অনলাইন ডেস্ক
অন্তত দুই বছর ধরে নিষ্ক্রিয় আছে এমন অ্যাকাউন্ট মুছে দেবে গুগল। আগামী ১ ডিসেম্বর পর্যন্ত অ্যাকাউন্টগুলো সক্রিয় হওয়ার সুযোগ দেওয়া হবে। চিহ্নিত ব্যবহারকারীদের সতর্কবার্তা পাঠাবে গুগল।
মূলত গত মে মাসে নতুন এই নীতির ঘোষণা দেয় গুগল। জানানো হয়, এই নীতির উদ্দেশ্য হলো ব্যবহারকারীকে নিরাপত্তার ঝুঁকি থেকে রক্ষা করা। সংস্থাটির অভ্যন্তরীণ অনুসন্ধানে জানা যায়, পুরোনো এই অ্যাকাউন্টগুলোর পাসওয়ার্ড নবায়ন করা হয় না ও এগুলোতে টু–স্টেপ–ভেরিফিকেশনের মতো নিরাপত্তা ব্যবস্থা হালনাগাদ করা হয় না। এর ফলে অ্যাকাউন্টগুলো সহজে ফিশিং, হ্যাকিং ও স্প্যামের শিকার হয়।
গুগল ওই সময় বলে, প্রথমে ওই অ্যাকাউন্টগুলো সরিয়ে ফেলা হবে যেগুলো খোলার করার পর দ্বিতীয়বার ব্যবহার করা হয়নি।
গতকাল সোমবার হালনাগাদ ঘোষণায় গুগল উল্লেখ করে, ‘আমরা আপনার ব্যক্তিগত তথ্য রক্ষা করতে চাই। আমাদের সেবাটি আপনি ব্যবহার না করলেও আপনার অ্যাকাউন্টে যাতে অনুমতি ছাড়া কেউ প্রবেশ না করতে পারে তা নিশ্চিত করতে চাই।’
এই ধরনের গুগল অ্যাকাউন্টধারীদের একাধিক সতর্কবার্তা পাঠানো হবে এবং ই–মেইল ব্যাকআপ নেওয়ার নির্দেশনা থাকবে। অ্যাকাউন্ট পুরোপুরি মুছে যাওয়া পর্যন্ত ব্যবহারকারী আট মাসের মতো সময় পাবেন।
এই নীতিতে কিছু জিনিস আগের মতোই থাকবে। যেসব অ্যাকাউন্টে ইউটিউব চ্যানেল বা গিফট কার্ড আছে, যেসব অ্যাকাউন্ট দিয়ে ডিজিটাল বই বা সিনেমা কেনা হয়েছে এবং যেসব ব্যবহার করে বিভিন্ন অ্যাপ পাবলিশ করা হয়েছে যা গুগল প্লে–স্টোরে এখনো চালু আছে সেগুলো আগের মতোই থাকবে।
অ্যাকাউন্ট মুছে দেওয়ার এবারের সিদ্ধান্ত আগের নীতি থেকে আরও এক ধাপ এগিয়েছে। অ্যাকাউন্ট রক্ষা করতে হলে দুই বছরে অন্তত একবার নিজের গুগল অ্যাকাউন্টে বা অন্য গুগল পরিষেবায় ঢুঁ মারতে হবে, কোনো ই–মেইল পড়তে হবে, ভিডিও দেখতে হবে বা কোনো কিছু সার্চ দিতে হবে।
অন্তত দুই বছর ধরে নিষ্ক্রিয় আছে এমন অ্যাকাউন্ট মুছে দেবে গুগল। আগামী ১ ডিসেম্বর পর্যন্ত অ্যাকাউন্টগুলো সক্রিয় হওয়ার সুযোগ দেওয়া হবে। চিহ্নিত ব্যবহারকারীদের সতর্কবার্তা পাঠাবে গুগল।
মূলত গত মে মাসে নতুন এই নীতির ঘোষণা দেয় গুগল। জানানো হয়, এই নীতির উদ্দেশ্য হলো ব্যবহারকারীকে নিরাপত্তার ঝুঁকি থেকে রক্ষা করা। সংস্থাটির অভ্যন্তরীণ অনুসন্ধানে জানা যায়, পুরোনো এই অ্যাকাউন্টগুলোর পাসওয়ার্ড নবায়ন করা হয় না ও এগুলোতে টু–স্টেপ–ভেরিফিকেশনের মতো নিরাপত্তা ব্যবস্থা হালনাগাদ করা হয় না। এর ফলে অ্যাকাউন্টগুলো সহজে ফিশিং, হ্যাকিং ও স্প্যামের শিকার হয়।
গুগল ওই সময় বলে, প্রথমে ওই অ্যাকাউন্টগুলো সরিয়ে ফেলা হবে যেগুলো খোলার করার পর দ্বিতীয়বার ব্যবহার করা হয়নি।
গতকাল সোমবার হালনাগাদ ঘোষণায় গুগল উল্লেখ করে, ‘আমরা আপনার ব্যক্তিগত তথ্য রক্ষা করতে চাই। আমাদের সেবাটি আপনি ব্যবহার না করলেও আপনার অ্যাকাউন্টে যাতে অনুমতি ছাড়া কেউ প্রবেশ না করতে পারে তা নিশ্চিত করতে চাই।’
এই ধরনের গুগল অ্যাকাউন্টধারীদের একাধিক সতর্কবার্তা পাঠানো হবে এবং ই–মেইল ব্যাকআপ নেওয়ার নির্দেশনা থাকবে। অ্যাকাউন্ট পুরোপুরি মুছে যাওয়া পর্যন্ত ব্যবহারকারী আট মাসের মতো সময় পাবেন।
এই নীতিতে কিছু জিনিস আগের মতোই থাকবে। যেসব অ্যাকাউন্টে ইউটিউব চ্যানেল বা গিফট কার্ড আছে, যেসব অ্যাকাউন্ট দিয়ে ডিজিটাল বই বা সিনেমা কেনা হয়েছে এবং যেসব ব্যবহার করে বিভিন্ন অ্যাপ পাবলিশ করা হয়েছে যা গুগল প্লে–স্টোরে এখনো চালু আছে সেগুলো আগের মতোই থাকবে।
অ্যাকাউন্ট মুছে দেওয়ার এবারের সিদ্ধান্ত আগের নীতি থেকে আরও এক ধাপ এগিয়েছে। অ্যাকাউন্ট রক্ষা করতে হলে দুই বছরে অন্তত একবার নিজের গুগল অ্যাকাউন্টে বা অন্য গুগল পরিষেবায় ঢুঁ মারতে হবে, কোনো ই–মেইল পড়তে হবে, ভিডিও দেখতে হবে বা কোনো কিছু সার্চ দিতে হবে।
মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে মানব মস্তিষ্কে চিপ স্থাপনের অনুমোদন পেল ইলন মাস্কের নিউরো প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান নিউরালিংক। কানাডায় মানব ট্রায়াল চালানোর জন্য অনুমোদন পেয়েছে প্রতিষ্ঠানটি। এই প্রক্রিয়ার জন্য ‘প্রথম এবং একমাত্র সার্জিক্যাল সাইট’ হবে কানাডার টরন্টো ওয়েস্
৩ ঘণ্টা আগেবিশ্বব্যাপী নতুন সিরিজ ফাইন্ড এক্স ৮ উন্মোচন করল চীনের স্মার্টফোন নির্মাতা অপো। এই সিরিজে অপো ফাইন্ড এক্স ও অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেল দুটি অন্তর্ভুক্ত রয়েছে। মডেল দুটিতেই ৫০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। তবে অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেলে আইফোনের মতো ক্যামেরা বাটন যুক্ত করা হয়েছে। সিরিজটিতে মিডিয়াটেক
২১ ঘণ্টা আগেবৈদ্যুতিক গাড়ির জন্য সলিড স্টেট ব্যাটারি ব্যাপক পরিমাণে তৈরি করবে হোন্ডা। এ জন্য জাপানে একটি উৎপাদন কেন্দ্র তৈরি করেছে কোম্পানিটি। এখানে ব্যাটারিটি তৈরি পরিকল্পনাটি পরীক্ষা–নিরীক্ষা করা হবে। এই পরিকল্পনা কম খরচে ও টেকসই ব্যাটারি তৈরিতে সহায়ক হবে।
১ দিন আগেম্যাসেজিং প্ল্যাটফর্ম মেসেঞ্জারে একযোগে বেশ কিছু ফিচার যুক্ত করেছে মেটা। ফিচারগুলো ভিডিও কল ও অডিও কলের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। নতুন আপডেটের মাধ্যমে মেসেঞ্জারে নয়েজ সারপ্রেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ব্যাকগ্রাউন্ড, এইচডি ভিডিও কল এবং হ্যান্ডস ফ্রি কলিংয়ের মতো ফিচার পাওয়া যাবে। এক ব্লগ প
১ দিন আগে