ফেসবুকে সেভ করা রিলস খুঁজে পাবেন যেভাবে 

অনলাইন ডেস্ক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৪, ১০: ২৪

টিকটকের জনপ্রিয়তার সঙ্গে টেক্কা দিতেই স্বল্প দৈর্ঘ্যের ভিডিও ফিচার ‘রিলস’ নিয়ে আসে ফেসবুক। এর মাধ্যমে ১৫ থেকে ৯০ সেকেন্ডের ভিডিও তৈরি করে তা প্ল্যাটফর্মটিতে শেয়ার করে ব্যবহারকারীরা। বন্ধুদের সঙ্গে শেয়ার করার জন্য বা পরবর্তীতে আবার দেখার জন্য এগুলো সেভ করে রাখেন অনেকেই। তবে প্রয়োজনের সময় সেগুলো কীভাবে খুঁজে পাওয়া যায় তা সবাই জানে না। 

লাইক দেওয়া ও সেভ করা রিলসগুলো আলাদাভাবে গুছিয়ে রাখে ফেসবুক। যেসব রিলস আপনি বুকমার্ক করে রাখবেন সেসব ভিডিও সেভ হয়ে থাকবে। ফেসবুক অ্যাপ বা ডেস্কটপ থেকে সহজেই ভিডিওগুলো খুঁজে পাওয়া যায়। 

অ্যাপ থেকে সেভ করা রিলস খুঁজে বের করবেন যেভাবে 
১. আইফোন বা অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ফেসবুকে অ্যাপ চালু করুন। 
২. ভিডিও ট্যাবে প্রবেশ করুন ও রিলস অপশন নির্বাচন করুন। 
৩. ওপরের ডানদিকে কোনায় প্রোফাইল আইকোনে ক্লিক করুন। 
৪. এর ফলে একটি রিলস চালু হবে। এরপর ডান পাশের ওপরে থাকা প্রোফাইল আইকোনে ট্যাপ করুন। 
৫. এখন ‘সেভড’ অপশনে ক্লিক করুন। 
এখানে সেভ করা রিলসগুলো দেখা যাবে। 

ডেস্কটপ থেকে সেভ করা রিলস খুঁজে বের করবেন যেভাবে
১. যে কোনো ব্রাউজার থেকে ফেসবুকের ওয়েবসাইটে প্রবেশ করুন। 
২. নিজের ছবি ওপর ক্লিক করে প্রোফাইল পেজে প্রবেশ করুন। 
৩. ‘রিলস ট্যাব’ নির্বাচন করুন। 
৪. এরপর ‘সেভড রিলস’ অপশন নির্বাচন করুন। 
এখানে সেভ করা রিলসগুলো এক জায়গায় দেখা যাবে। 

লাইক দেওয়া রিলস অ্যাপ থেকে খুঁজে বের করবেন যেভাবে
রিলসগুলো দেখার সময় পছন্দের ভিডিওগুলোতে লাইক দেয় অনেকেই। সেসব লাইক দেওয়া রিলসগুলোও আপনি খুঁজে দেখতে পারবেন। পছন্দের রিলসগুলো খুঁজে পেতে নিচের ধাপগুলো অনুসরণ করুন—
 ১. আইফোন বা অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ফেসবুকে অ্যাপ চালু করুন। 
২. ভিডিও ট্যাবে প্রবেশ করুন ও রিলস অপশন নির্বাচন করুন। 
৩. ওপরের ডানদিকে কোনায় প্রোফাইল আইকোনে ট্যাপ করুন। 
৪. এর ফলে একটি রিলস চালু হবে। এরপর ডান পাশের ওপরে থাকা প্রোফাইল আইকোনে ট্যাপ করুন। 
৫. ‘লাইকড’ অপশন নির্বাচন করুন। 

এইখানে লাইক দেওয়া ভিডিওগুলো দেখা যাবে। 

লাইক দেওয়া রিলস ডেস্কটপ থেকে খুঁজে বের করবেন যেভাবে

অ্যাপের চেয়ে ওয়েবসাইট থেকে ফেসবুকের রিলস খুঁজে পাওয়া একটু জটিল। রিলস খুঁজে নিচের ধাপগুলো অনুসরণ করতে পারেন—
১. যে কোনো ব্রাউজার থেকে ফেসবুকের ওয়েবসাইটে প্রবেশ করুন। 
২. ওপরের ডান দিকে থাকা নিজের প্রোফাইল আইকোনে ক্লিক করুন। 
৩. ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ অপশন নির্বাচন করুন। 
৪. ‘অ্যাক্টিভিটি লগ’ অপশনে ক্লিক করুন। 
৫. বামে পাশের প্যানেল থেকে ‘অ্যাক্টিভিটি হিস্টরি’ অপশনে ক্লিক করুন। 
এখানে লাইক দেওয়া রিলসহ ব্যবহারকারীরা সব ফেসবুক কার্যক্রম দেখা যাবে। দিন ও সময় অনুযায়ী পর্যায়ক্রমে এসব কার্যক্রম দেখানো হবে। 

তথ্যসূত্র: অ্যান্ড্রয়েড অথোরিটি

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত