অনলাইন ডেস্ক
এক্স প্ল্যাটফর্মে (সাবেক টুইটার) আবারও নতুন পরিবর্তন নিয়ে আসছে ইলন মাস্ক। এই পরিবর্তনের ফলে এক্সের কোনো পোস্টে কারা কারা লাইক দিয়েছে তা পোস্টদাতা ছাড়া অন্য কেউ দেখতে পারবে না। এক্সের ইঞ্জিনিয়ারিং ডিরেক্টর হাওফি ওয়াং এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ওয়াং বলেন, ‘ব্যবহারকারীর প্রোফাইল পেজ থেকে পাবলিক ‘‘লাইক’’ সরিয়ে ফেলবে মাস্কের সামাজিক যোগাযোগ মাধ্যমটি।’ অর্থ্যাৎ অন্যদের পোস্টে কারা কারা লাইক দিয়েছে তা দেখা যাবে না।
আইওএসের এক্স অ্যাপে লাইক টাব সরিয়ে ফেলা হয়েছে বলে গত মঙ্গলবার প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাকরিউমারের বিশ্লেষক অ্যারন পেরিস জানান। এই পোস্টের উত্তরেই ওয়াং বলেন, ‘আমরা লাইক ফিচারটি প্রাইভেট করে দিয়েছি।’
ওয়াং আরও বলেন, ‘পাবলিক লাইক ভুল আচরণকে উদ্বুদ্ধ করে। যেমন: অনেকেই ট্রলের (ব্যঙ্গ) সম্মুখীন হওয়ার ভয়ে বা নিজের ভাবমূর্তি রক্ষায় বিভিন্ন ‘‘এজি’’ বা উত্তেজনাপূর্ণ পোস্টে লাইক দেওয়া থেকে বিরত থাকে।’
ফিচারটি কিভাবে কাজ করবে তা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন ওয়াং। এর ফলে কারা তাদের পোস্টে লাইক দিয়েছে তা শুধু পোস্টদাতারা দেখতে পারবে। তবে অন্যরা সেই তালিকা দেখতে পারবে না। তবে পোস্টে কয়জন লাইকের ও রিপ্লাইয়ের সংখ্যা অন্যরা দেখতে পারবে।
এক্সের অ্যাপে পাবলিক লাইক সরিয়ে ফেলার কোড প্রকাশ পেয়েছে। তাই এক্সের ইঞ্জিনিয়াররা শিগগরিই ফিচারটি চালু করতে পারে।
এক্সের প্রিমিয়াম প্ল্যানের সাবস্ক্রাইবাররা তাদের প্রোফাইলের লাইক ট্যাব লুকিয়ে রাখতে পারে। ফলে পোস্টে কারা লাইক দিয়েছে সেই তালিকা দেখার সুবিধা একেবারেই সরিয়ে ফেলা হবে।
তবে এই ফিচার সরিয়ে ফেললে ভুয়া তথ্য ছড়িয়ে পড়ার সম্ভাবনা বেশি থাকবে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা। কারণ অনেকেই ভুয়া অ্যাকাউন্ট তৈরি করে এসব পোস্টে লাইক দিতে পারে। ফলে পোস্টগুলো লাইক সংখ্যা বেশি দেখা যাবে।
২০২২ সালে এক্স অধিগ্রহণের পর সাবস্ক্রিপশন প্ল্যান যুক্ত করে ইলন মাস্ক। এ ছাড়া প্রিমিয়াম সাবস্ক্রাইবারদের কোম্পানির নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বা এআই চ্যাটবট গ্রোক উন্মোচন করে এক্স।
তথ্যসূত্র: ম্যাশাবল
এক্স প্ল্যাটফর্মে (সাবেক টুইটার) আবারও নতুন পরিবর্তন নিয়ে আসছে ইলন মাস্ক। এই পরিবর্তনের ফলে এক্সের কোনো পোস্টে কারা কারা লাইক দিয়েছে তা পোস্টদাতা ছাড়া অন্য কেউ দেখতে পারবে না। এক্সের ইঞ্জিনিয়ারিং ডিরেক্টর হাওফি ওয়াং এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ওয়াং বলেন, ‘ব্যবহারকারীর প্রোফাইল পেজ থেকে পাবলিক ‘‘লাইক’’ সরিয়ে ফেলবে মাস্কের সামাজিক যোগাযোগ মাধ্যমটি।’ অর্থ্যাৎ অন্যদের পোস্টে কারা কারা লাইক দিয়েছে তা দেখা যাবে না।
আইওএসের এক্স অ্যাপে লাইক টাব সরিয়ে ফেলা হয়েছে বলে গত মঙ্গলবার প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাকরিউমারের বিশ্লেষক অ্যারন পেরিস জানান। এই পোস্টের উত্তরেই ওয়াং বলেন, ‘আমরা লাইক ফিচারটি প্রাইভেট করে দিয়েছি।’
ওয়াং আরও বলেন, ‘পাবলিক লাইক ভুল আচরণকে উদ্বুদ্ধ করে। যেমন: অনেকেই ট্রলের (ব্যঙ্গ) সম্মুখীন হওয়ার ভয়ে বা নিজের ভাবমূর্তি রক্ষায় বিভিন্ন ‘‘এজি’’ বা উত্তেজনাপূর্ণ পোস্টে লাইক দেওয়া থেকে বিরত থাকে।’
ফিচারটি কিভাবে কাজ করবে তা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন ওয়াং। এর ফলে কারা তাদের পোস্টে লাইক দিয়েছে তা শুধু পোস্টদাতারা দেখতে পারবে। তবে অন্যরা সেই তালিকা দেখতে পারবে না। তবে পোস্টে কয়জন লাইকের ও রিপ্লাইয়ের সংখ্যা অন্যরা দেখতে পারবে।
এক্সের অ্যাপে পাবলিক লাইক সরিয়ে ফেলার কোড প্রকাশ পেয়েছে। তাই এক্সের ইঞ্জিনিয়াররা শিগগরিই ফিচারটি চালু করতে পারে।
এক্সের প্রিমিয়াম প্ল্যানের সাবস্ক্রাইবাররা তাদের প্রোফাইলের লাইক ট্যাব লুকিয়ে রাখতে পারে। ফলে পোস্টে কারা লাইক দিয়েছে সেই তালিকা দেখার সুবিধা একেবারেই সরিয়ে ফেলা হবে।
তবে এই ফিচার সরিয়ে ফেললে ভুয়া তথ্য ছড়িয়ে পড়ার সম্ভাবনা বেশি থাকবে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা। কারণ অনেকেই ভুয়া অ্যাকাউন্ট তৈরি করে এসব পোস্টে লাইক দিতে পারে। ফলে পোস্টগুলো লাইক সংখ্যা বেশি দেখা যাবে।
২০২২ সালে এক্স অধিগ্রহণের পর সাবস্ক্রিপশন প্ল্যান যুক্ত করে ইলন মাস্ক। এ ছাড়া প্রিমিয়াম সাবস্ক্রাইবারদের কোম্পানির নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বা এআই চ্যাটবট গ্রোক উন্মোচন করে এক্স।
তথ্যসূত্র: ম্যাশাবল
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে আগামী কয়েক মাসের মধ্যেই চালু হতে যাচ্ছে উড়ন্ত ট্যাক্সি পরিষেবা। যুক্তরাষ্ট্রের নির্মাতাপ্রতিষ্ঠান আর্চার ঘোষণা করেছে, তারা শিগগির আবুধাবিতে তাদের ‘মিডনাইট’ উড়োজাহাজ উড্ডয়ন করবে এবং এ বছরই যাত্রী পরিবহন শুরু করবে।
১২ ঘণ্টা আগেকোম্পানির গোপন তথ্য বাইরে ফাঁস করায় সম্প্রতি প্রায় ২০ জন কর্মীকে বরখাস্ত করেছে ফেসবুকের মূল কোম্পানি মেটা। এ তথ্য নিশ্চিত করেছেন মেটার একজন মুখপাত্র ডেভ আর্নল্ড।
২ দিন আগেরমজান শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই তাদের প্রিয়জনদের রমজানের শুভেচ্ছা জানান অনেকেই। এই বার্তা জানাতে ব্যবহার করতে পারেন হোয়াটসঅ্যাপ। আর এসব বার্তার সঙ্গে রমজানের জন্য বিশেষ স্টিকার বা জিআইফ পাঠিয়ে সেগুলো আরও আকর্ষণীয় করে তুলতে পারবেন।
২ দিন আগেনতুন পথচলার প্রস্তুতি নিচ্ছে মেটার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি। কারণ চলতি বছরে দ্বিতীয় ত্রৈমাসিকে চ্যাটজিপিটির মতো আলাদা অ্যাপ হিসেবে এই প্রযুক্তি উন্মোচন করার পরিকল্পনা করছে কোম্পানিটি। নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনবিসি।
২ দিন আগে