টা আগে