অনলাইন ডেস্ক
গ্যালাক্সি এস ২৪ স্মার্টফোনে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) নতুন মডেল আনছে স্যামসাং। এই মডেল টেক্সট, ছবি ও কোড তৈরি করতে পারবে। জার্মান গণিততজ্ঞ কার্ল ফ্রিডরিশ গাউসের নামে মডেলটির নামকরণ করা হয়েছে। বিভিন্ন তত্ত্ব ও জ্যামিতিতে গাউসের অবদান আছে।
গাউস মডেলের তিনটি টুল তৈরি করেন স্যামসাংয়ের গবেষকেরা। এগুলো হল– গাউস ল্যাংগুয়েজ, স্যামসাং ইমেজ ও গাউস কোড।
গাউস ল্যাংগুয়েজ
মানুষের ভাষা বোঝার ক্ষমতা আছে এই মডেলের। ওপেনএআইয়ের চ্যাটবট চ্যাটজিপিটির মত বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে পারবে গাউস। এছাড়া মডেলটি ইমেইল তৈরি ও এডিট, ডকুমেন্টের সারাংশ তৈরি এবং বিভিন্ন ভাষায় অনুবাদ করতে পারবে বলে কোম্পানিটি দাবি করছে।
স্যামসাং ইমেজ
স্যামসাং ইমেজ স্যামসাং ইমেজ গাউসের ইমেজ তৈরির মডেলটি ওপেনএআইয়ের ডাল–ই মডেলের মত কাজ করে। এটি কম রেজল্যুশনের ছবি উচ্চ রেজল্যুশনের ছবিতে পরিণত করতে পারবে।
গাউস কোড
ডেভেলপারদের দক্ষতার সঙ্গে কোড তৈরিতে সাহায্য করবে গাউস। এই কোড অ্যাসিস্টেন্টকে ‘কোড ডট আই’ নামকরণ করা হয়েছে। এটি দ্রুত ও সহজে সফটওয়্যার তৈরিতে সাহায্য করবে।
স্যামসাং গ্যালাক্সি ২৪ ফোনে এআই মডেল
গাউস মডেল কোম্পানির অভ্যন্তরে কর্মীরা ব্যবহার করছে। তবে সাধারণের ব্যবহার জন্য শিগরিরই এই মডেলের উন্মোচন করা হবে। তবে কবে নাগাদ মডেলটি ছাড়া হবে তার নির্দিষ্ট তারিখ জানায়নি স্যামসাং। তবে গ্যালাক্সি এস২৪ ফোনের হার্ডওয়্যারের সঙ্গে মডেলটি যুক্ত করা হতে পারে। আগামী বছরের জানুয়ারিতে মডেলটি বাজারে আসার সম্ভাবনা রয়েছে।
স্যামসাংয়ের নতুন চিপ এক্সিনস ২৪০০ এআই মডেলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এটি এআই মডেলের পারফরমেন্সকে ১৪ দশমিক ৭ গুণ পর্যন্ত বৃদ্ধি করতে পারে।
এআইয়ের নিরাপদ ব্যবহারের জন্য এআই রেড টিমও গঠন করছে স্যামসাং। ডেটা সংগ্রহ ও এআই মডেলের উন্নয়নের মত কাজে এই টিম সাহায্য করবে।
গাউস মডেলটি ‘ডিভাইসভিত্তিক এআই’ বলে দাবি করছে স্যামসাং। অর্থাৎ এই মডেল ক্লাউডে ডেটা পাঠানোর পরিবর্তে ডিভাইসে ডেটা প্রসেস করবে। এর ফলে গ্রাহকের ডেটা বেশি নিরাপদ থাকবে এবং এই মডেল দ্রুত ডেটা প্রসেস করতে পারবে।
তথ্যসূত্র: গ্যাজেটস নাও
গ্যালাক্সি এস ২৪ স্মার্টফোনে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) নতুন মডেল আনছে স্যামসাং। এই মডেল টেক্সট, ছবি ও কোড তৈরি করতে পারবে। জার্মান গণিততজ্ঞ কার্ল ফ্রিডরিশ গাউসের নামে মডেলটির নামকরণ করা হয়েছে। বিভিন্ন তত্ত্ব ও জ্যামিতিতে গাউসের অবদান আছে।
গাউস মডেলের তিনটি টুল তৈরি করেন স্যামসাংয়ের গবেষকেরা। এগুলো হল– গাউস ল্যাংগুয়েজ, স্যামসাং ইমেজ ও গাউস কোড।
গাউস ল্যাংগুয়েজ
মানুষের ভাষা বোঝার ক্ষমতা আছে এই মডেলের। ওপেনএআইয়ের চ্যাটবট চ্যাটজিপিটির মত বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে পারবে গাউস। এছাড়া মডেলটি ইমেইল তৈরি ও এডিট, ডকুমেন্টের সারাংশ তৈরি এবং বিভিন্ন ভাষায় অনুবাদ করতে পারবে বলে কোম্পানিটি দাবি করছে।
স্যামসাং ইমেজ
স্যামসাং ইমেজ স্যামসাং ইমেজ গাউসের ইমেজ তৈরির মডেলটি ওপেনএআইয়ের ডাল–ই মডেলের মত কাজ করে। এটি কম রেজল্যুশনের ছবি উচ্চ রেজল্যুশনের ছবিতে পরিণত করতে পারবে।
গাউস কোড
ডেভেলপারদের দক্ষতার সঙ্গে কোড তৈরিতে সাহায্য করবে গাউস। এই কোড অ্যাসিস্টেন্টকে ‘কোড ডট আই’ নামকরণ করা হয়েছে। এটি দ্রুত ও সহজে সফটওয়্যার তৈরিতে সাহায্য করবে।
স্যামসাং গ্যালাক্সি ২৪ ফোনে এআই মডেল
গাউস মডেল কোম্পানির অভ্যন্তরে কর্মীরা ব্যবহার করছে। তবে সাধারণের ব্যবহার জন্য শিগরিরই এই মডেলের উন্মোচন করা হবে। তবে কবে নাগাদ মডেলটি ছাড়া হবে তার নির্দিষ্ট তারিখ জানায়নি স্যামসাং। তবে গ্যালাক্সি এস২৪ ফোনের হার্ডওয়্যারের সঙ্গে মডেলটি যুক্ত করা হতে পারে। আগামী বছরের জানুয়ারিতে মডেলটি বাজারে আসার সম্ভাবনা রয়েছে।
স্যামসাংয়ের নতুন চিপ এক্সিনস ২৪০০ এআই মডেলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এটি এআই মডেলের পারফরমেন্সকে ১৪ দশমিক ৭ গুণ পর্যন্ত বৃদ্ধি করতে পারে।
এআইয়ের নিরাপদ ব্যবহারের জন্য এআই রেড টিমও গঠন করছে স্যামসাং। ডেটা সংগ্রহ ও এআই মডেলের উন্নয়নের মত কাজে এই টিম সাহায্য করবে।
গাউস মডেলটি ‘ডিভাইসভিত্তিক এআই’ বলে দাবি করছে স্যামসাং। অর্থাৎ এই মডেল ক্লাউডে ডেটা পাঠানোর পরিবর্তে ডিভাইসে ডেটা প্রসেস করবে। এর ফলে গ্রাহকের ডেটা বেশি নিরাপদ থাকবে এবং এই মডেল দ্রুত ডেটা প্রসেস করতে পারবে।
তথ্যসূত্র: গ্যাজেটস নাও
এক্সের (সাবেক টুইটার) প্রতিদ্বন্দ্বী মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম থ্রেডসের অ্যালগরিদম পরিবর্তন করল মেটা। এর ফলে যেসব অ্যাকাউন্ট ব্যবহারকারীরা ফলো করেন সেগুলোর কনটেন্টই বেশি দেখানো হবে। গত বৃহস্পতিবার থেকে ফিচারটি চালু হয়।
৯ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা টাইম ম্যাগাজিন–এর কভারে ধনকুবের ইলন মাস্কের ‘টু ডু লিস্ট’ বা দিনের কাজের তালিকা প্রকাশ করেছে। তবে এটি মাস্কের ব্যক্তিগত চেকলিস্ট নয় বলে স্পষ্টভাবে জানিয়েছেন মাস্ক।
১০ ঘণ্টা আগেটাইপ করার চেয়ে ভয়েস মেসেজ পাঠানো বেশ সহজ। তবে অনেক সময় ভয়েস মেসেজ সবার সামনে শোনা যায় না। সে ক্ষেত্রে মেসেজ না শুনে রিপ্লাই–ও দেওয়া যায়না। এই সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য মেসেজ ট্রান্সক্রাইব ফিচার যুক্ত করল হোয়াটসঅ্যাপ। এই ফিচারের মাধ্যমে ভয়েস মেসেজগুলো সহজে টেক্সটে রূপান্তর করা যাবে।
১২ ঘণ্টা আগেনিয়মিত নতুন উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তি দিয়ে বিশ্বকে চমকে দেওয়ার জন্য পরিচিত জাপান। এবার ‘মানুষ ধোয়ার মেশিন’ তৈরি করে তাক লাগিয়ে দিল দেশটি। এটি মানুষ গোসলের জন্য ব্যবহার করতে পারবে। যন্ত্রটির কার্যকারিতা ও ডিজাইন দেখে একে ‘মানুষ ধোয়ার ওয়াশিং মেশিন’ বলে আখ্যা দিয়েছে অনেকই।
১২ ঘণ্টা আগে