
জনপ্রিয় শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটকে চালু হলো ‘গ্রুপ চ্যাট’ ফিচার। এর ফলে টিকটকে গ্রুপ তৈরি করে তা দিয়ে একই সঙ্গে একাধিক ব্যক্তির সঙ্গে মেসেজ আদান প্রদান করতে পারবেন ব্যবহারকারীরা। সেই সঙ্গে ডাইরেক্ট মেসেজ স্টিকারও পাঠানোর সুবিধাও যুক্ত করল প্ল্যাটফর্মটি।
গত মঙ্গলবার ফিচারটির ঘোষণা দেয় টিকটক। বিশেষ করে বন্ধুদের কাছে ভিডিও পাঠানোর জন্য এই ফিচার কাজে দেয়। গ্রুপ চ্যাটে ৩২ জন সদস্যদের যুক্ত করা যায়। তবে নিরাপত্তার কারণে ১৩ থেকে ১৫ বছর বয়সী কিশোর–কিশোরীদের এই গ্রুপ চ্যাটে যুক্ত করা যাবে না। আর গ্রুপ চ্যাটে একটি মিউচুয়াল বন্ধু থাকলেও কেবল সেই গ্রুপে যুক্ত হতে পারবেন ১৬ থেকে ১৭ বছর বয়সের কিশোরী–কিশোরীরা। তারা কোনো গ্রুপ তৈরি করলেও একেবারে ৩২ জন সদস্য যুক্ত করতে পারবেন না। প্রত্যেক সদস্যকে যাচাই বাছাই করে একে একে যুক্ত করতে হবে তাদের।
এক ব্লগ পোস্টে কোম্পানিটি বলেছে, টিকটক স্বকীয়তা প্রকাশকে অনুপ্রাণিত করে। গ্রুপ চ্যাট এই শক্তিকে কাজে লাগিয়ে বন্ধু, পরিবার ও কমিউনিটির সঙ্গে ভাগ করে দেখার অভিজ্ঞতা তৈরি করে। একই সময়ে দেখা, মন্তব্য ও রিক্যাশনের মাধ্যমে প্রতিটি মিথস্ক্রিয়া আরও গতিশীল হবে।
গ্রুপ চ্যাটে সবাই যেন স্বাচ্ছন্দ্যবোধ করে এ জন্য গ্রুপ সদস্যদের মিউট বা ব্লক করা অপশনও থাকবে। এ ছাড়া কোনো নিরাপত্তা বিষয়ক উদ্বেগ থাকলে পুরো মেসেজ বা চ্যাট রিপোর্টও করতে পারবে ব্যবহারকারীরা।
কয়েকটি উপায়ে গ্রুপ চ্যাট তৈরি করা যাবে টিকটকে। ইনবক্সে গিয়ে স্ক্রিনের ওপরে দিকে থাকা চ্যাট বাটনে বা মেসেজ তালিকায় কোনো নামে ট্যাপ করুন। এরপর ‘মোর অপশন’ বাটন নির্বাচন করুন। গ্রুপ চ্যাটে যাদের যুক্ত করতে চান ফলোয়ার তালিকা থেকে তাদের নির্বাচন করুন ও ‘স্টার্ট গ্রুপ চ্যাটে’ ট্যাপ করুন।
এই ফিচার ছাড়াও ডাইরেক্ট মেসেজে স্টিকার যুক্ত করার সুযোগ দেবে টিকটক। নতুন টিকটক স্টিকার প্ল্যাটফর্মের মাধ্যমে যে কেউ তাদের নিজস্ব স্টিকার তৈরি করতে পারে।
ফিচারটি সম্পর্কে ব্লগ পোস্টে বলা হয়, ‘স্টিকারগুলো মজাদার ও সৃজনশীল ভিজ্যুয়াল চ্যাটের বিকল্প প্রদান করে যা কমিউনিটি সদস্যদের জন্য নিজস্ব কাস্টম স্টিকার তৈরি ও আপলোড করতে উৎসাহিত করে।’
কয়েক সপ্তাহ আগে ‘সাউন্ড সার্চ’ নামে একটি নতুন ফিচার ঘোষণা করেছে টিকটক। এর মাধ্যমে গান গেয়ে, গুনগুন করে বা কেবল কোনো মিউজিক বাজানোর মাধ্যমে পছন্দের গান খুঁজে পেতে পারবে ব্যবহারকারীরা। তবে ফিচারটি নির্দিষ্ট কিছু ব্যবহারকারীদের জন্য চালু করা হয়েছে। কোনো কোনো অঞ্চলের টিকটক ব্যবহারকারী ইতিমধ্যেই ফিচারটি ব্যবহার করতে পারছেন।
টিকটক অ্যাপটি অ্যাপ স্টোরে ও গুগল প্লে স্টোর থেকে বিনা মূল্যে ডাউনলোড করা যায়। নতুন ফিচারগুলো ব্যবহার করতে অ্যাপটির সর্বশেষ সংস্করণ ইনস্টল করা আছে নাকি তা নিশ্চিত করুন।

জনপ্রিয় শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটকে চালু হলো ‘গ্রুপ চ্যাট’ ফিচার। এর ফলে টিকটকে গ্রুপ তৈরি করে তা দিয়ে একই সঙ্গে একাধিক ব্যক্তির সঙ্গে মেসেজ আদান প্রদান করতে পারবেন ব্যবহারকারীরা। সেই সঙ্গে ডাইরেক্ট মেসেজ স্টিকারও পাঠানোর সুবিধাও যুক্ত করল প্ল্যাটফর্মটি।
গত মঙ্গলবার ফিচারটির ঘোষণা দেয় টিকটক। বিশেষ করে বন্ধুদের কাছে ভিডিও পাঠানোর জন্য এই ফিচার কাজে দেয়। গ্রুপ চ্যাটে ৩২ জন সদস্যদের যুক্ত করা যায়। তবে নিরাপত্তার কারণে ১৩ থেকে ১৫ বছর বয়সী কিশোর–কিশোরীদের এই গ্রুপ চ্যাটে যুক্ত করা যাবে না। আর গ্রুপ চ্যাটে একটি মিউচুয়াল বন্ধু থাকলেও কেবল সেই গ্রুপে যুক্ত হতে পারবেন ১৬ থেকে ১৭ বছর বয়সের কিশোরী–কিশোরীরা। তারা কোনো গ্রুপ তৈরি করলেও একেবারে ৩২ জন সদস্য যুক্ত করতে পারবেন না। প্রত্যেক সদস্যকে যাচাই বাছাই করে একে একে যুক্ত করতে হবে তাদের।
এক ব্লগ পোস্টে কোম্পানিটি বলেছে, টিকটক স্বকীয়তা প্রকাশকে অনুপ্রাণিত করে। গ্রুপ চ্যাট এই শক্তিকে কাজে লাগিয়ে বন্ধু, পরিবার ও কমিউনিটির সঙ্গে ভাগ করে দেখার অভিজ্ঞতা তৈরি করে। একই সময়ে দেখা, মন্তব্য ও রিক্যাশনের মাধ্যমে প্রতিটি মিথস্ক্রিয়া আরও গতিশীল হবে।
গ্রুপ চ্যাটে সবাই যেন স্বাচ্ছন্দ্যবোধ করে এ জন্য গ্রুপ সদস্যদের মিউট বা ব্লক করা অপশনও থাকবে। এ ছাড়া কোনো নিরাপত্তা বিষয়ক উদ্বেগ থাকলে পুরো মেসেজ বা চ্যাট রিপোর্টও করতে পারবে ব্যবহারকারীরা।
কয়েকটি উপায়ে গ্রুপ চ্যাট তৈরি করা যাবে টিকটকে। ইনবক্সে গিয়ে স্ক্রিনের ওপরে দিকে থাকা চ্যাট বাটনে বা মেসেজ তালিকায় কোনো নামে ট্যাপ করুন। এরপর ‘মোর অপশন’ বাটন নির্বাচন করুন। গ্রুপ চ্যাটে যাদের যুক্ত করতে চান ফলোয়ার তালিকা থেকে তাদের নির্বাচন করুন ও ‘স্টার্ট গ্রুপ চ্যাটে’ ট্যাপ করুন।
এই ফিচার ছাড়াও ডাইরেক্ট মেসেজে স্টিকার যুক্ত করার সুযোগ দেবে টিকটক। নতুন টিকটক স্টিকার প্ল্যাটফর্মের মাধ্যমে যে কেউ তাদের নিজস্ব স্টিকার তৈরি করতে পারে।
ফিচারটি সম্পর্কে ব্লগ পোস্টে বলা হয়, ‘স্টিকারগুলো মজাদার ও সৃজনশীল ভিজ্যুয়াল চ্যাটের বিকল্প প্রদান করে যা কমিউনিটি সদস্যদের জন্য নিজস্ব কাস্টম স্টিকার তৈরি ও আপলোড করতে উৎসাহিত করে।’
কয়েক সপ্তাহ আগে ‘সাউন্ড সার্চ’ নামে একটি নতুন ফিচার ঘোষণা করেছে টিকটক। এর মাধ্যমে গান গেয়ে, গুনগুন করে বা কেবল কোনো মিউজিক বাজানোর মাধ্যমে পছন্দের গান খুঁজে পেতে পারবে ব্যবহারকারীরা। তবে ফিচারটি নির্দিষ্ট কিছু ব্যবহারকারীদের জন্য চালু করা হয়েছে। কোনো কোনো অঞ্চলের টিকটক ব্যবহারকারী ইতিমধ্যেই ফিচারটি ব্যবহার করতে পারছেন।
টিকটক অ্যাপটি অ্যাপ স্টোরে ও গুগল প্লে স্টোর থেকে বিনা মূল্যে ডাউনলোড করা যায়। নতুন ফিচারগুলো ব্যবহার করতে অ্যাপটির সর্বশেষ সংস্করণ ইনস্টল করা আছে নাকি তা নিশ্চিত করুন।

নিউইয়র্কে করা এই মামলায় বলা হয়েছে, এক্সএআইয়ের পণ্য গ্রোক এমন এক জেনারেটিভ এআই চ্যাটবট, যা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভুক্তভোগীদের পোশাকহীন করে, অপমান করে এবং তাঁদের যৌন নিপীড়ন করে।
১৭ ঘণ্টা আগে
কম্পিউটার মানেই কি কেবল ইলেকট্রনিক চিপ আর বিদ্যুৎ? এই ধারণা বদলে দিতে পারে বিজ্ঞানীদের নতুন এক আবিষ্কার। পশ্চিম চীনের একটি প্রাচীন সমাধিতে ২ হাজার বছর পুরোনো এক বিস্ময়কর যন্ত্রের সন্ধান পাওয়া গেছে, যা আধুনিক কম্পিউটারের আদি রূপ হতে পারে বলে দাবি করছেন চীনা বিজ্ঞানীরা।
৩ দিন আগে
ফ্রিল্যান্সারদের জন্য ডিজিটাল নিবন্ধন ও আইডি কার্ড ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম চালু করেছে সরকার। এর ফলে ফ্রিল্যান্সাররা সরকার স্বীকৃত ফ্রিল্যান্সার আইডি কার্ড পাবেন, যা ব্যাংকিং সেবা, ঋণ ও ক্রেডিট সুবিধা, আর্থিক প্রণোদনা ও সরকারি-বেসরকারি প্রশিক্ষণে সহজ প্রবেশাধিকার নিশ্চিত করবে এবং পেশাগত মর্যাদা...
৩ দিন আগে
দেশের সাধারণ মানুষের হাতে স্মার্টফোন পৌঁছে দিতে এবং ডিজিটাল সেবা আরও সহজলভ্য করতে বড় ধরনের পদক্ষেপের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। বিশেষ করে কাগজের নোট ছাপানো ও ব্যবস্থাপনায় বছরে রাষ্ট্রের ব্যয় হয় প্রায় ৫০০ কোটি টাকা।
৪ দিন আগে