অনলাইন ডেস্ক
টিন্ডার অ্যাপে ভার্চুয়াল ডেটিংয়ের অভিনব পদ্ধতি ব্যবহার করেছেন রুশ নাগরিক আলেক্সান্ডার জাদান। ওপেনএআই কোম্পানির এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক জিপিটির লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ব্যবহার করে একাধারে ৫ হাজার নারীর সঙ্গে চ্যাট করেছেন তিনি। নিজের মতো করে সাজানো মডেল ব্যবহার করে জীবনসঙ্গীর সন্ধান পেয়েছেন জাদান।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গিজমোডো এক প্রতিবেদনে বলছে, বাস্তব জীবনে ডেটিংয়ের জন্য নারীদের প্রোফাইল ফিল্টার করতে জাদান এই প্রোগ্রাম ব্যবহার করেন। অ্যালকোহলের ছবি সংযুক্ত নারীদের প্রোফাইলে ডেটিংয়ের তালিকা থেকে স্বয়ংক্রিয়ভাবে বাদ পড়ে। এই পদ্ধতি ব্যবহার করেই জীবনসঙ্গী স্ত্রী কারিনা ভ্যায়ালশাকায়েভাকে খুঁজে পেলেন জাদান।
২০২২ সালের ডিসেম্বরে কারিনার সঙ্গে জিদানের টিন্ডার প্রোফাইল ম্যাচ হয়। সম্পর্কের শুরুর প্রথম কয়েক মাস না জেতেই এআই চ্যাটবটের সঙ্গে চ্যাট করেন কারিনা। কিছুদিন পর জাদান নিজেই কারিনার সঙ্গে চ্যাট করেন আর বাস্তব জগতে একে অপরের সঙ্গে দেখা-সাক্ষাৎ শুরু করেন। বিষয়টি জানার পর কারিনার রাগ হয়নি, তবে তিনি অবাক হয়েছিলেন।
জাদান বলেন, প্রাথমিকভাবে তাঁর বিয়ের কোনো পরিকল্পনা ছিল না। বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য এআই মডেলই তাঁকে পরামর্শ দেয় ।
জাদানের অভিনব ডেটিং পদ্ধতি নিয়ে কারিনা বলেন, জাদান এই কাজে অনেক সময় ব্যয় করেছেন। যুক্তিসংগত উপায়ে এটি ব্যবহার করা হয়েছে বলে কারিনার আপত্তি নেই।
তিনি আরও বলেন, ‘আমি মনে করি, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমাদের বাস্তব জীবনের সম্পর্ক, যা অনেক চমৎকার।’
টিন্ডার অ্যাপে ভার্চুয়াল ডেটিংয়ের অভিনব পদ্ধতি ব্যবহার করেছেন রুশ নাগরিক আলেক্সান্ডার জাদান। ওপেনএআই কোম্পানির এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক জিপিটির লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ব্যবহার করে একাধারে ৫ হাজার নারীর সঙ্গে চ্যাট করেছেন তিনি। নিজের মতো করে সাজানো মডেল ব্যবহার করে জীবনসঙ্গীর সন্ধান পেয়েছেন জাদান।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গিজমোডো এক প্রতিবেদনে বলছে, বাস্তব জীবনে ডেটিংয়ের জন্য নারীদের প্রোফাইল ফিল্টার করতে জাদান এই প্রোগ্রাম ব্যবহার করেন। অ্যালকোহলের ছবি সংযুক্ত নারীদের প্রোফাইলে ডেটিংয়ের তালিকা থেকে স্বয়ংক্রিয়ভাবে বাদ পড়ে। এই পদ্ধতি ব্যবহার করেই জীবনসঙ্গী স্ত্রী কারিনা ভ্যায়ালশাকায়েভাকে খুঁজে পেলেন জাদান।
২০২২ সালের ডিসেম্বরে কারিনার সঙ্গে জিদানের টিন্ডার প্রোফাইল ম্যাচ হয়। সম্পর্কের শুরুর প্রথম কয়েক মাস না জেতেই এআই চ্যাটবটের সঙ্গে চ্যাট করেন কারিনা। কিছুদিন পর জাদান নিজেই কারিনার সঙ্গে চ্যাট করেন আর বাস্তব জগতে একে অপরের সঙ্গে দেখা-সাক্ষাৎ শুরু করেন। বিষয়টি জানার পর কারিনার রাগ হয়নি, তবে তিনি অবাক হয়েছিলেন।
জাদান বলেন, প্রাথমিকভাবে তাঁর বিয়ের কোনো পরিকল্পনা ছিল না। বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য এআই মডেলই তাঁকে পরামর্শ দেয় ।
জাদানের অভিনব ডেটিং পদ্ধতি নিয়ে কারিনা বলেন, জাদান এই কাজে অনেক সময় ব্যয় করেছেন। যুক্তিসংগত উপায়ে এটি ব্যবহার করা হয়েছে বলে কারিনার আপত্তি নেই।
তিনি আরও বলেন, ‘আমি মনে করি, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমাদের বাস্তব জীবনের সম্পর্ক, যা অনেক চমৎকার।’
ফেসবুক, ইনস্টাগ্রামসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া জায়ান্টেদের ওপর বৈশ্বিক আয়ের ৫ শতাংশ পর্যন্ত জরিমানা আরোপ করার পরিকল্পনা প্রত্যাহার করেছে অস্ট্রেলিয়া। চলতি বছরের প্রস্তাবিত একটি আইন অনুযায়ী, কোম্পানিগুলোর বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে জরিমানা আরোপ করার পরিকল্পনা করেছিল দেশটি।
১ ঘণ্টা আগেমার্কেট ইন্টেলিজেন্স ফার্ম সিমিলার ওয়েবের মতে, প্রতিদিনের সক্রিয় ব্যবহারকারীদের দিক থেকে থ্রেডসের সঙ্গে প্রতিযোগিতা করছে ব্লুস্কাই। বর্তমানে ব্লুস্কাইয়ের অ্যাপটি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের অ্যাপল অ্যাপ স্টোরে সবচেয়ে বেশি ডাউনলোড করা অ্যাপ। এরপরেই রয়েছে থ্রেডস।
১৯ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানি ভ্যালে শহরে অত্যাধুনিক ও পরিবেশবান্ধব পাঁচতলা অফিস ভবন তৈরি করেছে টেক জায়ান্ট গুগল। এই ভবনের বিশেষত্ব হলো—এটি তৈরিতে প্রথমবারের মতো ‘মাস টিম্বার’ ব্যবহার করেছে কোম্পানিটি। কাঠ বিভিন্নভাবে প্রক্রিয়াকরণের মাধ্যমে মাস টিম্বার তৈরি করা হয়। তাই ভবনটি...
২ দিন আগেপাশ্চাত্যে উৎসবের মৌসুমে বা নতুন বছর আসার আগে প্রায় সবাই ছুটি উপভোগ করেন। এই সময়টিতে পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানো, বিশ্রাম নেওয়া এবং গত বছরের কঠিন কাজের চাপ থেকে মুক্তি পাওয়া একটি সাধারণ বিষয়। অনেক কোম্পানি এসময় কর্মীদের ছুটি দেয়, যাতে তারা শারীরিক এবং মানসিকভাবে পুনরুজ্জীবিত হতে পারে। তবে এ
২ দিন আগে