প্রযুক্তি ডেস্ক
উইন্ডোজ-১১ হ্যাকের জন্য নানা কৌশল কাজে লাগাচ্ছে হ্যাকাররা। মাইক্রোসফটের আপডেটেড সব ফিচারের সমন্বয় উইন্ডোজ-১১। অ্যান্ড্রয়েড অ্যাপও ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছে এই অপারেটিং সিস্টেমে। ফলে মানুষ উইন্ডোজ-১১–এর স্টার্ট মেনুসহ অভ্যন্তরীণ সেটআপ নিয়ে বেশ আগ্রহী হয়ে উঠেছে। এই আগ্রহ থেকে উইন্ডোজ-১১ বেটা সংস্করণ অনেকেই ডাউনলোড করছেন।
এ বিষয়ে মাইক্রোসফট এক বিবৃতিতে জানিয়েছে, উইন্ডোজ-১১ বেটা সংস্করণ ডাউনলোড আগের চেয়ে বেড়েছে। এই সুযোগকে নানাভাবে কাজে লাগাচ্ছে হ্যাকাররা। তারা উইন্ডোজ-১১–এর নকল ডাউনলোড লিংক তৈরি করে ছড়িয়ে দিচ্ছে। যেসব মানুষ না বুঝে এসব লিংক থেকে ডাউনলোড করছেন, তাঁদের বিপদে পড়ার আশঙ্কা রয়েছে।
কম্পিউটারের জন্য অ্যান্টিভাইরাস প্রস্তুতকারক বেশ কিছু প্রতিষ্ঠানের প্রতিবেদনে বলা হয়েছে, উইন্ডোজ-১১ ডাউনলোডের পরিমাণ বৃদ্ধির কারণে কম্পিউটারগুলোতে অ্যাডওয়্যার এবং সেই সম্পর্কিত ম্যালওয়্যারের সংখ্যা অনেক বেড়েছে। হ্যাকাররা ব্যবহারকারীদের কাছে উইন্ডোজ-১১ এর ইনস্টলার লিংক সরবরাহ করছে। পাশাপাশি প্রতিশ্রুতি দিচ্ছে, এই লিংকের সাহায্যে উইন্ডোজ-১১ ইনস্টল করতে গেলে মাইক্রোসফট-এর ইনসাইডার টেস্টিং বাইপাস করা যাবে। আর এই উইন্ডোজ-১১ কেউ ইনস্টল করলে হ্যাকারদের অধীনে চলে যাচ্ছে ব্যবহারকারীর কম্পিউটারটি।
মাইক্রোসফট-এর থ্রেট রিসার্চ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, মাইক্রোসফট উইন্ডোজ-১১ ডাউনলোড ও ইনস্টলের পদ্ধতি ব্যবহারকারীদের জন্য খুবই সহজ করে দিয়েছে। তারপরও অনেকেই অন্য সোর্স থেকে উইন্ডোজ-১১ ডাউনলোড ও ইনস্টল করছেন। ফলে হ্যাকারদের কাজ আরও সহজ হয়ে যাচ্ছে। এ ক্ষেত্রে একমাত্র মাইক্রোসফট-এর ওয়েবসাইট থেকেই উইন্ডোজ-১১ ডাউনলোড ও ইনস্টল করার অনুরোধ জানিয়েছে প্রতিষ্ঠানটি। যদি কোনো কারণে ব্যবহারকারীর কম্পিউটারে তা ডাউনলোড বা ইনস্টল না হয়, সে ক্ষেত্রে অপেক্ষা করতে হবে। কারণ, শিগগিরই সবার জন্য উইন্ডোজ-১১ ডাউনলোডের লিংক উন্মুক্ত করে দেওয়া হবে।
উইন্ডোজ-১১ হ্যাকের জন্য নানা কৌশল কাজে লাগাচ্ছে হ্যাকাররা। মাইক্রোসফটের আপডেটেড সব ফিচারের সমন্বয় উইন্ডোজ-১১। অ্যান্ড্রয়েড অ্যাপও ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছে এই অপারেটিং সিস্টেমে। ফলে মানুষ উইন্ডোজ-১১–এর স্টার্ট মেনুসহ অভ্যন্তরীণ সেটআপ নিয়ে বেশ আগ্রহী হয়ে উঠেছে। এই আগ্রহ থেকে উইন্ডোজ-১১ বেটা সংস্করণ অনেকেই ডাউনলোড করছেন।
এ বিষয়ে মাইক্রোসফট এক বিবৃতিতে জানিয়েছে, উইন্ডোজ-১১ বেটা সংস্করণ ডাউনলোড আগের চেয়ে বেড়েছে। এই সুযোগকে নানাভাবে কাজে লাগাচ্ছে হ্যাকাররা। তারা উইন্ডোজ-১১–এর নকল ডাউনলোড লিংক তৈরি করে ছড়িয়ে দিচ্ছে। যেসব মানুষ না বুঝে এসব লিংক থেকে ডাউনলোড করছেন, তাঁদের বিপদে পড়ার আশঙ্কা রয়েছে।
কম্পিউটারের জন্য অ্যান্টিভাইরাস প্রস্তুতকারক বেশ কিছু প্রতিষ্ঠানের প্রতিবেদনে বলা হয়েছে, উইন্ডোজ-১১ ডাউনলোডের পরিমাণ বৃদ্ধির কারণে কম্পিউটারগুলোতে অ্যাডওয়্যার এবং সেই সম্পর্কিত ম্যালওয়্যারের সংখ্যা অনেক বেড়েছে। হ্যাকাররা ব্যবহারকারীদের কাছে উইন্ডোজ-১১ এর ইনস্টলার লিংক সরবরাহ করছে। পাশাপাশি প্রতিশ্রুতি দিচ্ছে, এই লিংকের সাহায্যে উইন্ডোজ-১১ ইনস্টল করতে গেলে মাইক্রোসফট-এর ইনসাইডার টেস্টিং বাইপাস করা যাবে। আর এই উইন্ডোজ-১১ কেউ ইনস্টল করলে হ্যাকারদের অধীনে চলে যাচ্ছে ব্যবহারকারীর কম্পিউটারটি।
মাইক্রোসফট-এর থ্রেট রিসার্চ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, মাইক্রোসফট উইন্ডোজ-১১ ডাউনলোড ও ইনস্টলের পদ্ধতি ব্যবহারকারীদের জন্য খুবই সহজ করে দিয়েছে। তারপরও অনেকেই অন্য সোর্স থেকে উইন্ডোজ-১১ ডাউনলোড ও ইনস্টল করছেন। ফলে হ্যাকারদের কাজ আরও সহজ হয়ে যাচ্ছে। এ ক্ষেত্রে একমাত্র মাইক্রোসফট-এর ওয়েবসাইট থেকেই উইন্ডোজ-১১ ডাউনলোড ও ইনস্টল করার অনুরোধ জানিয়েছে প্রতিষ্ঠানটি। যদি কোনো কারণে ব্যবহারকারীর কম্পিউটারে তা ডাউনলোড বা ইনস্টল না হয়, সে ক্ষেত্রে অপেক্ষা করতে হবে। কারণ, শিগগিরই সবার জন্য উইন্ডোজ-১১ ডাউনলোডের লিংক উন্মুক্ত করে দেওয়া হবে।
মার্কেট ইন্টেলিজেন্স ফার্ম সিমিলার ওয়েবের মতে, প্রতিদিনের সক্রিয় ব্যবহারকারীদের দিক থেকে থ্রেডসের সঙ্গে প্রতিযোগিতা করছে ব্লুস্কাই। বর্তমানে ব্লুস্কাইয়ের অ্যাপটি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের অ্যাপল অ্যাপ স্টোরে সবচেয়ে বেশি ডাউনলোড করা অ্যাপ। এরপরেই রয়েছে থ্রেডস।
১১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানি ভ্যালে শহরে অত্যাধুনিক ও পরিবেশবান্ধব পাঁচতলা অফিস ভবন তৈরি করেছে টেক জায়ান্ট গুগল। এই ভবনের বিশেষত্ব হলো—এটি তৈরিতে প্রথমবারের মতো ‘মাস টিম্বার’ ব্যবহার করেছে কোম্পানিটি। কাঠ বিভিন্নভাবে প্রক্রিয়াকরণের মাধ্যমে মাস টিম্বার তৈরি করা হয়। তাই ভবনটি...
১ দিন আগেপাশ্চাত্যে উৎসবের মৌসুমে বা নতুন বছর আসার আগে প্রায় সবাই ছুটি উপভোগ করেন। এই সময়টিতে পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানো, বিশ্রাম নেওয়া এবং গত বছরের কঠিন কাজের চাপ থেকে মুক্তি পাওয়া একটি সাধারণ বিষয়। অনেক কোম্পানি এসময় কর্মীদের ছুটি দেয়, যাতে তারা শারীরিক এবং মানসিকভাবে পুনরুজ্জীবিত হতে পারে। তবে এ
২ দিন আগেদৈনন্দিন জীবনে ব্যবহারে জন্য টেকসই স্মার্টফোনের চাহিদা অনেক বেশি। এজন্য মিড রেঞ্জের টেকসই স্মার্টফোন ‘অনার এক্স ৯ সি’ উন্মোচন করেছে অনার। এই মডেল গত অক্টোবর মাসে লঞ্চ হওয়া এক্স ৯ বি–এর উত্তরসূরি। ফোনটি হাত থেকে পড়ে গেলেও অক্ষত থাকবে বলে কোম্পানিটি দাবি করছে। ফোনটির ব্যাটারি চার্জ ২ শতাংশে নেমে আসে ত
২ দিন আগে