Ajker Patrika

২২ কোটি টাকা বকেয়া, ‘আমরা টেকনোলজিসের’ ৮০ শতাংশ ব্যান্ডউইথ বন্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
২২ কোটি টাকা বকেয়া, ‘আমরা টেকনোলজিসের’ ৮০ শতাংশ ব্যান্ডউইথ বন্ধ

২২ কোটি টাকার বেশি বকেয়া থাকায় ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) কোম্পানি আমরা টেকনোলজিসের প্রায় ৮০ শতাংশ ব্যান্ডউইথ বন্ধ করে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

সোমবার বিটিআরসির কমিশনার মুসফিক মান্নান চৌধুরী বলেন, তাদের ২২ কোটি টাকার মতো বকেয়া আছে। বকেয়া পরিশোধ করতে বারবার বলার পরেও তারা টাকা পরিশোধ করেনি। সে কারণে তাদের ৮০ শতাংশ ব্যান্ডউইথ ব্লক করা হয়েছে ৷ 

এর আগে, গত বছর জুলাইয়ে ৩৩ কোটি টাকা বকেয়া রাজস্বের জন্য কমিশন ‘আমরা টেকনোলজিসের’ ৫০ শতাংশ ব্যান্ডউইথ বন্ধ করে দেয়। 

‘আমরা টেকনোলজিস’ মোবাইল অপারেটরসহ বিভিন্ন ক্লায়েন্টকে ব্যান্ডউইথ সরবরাহ করে। তবে গত বছরের অবরোধের পর অপারেটররা তাদের কাছ থেকে ব্যান্ডউইথ নেওয়া বন্ধ করে দেয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত