অনলাইন ডেস্ক
অ্যাপলকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে দামি প্রযুক্তি কোম্পানি এখন চিপ নিমার্তা এনভিডিয়া। কোম্পানিটির শেয়ার দর গত বৃহস্পতিবার রেকর্ড পরিমাণ বেড়েছে। এর ফলে ইতিহাসে প্রথম কোম্পানি হিসেবে ৩ দশমিক ৬ ট্রিলিয়ন ডলার বাজারমূল্য অতিক্রম করেছে এনভিডিয়া। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয়ী হওয়ার পর মার্কিন শেয়ার বাজারের বড় আকারের উত্থানের জন্য কোম্পানিটি এই মাইলফলক অর্জন করেছে।
গত বৃহস্পতিবার এনভিডিয়ার শেয়ারদর ২ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ের পর ডোনাল্ড ট্রাম্প কর ও নিয়ম–নীতি কমাবেন বলে অঙ্গীকার করেছেন। তাই প্রযুক্তি কোম্পানিগুলোতে বিনিয়োগে আগ্রহী হচ্ছেন বিনিয়োগকারীরা।
লন্ডন স্টক এক্সচেঞ্জের (এলসিইজি) এর তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার লেনদেন শেষে এনভিডিয়ার বাজারমূল্য ছিল ৩ দশমিক ৬৫ ট্রিলিয়ন ডলার যা অ্যাপলের আগের রেকর্ড ৩ দশমিক ৫৭ ট্রিলিয়ন ডলার বাজারমূল্যের রেকর্ডকে ছাড়িয়ে গেছে। এর আগে, গত মঙ্গলবার এনভিডিয়া আইফোন নির্মাতা অ্যাপলকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানি হিসেবে স্থান করে নিয়েছে। উল্লেখ্য, গত ২১ অক্টোবর অ্যাপলের বাজারমূল্য ৩ দশমিক ৫৭ ট্রিলিয়ন ডলার হয়েছিল।
গত বৃহস্পতিবার অ্যাপলের শেয়ারদরও ২ দশমিক ১ শতাংশ বেড়েছে, ফলে এর বাজারমূল্য দাঁড়িয়েছে ৩ দশমিক ৪৪ ট্রিলিয়ন। আর গত মঙ্গলবার ট্রাম্পের জয়লাভের পর দুই সেশনে মার্কিন এস এন্ড পি ৫০০ প্রযুক্তি সূচক ৪ শতাংশের বেশি বেড়েছে।
মাইক্রোসফট, অ্যালফাবেট এবং অন্যান্য বৃহত্তম কোম্পানির সঙ্গে প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে সবচেয়ে বড় বিজয়ী হয়ে উঠেছে এনভিডিয়া। কোম্পানিগুলো উন্নত এআই কম্পিউটিং ক্ষমতা তৈরি করতে এবং উদীয়মান প্রযুক্তিতে আধিপত্য প্রতিষ্ঠা করতে প্রতিযোগিতা করছে।
এনভিডিয়ার কোম্পানির শেয়ার গত বছরের নভেম্বরে ১২ শতাংশ বেড়েছে এবং ২০২৪ সালে এখন পর্যন্ত এর মূল্য তিন গুণ বৃদ্ধি পেয়েছে।
চলতি বছর শেয়ার দর বাড়ার পর এনভিডিয়া এখন সম্মিলিতভাবে এলি লিলি, ওয়ালমার্ট, জেপিমরগান, ভিসা, ইউনাইটেডহেলথ গ্রুপ এবং নেটফ্লিক্স এর বাজারমূল্যকেও ছাড়িয়ে গেছে।
বিশ্লেষকদের মতে, আগামী ২০ নভেম্বরের মধ্যে এনভিডিয়ার ত্রৈমাসিক আয় ৮০ শতাংশ বেড়ে ৩২ দশমিক ৯ বিলিয়ন ডলার হতে পারে।
জুন মাসে কিছু সময়ের জন্য বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানি হয়ে উঠেছিল এনভিডিয়া। এর পর মাইক্রোসফট ও অ্যাপল বাজারমূল্য এনভিডিয়াকে ছাড়িয়ে যায়। এই তিনটি প্রযুক্তি কোম্পানির বাজারমূল্য কয়েক মাস ধরে একে অপরের কাছাকাছি ছিল।
অপরদিকে মাইক্রোসফটের বাজারমূল্য বৃহস্পতিবার ১ দশমিক ২৫ শতাংশ বেড়ে প্রায় ৩ দশমিক ১৬ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে।
তথ্যসূত্র: রয়টার্স
অ্যাপলকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে দামি প্রযুক্তি কোম্পানি এখন চিপ নিমার্তা এনভিডিয়া। কোম্পানিটির শেয়ার দর গত বৃহস্পতিবার রেকর্ড পরিমাণ বেড়েছে। এর ফলে ইতিহাসে প্রথম কোম্পানি হিসেবে ৩ দশমিক ৬ ট্রিলিয়ন ডলার বাজারমূল্য অতিক্রম করেছে এনভিডিয়া। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয়ী হওয়ার পর মার্কিন শেয়ার বাজারের বড় আকারের উত্থানের জন্য কোম্পানিটি এই মাইলফলক অর্জন করেছে।
গত বৃহস্পতিবার এনভিডিয়ার শেয়ারদর ২ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ের পর ডোনাল্ড ট্রাম্প কর ও নিয়ম–নীতি কমাবেন বলে অঙ্গীকার করেছেন। তাই প্রযুক্তি কোম্পানিগুলোতে বিনিয়োগে আগ্রহী হচ্ছেন বিনিয়োগকারীরা।
লন্ডন স্টক এক্সচেঞ্জের (এলসিইজি) এর তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার লেনদেন শেষে এনভিডিয়ার বাজারমূল্য ছিল ৩ দশমিক ৬৫ ট্রিলিয়ন ডলার যা অ্যাপলের আগের রেকর্ড ৩ দশমিক ৫৭ ট্রিলিয়ন ডলার বাজারমূল্যের রেকর্ডকে ছাড়িয়ে গেছে। এর আগে, গত মঙ্গলবার এনভিডিয়া আইফোন নির্মাতা অ্যাপলকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানি হিসেবে স্থান করে নিয়েছে। উল্লেখ্য, গত ২১ অক্টোবর অ্যাপলের বাজারমূল্য ৩ দশমিক ৫৭ ট্রিলিয়ন ডলার হয়েছিল।
গত বৃহস্পতিবার অ্যাপলের শেয়ারদরও ২ দশমিক ১ শতাংশ বেড়েছে, ফলে এর বাজারমূল্য দাঁড়িয়েছে ৩ দশমিক ৪৪ ট্রিলিয়ন। আর গত মঙ্গলবার ট্রাম্পের জয়লাভের পর দুই সেশনে মার্কিন এস এন্ড পি ৫০০ প্রযুক্তি সূচক ৪ শতাংশের বেশি বেড়েছে।
মাইক্রোসফট, অ্যালফাবেট এবং অন্যান্য বৃহত্তম কোম্পানির সঙ্গে প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে সবচেয়ে বড় বিজয়ী হয়ে উঠেছে এনভিডিয়া। কোম্পানিগুলো উন্নত এআই কম্পিউটিং ক্ষমতা তৈরি করতে এবং উদীয়মান প্রযুক্তিতে আধিপত্য প্রতিষ্ঠা করতে প্রতিযোগিতা করছে।
এনভিডিয়ার কোম্পানির শেয়ার গত বছরের নভেম্বরে ১২ শতাংশ বেড়েছে এবং ২০২৪ সালে এখন পর্যন্ত এর মূল্য তিন গুণ বৃদ্ধি পেয়েছে।
চলতি বছর শেয়ার দর বাড়ার পর এনভিডিয়া এখন সম্মিলিতভাবে এলি লিলি, ওয়ালমার্ট, জেপিমরগান, ভিসা, ইউনাইটেডহেলথ গ্রুপ এবং নেটফ্লিক্স এর বাজারমূল্যকেও ছাড়িয়ে গেছে।
বিশ্লেষকদের মতে, আগামী ২০ নভেম্বরের মধ্যে এনভিডিয়ার ত্রৈমাসিক আয় ৮০ শতাংশ বেড়ে ৩২ দশমিক ৯ বিলিয়ন ডলার হতে পারে।
জুন মাসে কিছু সময়ের জন্য বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানি হয়ে উঠেছিল এনভিডিয়া। এর পর মাইক্রোসফট ও অ্যাপল বাজারমূল্য এনভিডিয়াকে ছাড়িয়ে যায়। এই তিনটি প্রযুক্তি কোম্পানির বাজারমূল্য কয়েক মাস ধরে একে অপরের কাছাকাছি ছিল।
অপরদিকে মাইক্রোসফটের বাজারমূল্য বৃহস্পতিবার ১ দশমিক ২৫ শতাংশ বেড়ে প্রায় ৩ দশমিক ১৬ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে।
তথ্যসূত্র: রয়টার্স
বিশ্বব্যাপী নতুন সিরিজ ফাইন্ড এক্স ৮ উন্মোচন করল চীনের স্মার্টফোন নির্মাতা অপো। এই সিরিজে অপো ফাইন্ড এক্স ও অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেল দুটি অন্তর্ভুক্ত রয়েছে। মডেল দুটিতেই ৫০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। তবে অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেলে আইফোনের মতো ক্যামেরা বাটন যুক্ত করা হয়েছে। সিরিজটিতে মিডিয়াটেক
৩৭ মিনিট আগেবৈদ্যুতিক গাড়ির জন্য সলিড স্টেট ব্যাটারি ব্যাপক পরিমাণে তৈরি করবে হোন্ডা। এ জন্য জাপানে একটি উৎপাদন কেন্দ্র তৈরি করেছে কোম্পানিটি। এখানে ব্যাটারিটি তৈরি পরিকল্পনাটি পরীক্ষা–নিরীক্ষা করা হবে। এই পরিকল্পনা কম খরচে ও টেকসই ব্যাটারি তৈরিতে সহায়ক হবে।
৩ ঘণ্টা আগেম্যাসেজিং প্ল্যাটফর্ম মেসেঞ্জারে একযোগে বেশ কিছু ফিচার যুক্ত করেছে মেটা। ফিচারগুলো ভিডিও কল ও অডিও কলের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। নতুন আপডেটের মাধ্যমে মেসেঞ্জারে নয়েজ সারপ্রেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ব্যাকগ্রাউন্ড, এইচডি ভিডিও কল এবং হ্যান্ডস ফ্রি কলিংয়ের মতো ফিচার পাওয়া যাবে। এক ব্লগ প
৪ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের সরকার যেন অ্যাপলের বিরুদ্ধে দায়ের করা অ্যান্টিট্রাস্ট বা প্রতিযোগিতা মামলা খারিজ করে, এ জন্য ফেডারেল বিচারককে অনুরোধ করেছে কোম্পানিটি। টেক জায়ান্টটি বলছে, তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাটি কাল্পনিক এবং অ্যাপল একচেটিয়া আধিপত্য বিস্তার করে তা প্রমাণ করতে পারেনি যুক্তরাষ্ট্রের সরকার।
৫ ঘণ্টা আগে