অনলাইন ডেস্ক
মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা ওপেনএআইয়ের বহিষ্কৃত সিইও স্যাম অল্টম্যান ও প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা গ্রেগ ব্রকম্যানের নেতৃত্বে একটি নতুন এআই গবেষণা দল গঠনের ঘোষণা দিয়েছেন। এ খবরে বিলিয়নিয়ার ইলন মাস্ক এ নিয়ে কটাক্ষ ও হাস্যরস করেছেন।
নাদেলা ইলন মাস্কের এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে লিখেছেন, ‘আমরা এই খবর জানাতে পেরে অত্যন্ত আনন্দিত যে, স্যাম অল্টম্যান এবং গ্রেগ ব্রকম্যান সহকর্মীদের নিয়ে একটি নতুন উন্নত এআই গবেষণা দলের নেতৃত্ব দেওয়ার জন্য মাইক্রোসফটে যোগ দেবেন। আমরা তাঁদের সাফল্য ও দ্রুত এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা করতে প্রস্তুত।’
ওপেনএআইয়ের ওপর মাইক্রোসফটের ছড়ি ঘোরানো নিয়ে পরিচিত সমালোচক ইলন মাস্ক। তিনি এর প্রতিক্রিয়ায় কটাক্ষ করে এক্সে লিখেছেন, ‘এখন তাঁদের টিমস (মাইক্রোসফট টিমস) ব্যবহার করতে হবে!’
প্রতিক্রিয়াটি একটি প্রতিবেদনের দিকে ইঙ্গিত করেছেন মাস্ক। ওই প্রতিবেদনে বলা হয়, ‘গুগল মিটে আলাপ চলাকালে অল্টম্যান এবং ব্রকম্যানকে ওপেনএআই থেকে বহিষ্কার করা হয়। গুগল মিট হলো মাইক্রোসফট টিমসের প্রতিযোগী প্ল্যাটফর্ম।’
মাস্কের উদ্ভট উত্তর এক্সে একটি মিম উৎসবের সূত্রপাত করেছে, যেখানে শত শত লোক টেসলা এবং স্পেসএক্সের সিইওয়ের নিয়ে হাসি–ঠাট্টা করছেন।
এক ব্যক্তি লিখেছেন, ‘ফায়ারড ওন মিট, হায়ারড ওন টিমস।’ অন্য একজন সিনেমাপ্রেমী এ নিয়ে ঠাট্টা করতে গিয়ে ‘কিংডমস অব হেভেন’ চলচিত্রের একটি স্ক্রিনশট শেয়ার করেছেন।
এদিকে গত বছর কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবট চ্যাটজিপিটি বাজারে এনে খ্যাতি অর্জন করেন অল্টম্যান। তিনি ওই সময় এক্সে লেখেন, ‘অগ্রযাত্রা (মিশন) অব্যাহত রয়েছে।’
আকস্মিকভাবে গত শুক্রবার ওপেনএআইয়ের পরিচালনা পর্ষদ অল্টম্যানেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্তের পর প্রতিষ্ঠানটির কর্মচারী এবং বিনিয়োগকারীদের ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। অল্টম্যানকে ফেরানোর দাবিও উঠেছে।
মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা ওপেনএআইয়ের বহিষ্কৃত সিইও স্যাম অল্টম্যান ও প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা গ্রেগ ব্রকম্যানের নেতৃত্বে একটি নতুন এআই গবেষণা দল গঠনের ঘোষণা দিয়েছেন। এ খবরে বিলিয়নিয়ার ইলন মাস্ক এ নিয়ে কটাক্ষ ও হাস্যরস করেছেন।
নাদেলা ইলন মাস্কের এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে লিখেছেন, ‘আমরা এই খবর জানাতে পেরে অত্যন্ত আনন্দিত যে, স্যাম অল্টম্যান এবং গ্রেগ ব্রকম্যান সহকর্মীদের নিয়ে একটি নতুন উন্নত এআই গবেষণা দলের নেতৃত্ব দেওয়ার জন্য মাইক্রোসফটে যোগ দেবেন। আমরা তাঁদের সাফল্য ও দ্রুত এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা করতে প্রস্তুত।’
ওপেনএআইয়ের ওপর মাইক্রোসফটের ছড়ি ঘোরানো নিয়ে পরিচিত সমালোচক ইলন মাস্ক। তিনি এর প্রতিক্রিয়ায় কটাক্ষ করে এক্সে লিখেছেন, ‘এখন তাঁদের টিমস (মাইক্রোসফট টিমস) ব্যবহার করতে হবে!’
প্রতিক্রিয়াটি একটি প্রতিবেদনের দিকে ইঙ্গিত করেছেন মাস্ক। ওই প্রতিবেদনে বলা হয়, ‘গুগল মিটে আলাপ চলাকালে অল্টম্যান এবং ব্রকম্যানকে ওপেনএআই থেকে বহিষ্কার করা হয়। গুগল মিট হলো মাইক্রোসফট টিমসের প্রতিযোগী প্ল্যাটফর্ম।’
মাস্কের উদ্ভট উত্তর এক্সে একটি মিম উৎসবের সূত্রপাত করেছে, যেখানে শত শত লোক টেসলা এবং স্পেসএক্সের সিইওয়ের নিয়ে হাসি–ঠাট্টা করছেন।
এক ব্যক্তি লিখেছেন, ‘ফায়ারড ওন মিট, হায়ারড ওন টিমস।’ অন্য একজন সিনেমাপ্রেমী এ নিয়ে ঠাট্টা করতে গিয়ে ‘কিংডমস অব হেভেন’ চলচিত্রের একটি স্ক্রিনশট শেয়ার করেছেন।
এদিকে গত বছর কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবট চ্যাটজিপিটি বাজারে এনে খ্যাতি অর্জন করেন অল্টম্যান। তিনি ওই সময় এক্সে লেখেন, ‘অগ্রযাত্রা (মিশন) অব্যাহত রয়েছে।’
আকস্মিকভাবে গত শুক্রবার ওপেনএআইয়ের পরিচালনা পর্ষদ অল্টম্যানেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্তের পর প্রতিষ্ঠানটির কর্মচারী এবং বিনিয়োগকারীদের ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। অল্টম্যানকে ফেরানোর দাবিও উঠেছে।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানি ভ্যালে শহরে অত্যাধুনিক ও পরিবেশবান্ধব পাঁচতলা অফিস ভবন তৈরি করেছে টেক জায়ান্ট গুগল। এই ভবনের বিশেষত্ব হলো—এটি তৈরিতে প্রথমবারের মতো ‘মাস টিম্বার’ ব্যবহার করেছে কোম্পানিটি। কাঠ বিভিন্নভাবে প্রক্রিয়াকরণের মাধ্যমে মাস টিম্বার তৈরি করা হয়। তাই ভবনটি...
২১ ঘণ্টা আগেপাশ্চাত্যে উৎসবের মৌসুমে বা নতুন বছর আসার আগে প্রায় সবাই ছুটি উপভোগ করেন। এই সময়টিতে পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানো, বিশ্রাম নেওয়া এবং গত বছরের কঠিন কাজের চাপ থেকে মুক্তি পাওয়া একটি সাধারণ বিষয়। অনেক কোম্পানি এসময় কর্মীদের ছুটি দেয়, যাতে তারা শারীরিক এবং মানসিকভাবে পুনরুজ্জীবিত হতে পারে। তবে এ
১ দিন আগেদৈনন্দিন জীবনে ব্যবহারে জন্য টেকসই স্মার্টফোনের চাহিদা অনেক বেশি। এজন্য মিড রেঞ্জের টেকসই স্মার্টফোন ‘অনার এক্স ৯ সি’ উন্মোচন করেছে অনার। এই মডেল গত অক্টোবর মাসে লঞ্চ হওয়া এক্স ৯ বি–এর উত্তরসূরি। ফোনটি হাত থেকে পড়ে গেলেও অক্ষত থাকবে বলে কোম্পানিটি দাবি করছে। ফোনটির ব্যাটারি চার্জ ২ শতাংশে নেমে আসে ত
১ দিন আগেইলন মাস্কের মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম এক্স–এর মতো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ফিচার নিয়ে পরীক্ষা নিয়ে করছে মেটার থ্রেডস। ফিচারটি এআই ব্যবহার করে ট্রেন্ডিং বিষয়গুলো সারসংক্ষেপ তৈরি করে দেবে।
১ দিন আগে