আজকের পত্রিকা ডেস্ক

অ্যাপ স্টোরে চালুর প্রথম সপ্তাহের মধ্যে ৭০ লাখেরও বেশি বার ডাউনলোড হয়েছে মেটার নতুন ভিডিও এডিটিং অ্যাপ এডিটস। অ্যাপটি বর্তমানে ইনস্টাগ্রাম রিলস, স্টোরিজ এবং অন্যান্য সামাজিক পোস্টের জন্য ভিডিও তৈরি করতে সাহায্য করছে।
অ্যাপ বিশ্লেষণ প্ল্যাটফর্ম অ্যাপফিগারস–এর ডেটা অনুযায়ী, প্রথম দুই দিনে আইওএস ডিভাইসে অ্যাপটি প্রায় ৭ লাখ ২ হাজার ৯০০ বার ডাউনলোড হয়, যা ক্যাপকাটের এর প্রথম দুই দিনের ডাউনলোডের তুলনায় প্রায় ৩৭ গুণ বেশি।
তবে, এডিটস অ্যাপটির শুরুটা শুধু সংখ্যার দিক দিয়েই নয়, অন্যান্য দিক থেকেও শক্তিশালী ছিল।
বৃহস্পতিবার পর্যন্ত, আইওএসে ১২ লাখ বার ডাউনলোড হয়েছে এডিটস অ্যাপটি এবং অ্যান্ড্রয়েডে ডাউনলোড হয়েছে ৫৯ লাখ বার। অর্থাৎ প্রথম তিন দিনে মোট ৭১ লাখ বার ডাউনলোড হয়েছে। তুলনা করলে, ক্যাপকাট এর প্রথম তিন দিনে আইওএস ও অ্যান্ড্রয়েড মিলিয়ে ডাউনলোড হয়েছিল মাত্র ৮৩ হাজার ৫০০ বার ডাউনলোড হয়েছিল। এই পার্থক্য এডিটস অ্যাপের দ্রুত জনপ্রিয়তা অর্জন এবং মেটার শক্তিশালী সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কের প্রতিফলন।
এডিটস অ্যাপটি শুধু যুক্তরাষ্ট্রেই প্রথম তিন দিনে ৩ লাখ ৮১ হাজার বার ডাউনলোড হয়েছে, যেখানে ক্যাপকাট মাত্র ৩ হাজার ৪০০ বার ডাউনলোড হয়েছিল।
যুক্তরাষ্ট্রে প্রথম দিনেই আইফোনের অ্যাপ স্টোরের টপ ওভারঅল চার্ট এবং টপ অ্যাপ (গেম ছাড়া) ক্যাটাগরিতে ১ নম্বরে উঠে আসে এডিটস অ্যাপ এবং পরের দিন দ্বিতীয় স্থানে চলে যায়। শুক্রবার পর্যন্ত এটি তৃতীয় স্থানে অবস্থান করছিল।
ডাউনলোডের সংখ্যা এবং নতুন ইনস্টলের গতির ওপর ভিত্তি করে অ্যাপ স্টোরের তালিকার শীর্ষস্থান নির্ধারণ করা হয়। এর ফলে এডিটস এখন ক্যাপকাটের এর তুলনায় অনেক ওপরে রয়েছে। প্রথম তিন দিনে যুক্তরাষ্ট্রের অ্যাপ স্টোরে ক্যাপকাট ছিল যথাক্রমে ১৪ ও ১০ নম্বরে।
তবে, ক্যাপকাটের বিশাল ব্যবহারকারী সংখ্যার তুলনায় এখনো অনেক পিছিয়ে এডিটস অ্যাপ। ২০২০ সালের এপ্রিলে ক্যাপকাট চালু পর এটি বিশ্বব্যাপী (চীনের বাইরে) ১২২ কোটি বার ডাউনলোড হয়েছে, যা এডিটস এর তুলনায় অনেক বেশি।
এডিটস অ্যাপটি নিয়ে সোশ্যাল মিডিয়া বিপণন পরামর্শক লিয়া হাবারম্যানের বলেন, অ্যাপটি কনটেন্ট ক্রিয়েটরদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। অনেকেই অ্যাপটির ব্যবহার সহজ, বিল্ট-ইন অ্যানালিটিক, বিজ্ঞাপন মুক্ত প্রকৃতি,৪কে ভিডিও সাপোর্ট এবং ওয়াটারমার্ক মুক্ত এক্সপোর্টের প্রশংসা করেছেন। তবে কিছু সমালোচক বলছেন যে, এডিটস অ্যাপটিতে এখনো ক্যাপকাটের মতো অনেক ফিচার, যেমন: টেমপ্লেট এবং ট্রানজিশন ইফেক্টের অভাব রয়েছে।
ভবিষ্যতে, ক্যাপকাটের মতো জনপ্রিয়তা অর্জন করলে এডিটস অ্যাপটি পেইড টিয়ার চালু বা বিজ্ঞাপন সংযোজনের মাধ্যমে অর্থ উপার্জন করতে পারে।
তথ্যসূত্র: টেকক্রাঞ্চ

অ্যাপ স্টোরে চালুর প্রথম সপ্তাহের মধ্যে ৭০ লাখেরও বেশি বার ডাউনলোড হয়েছে মেটার নতুন ভিডিও এডিটিং অ্যাপ এডিটস। অ্যাপটি বর্তমানে ইনস্টাগ্রাম রিলস, স্টোরিজ এবং অন্যান্য সামাজিক পোস্টের জন্য ভিডিও তৈরি করতে সাহায্য করছে।
অ্যাপ বিশ্লেষণ প্ল্যাটফর্ম অ্যাপফিগারস–এর ডেটা অনুযায়ী, প্রথম দুই দিনে আইওএস ডিভাইসে অ্যাপটি প্রায় ৭ লাখ ২ হাজার ৯০০ বার ডাউনলোড হয়, যা ক্যাপকাটের এর প্রথম দুই দিনের ডাউনলোডের তুলনায় প্রায় ৩৭ গুণ বেশি।
তবে, এডিটস অ্যাপটির শুরুটা শুধু সংখ্যার দিক দিয়েই নয়, অন্যান্য দিক থেকেও শক্তিশালী ছিল।
বৃহস্পতিবার পর্যন্ত, আইওএসে ১২ লাখ বার ডাউনলোড হয়েছে এডিটস অ্যাপটি এবং অ্যান্ড্রয়েডে ডাউনলোড হয়েছে ৫৯ লাখ বার। অর্থাৎ প্রথম তিন দিনে মোট ৭১ লাখ বার ডাউনলোড হয়েছে। তুলনা করলে, ক্যাপকাট এর প্রথম তিন দিনে আইওএস ও অ্যান্ড্রয়েড মিলিয়ে ডাউনলোড হয়েছিল মাত্র ৮৩ হাজার ৫০০ বার ডাউনলোড হয়েছিল। এই পার্থক্য এডিটস অ্যাপের দ্রুত জনপ্রিয়তা অর্জন এবং মেটার শক্তিশালী সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কের প্রতিফলন।
এডিটস অ্যাপটি শুধু যুক্তরাষ্ট্রেই প্রথম তিন দিনে ৩ লাখ ৮১ হাজার বার ডাউনলোড হয়েছে, যেখানে ক্যাপকাট মাত্র ৩ হাজার ৪০০ বার ডাউনলোড হয়েছিল।
যুক্তরাষ্ট্রে প্রথম দিনেই আইফোনের অ্যাপ স্টোরের টপ ওভারঅল চার্ট এবং টপ অ্যাপ (গেম ছাড়া) ক্যাটাগরিতে ১ নম্বরে উঠে আসে এডিটস অ্যাপ এবং পরের দিন দ্বিতীয় স্থানে চলে যায়। শুক্রবার পর্যন্ত এটি তৃতীয় স্থানে অবস্থান করছিল।
ডাউনলোডের সংখ্যা এবং নতুন ইনস্টলের গতির ওপর ভিত্তি করে অ্যাপ স্টোরের তালিকার শীর্ষস্থান নির্ধারণ করা হয়। এর ফলে এডিটস এখন ক্যাপকাটের এর তুলনায় অনেক ওপরে রয়েছে। প্রথম তিন দিনে যুক্তরাষ্ট্রের অ্যাপ স্টোরে ক্যাপকাট ছিল যথাক্রমে ১৪ ও ১০ নম্বরে।
তবে, ক্যাপকাটের বিশাল ব্যবহারকারী সংখ্যার তুলনায় এখনো অনেক পিছিয়ে এডিটস অ্যাপ। ২০২০ সালের এপ্রিলে ক্যাপকাট চালু পর এটি বিশ্বব্যাপী (চীনের বাইরে) ১২২ কোটি বার ডাউনলোড হয়েছে, যা এডিটস এর তুলনায় অনেক বেশি।
এডিটস অ্যাপটি নিয়ে সোশ্যাল মিডিয়া বিপণন পরামর্শক লিয়া হাবারম্যানের বলেন, অ্যাপটি কনটেন্ট ক্রিয়েটরদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। অনেকেই অ্যাপটির ব্যবহার সহজ, বিল্ট-ইন অ্যানালিটিক, বিজ্ঞাপন মুক্ত প্রকৃতি,৪কে ভিডিও সাপোর্ট এবং ওয়াটারমার্ক মুক্ত এক্সপোর্টের প্রশংসা করেছেন। তবে কিছু সমালোচক বলছেন যে, এডিটস অ্যাপটিতে এখনো ক্যাপকাটের মতো অনেক ফিচার, যেমন: টেমপ্লেট এবং ট্রানজিশন ইফেক্টের অভাব রয়েছে।
ভবিষ্যতে, ক্যাপকাটের মতো জনপ্রিয়তা অর্জন করলে এডিটস অ্যাপটি পেইড টিয়ার চালু বা বিজ্ঞাপন সংযোজনের মাধ্যমে অর্থ উপার্জন করতে পারে।
তথ্যসূত্র: টেকক্রাঞ্চ

ওপেনএআই জানিয়েছে, বিজ্ঞাপনগুলো চ্যাটজিপিটির দেওয়া উত্তরের ওপর কোনো প্রভাব ফেলবে না। ব্যবহারকারীদের এটি বিশ্বাস করা প্রয়োজন, চ্যাটজিপিটির উত্তরগুলো সব সময় বস্তুনিষ্ঠভাবে যা প্রয়োজনীয় বা কার্যকর, তার ওপর ভিত্তি করেই দেওয়া হয়।
১ দিন আগে
নিউইয়র্কে করা এই মামলায় বলা হয়েছে, এক্সএআইয়ের পণ্য গ্রোক এমন এক জেনারেটিভ এআই চ্যাটবট, যা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভুক্তভোগীদের পোশাকহীন করে, অপমান করে এবং তাঁদের যৌন নিপীড়ন করে।
২ দিন আগে
কম্পিউটার মানেই কি কেবল ইলেকট্রনিক চিপ আর বিদ্যুৎ? এই ধারণা বদলে দিতে পারে বিজ্ঞানীদের নতুন এক আবিষ্কার। পশ্চিম চীনের একটি প্রাচীন সমাধিতে ২ হাজার বছর পুরোনো এক বিস্ময়কর যন্ত্রের সন্ধান পাওয়া গেছে, যা আধুনিক কম্পিউটারের আদি রূপ হতে পারে বলে দাবি করছেন চীনা বিজ্ঞানীরা।
৪ দিন আগে
ফ্রিল্যান্সারদের জন্য ডিজিটাল নিবন্ধন ও আইডি কার্ড ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম চালু করেছে সরকার। এর ফলে ফ্রিল্যান্সাররা সরকার স্বীকৃত ফ্রিল্যান্সার আইডি কার্ড পাবেন, যা ব্যাংকিং সেবা, ঋণ ও ক্রেডিট সুবিধা, আর্থিক প্রণোদনা ও সরকারি-বেসরকারি প্রশিক্ষণে সহজ প্রবেশাধিকার নিশ্চিত করবে এবং পেশাগত মর্যাদা...
৫ দিন আগে