অনলাইন ডেস্ক
টিকটকের প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্ম ইউটিউবে শর্ট ভিডিও পোস্ট করার মাধ্যমে আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত বৃহস্পতিবার এক ঘোষণায় ইউটিউব বলেছে, শর্টস প্রতিদিন গড়ে ৭ হাজার কোটিবার ভিউ হয় ও প্ল্যাটফর্মটির ২৫ শতাংশ চ্যানেল শর্টস তৈরি করে আয় করে।
২০২২ সালে শর্টস থেকে আয় করার সুবিধা দেয় ইউটিউব। এর মাধ্যমে ইউটিউব পার্টনার প্রোগ্রামটিকে (ওয়াইপিপি) আরও প্রসারিত করা হয়। বড়–দৈর্ঘ্যের ভিডিওর মাধ্যমে আয় করার জন্য চ্যানেলে ১ হাজার সাবস্ক্রাইবার ও ৪ হাজার ওয়াচ আওয়ার থাকতে হবে।
তবে ২০২৩ সালের প্রথমদিকে বলা হয়, শর্টের ক্রিয়েটরদের আয়ের জন্য ১ হাজার সাবস্ক্রাইবার ও ৯০ দিনের মধ্যে ১ কোটি ভিউ থাকতে হবে। এসব ক্রিয়েটররা তাদের শর্ট ভিডিও থেকে বিজ্ঞাপনী আয়ের ৪৫ শতাংশ পাবে।
ইউটিউবের শর্টসের ক্রিয়েটররা অন্যভাবেও আয় করতে পারে। ইউটিউব বলছে, ৮০ শতাংশ ওয়াইপিপি প্রোগ্রামের আওতাভুক্ত ক্রিয়েটররা শর্টসের পাশপাশি বড় দৈর্ঘ্যের বিজ্ঞাপন, ফ্যানদের তহবিল ফ্যান ফান্ডিং, ইউটিউব প্রিমিয়াম, বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে চুক্তি, শপিং ফিচার ও অন্যান্য উপায়ে আয় করতে পারে।
এই বক্তব্য ইঙ্গিত দেয় যে, শর্টস তৈরি করা কোনো স্বতন্ত্র প্রচেষ্টা নয় বরং এটি নির্মাতাদের বৃহত্তর ব্যবসার একটি দিক হিসেবে কাজ করে।
ইউটিউব বলছে, ১৬ বছরের ওয়াইপিপি প্রোগ্রাম এখন বিশ্বজুড়ে ৩০ লাখেরও বেশি নির্মাতাকে অন্তর্ভুক্ত করেছে এবং গত তিন বছরে নির্মাতা, শিল্পী এবং মিডিয়া সংস্থাগুলোকে ৭ হাজার কোটি ডলার অর্থ প্রদান করেছে ৷ এই সংখ্যা অন্য কোনো ভিডিও প্ল্যাটফর্ম থেকে অনেক বেশি।
টিকটককে নিষেধাজ্ঞা দিতে পারে যুক্তরাষ্ট্র। এই মাসে যুক্তরাষ্ট্রে হাউস অব রিপ্রেজেনটেটিভসের দ্বিদলীয় সমর্থনে ৩৫২–৬৫ ভোটে টিকটক নিষেধাজ্ঞা দেওয়ার বিলটি পাস হয়। আইন হতে বিলটিতে সিনেটের অনুমোদন লাগবে। জাতীয় নিরাপত্তার উদ্বেগের কথা বলে টিকটকের কার্যক্রমকে বন্ধ করতে চায় যুক্তরাষ্ট্র।
তথ্যসূত্র:টেকক্রাঞ্চ
টিকটকের প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্ম ইউটিউবে শর্ট ভিডিও পোস্ট করার মাধ্যমে আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত বৃহস্পতিবার এক ঘোষণায় ইউটিউব বলেছে, শর্টস প্রতিদিন গড়ে ৭ হাজার কোটিবার ভিউ হয় ও প্ল্যাটফর্মটির ২৫ শতাংশ চ্যানেল শর্টস তৈরি করে আয় করে।
২০২২ সালে শর্টস থেকে আয় করার সুবিধা দেয় ইউটিউব। এর মাধ্যমে ইউটিউব পার্টনার প্রোগ্রামটিকে (ওয়াইপিপি) আরও প্রসারিত করা হয়। বড়–দৈর্ঘ্যের ভিডিওর মাধ্যমে আয় করার জন্য চ্যানেলে ১ হাজার সাবস্ক্রাইবার ও ৪ হাজার ওয়াচ আওয়ার থাকতে হবে।
তবে ২০২৩ সালের প্রথমদিকে বলা হয়, শর্টের ক্রিয়েটরদের আয়ের জন্য ১ হাজার সাবস্ক্রাইবার ও ৯০ দিনের মধ্যে ১ কোটি ভিউ থাকতে হবে। এসব ক্রিয়েটররা তাদের শর্ট ভিডিও থেকে বিজ্ঞাপনী আয়ের ৪৫ শতাংশ পাবে।
ইউটিউবের শর্টসের ক্রিয়েটররা অন্যভাবেও আয় করতে পারে। ইউটিউব বলছে, ৮০ শতাংশ ওয়াইপিপি প্রোগ্রামের আওতাভুক্ত ক্রিয়েটররা শর্টসের পাশপাশি বড় দৈর্ঘ্যের বিজ্ঞাপন, ফ্যানদের তহবিল ফ্যান ফান্ডিং, ইউটিউব প্রিমিয়াম, বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে চুক্তি, শপিং ফিচার ও অন্যান্য উপায়ে আয় করতে পারে।
এই বক্তব্য ইঙ্গিত দেয় যে, শর্টস তৈরি করা কোনো স্বতন্ত্র প্রচেষ্টা নয় বরং এটি নির্মাতাদের বৃহত্তর ব্যবসার একটি দিক হিসেবে কাজ করে।
ইউটিউব বলছে, ১৬ বছরের ওয়াইপিপি প্রোগ্রাম এখন বিশ্বজুড়ে ৩০ লাখেরও বেশি নির্মাতাকে অন্তর্ভুক্ত করেছে এবং গত তিন বছরে নির্মাতা, শিল্পী এবং মিডিয়া সংস্থাগুলোকে ৭ হাজার কোটি ডলার অর্থ প্রদান করেছে ৷ এই সংখ্যা অন্য কোনো ভিডিও প্ল্যাটফর্ম থেকে অনেক বেশি।
টিকটককে নিষেধাজ্ঞা দিতে পারে যুক্তরাষ্ট্র। এই মাসে যুক্তরাষ্ট্রে হাউস অব রিপ্রেজেনটেটিভসের দ্বিদলীয় সমর্থনে ৩৫২–৬৫ ভোটে টিকটক নিষেধাজ্ঞা দেওয়ার বিলটি পাস হয়। আইন হতে বিলটিতে সিনেটের অনুমোদন লাগবে। জাতীয় নিরাপত্তার উদ্বেগের কথা বলে টিকটকের কার্যক্রমকে বন্ধ করতে চায় যুক্তরাষ্ট্র।
তথ্যসূত্র:টেকক্রাঞ্চ
এক্সের (সাবেক টুইটার) প্রতিদ্বন্দ্বী মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম থ্রেডসের অ্যালগরিদম পরিবর্তন করল মেটা। এর ফলে যেসব অ্যাকাউন্ট ব্যবহারকারীরা ফলো করেন সেগুলোর কনটেন্টই বেশি দেখানো হবে। গত বৃহস্পতিবার থেকে ফিচারটি চালু হয়।
৮ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা টাইম ম্যাগাজিন–এর কভারে ধনকুবের ইলন মাস্কের ‘টু ডু লিস্ট’ বা দিনের কাজের তালিকা প্রকাশ করেছে। তবে এটি মাস্কের ব্যক্তিগত চেকলিস্ট নয় বলে স্পষ্টভাবে জানিয়েছেন মাস্ক।
৮ ঘণ্টা আগেটাইপ করার চেয়ে ভয়েস মেসেজ পাঠানো বেশ সহজ। তবে অনেক সময় ভয়েস মেসেজ সবার সামনে শোনা যায় না। সে ক্ষেত্রে মেসেজ না শুনে রিপ্লাই–ও দেওয়া যায়না। এই সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য মেসেজ ট্রান্সক্রাইব ফিচার যুক্ত করল হোয়াটসঅ্যাপ। এই ফিচারের মাধ্যমে ভয়েস মেসেজগুলো সহজে টেক্সটে রূপান্তর করা যাবে।
১০ ঘণ্টা আগেনিয়মিত নতুন উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তি দিয়ে বিশ্বকে চমকে দেওয়ার জন্য পরিচিত জাপান। এবার ‘মানুষ ধোয়ার মেশিন’ তৈরি করে তাক লাগিয়ে দিল দেশটি। এটি মানুষ গোসলের জন্য ব্যবহার করতে পারবে। যন্ত্রটির কার্যকারিতা ও ডিজাইন দেখে একে ‘মানুষ ধোয়ার ওয়াশিং মেশিন’ বলে আখ্যা দিয়েছে অনেকই।
১১ ঘণ্টা আগে