অনলাইন ডেস্ক
চলতি বছরের সেপ্টেম্বরে আইফোন ১৬ সিরিজ উন্মোচন হবে। এই সিরিজের সবচেয়ে দামি সংস্করণ হলো আইফোন ১৬ প্রো ও আইফোন ১৬ প্রো ম্যাক্স। ইতিমধ্যে ফোন দুটির বিভিন্ন ফিচার সম্পর্কে তথ্য ফাঁস হয়েছে। এবার ফোন দুটি রং সম্পর্কে আরও নতুন তথ্য জানা গেছে।
এক্স (সাবেক টুইটার) এর এক পোস্টে সনি ডিকসন নামের এক ব্যবহারকারী একটি ছবি শেয়ার করেন। ছবিতে অনুভূমিকভাবে রাখা তিনটি আইফোন ১৬ প্রো মডেল দেখা যায়। প্রতিটি ভিন্ন রঙের। এগুলো সাদা, কালো ও ধূসর রঙে দেখা গিয়েছে। গত বছরের আইফোন ১৫ প্রো মডেলের তিনটি রঙে সঙ্গে এগুলোর মিল পাওয়া যাবে। তবে শুধু নীল টাইটানিয়াম রংটি দেখা যায়নি।
এই সপ্তাহে চীনের এক সংবাদমাধ্যম জানায়, আইফোন ১৬ প্রো ও আইফোন ১৬ প্রো ম্যাক্স ব্রোঞ্জ রঙের হতে পারে। আবার অনেকেই বলছে নতুন ধরনের ‘লাল’ রংও নিয়ে আসতে পারে অ্যাপল। তবে এর কোনো ছবি অনলাইনে দেখা যায় নি।
যারা উজ্জ্বল রং পছন্দ করে তারা এই ধরনের রং অপছন্দ করতে পারেন। আর আইফোন ১৬ এর মূল সংস্করণটি ৫টি রঙে পাওয়া যেতে পারে। এর মধ্যে নীল ও গোলাপি রং থাকতে পারে।
গত মে মাসে আইফোন ১৬ প্রো ফোনের রং কেমন হবে তা জানিয়েছিলেন প্রযুক্তি বিশ্লেষক মিং চিং কু। আইফোন ১৫ প্রো এর টাইটেনিয়াম ব্লু (নীল) রঙের পরিবর্তে আইফোন ১৬ প্রো–তে টাইটেনিয়াম রোজ (ম্যাজেন্টা ও লাল রঙের মাঝামাঝি একটি রং) রং যুক্ত হবে বলে মনে করছেন তিনি।
আইফোন ১৬ সিরিজের ফোনগুলোর একপাশে নতুন ক্যাপচার বাটনও থাকতে পারে। এটি ছবি ও ভিডিও তুলতে সাহায্য করবে। বাটনটি সংবেদনশীল যা আঙ্গুলের চাপের তারতম্যের ওপর ভিত্তি করে বিভিন্ন ধরনের কাজ করবে। যেমন: হালকা চাপ দিলে ক্যামেরার ফোকাস করবে ও পুরোপুরি চাপ দিলে ক্যামেরা ছবি তুলে দেবে। এটা সাধারণ ক্যামেরার বাটন যেভাবে কাজ করে এটি সেভাবে কাজ করবে।
আইফোন ১৬ প্রো সংস্করণগুলোতে আরও বড় ডিসপ্লে যুক্ত করা হতে পারে। এসব মডেলের ক্যামেরায় ৫ গুণ পর্যন্ত জুম করার সুবিধা যুক্ত করা হবে। এ ছাড়া অ্যাপলের এ১৮ চিপসেটও এসব মডেলে ব্যবহার করা হতে পারে।
তথ্যসূত্র: ম্যাশাবল
চলতি বছরের সেপ্টেম্বরে আইফোন ১৬ সিরিজ উন্মোচন হবে। এই সিরিজের সবচেয়ে দামি সংস্করণ হলো আইফোন ১৬ প্রো ও আইফোন ১৬ প্রো ম্যাক্স। ইতিমধ্যে ফোন দুটির বিভিন্ন ফিচার সম্পর্কে তথ্য ফাঁস হয়েছে। এবার ফোন দুটি রং সম্পর্কে আরও নতুন তথ্য জানা গেছে।
এক্স (সাবেক টুইটার) এর এক পোস্টে সনি ডিকসন নামের এক ব্যবহারকারী একটি ছবি শেয়ার করেন। ছবিতে অনুভূমিকভাবে রাখা তিনটি আইফোন ১৬ প্রো মডেল দেখা যায়। প্রতিটি ভিন্ন রঙের। এগুলো সাদা, কালো ও ধূসর রঙে দেখা গিয়েছে। গত বছরের আইফোন ১৫ প্রো মডেলের তিনটি রঙে সঙ্গে এগুলোর মিল পাওয়া যাবে। তবে শুধু নীল টাইটানিয়াম রংটি দেখা যায়নি।
এই সপ্তাহে চীনের এক সংবাদমাধ্যম জানায়, আইফোন ১৬ প্রো ও আইফোন ১৬ প্রো ম্যাক্স ব্রোঞ্জ রঙের হতে পারে। আবার অনেকেই বলছে নতুন ধরনের ‘লাল’ রংও নিয়ে আসতে পারে অ্যাপল। তবে এর কোনো ছবি অনলাইনে দেখা যায় নি।
যারা উজ্জ্বল রং পছন্দ করে তারা এই ধরনের রং অপছন্দ করতে পারেন। আর আইফোন ১৬ এর মূল সংস্করণটি ৫টি রঙে পাওয়া যেতে পারে। এর মধ্যে নীল ও গোলাপি রং থাকতে পারে।
গত মে মাসে আইফোন ১৬ প্রো ফোনের রং কেমন হবে তা জানিয়েছিলেন প্রযুক্তি বিশ্লেষক মিং চিং কু। আইফোন ১৫ প্রো এর টাইটেনিয়াম ব্লু (নীল) রঙের পরিবর্তে আইফোন ১৬ প্রো–তে টাইটেনিয়াম রোজ (ম্যাজেন্টা ও লাল রঙের মাঝামাঝি একটি রং) রং যুক্ত হবে বলে মনে করছেন তিনি।
আইফোন ১৬ সিরিজের ফোনগুলোর একপাশে নতুন ক্যাপচার বাটনও থাকতে পারে। এটি ছবি ও ভিডিও তুলতে সাহায্য করবে। বাটনটি সংবেদনশীল যা আঙ্গুলের চাপের তারতম্যের ওপর ভিত্তি করে বিভিন্ন ধরনের কাজ করবে। যেমন: হালকা চাপ দিলে ক্যামেরার ফোকাস করবে ও পুরোপুরি চাপ দিলে ক্যামেরা ছবি তুলে দেবে। এটা সাধারণ ক্যামেরার বাটন যেভাবে কাজ করে এটি সেভাবে কাজ করবে।
আইফোন ১৬ প্রো সংস্করণগুলোতে আরও বড় ডিসপ্লে যুক্ত করা হতে পারে। এসব মডেলের ক্যামেরায় ৫ গুণ পর্যন্ত জুম করার সুবিধা যুক্ত করা হবে। এ ছাড়া অ্যাপলের এ১৮ চিপসেটও এসব মডেলে ব্যবহার করা হতে পারে।
তথ্যসূত্র: ম্যাশাবল
বিশ্বব্যাপী নতুন সিরিজ ফাইন্ড এক্স ৮ উন্মোচন করল চীনের স্মার্টফোন নির্মাতা অপো। এই সিরিজে অপো ফাইন্ড এক্স ও অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেল দুটি অন্তর্ভুক্ত রয়েছে। মডেল দুটিতেই ৫০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। তবে অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেলে আইফোনের মতো ক্যামেরা বাটন যুক্ত করা হয়েছে। সিরিজটিতে মিডিয়াটেক
১৬ ঘণ্টা আগেবৈদ্যুতিক গাড়ির জন্য সলিড স্টেট ব্যাটারি ব্যাপক পরিমাণে তৈরি করবে হোন্ডা। এ জন্য জাপানে একটি উৎপাদন কেন্দ্র তৈরি করেছে কোম্পানিটি। এখানে ব্যাটারিটি তৈরি পরিকল্পনাটি পরীক্ষা–নিরীক্ষা করা হবে। এই পরিকল্পনা কম খরচে ও টেকসই ব্যাটারি তৈরিতে সহায়ক হবে।
১৮ ঘণ্টা আগেম্যাসেজিং প্ল্যাটফর্ম মেসেঞ্জারে একযোগে বেশ কিছু ফিচার যুক্ত করেছে মেটা। ফিচারগুলো ভিডিও কল ও অডিও কলের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। নতুন আপডেটের মাধ্যমে মেসেঞ্জারে নয়েজ সারপ্রেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ব্যাকগ্রাউন্ড, এইচডি ভিডিও কল এবং হ্যান্ডস ফ্রি কলিংয়ের মতো ফিচার পাওয়া যাবে। এক ব্লগ প
১৯ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের সরকার যেন অ্যাপলের বিরুদ্ধে দায়ের করা অ্যান্টিট্রাস্ট বা প্রতিযোগিতা মামলা খারিজ করে, এ জন্য ফেডারেল বিচারককে অনুরোধ করেছে কোম্পানিটি। টেক জায়ান্টটি বলছে, তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাটি কাল্পনিক এবং অ্যাপল একচেটিয়া আধিপত্য বিস্তার করে তা প্রমাণ করতে পারেনি যুক্তরাষ্ট্রের সরকার।
২০ ঘণ্টা আগে