অনলাইন ডেস্ক
এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে অ্যানিমেশন তৈরির ‘কিফ্রেমার’ টুল নিয়ে এল অ্যাপল। টেক্সটের মাধ্যমে নির্দেশনা ও ছবি দিলে টুলটি একটি অ্যানিমেশন তৈরি করে দিতে পারবে।
ছবি এডিটরের এআইভিত্তিক টুল ‘এমজিআইই’ উন্মোচনের কিছুদিন পরেই নতুন এই টুল নিয়ে এল অ্যাপল।
এআইপ্রযুক্তিতে পিছিয়ে থাকার জন্য কোম্পানিটি অনেক সমালোচনার সম্মুখীন হয়। প্রযুক্তিপ্রেমীরা অভিযোগ করে, গুগল ও আমাজনের ডিজিটাল অ্যাসিস্ট্যান্টের মতো বিগত কয়েক বছরে অ্যাপলের সিরি তেমন উন্নত হয়নি। তবে অ্যাপল এক দশকের বেশি সময় ধরে তাদের বিভিন্ন পণ্যে এআই ব্যবহার করছে।
এখন আরও স্পষ্ট যে, কোম্পানিটি চুপিসারে বিভিন্ন এআই প্রকল্প নিয়ে কাজ করছে। প্রকল্পগুলো সম্পূর্ণ প্রস্তুত না হওয়া পর্যন্ত, সেগুলো সম্পর্কে কিছুই প্রচার না করা কোম্পানিটির একটি স্বাভাবিক প্রবণতা।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ভেনচারবিট অ্যাপলের একটি গবেষণাপত্র থেকে এই নতুন টুল সম্পর্কে জানতে পারে। গবেষণাপত্র থেকে জানা যায়, টেক্সটের নির্দেশনার মাধ্যমে কীভাবে গ্রাফিকস পরিবর্তন করে এআই টুলটি। অ্যাপলের কিফ্রেম একটি এআই অ্যানিমেশন টুল যা ব্যবহারকারীদের একটি ছবি ও টেক্সটের মাধ্যমে নির্দেশনা দিয়ে অ্যানিমেশন তৈরির সুবিধা দেয়। যেমন–একটি শনি গ্রহ স্থিরচিত্র দিয়ে গ্রহটি ঘুরছে এমন অ্যানিমেশন তৈরির নির্দেশনা দিতে পারে।
নতুন নতুন আইডিয়া বা ধারণা তৈরির জন্যও এই টুল ব্যবহার করা যাবে। যেমন–আকাশে তারা জ্বলজ্বল করছে এমন তিনটি ডিজাইন তৈরির করার নির্দেশনাও টুলটিকে দেওয়া যাবে। এর মধ্য থেকে পছন্দের ডিজাইনটি ব্যবহারকারীরা বাছাই করতে পারবে।
গবেষণাপত্রে বলা হয়, এটি পেশাদের গ্রাফিকস ডিজাইনদের লক্ষ্য করে তৈরি করা হয়েছে। ডিজাইনাররা দ্রুত নিজেদের আইডিয়াগুলো পরীক্ষা করতে প্রাথমিকভাবে এই টুল ব্যবহার করতে পারবে।
এক সাক্ষাৎকারে পেশাদার অ্যানিমেশন ডিজাইনার ও ইঞ্জিনিয়াররা বলেন, কিফ্রেম দিয়ে তৈরি অ্যানিমেশন এডিট ও নতুন নতুন নির্দেশনার সমন্বয় করে টুলটি দিয়ে নিখুঁত অ্যানিমেশন তৈরি করা সম্ভব। ব্যবহারকারীরা ডিজাইনের বিভিন্ন সংস্করণ তৈরি করতে পারবে। সেই সঙ্গে নতুন নতুন আইডিয়াও পাবে।
একই ধরনের অন্যান্য টুলের চেয়ে কিফ্রেম বেশি শক্তিশালী। কারণ এটি নিখুঁতভাবে ডিজাইনগুলো তৈরি করতে সাহায্য করে এবং এআই সিস্টেম দিয়ে তৈরি সিএসএস কোড ম্যানুয়ালি এডিট করা যাবে।
কিছু প্রযুক্তি বিশ্লেষকদের মতে, পেশাদার ডিজাইনার ও অ্যানিমেটর বাদে সাধারণ মানুষদের জন্য কিফ্রেম বেশি কার্যকরী হবে না।
এমজিআইই ও কিফ্রেম এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে, তাই এই বছরের শেষে নতুন আইওএস আপডেটে খুব বেশি এআই প্রযুক্তির ব্যবহার প্রত্যাশা করা যাচ্ছে না।
এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে অ্যানিমেশন তৈরির ‘কিফ্রেমার’ টুল নিয়ে এল অ্যাপল। টেক্সটের মাধ্যমে নির্দেশনা ও ছবি দিলে টুলটি একটি অ্যানিমেশন তৈরি করে দিতে পারবে।
ছবি এডিটরের এআইভিত্তিক টুল ‘এমজিআইই’ উন্মোচনের কিছুদিন পরেই নতুন এই টুল নিয়ে এল অ্যাপল।
এআইপ্রযুক্তিতে পিছিয়ে থাকার জন্য কোম্পানিটি অনেক সমালোচনার সম্মুখীন হয়। প্রযুক্তিপ্রেমীরা অভিযোগ করে, গুগল ও আমাজনের ডিজিটাল অ্যাসিস্ট্যান্টের মতো বিগত কয়েক বছরে অ্যাপলের সিরি তেমন উন্নত হয়নি। তবে অ্যাপল এক দশকের বেশি সময় ধরে তাদের বিভিন্ন পণ্যে এআই ব্যবহার করছে।
এখন আরও স্পষ্ট যে, কোম্পানিটি চুপিসারে বিভিন্ন এআই প্রকল্প নিয়ে কাজ করছে। প্রকল্পগুলো সম্পূর্ণ প্রস্তুত না হওয়া পর্যন্ত, সেগুলো সম্পর্কে কিছুই প্রচার না করা কোম্পানিটির একটি স্বাভাবিক প্রবণতা।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ভেনচারবিট অ্যাপলের একটি গবেষণাপত্র থেকে এই নতুন টুল সম্পর্কে জানতে পারে। গবেষণাপত্র থেকে জানা যায়, টেক্সটের নির্দেশনার মাধ্যমে কীভাবে গ্রাফিকস পরিবর্তন করে এআই টুলটি। অ্যাপলের কিফ্রেম একটি এআই অ্যানিমেশন টুল যা ব্যবহারকারীদের একটি ছবি ও টেক্সটের মাধ্যমে নির্দেশনা দিয়ে অ্যানিমেশন তৈরির সুবিধা দেয়। যেমন–একটি শনি গ্রহ স্থিরচিত্র দিয়ে গ্রহটি ঘুরছে এমন অ্যানিমেশন তৈরির নির্দেশনা দিতে পারে।
নতুন নতুন আইডিয়া বা ধারণা তৈরির জন্যও এই টুল ব্যবহার করা যাবে। যেমন–আকাশে তারা জ্বলজ্বল করছে এমন তিনটি ডিজাইন তৈরির করার নির্দেশনাও টুলটিকে দেওয়া যাবে। এর মধ্য থেকে পছন্দের ডিজাইনটি ব্যবহারকারীরা বাছাই করতে পারবে।
গবেষণাপত্রে বলা হয়, এটি পেশাদের গ্রাফিকস ডিজাইনদের লক্ষ্য করে তৈরি করা হয়েছে। ডিজাইনাররা দ্রুত নিজেদের আইডিয়াগুলো পরীক্ষা করতে প্রাথমিকভাবে এই টুল ব্যবহার করতে পারবে।
এক সাক্ষাৎকারে পেশাদার অ্যানিমেশন ডিজাইনার ও ইঞ্জিনিয়াররা বলেন, কিফ্রেম দিয়ে তৈরি অ্যানিমেশন এডিট ও নতুন নতুন নির্দেশনার সমন্বয় করে টুলটি দিয়ে নিখুঁত অ্যানিমেশন তৈরি করা সম্ভব। ব্যবহারকারীরা ডিজাইনের বিভিন্ন সংস্করণ তৈরি করতে পারবে। সেই সঙ্গে নতুন নতুন আইডিয়াও পাবে।
একই ধরনের অন্যান্য টুলের চেয়ে কিফ্রেম বেশি শক্তিশালী। কারণ এটি নিখুঁতভাবে ডিজাইনগুলো তৈরি করতে সাহায্য করে এবং এআই সিস্টেম দিয়ে তৈরি সিএসএস কোড ম্যানুয়ালি এডিট করা যাবে।
কিছু প্রযুক্তি বিশ্লেষকদের মতে, পেশাদার ডিজাইনার ও অ্যানিমেটর বাদে সাধারণ মানুষদের জন্য কিফ্রেম বেশি কার্যকরী হবে না।
এমজিআইই ও কিফ্রেম এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে, তাই এই বছরের শেষে নতুন আইওএস আপডেটে খুব বেশি এআই প্রযুক্তির ব্যবহার প্রত্যাশা করা যাচ্ছে না।
২০৩০ সালের মধ্যে ৬ থেকে ৮ মিলিয়ন দক্ষ আইটি পেশাদার তৈরির পরিকল্পনা নিয়েছে সরকার। আজ শনিবার পূর্বাচলের বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে ‘বাংলাদেশ: দ্য ইমার্জিং আইসিটি পাওয়ার হাউস’ শীর্ষক এক সেমিনারে তথ্য ও যোগাযোগ...
৫ ঘণ্টা আগেচলতি বছরে স্মার্টফোন শিল্প অত্যন্ত উদ্ভাবনমুখী হবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসগুলোতে উন্নত ক্যামেরা, বিশেষ এআই ফিচারের পাশাপাশি শক্তিশালী ও বড় আকারের ব্যাটারি দেখতে পাওয়া যাবে। ফ্ল্যাগশিপ ফোন থেকে বাজেট স্মার্টফোনেও এই ধরনের শক্তিশালী ব্যাটারি থাকবে।
১৩ ঘণ্টা আগেগরম খাবার খেতে গিয়ে জিভ পুড়ে যাওয়ার অভিজ্ঞতা কম বেশি সবারই রয়েছে। আবার ব্যস্ততার সময় ফুঁ দিয়ে খাবার বা পানীয় ঠান্ডা করাও একটি বিরক্তির বিষয়। তবে এ ধরনের সমস্যা সমাধানের জন্য ‘নেকোজিতা ক্যাট ফুফু’ নামের ছোট একটি বিড়াল রোবট তৈরি করেছে জাপানের ইয়ুকাই ইঞ্জিনিয়ারিং স্টার্টআপ। কফি, স্যুপ বা অন্য কোনো গরম
১৪ ঘণ্টা আগেচলমান তদন্তের অংশ হিসেবে সোশ্যাল মিডিয়া কোম্পানি এক্স (সাবেক টুইটার)–এর কাছে অ্যাপটির অ্যালগরিদম সিস্টেমের কার্যকারিতা সম্পর্কিত তথ্য চেয়েছে ইউরোপীয় কমিশন। বিশেষত, অ্যালগরিদমের মধ্যে সম্প্রতি যে কোনো পরিবর্তনের বিষয়ে জানতে চেয়েছে কমিশন।
১৯ ঘণ্টা আগে