নাহিয়ান ইসলাম
গুগল এআই বার্ড হলো একধরনের চ্যাটবট, যা গুগলের ডায়ালগ অ্যাপ্লিকেশনের ওপর ভিত্তি করে তৈরি করা। এখানে গুগল তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি সেট করেছে, যা ইন্টারনেটের সঙ্গে যুক্ত থাকাকালীন ব্যবহারকারীদের নানা প্রশ্নের উত্তর দেবে। আর এই ‘বার্ড’ দুই বছর আগে প্রকাশ করা ল্যাম্বডার আধুনিক সংস্করণ। গুগলের তৈরি ল্যাঙ্গুয়েজ মডেল ফর ডায়ালগ অ্যাপ্লিকেশন (এলএমডিএ) নামের ল্যাঙ্গুয়েজ মডেলকে ভিত্তি করে কাজ করবে এই চ্যাটবট সার্ভিস। গুগল শিগগির সার্চ ইঞ্জিনের হালনাগাদ প্রকাশ করবে। তবে তা কবে প্রকাশ করবে, তার দিনক্ষণ এখনো জানানো হয়নি।
প্রযুক্তি অঙ্গনে বর্তমান সময়ের আলোচিত চ্যাটবট সার্ভিস চ্যাটজিপিটি। এটি বাজারে আসার পরই সার্চ ইঞ্জিন ব্যবসার ভবিষ্যৎ নিয়ে চিন্তায় পড়ে যায় গুগল।অনেকের মতে, এ জাতীয় চ্যাটবটই ভবিষ্যতে সার্চ ইঞ্জিনের জায়গা দখল করবে। এমন পরিস্থিতিতে গুগল কৃত্রিম বুদ্ধিমত্তার নতুন উৎকর্ষের বাজারে সমানভাবে লড়াই করতেই এনেছে গুগল বার্ড। চ্যাটজিপিটি ও গুগল বার্ডের মধ্যে বড় পার্থক্য হলো—চ্যাটজিপিটি জিপিটি ৩.৫ প্রযুক্তি এবং ২০২১ সাল পর্যন্ত ডেটার ওপর ভিত্তি করে প্রশ্নের উত্তর দেবে। তবে গুগল বার্ড টুল মানুষের অভিজ্ঞতা বাড়াবে এবং ওয়েবসাইটে সর্বশেষ তথ্যের ওপর ভিত্তি করে উত্তর দেবে। গুগলের বার্ড এআই চ্যাটবট ল্যাম্বডা দিয়ে তৈরি হতে চলেছে। এর অর্থ হলো, বার্ড মানুষের বেশির ভাগ প্রশ্নের উত্তর সঠিকভাবে দেবে। গুগল বলছে, বার্ড চ্যাটবটটি বুদ্ধিমত্তা ও সৃজনশীলতার সমন্বয়ে তৈরি করা হচ্ছে। এটি সব ধরনের প্রশ্নের যথার্থতা এবং বুদ্ধিমত্তার সঙ্গে উত্তর দেবে।
যদিও গুগল এআই বার্ড এবং চ্যাটজিপিটি—উভয়ই এআই প্রযুক্তিতে কাজ করে। তবে দুটি চ্যাটবট সার্ভিসে অনেক পার্থক্য রয়েছে। যেমন গুগল এআই বার্ড অনেক ভালো কাজ করে চ্যাটজিপিটির চেয়ে। কারণ, চ্যাটজিপিটিতে আপনি একই তথ্য পাবেন, যা এর ডেটায় দেওয়া হবে। কিন্তু বলা হচ্ছে, গুগল এআই বার্ডে এই পরিবর্তনগুলো করা হয়েছে।
সূত্র: ডিজিটাল ট্রেন্ড
গুগল এআই বার্ড হলো একধরনের চ্যাটবট, যা গুগলের ডায়ালগ অ্যাপ্লিকেশনের ওপর ভিত্তি করে তৈরি করা। এখানে গুগল তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি সেট করেছে, যা ইন্টারনেটের সঙ্গে যুক্ত থাকাকালীন ব্যবহারকারীদের নানা প্রশ্নের উত্তর দেবে। আর এই ‘বার্ড’ দুই বছর আগে প্রকাশ করা ল্যাম্বডার আধুনিক সংস্করণ। গুগলের তৈরি ল্যাঙ্গুয়েজ মডেল ফর ডায়ালগ অ্যাপ্লিকেশন (এলএমডিএ) নামের ল্যাঙ্গুয়েজ মডেলকে ভিত্তি করে কাজ করবে এই চ্যাটবট সার্ভিস। গুগল শিগগির সার্চ ইঞ্জিনের হালনাগাদ প্রকাশ করবে। তবে তা কবে প্রকাশ করবে, তার দিনক্ষণ এখনো জানানো হয়নি।
প্রযুক্তি অঙ্গনে বর্তমান সময়ের আলোচিত চ্যাটবট সার্ভিস চ্যাটজিপিটি। এটি বাজারে আসার পরই সার্চ ইঞ্জিন ব্যবসার ভবিষ্যৎ নিয়ে চিন্তায় পড়ে যায় গুগল।অনেকের মতে, এ জাতীয় চ্যাটবটই ভবিষ্যতে সার্চ ইঞ্জিনের জায়গা দখল করবে। এমন পরিস্থিতিতে গুগল কৃত্রিম বুদ্ধিমত্তার নতুন উৎকর্ষের বাজারে সমানভাবে লড়াই করতেই এনেছে গুগল বার্ড। চ্যাটজিপিটি ও গুগল বার্ডের মধ্যে বড় পার্থক্য হলো—চ্যাটজিপিটি জিপিটি ৩.৫ প্রযুক্তি এবং ২০২১ সাল পর্যন্ত ডেটার ওপর ভিত্তি করে প্রশ্নের উত্তর দেবে। তবে গুগল বার্ড টুল মানুষের অভিজ্ঞতা বাড়াবে এবং ওয়েবসাইটে সর্বশেষ তথ্যের ওপর ভিত্তি করে উত্তর দেবে। গুগলের বার্ড এআই চ্যাটবট ল্যাম্বডা দিয়ে তৈরি হতে চলেছে। এর অর্থ হলো, বার্ড মানুষের বেশির ভাগ প্রশ্নের উত্তর সঠিকভাবে দেবে। গুগল বলছে, বার্ড চ্যাটবটটি বুদ্ধিমত্তা ও সৃজনশীলতার সমন্বয়ে তৈরি করা হচ্ছে। এটি সব ধরনের প্রশ্নের যথার্থতা এবং বুদ্ধিমত্তার সঙ্গে উত্তর দেবে।
যদিও গুগল এআই বার্ড এবং চ্যাটজিপিটি—উভয়ই এআই প্রযুক্তিতে কাজ করে। তবে দুটি চ্যাটবট সার্ভিসে অনেক পার্থক্য রয়েছে। যেমন গুগল এআই বার্ড অনেক ভালো কাজ করে চ্যাটজিপিটির চেয়ে। কারণ, চ্যাটজিপিটিতে আপনি একই তথ্য পাবেন, যা এর ডেটায় দেওয়া হবে। কিন্তু বলা হচ্ছে, গুগল এআই বার্ডে এই পরিবর্তনগুলো করা হয়েছে।
সূত্র: ডিজিটাল ট্রেন্ড
স্যামসাং গ্যালাক্সি এস ২৫ সিরিজের চতুর্থ এবং শেষ ফোন হল গ্যালাক্সি এস ২৫ এজ। এই মডেল আগামী মাসে আনুষ্ঠানিকভাবে বাজারে আসার বেশ সম্ভাবনা রয়েছে। তবে এর আগে ফোনটি সম্পর্কে বেশ কিছু নতুন তথ্য ফাঁস হয়েছে, যা ফোনটি সম্পর্কে আরও বিস্তারিত ধারণা প্রদান করছে। এমনকি এর সম্ভাব্য দাম সম্পর্কেও জানা গেছে।
১৫ ঘণ্টা আগেওপেনএআই-এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই রিজনিং মডেলগুলো তৈরি করতে শুরু করেছে টেক জায়ান্ট মাইক্রোসফট। এসব মডেলগুলো ডেভেলপারদের কাছে বিক্রির উদ্যোগও নিতে পারে কোম্পানিটি। সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমে ‘দ্য ইনফরমেশন’ এসব তথ্য জানিয়েছে।
১৯ ঘণ্টা আগেডিজিটাল যুগে যোগাযোগের জন্য বহুল ব্যবহৃত প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। একসময় এটি শুধু ব্যক্তিগত ম্যাসেজিং অ্যাপ হিসেবে পরিচিত ছিল। তবে এখন এটি ব্যবসা, ব্র্যান্ডের প্রচার-প্রচারণা এবং বৃহত্তর শ্রোতাদের সঙ্গে যোগাযোগের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। হোয়াটসঅ্যাপ চ্যানেল নামক নতুন ফিচারটি এ
২১ ঘণ্টা আগেস্মার্টফোনের সবচেয়ে সংবেদশীল অংশ হলো ডিভাইসের স্ক্রিন। হাত থেকে পড়ে গেলে তা সহজেই ভেঙে যেতে পারে। তাই ফোন কেনার সঙ্গে সঙ্গে স্ক্রিন প্রটেক্টর লাগিয়ে থাকেন অনেকেই। এটি মূল স্ক্রিনকে একটি অতিরিক্ত সুরক্ষা দেয়। টেম্পারড গ্লাস থেকে শুরু করে লিকুইড কোটিং পর্যন্ত, বিভিন্ন ধরনের স্ক্রিন প্রটেক্টর বাজারে...
২ দিন আগে