অনলাইন ডেস্ক
পরিবহন সেবার জন্য উবার অ্যাপ সারা বিশ্বেই জনপ্রিয়। গাড়ি ও বাইক ডাকার জন্য এই অ্যাপ ব্যবহারের জন্য ব্যক্তিগত তথ্য দিতে হয়। এসব তথ্য ব্যবহার করে অ্যাপ থেকে বের হওয়ার পরও উবার আপনাকে ট্র্যাক করতে পারে। সেই সঙ্গে বিজ্ঞাপন দেখানোর জন্য আপনার ডেটাও ব্যবহার করতে পারে।
নিজের গোপনীয়তার লঙ্ঘনের ঝুঁকি এড়াতে গুগল অ্যাপেই বেশ কিছু ফিচার ব্যবহার করা যায়। উবার অ্যাপে নিজের ডেটার গোপনীয়তা রক্ষা করার জন্য নিচের বিষয়গুলোর দিকে নজর দিতে পারেন—
লোকেশন অ্যাকসেস বন্ধ করে দিন
লোকেশন ডেটা অ্যাকসেস দেওয়া ছাড়াও উবার অ্যাপ ব্যবহার করা যায়। উবারকে জিপিএসের অনুমতি না দিলে শুধু একটি সমস্যার সম্মুখীন হতে হবে। তা হলো—প্রতিবার পিক আপ করার জন্য লোকেশন ম্যানুয়ালি সিলেক্ট করতে হবে। তবে এই ক্ষেত্রে ঠিকানাটি সঠিকভাবে টাইপ করতে হবে। কারণ জিপিএস ব্যবহারে অনুমতি বন্ধ করে দেওয়া হয়েছে।
যেভাবে লোকেশন অ্যাকসেস বন্ধ করবেন
১. উবার অ্যাপের নিচে অ্যাকাউন্ট অপশনে প্রবেশ করুন।
২. এরপর সেটিংস থেকে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশনে যান।
৩. স্ক্রল করে ডিভাইস লোকেশন অপশন খুঁজে বের করুন ও এতে ট্যাপ করুন।
৪. এরপর ‘ইউওর ডিভাইস সেটিংসে’ অপশনে ট্যাপ করুন ও অ্যাপ পারমিশন থেকে লোকেশন অপশনটি বন্ধ করে দিন।
প্রায় একইভাবে আইফোনেও লোকেশনের অ্যাকসেস বন্ধ করে দেওয়া যাবে।
ব্যক্তিগতকরণ বিজ্ঞাপন কমিয়ে ফেলুন
যখন আপনি উবারের মাধ্যমে কোনো যাত্রায় থাকবেন তখন অ্যাপটি বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দেখায়। বিজ্ঞাপনগুলো আপনার লোকেশন, যাত্রা বা ট্রিপস, অ্যাপ ইউসেজ স্টোরি, ফুড অর্ডার ও আরও বেশ কিছু বিষয়ের ডেটা সংগ্রহ করে। সম্পূর্ণভাবে এসব বিজ্ঞাপন বন্ধ করতে না পারলেও ব্যক্তিগতকরণ বিজ্ঞাপন কমিয়ে ফেলা যায়। এ জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. উবার অ্যাপে প্রবেশ করুন ও নিচের দিকে বাম পাশের অ্যাকাউন্ট ট্যাবে ট্যাপ করুন।
২. এরপর সেটিংস থেকে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশনে যান।
৩. স্ক্রল করে ‘অফারস অ্যান্ড প্রোমস ফ্রম উবার’ অপশন খুঁজে বের করুন এবং এতে ট্যাপ করুন।
৪. ‘এলাও পারসোনালাইজড অফারস অ্যান্ড প্রোমোস ফ্রম উবার’ অপশনটির পাশে টগল বাটনটি বন্ধ করে দিন।
৫. আবার প্রাইভেসি সেটিংস পেজে ফিরে যান ও ‘অ্যাডস অন উবার ইটস’ অপশনটিতে ট্যাপ করুন।
৬. ‘পারসোনালাইজড ইউওর অ্যাডস অন উবার অ্যান্ড পোস্টম্যাটস’ অপশনটির পাশে টগল বাটনটি বন্ধ করে দিন।
৭. আবারও প্রাইভেসি সেটিংস অপশনে যান ও ‘অ্যাডস অন রাইডস’ অপশনে ট্যাপ করুন।
৮. ‘পারসোনালাইজড অ্যাডস ইউ সি অন ট্রিপস’ অপশনটির পাশে টগল বাটনটি বন্ধ করে দিন।
নোটিফিকেশন ও ইমেইলের স্প্যাম সীমিত করুন
আপনার উবার ডেটা পুশ নোটিফিকেশন এবং ই-মেইলে মার্কেটিংয়ের জন্যও ব্যবহার করা হয়। তবে এটি সীমিত করা যায়।
১. উবার অ্যাপে প্রবেশ করুন ও নিচের দিকে বাম পাশের অ্যাকাউন্ট ট্যাবে ট্যাপ করুন
২. এরপর সেটিংস থেকে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশনে যান।
৩. কমিউনিকেশন অপশনে যান।
৪. এই পেজে টগল বাটনগুলো মাধ্যমে যাবতীয় অপশনগুলো বন্ধ করে দিন।
৫. আবার কমিউনিকেশন পেজে ফিরে যান ও ইমেইল অপশনটি নির্বাচন করুন।
৬. এই পেজের সব অপশন থেকে আনসাবস্ক্রাইব করুন। উবারের সঙ্গে যুক্ত অন্যান্য অ্যাপ সরিয়ে ফেলুন
যদি আপনি অন্য পরিষেবাগুলোতে সাইন ইন করার জন্য আপনার উবার অ্যাকাউন্ট যুক্ত করেন ও সেই পরিষেবাগুলো আর ব্যবহার না করেন তাহলে অ্যাপগুলোর অ্যাকসেস পর্যালোচনা করে প্রত্যাহার করা উচিত।
১. উবার অ্যাকাউন্ট ট্যাবে প্রবেশ করুন ও নিজের নামের ওপর ট্যাপ করুন।
২. এরপর সিকিউরিটি ট্যাবে প্রবেশ করুন ও নিচের দিকে স্ক্রল করে উবারের সঙ্গে সংযুক্ত অপ্রয়োজনীয় অ্যাপগুলোর অনুমতি বন্ধ করে দিন।
৩. এরপর প্রাইভেসি অ্যান্ড ডেটা ট্যাবে প্রবেশ করুন ও স্ক্রল করুন।
৪. এবার থার্ড পার্টি অ্যাপস ডেটা অ্যাকসেস সেকশন থেকে অপ্রয়োজনীয় অ্যাপগুলো সরিয়ে ফেলুন।
পরিবহন সেবার জন্য উবার অ্যাপ সারা বিশ্বেই জনপ্রিয়। গাড়ি ও বাইক ডাকার জন্য এই অ্যাপ ব্যবহারের জন্য ব্যক্তিগত তথ্য দিতে হয়। এসব তথ্য ব্যবহার করে অ্যাপ থেকে বের হওয়ার পরও উবার আপনাকে ট্র্যাক করতে পারে। সেই সঙ্গে বিজ্ঞাপন দেখানোর জন্য আপনার ডেটাও ব্যবহার করতে পারে।
নিজের গোপনীয়তার লঙ্ঘনের ঝুঁকি এড়াতে গুগল অ্যাপেই বেশ কিছু ফিচার ব্যবহার করা যায়। উবার অ্যাপে নিজের ডেটার গোপনীয়তা রক্ষা করার জন্য নিচের বিষয়গুলোর দিকে নজর দিতে পারেন—
লোকেশন অ্যাকসেস বন্ধ করে দিন
লোকেশন ডেটা অ্যাকসেস দেওয়া ছাড়াও উবার অ্যাপ ব্যবহার করা যায়। উবারকে জিপিএসের অনুমতি না দিলে শুধু একটি সমস্যার সম্মুখীন হতে হবে। তা হলো—প্রতিবার পিক আপ করার জন্য লোকেশন ম্যানুয়ালি সিলেক্ট করতে হবে। তবে এই ক্ষেত্রে ঠিকানাটি সঠিকভাবে টাইপ করতে হবে। কারণ জিপিএস ব্যবহারে অনুমতি বন্ধ করে দেওয়া হয়েছে।
যেভাবে লোকেশন অ্যাকসেস বন্ধ করবেন
১. উবার অ্যাপের নিচে অ্যাকাউন্ট অপশনে প্রবেশ করুন।
২. এরপর সেটিংস থেকে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশনে যান।
৩. স্ক্রল করে ডিভাইস লোকেশন অপশন খুঁজে বের করুন ও এতে ট্যাপ করুন।
৪. এরপর ‘ইউওর ডিভাইস সেটিংসে’ অপশনে ট্যাপ করুন ও অ্যাপ পারমিশন থেকে লোকেশন অপশনটি বন্ধ করে দিন।
প্রায় একইভাবে আইফোনেও লোকেশনের অ্যাকসেস বন্ধ করে দেওয়া যাবে।
ব্যক্তিগতকরণ বিজ্ঞাপন কমিয়ে ফেলুন
যখন আপনি উবারের মাধ্যমে কোনো যাত্রায় থাকবেন তখন অ্যাপটি বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দেখায়। বিজ্ঞাপনগুলো আপনার লোকেশন, যাত্রা বা ট্রিপস, অ্যাপ ইউসেজ স্টোরি, ফুড অর্ডার ও আরও বেশ কিছু বিষয়ের ডেটা সংগ্রহ করে। সম্পূর্ণভাবে এসব বিজ্ঞাপন বন্ধ করতে না পারলেও ব্যক্তিগতকরণ বিজ্ঞাপন কমিয়ে ফেলা যায়। এ জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. উবার অ্যাপে প্রবেশ করুন ও নিচের দিকে বাম পাশের অ্যাকাউন্ট ট্যাবে ট্যাপ করুন।
২. এরপর সেটিংস থেকে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশনে যান।
৩. স্ক্রল করে ‘অফারস অ্যান্ড প্রোমস ফ্রম উবার’ অপশন খুঁজে বের করুন এবং এতে ট্যাপ করুন।
৪. ‘এলাও পারসোনালাইজড অফারস অ্যান্ড প্রোমোস ফ্রম উবার’ অপশনটির পাশে টগল বাটনটি বন্ধ করে দিন।
৫. আবার প্রাইভেসি সেটিংস পেজে ফিরে যান ও ‘অ্যাডস অন উবার ইটস’ অপশনটিতে ট্যাপ করুন।
৬. ‘পারসোনালাইজড ইউওর অ্যাডস অন উবার অ্যান্ড পোস্টম্যাটস’ অপশনটির পাশে টগল বাটনটি বন্ধ করে দিন।
৭. আবারও প্রাইভেসি সেটিংস অপশনে যান ও ‘অ্যাডস অন রাইডস’ অপশনে ট্যাপ করুন।
৮. ‘পারসোনালাইজড অ্যাডস ইউ সি অন ট্রিপস’ অপশনটির পাশে টগল বাটনটি বন্ধ করে দিন।
নোটিফিকেশন ও ইমেইলের স্প্যাম সীমিত করুন
আপনার উবার ডেটা পুশ নোটিফিকেশন এবং ই-মেইলে মার্কেটিংয়ের জন্যও ব্যবহার করা হয়। তবে এটি সীমিত করা যায়।
১. উবার অ্যাপে প্রবেশ করুন ও নিচের দিকে বাম পাশের অ্যাকাউন্ট ট্যাবে ট্যাপ করুন
২. এরপর সেটিংস থেকে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশনে যান।
৩. কমিউনিকেশন অপশনে যান।
৪. এই পেজে টগল বাটনগুলো মাধ্যমে যাবতীয় অপশনগুলো বন্ধ করে দিন।
৫. আবার কমিউনিকেশন পেজে ফিরে যান ও ইমেইল অপশনটি নির্বাচন করুন।
৬. এই পেজের সব অপশন থেকে আনসাবস্ক্রাইব করুন। উবারের সঙ্গে যুক্ত অন্যান্য অ্যাপ সরিয়ে ফেলুন
যদি আপনি অন্য পরিষেবাগুলোতে সাইন ইন করার জন্য আপনার উবার অ্যাকাউন্ট যুক্ত করেন ও সেই পরিষেবাগুলো আর ব্যবহার না করেন তাহলে অ্যাপগুলোর অ্যাকসেস পর্যালোচনা করে প্রত্যাহার করা উচিত।
১. উবার অ্যাকাউন্ট ট্যাবে প্রবেশ করুন ও নিজের নামের ওপর ট্যাপ করুন।
২. এরপর সিকিউরিটি ট্যাবে প্রবেশ করুন ও নিচের দিকে স্ক্রল করে উবারের সঙ্গে সংযুক্ত অপ্রয়োজনীয় অ্যাপগুলোর অনুমতি বন্ধ করে দিন।
৩. এরপর প্রাইভেসি অ্যান্ড ডেটা ট্যাবে প্রবেশ করুন ও স্ক্রল করুন।
৪. এবার থার্ড পার্টি অ্যাপস ডেটা অ্যাকসেস সেকশন থেকে অপ্রয়োজনীয় অ্যাপগুলো সরিয়ে ফেলুন।
চলতি বছরে স্মার্টফোন শিল্প অত্যন্ত উদ্ভাবনমুখী হবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসগুলোতে উন্নত ক্যামেরা, বিশেষ এআই ফিচারের পাশাপাশি শক্তিশালী ও বড় আকারের ব্যাটারি দেখতে পাওয়া যাবে। ফ্ল্যাগশিপ ফোন থেকে বাজেট স্মার্টফোনেও এই ধরনের শক্তিশালী ব্যাটারি থাকবে।
১ ঘণ্টা আগেগরম খাবার খেতে গিয়ে জিভ পুড়ে যাওয়ার অভিজ্ঞতা কম বেশি সবারই রয়েছে। আবার ব্যস্ততার সময় ফুঁ দিয়ে খাবার বা পানীয় ঠান্ডা করাও একটি বিরক্তির বিষয়। তবে এ ধরনের সমস্যা সমাধানের জন্য ‘নেকোজিতা ক্যাট ফুফু’ নামের ছোট একটি বিড়াল রোবট তৈরি করেছে জাপানের ইয়ুকাই ইঞ্জিনিয়ারিং স্টার্টআপ। কফি, স্যুপ বা অন্য কোনো গরম
২ ঘণ্টা আগেচলমান তদন্তের অংশ হিসেবে সোশ্যাল মিডিয়া কোম্পানি এক্স (সাবেক টুইটার)–এর কাছে অ্যাপটির অ্যালগরিদম সিস্টেমের কার্যকারিতা সম্পর্কিত তথ্য চেয়েছে ইউরোপীয় কমিশন। বিশেষত, অ্যালগরিদমের মধ্যে সম্প্রতি যে কোনো পরিবর্তনের বিষয়ে জানতে চেয়েছে কমিশন।
৭ ঘণ্টা আগেজো বাইডেনের প্রশাসন হস্তক্ষেপ না করলে যুক্তরাষ্ট্রের কার্যক্রম বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে টিকটক। কিন্তু কোনোভাবেই এটি বিক্রি করা হবে না বলে জানিয়ে দিয়ে চীনের মালিকানাধীন এই ভিডিও শেয়ারিং অ্যাপ। যুক্তরাষ্ট্রে ব্যবসা বিক্রি অথবা বন্ধের সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে টিকটকের করা আপিল গতকাল শুক্রবার সুপ্
৮ ঘণ্টা আগে