আরেক পৃথিবীর সন্ধান দেবে প্রযুক্তি

প্রযুক্তি ডেস্ক
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৪, ০৭: ৩৬

বিদায় নেওয়া ২০২৩ সাল প্রযুক্তিবিশ্বকে বেশ কিছু সাড়াজাগানো প্রযুক্তি উপহার দিয়েছে। নতুন প্রযুক্তির কল্যাণে গত বছর যতটা রঙিন ছিল, প্রযুক্তিবিদদের মতে, এ বছর সেই ধারায় যুক্ত হবে আরও অনেক নতুন প্রযুক্তি ও উদ্ভাবন। সেগুলো বর্তমান জীবনযাপন তো বটেই, ভবিষ্যৎকেও দেবে নতুন পৃথিবীর সন্ধান।

দ্রুতগতির ইন্টারনেট
এ বছরের শেষ দিকে ওয়াই-ফাই ৭ বাজারে আসার কথা। এর সর্বোচ্চ ডাউনলোড গতি প্রতি সেকেন্ডে ৩০ গিগাবাইট পর্যন্ত হতে পারে। তথ্য আদান-প্রদানে ওয়াই-ফাই ৭-এর বিলম্ব হার বা ল্যাটেন্সি কম হবে। এই প্রযুক্তির ল্যাটেন্সি ১ মিলিসেকেন্ডের কম। ফলে তাৎক্ষণিক বা রিয়াল টাইম অ্যাপ্লিকেশন, যেমন ভিডিও কল, গেমস ইত্যাদি অনেক ভালো কাজ করবে।

ভার্চুয়াল ও অগমেন্টেড রিয়েলিটি
ভার্চুয়াল রিয়েলিটি একজন মানুষকে কোনো রকম শারীরিক ঝুঁকি বা বিপদ ছাড়াই বাস্তব অভিজ্ঞতা দিয়ে থাকে। ফলে কেউ কোনো ঝুঁকিপূর্ণ জায়গায় না গিয়েও সেই জায়গার অভিজ্ঞতা অর্জন করতে পারে। পেশাগত ক্ষেত্রে দক্ষতা অর্জনের জন্য পেশাজীবীদের বাস্তবসম্মত ও নিরাপদ প্রশিক্ষণে এ ধরনের প্রযুক্তি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। অগমেন্টেড রিয়েলিটি তৈরিতে অনেক বাড়তি প্রযুক্তিগত সুবিধা পাওয়া যায়। ভয়েস কমান্ডের মতো সাধারণ কাজ থেকে শুরু করে মানুষের শরীরে অস্ত্রোপচারের মতো জটিল কাজেও ব্যবহার করা যায় এই প্রযুক্তি। এ বছর এই প্রযুক্তিগুলো আরও বেশি জনপ্রিয় হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। ভিআরের ব্যবহার বৃদ্ধি পাবে গেমিং, ই-কমার্স ও পর্যটন খাতে। এআরের ব্যবহার বৃদ্ধি পাবে শিক্ষা, চিকিৎসা ও শিল্প খাতে।

ড্রোন
বিশ্বে ড্রোন নিয়ে চলছে উদ্ভাবনী গবেষণা। এটি এরই মধ্যে বিভিন্ন কাজে ব্যবহৃত হচ্ছে। সামরিক অস্ত্রশস্ত্রে প্রতিটি দেশই এখন অনেক উন্নত হয়ে উঠেছে। এর মধ্যে নবতম সংযোজন ড্রোন। আধুনিক সময়ে বড় বড় যুদ্ধে ড্রোন ব্যবহার করতে দেখা গেছে। ড্রোন হলো মানববিহীন যুদ্ধবিমান, যা আধুনিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্রে সুসজ্জিত। এসব ক্ষেপণাস্ত্র স্বয়ংক্রিয়ভাবে লক্ষ্যবস্তুর ওপর আঘাত হানতে পারে। এমনকি ড্রোনের আঘাতে যুদ্ধে ব্যবহৃত ট্যাংকও নিমেষে উড়ে যেতে পারে। এ বছর ড্রোন আরও বেশি জনপ্রিয় হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। এর ব্যবহার বাড়বে ডেলিভারি, পর্যটন ও নিরাপত্তা খাতে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত