অনলাইন ডেস্ক
টিন্ডার অ্যাপে ভার্চুয়াল ডেটিংয়ের অভিনব পদ্ধতি ব্যবহার করেছেন রুশ নাগরিক আলেক্সান্ডার জাদান। ওপেনএআই কোম্পানির এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক জিপিটির লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ব্যবহার করে একাধারে ৫ হাজার নারীর সঙ্গে চ্যাট করেছেন তিনি। নিজের মতো করে সাজানো মডেল ব্যবহার করে জীবনসঙ্গীর সন্ধান পেয়েছেন জাদান।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গিজমোডো এক প্রতিবেদনে বলছে, বাস্তব জীবনে ডেটিংয়ের জন্য নারীদের প্রোফাইল ফিল্টার করতে জাদান এই প্রোগ্রাম ব্যবহার করেন। অ্যালকোহলের ছবি সংযুক্ত নারীদের প্রোফাইলে ডেটিংয়ের তালিকা থেকে স্বয়ংক্রিয়ভাবে বাদ পড়ে। এই পদ্ধতি ব্যবহার করেই জীবনসঙ্গী স্ত্রী কারিনা ভ্যায়ালশাকায়েভাকে খুঁজে পেলেন জাদান।
২০২২ সালের ডিসেম্বরে কারিনার সঙ্গে জিদানের টিন্ডার প্রোফাইল ম্যাচ হয়। সম্পর্কের শুরুর প্রথম কয়েক মাস না জেতেই এআই চ্যাটবটের সঙ্গে চ্যাট করেন কারিনা। কিছুদিন পর জাদান নিজেই কারিনার সঙ্গে চ্যাট করেন আর বাস্তব জগতে একে অপরের সঙ্গে দেখা-সাক্ষাৎ শুরু করেন। বিষয়টি জানার পর কারিনার রাগ হয়নি, তবে তিনি অবাক হয়েছিলেন।
জাদান বলেন, প্রাথমিকভাবে তাঁর বিয়ের কোনো পরিকল্পনা ছিল না। বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য এআই মডেলই তাঁকে পরামর্শ দেয় ।
জাদানের অভিনব ডেটিং পদ্ধতি নিয়ে কারিনা বলেন, জাদান এই কাজে অনেক সময় ব্যয় করেছেন। যুক্তিসংগত উপায়ে এটি ব্যবহার করা হয়েছে বলে কারিনার আপত্তি নেই।
তিনি আরও বলেন, ‘আমি মনে করি, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমাদের বাস্তব জীবনের সম্পর্ক, যা অনেক চমৎকার।’
টিন্ডার অ্যাপে ভার্চুয়াল ডেটিংয়ের অভিনব পদ্ধতি ব্যবহার করেছেন রুশ নাগরিক আলেক্সান্ডার জাদান। ওপেনএআই কোম্পানির এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক জিপিটির লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ব্যবহার করে একাধারে ৫ হাজার নারীর সঙ্গে চ্যাট করেছেন তিনি। নিজের মতো করে সাজানো মডেল ব্যবহার করে জীবনসঙ্গীর সন্ধান পেয়েছেন জাদান।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গিজমোডো এক প্রতিবেদনে বলছে, বাস্তব জীবনে ডেটিংয়ের জন্য নারীদের প্রোফাইল ফিল্টার করতে জাদান এই প্রোগ্রাম ব্যবহার করেন। অ্যালকোহলের ছবি সংযুক্ত নারীদের প্রোফাইলে ডেটিংয়ের তালিকা থেকে স্বয়ংক্রিয়ভাবে বাদ পড়ে। এই পদ্ধতি ব্যবহার করেই জীবনসঙ্গী স্ত্রী কারিনা ভ্যায়ালশাকায়েভাকে খুঁজে পেলেন জাদান।
২০২২ সালের ডিসেম্বরে কারিনার সঙ্গে জিদানের টিন্ডার প্রোফাইল ম্যাচ হয়। সম্পর্কের শুরুর প্রথম কয়েক মাস না জেতেই এআই চ্যাটবটের সঙ্গে চ্যাট করেন কারিনা। কিছুদিন পর জাদান নিজেই কারিনার সঙ্গে চ্যাট করেন আর বাস্তব জগতে একে অপরের সঙ্গে দেখা-সাক্ষাৎ শুরু করেন। বিষয়টি জানার পর কারিনার রাগ হয়নি, তবে তিনি অবাক হয়েছিলেন।
জাদান বলেন, প্রাথমিকভাবে তাঁর বিয়ের কোনো পরিকল্পনা ছিল না। বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য এআই মডেলই তাঁকে পরামর্শ দেয় ।
জাদানের অভিনব ডেটিং পদ্ধতি নিয়ে কারিনা বলেন, জাদান এই কাজে অনেক সময় ব্যয় করেছেন। যুক্তিসংগত উপায়ে এটি ব্যবহার করা হয়েছে বলে কারিনার আপত্তি নেই।
তিনি আরও বলেন, ‘আমি মনে করি, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমাদের বাস্তব জীবনের সম্পর্ক, যা অনেক চমৎকার।’
অ্যাপল তার আইফোন, আইপ্যাড ও ম্যাক কম্পিউটারের জন্য অপারেটিং সিস্টেমগুলোর ডিজাইনে একটি উল্লেখযোগ্য পরিবর্তন আনার পরিকল্পনা করছে। আইওএস–১৯, আইপ্যাড–১৯ ও ম্যাকওএস–১৬-এর নতুন সংস্করণগুলো ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করার জন্য একটি নতুন ইন্টারফেস আনবে।
১২ ঘণ্টা আগেবিশ্বের অধিকাংশ কিশোর–কিশোরীদের টিকটক অ্যাকাউন্ট রয়েছে। বর্তমানে অ্যাপটি তরুণদের রাতের বেলা ‘ডুমস্ক্রোলিং’ (অর্থাৎ, অযথা স্ক্রল করা) থামানোর জন্য নতুন একটি ফিচার নিয়ে আসছে। এই ফিচারের মাধ্যমে রাতের বেলা কিশোর–কিশোরদের অ্যাকাউন্টে ভিডিও দেখানোর পরিবর্তে সম্পূর্ণে স্ক্রিনে একটি মেসেজ দেখাবে। এই মেসেজ
১৩ ঘণ্টা আগেডিজিটাল যুগে আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে স্মার্টফোন। সামাজিক যোগাযোগ মাধ্যমের আপডেট, মেসেজ, ইমেইলের—প্রতিটি নোটিফিকেশনের জন্য উন্মুখ হয়ে থাকেন অনেকেই। প্রথমে মনে হয়—এটা হয়তো এক ধরনের স্বাভাবিক অভ্যাস। তবে প্রতিটি নোটিফিকেশনের শব্দ বা ভাইব্রেশন আসলে মনের গভীরে থাকা কিছু অজানা উদ্বেগকে বাড়ি
১৩ ঘণ্টা আগেশক্তিশালী গোয়েন্দা স্যাটেলাইট তৈরি করেছে চীনের বিজ্ঞানীরা। এটি লেজার ইমেজিং প্রযুক্তির মাধ্যমে ১০০ কিলোমিটার (৬০ মাইল) ওপর থেকে মানুষের চেহারার বিস্তারিত ছবি তুলতে পারে। চীনের সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রযুক্তি বর্তমানের শীর্ষস্থানীয় স্যাটেলাইট
১৮ ঘণ্টা আগে