প্রযুক্তি ডেস্ক
কম্পিউটারে ভাইরাস আক্রমণ নিয়ে আমাদের দুশ্চিন্তার শেষ নেই। ভাইরাস আক্রমণ হলে ডেটা নষ্ট হওয়া থেকে শুরু করে হ্যাক হওয়ার ঝুঁকিও থেকে যায়। তাই ভাইরাস দমনে অ্যান্টিভাইরাস ব্যবহার করা অনেক গুরুত্বপূর্ণ। আমাদের অনেকেই পিসিতে ভাইরাস মোকাবিলায় ‘উইন্ডোজ সিকিউরিটি’ ব্যবহার করেই সন্তুষ্ট থাকি। তবে উইন্ডোজ হতে দেওয়া অ্যান্টিভাইরাসটি নিয়মিত আপডেট পেয়ে উন্নত হতে থাকলেও ভাইরাস ও অন্যান্য ক্ষতিকর জিনিসগুলি থেকে আপনার ডিভাইসকে সম্পূর্ণ সুরক্ষা দেওয়ার জন্য যথেষ্ট নয়। তাই একটি আলাদা অ্যান্টিভাইরাস ডিভাইসে ইনস্টল করে রাখা অনেক গুরুত্বপূর্ণ। বেশির ভাগ অ্যান্টিভাইরাস সফটওয়্যারই টাকা দিয়ে কিনতে হয়। তবে এমন অনেক অ্যান্টিভাইরাস আছে যেগুলোর ফ্রি ভার্সনও ব্যবহারের সুযোগ রয়েছে। কাজ চালিয়ে নেওয়ার জন্য এসব ফ্রি ভার্সনকে যথেষ্ট বলা যায়। এমনই ৫টি অ্যান্টিভাইরাস নিয়ে আলোচনা করা হল।
১. ক্যাসপারস্কি সিকিউরিটি ক্লাউড অ্যান্টিভাইরাস
ক্যাসপারস্কি বিশ্বের অন্যতম জনপ্রিয় এবং বিশ্বাসযোগ্য সাইবার সিকিউরিটি ও অ্যান্টিভাইরাস সফটওয়্যার কোম্পানি। ‘ক্যাসপারস্কি সিকিউরিটি ক্লাউড’ হল ক্যাসপারস্কি এর একটি ফ্রি এবং সাবস্ক্রিপশন ভিত্তিক অ্যান্টিভাইরাস সফটওয়্যার। পিসি এবং মোবাইল–দুটি ডিভাইসেই ব্যবহার করতে পারবেন এই অ্যান্টিভাইরাস। এটি আপনার কম্পিউটার এবং মোবাইল ডিভাইসকে অনলাইন এবং অফলাইন দুই ক্ষেত্রেই সুরক্ষা দিয়ে থাকে। অ্যান্টিভাইরাসটি অনেকটুকুই সুরক্ষা দিয়ে থাকে। তবে আরও উন্নতমানের সুরক্ষার জন্য কিনে নিতে হবে এর প্রিমিয়াম ভার্সন। ক্যাসপারস্কি সিকিউরিটি ক্লাউডে একজন ব্যবহারকারী অ্যান্টিভাইরাস প্রোটেকশন, অন ডিমান্ড ও অন এক্সেস ম্যালওয়্যার স্ক্যান, ওয়েবসাইট প্রোটেকশন, ফিশিং প্রোটেকশনসহ বিভিন্ন সুরক্ষার ফিচার পাবেন।
২. অ্যাভিরা ফ্রি অ্যান্টিভাইরাস
ফ্রি অ্যান্টিভাইরাসগুলির মধ্যে অ্যাভিরা অন্যতম জনপ্রিয় একটি সফটওয়্যার। অ্যাভিরাতে এমন কিছু সিকিউরিটি টুল বা ফিচার পাওয়া যায় যেগুলো সাধারণত পেইড সফটওয়্যারেই দেখা যায়। রিয়েল টাইম স্ক্যানার, র্যানসামওয়্যার অ্যাটাক প্রোটেকশন, ম্যালওয়্যার প্রোটেকশন এবং ব্রাউজার ও অনলাইন প্রোটেকশনসহ অনেক সুরক্ষা ফিচার রয়েছে অ্যাভিরা ফ্রি অ্যান্টিভাইরাসে। সফটওয়্যারটি অনেক হালকা বলে আপনার পিসির স্টোরেজে জায়গা কম নেওয়ার পাশাপাশি র্যামও কম দখল করবে।
৩. বিটডিফেন্ডার অ্যান্টিভাইরাস (ফ্রি সংস্করণ)
বিটডিফেন্ডার ইন্টারনেটে ফ্রি পাওয়া যায় এমন অ্যান্টিভাইরাসগুলোর মধ্যে অন্যতম। এটি অফলাইনের পাশাপাশি অনলাইনে আপনাকে একটি প্রো ভার্সন অ্যান্টিভাইরাসের মতোই সুরক্ষা দেবে। এটি পিসিতে ডাউনলোড করে ইনস্টল করা বেশ সহজ। রিয়েল টাইম থ্রেট ডিটেকশন, ভাইরাস স্ক্যানার এবং ম্যালওয়্যার রিমুভাল, আন্টি ফিশিং এবং অ্যান্টি ফ্রড ওয়েবসহ নানা সুরক্ষা ফিচার দিয়ে থাকে।
৪. অ্যাভাস্ট ফ্রি অ্যান্টিভাইরাস
এভাস্ট ফ্রি অ্যান্টিভাইরাস আপনি ওয়াইফাই সিকিউরিটি স্ক্যান, পাসওয়ার্ড ম্যানেজার, সাইলেন্ট গেমিং মোড এবং র্যানসামওয়্যারের ক্ষেত্রে পাবেন অতিরিক্ত সুরক্ষা। তবে অ্যাভিরার মতো অ্যাভাস্ট হালকা নয়। সে ক্ষেত্রে এটি আপনার স্টোরেজে বেশি জায়গা দখলের পাশাপাশি আপনার পিসি কিংবা ল্যাপটপও ধীর গতির করে দিতে পারে। তবে আপনার পিসি কিংবা ল্যাপটপের কনফিগারেশন ভালো হলে নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন এই অ্যান্টিভাইরাস। এটি অন্যান্য সুবিধার পাশাপাশি ক্ষতিকারক ফাইলযুক্ত ইমেইল থেকেও আপনাকে সুরক্ষা প্রদান করবে।
৫. এভিজি অ্যান্টিভাইরাস
এভিজি অ্যান্টিভাইরাসও বেশ জনপ্রিয় একটি অ্যান্টিভাইরাস। ম্যালওয়্যার থেকে সুরক্ষা, রিয়েল-টাইম আপডেট, ফিশিং থেকে সুরক্ষা, ক্ষতিকর ইমেইল থেকে সুরক্ষাসহ আরও বিভিন্ন সুবিধা পাওয়া যাবে এই অ্যান্টিভাইরাস থেকে। এই অ্যান্টিভাইরাসটিও বেশ হালকা বলে এটি ব্যবহারে আপনার পিসি কিংবা ল্যাপটপ ধীর গতির হয়ে পড়ার কোনো ঝুঁকি নেই।
কম্পিউটারে ভাইরাস আক্রমণ নিয়ে আমাদের দুশ্চিন্তার শেষ নেই। ভাইরাস আক্রমণ হলে ডেটা নষ্ট হওয়া থেকে শুরু করে হ্যাক হওয়ার ঝুঁকিও থেকে যায়। তাই ভাইরাস দমনে অ্যান্টিভাইরাস ব্যবহার করা অনেক গুরুত্বপূর্ণ। আমাদের অনেকেই পিসিতে ভাইরাস মোকাবিলায় ‘উইন্ডোজ সিকিউরিটি’ ব্যবহার করেই সন্তুষ্ট থাকি। তবে উইন্ডোজ হতে দেওয়া অ্যান্টিভাইরাসটি নিয়মিত আপডেট পেয়ে উন্নত হতে থাকলেও ভাইরাস ও অন্যান্য ক্ষতিকর জিনিসগুলি থেকে আপনার ডিভাইসকে সম্পূর্ণ সুরক্ষা দেওয়ার জন্য যথেষ্ট নয়। তাই একটি আলাদা অ্যান্টিভাইরাস ডিভাইসে ইনস্টল করে রাখা অনেক গুরুত্বপূর্ণ। বেশির ভাগ অ্যান্টিভাইরাস সফটওয়্যারই টাকা দিয়ে কিনতে হয়। তবে এমন অনেক অ্যান্টিভাইরাস আছে যেগুলোর ফ্রি ভার্সনও ব্যবহারের সুযোগ রয়েছে। কাজ চালিয়ে নেওয়ার জন্য এসব ফ্রি ভার্সনকে যথেষ্ট বলা যায়। এমনই ৫টি অ্যান্টিভাইরাস নিয়ে আলোচনা করা হল।
১. ক্যাসপারস্কি সিকিউরিটি ক্লাউড অ্যান্টিভাইরাস
ক্যাসপারস্কি বিশ্বের অন্যতম জনপ্রিয় এবং বিশ্বাসযোগ্য সাইবার সিকিউরিটি ও অ্যান্টিভাইরাস সফটওয়্যার কোম্পানি। ‘ক্যাসপারস্কি সিকিউরিটি ক্লাউড’ হল ক্যাসপারস্কি এর একটি ফ্রি এবং সাবস্ক্রিপশন ভিত্তিক অ্যান্টিভাইরাস সফটওয়্যার। পিসি এবং মোবাইল–দুটি ডিভাইসেই ব্যবহার করতে পারবেন এই অ্যান্টিভাইরাস। এটি আপনার কম্পিউটার এবং মোবাইল ডিভাইসকে অনলাইন এবং অফলাইন দুই ক্ষেত্রেই সুরক্ষা দিয়ে থাকে। অ্যান্টিভাইরাসটি অনেকটুকুই সুরক্ষা দিয়ে থাকে। তবে আরও উন্নতমানের সুরক্ষার জন্য কিনে নিতে হবে এর প্রিমিয়াম ভার্সন। ক্যাসপারস্কি সিকিউরিটি ক্লাউডে একজন ব্যবহারকারী অ্যান্টিভাইরাস প্রোটেকশন, অন ডিমান্ড ও অন এক্সেস ম্যালওয়্যার স্ক্যান, ওয়েবসাইট প্রোটেকশন, ফিশিং প্রোটেকশনসহ বিভিন্ন সুরক্ষার ফিচার পাবেন।
২. অ্যাভিরা ফ্রি অ্যান্টিভাইরাস
ফ্রি অ্যান্টিভাইরাসগুলির মধ্যে অ্যাভিরা অন্যতম জনপ্রিয় একটি সফটওয়্যার। অ্যাভিরাতে এমন কিছু সিকিউরিটি টুল বা ফিচার পাওয়া যায় যেগুলো সাধারণত পেইড সফটওয়্যারেই দেখা যায়। রিয়েল টাইম স্ক্যানার, র্যানসামওয়্যার অ্যাটাক প্রোটেকশন, ম্যালওয়্যার প্রোটেকশন এবং ব্রাউজার ও অনলাইন প্রোটেকশনসহ অনেক সুরক্ষা ফিচার রয়েছে অ্যাভিরা ফ্রি অ্যান্টিভাইরাসে। সফটওয়্যারটি অনেক হালকা বলে আপনার পিসির স্টোরেজে জায়গা কম নেওয়ার পাশাপাশি র্যামও কম দখল করবে।
৩. বিটডিফেন্ডার অ্যান্টিভাইরাস (ফ্রি সংস্করণ)
বিটডিফেন্ডার ইন্টারনেটে ফ্রি পাওয়া যায় এমন অ্যান্টিভাইরাসগুলোর মধ্যে অন্যতম। এটি অফলাইনের পাশাপাশি অনলাইনে আপনাকে একটি প্রো ভার্সন অ্যান্টিভাইরাসের মতোই সুরক্ষা দেবে। এটি পিসিতে ডাউনলোড করে ইনস্টল করা বেশ সহজ। রিয়েল টাইম থ্রেট ডিটেকশন, ভাইরাস স্ক্যানার এবং ম্যালওয়্যার রিমুভাল, আন্টি ফিশিং এবং অ্যান্টি ফ্রড ওয়েবসহ নানা সুরক্ষা ফিচার দিয়ে থাকে।
৪. অ্যাভাস্ট ফ্রি অ্যান্টিভাইরাস
এভাস্ট ফ্রি অ্যান্টিভাইরাস আপনি ওয়াইফাই সিকিউরিটি স্ক্যান, পাসওয়ার্ড ম্যানেজার, সাইলেন্ট গেমিং মোড এবং র্যানসামওয়্যারের ক্ষেত্রে পাবেন অতিরিক্ত সুরক্ষা। তবে অ্যাভিরার মতো অ্যাভাস্ট হালকা নয়। সে ক্ষেত্রে এটি আপনার স্টোরেজে বেশি জায়গা দখলের পাশাপাশি আপনার পিসি কিংবা ল্যাপটপও ধীর গতির করে দিতে পারে। তবে আপনার পিসি কিংবা ল্যাপটপের কনফিগারেশন ভালো হলে নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন এই অ্যান্টিভাইরাস। এটি অন্যান্য সুবিধার পাশাপাশি ক্ষতিকারক ফাইলযুক্ত ইমেইল থেকেও আপনাকে সুরক্ষা প্রদান করবে।
৫. এভিজি অ্যান্টিভাইরাস
এভিজি অ্যান্টিভাইরাসও বেশ জনপ্রিয় একটি অ্যান্টিভাইরাস। ম্যালওয়্যার থেকে সুরক্ষা, রিয়েল-টাইম আপডেট, ফিশিং থেকে সুরক্ষা, ক্ষতিকর ইমেইল থেকে সুরক্ষাসহ আরও বিভিন্ন সুবিধা পাওয়া যাবে এই অ্যান্টিভাইরাস থেকে। এই অ্যান্টিভাইরাসটিও বেশ হালকা বলে এটি ব্যবহারে আপনার পিসি কিংবা ল্যাপটপ ধীর গতির হয়ে পড়ার কোনো ঝুঁকি নেই।
এক্সের (সাবেক টুইটার) প্রতিদ্বন্দ্বী মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম থ্রেডসের অ্যালগরিদম পরিবর্তন করল মেটা। এর ফলে যেসব অ্যাকাউন্ট ব্যবহারকারীরা ফলো করেন সেগুলোর কনটেন্টই বেশি দেখানো হবে। গত বৃহস্পতিবার থেকে ফিচারটি চালু হয়।
১০ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা টাইম ম্যাগাজিন–এর কভারে ধনকুবের ইলন মাস্কের ‘টু ডু লিস্ট’ বা দিনের কাজের তালিকা প্রকাশ করেছে। তবে এটি মাস্কের ব্যক্তিগত চেকলিস্ট নয় বলে স্পষ্টভাবে জানিয়েছেন মাস্ক।
১১ ঘণ্টা আগেটাইপ করার চেয়ে ভয়েস মেসেজ পাঠানো বেশ সহজ। তবে অনেক সময় ভয়েস মেসেজ সবার সামনে শোনা যায় না। সে ক্ষেত্রে মেসেজ না শুনে রিপ্লাই–ও দেওয়া যায়না। এই সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য মেসেজ ট্রান্সক্রাইব ফিচার যুক্ত করল হোয়াটসঅ্যাপ। এই ফিচারের মাধ্যমে ভয়েস মেসেজগুলো সহজে টেক্সটে রূপান্তর করা যাবে।
১২ ঘণ্টা আগেনিয়মিত নতুন উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তি দিয়ে বিশ্বকে চমকে দেওয়ার জন্য পরিচিত জাপান। এবার ‘মানুষ ধোয়ার মেশিন’ তৈরি করে তাক লাগিয়ে দিল দেশটি। এটি মানুষ গোসলের জন্য ব্যবহার করতে পারবে। যন্ত্রটির কার্যকারিতা ও ডিজাইন দেখে একে ‘মানুষ ধোয়ার ওয়াশিং মেশিন’ বলে আখ্যা দিয়েছে অনেকই।
১৩ ঘণ্টা আগে