প্রযুক্তি ডেস্ক
আজ (১৮ এপ্রিল) মুম্বাইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সে ভারতের প্রথম অ্যাপল স্টোর উদ্বোধন করেছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুক। এই স্টোর উদ্বোধন করতেই মূলত কুক ভারত সফর করছেন। আগামী বৃহস্পতিবার দিল্লিতে দ্বিতীয় অ্যাপল স্টোর উদ্বোধন করা হবে।
সিএননের প্রতিবেদন অনুযায়ী, ভারতে অ্যাপল ২৫ বছর ধরে তাঁদের কার্যক্রম পরিচালনা করছে। বাজার বিশ্লেষকেরা বলছেন, ভারতে অ্যাপল ব্র্যান্ডের পর পর দুটি স্টোর উদ্বোধন ভারতে অ্যাপলের বিশেষ পরিকল্পনার ইঙ্গিত দিচ্ছে।
ভারতে বিদেশি পণ্য বিক্রি করতে কঠোর নিয়মনীতি মেনে সরকারি অনুমতি নিতে হয়। ফলে ভারতে স্টোর খুলতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে অ্যাপলকে।
গত সোমবার (১৭ এপ্রিল) একটি বিবৃতিতে কুক ভারতে অ্যাপলের চলমান সম্প্রসারণের দিকে ইঙ্গিত করে বলেন, নতুন এই উদ্বোধনের বছরটি ভারতে অ্যাপলের কার্যক্রমের ২৫ তম বছরের সঙ্গে মিলে গেছে।
কুক বলেন, ‘ভারতের অনেক সুন্দর সংস্কৃতি রয়েছে। আমরা এখানে আমাদের দীর্ঘস্থায়ী ইতিহাস তৈরি করতে উৎসাহী। আমরা আমাদের গ্রাহকদের সমর্থন, স্থানীয় সম্প্রদায়গুলিতে বিনিয়োগ এবং একটি ভালো ভবিষ্যৎ গড়তে চাই।’
অ্যাপল জানিয়েছে, স্টোরটি ২২ হাজার স্কয়ারফিট জায়গাজুড়ে থাকবে। গত জানুয়ারি থেকেই বিক্রয়কেন্দ্রের বিভিন্ন পদে নিয়োগ দেওয়া শুরু হয়েছে। ২০২১ সালে এটি খোলার পরিকল্পনা থাকলেও করোনার কারণে সম্ভব হয়নি।
বান্দ্রা কুরলা কমপ্লেক্সের অ্যাপল স্টোর থেকে গ্রাহকেরা লেটেস্ট আইফোন ১৪ মডেল, ম্যাকবুক, আইপ্যাড, এয়ারকম, অ্যাপল ঘড়ি, অ্যাপল টিভি এবং হোমপডসহ বিভিন্ন পণ্য কিনতে পারবেন। এ ছাড়া, অ্যাপলের বিভিন্ন সেবাও পাওয়া যাবে।
আজ (১৮ এপ্রিল) মুম্বাইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সে ভারতের প্রথম অ্যাপল স্টোর উদ্বোধন করেছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুক। এই স্টোর উদ্বোধন করতেই মূলত কুক ভারত সফর করছেন। আগামী বৃহস্পতিবার দিল্লিতে দ্বিতীয় অ্যাপল স্টোর উদ্বোধন করা হবে।
সিএননের প্রতিবেদন অনুযায়ী, ভারতে অ্যাপল ২৫ বছর ধরে তাঁদের কার্যক্রম পরিচালনা করছে। বাজার বিশ্লেষকেরা বলছেন, ভারতে অ্যাপল ব্র্যান্ডের পর পর দুটি স্টোর উদ্বোধন ভারতে অ্যাপলের বিশেষ পরিকল্পনার ইঙ্গিত দিচ্ছে।
ভারতে বিদেশি পণ্য বিক্রি করতে কঠোর নিয়মনীতি মেনে সরকারি অনুমতি নিতে হয়। ফলে ভারতে স্টোর খুলতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে অ্যাপলকে।
গত সোমবার (১৭ এপ্রিল) একটি বিবৃতিতে কুক ভারতে অ্যাপলের চলমান সম্প্রসারণের দিকে ইঙ্গিত করে বলেন, নতুন এই উদ্বোধনের বছরটি ভারতে অ্যাপলের কার্যক্রমের ২৫ তম বছরের সঙ্গে মিলে গেছে।
কুক বলেন, ‘ভারতের অনেক সুন্দর সংস্কৃতি রয়েছে। আমরা এখানে আমাদের দীর্ঘস্থায়ী ইতিহাস তৈরি করতে উৎসাহী। আমরা আমাদের গ্রাহকদের সমর্থন, স্থানীয় সম্প্রদায়গুলিতে বিনিয়োগ এবং একটি ভালো ভবিষ্যৎ গড়তে চাই।’
অ্যাপল জানিয়েছে, স্টোরটি ২২ হাজার স্কয়ারফিট জায়গাজুড়ে থাকবে। গত জানুয়ারি থেকেই বিক্রয়কেন্দ্রের বিভিন্ন পদে নিয়োগ দেওয়া শুরু হয়েছে। ২০২১ সালে এটি খোলার পরিকল্পনা থাকলেও করোনার কারণে সম্ভব হয়নি।
বান্দ্রা কুরলা কমপ্লেক্সের অ্যাপল স্টোর থেকে গ্রাহকেরা লেটেস্ট আইফোন ১৪ মডেল, ম্যাকবুক, আইপ্যাড, এয়ারকম, অ্যাপল ঘড়ি, অ্যাপল টিভি এবং হোমপডসহ বিভিন্ন পণ্য কিনতে পারবেন। এ ছাড়া, অ্যাপলের বিভিন্ন সেবাও পাওয়া যাবে।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানি ভ্যালে শহরে অত্যাধুনিক ও পরিবেশবান্ধব পাঁচতলা অফিস ভবন তৈরি করেছে টেক জায়ান্ট গুগল। এই ভবনের বিশেষত্ব হলো—এটি তৈরিতে প্রথমবারের মতো ‘মাস টিম্বার’ ব্যবহার করেছে কোম্পানিটি। কাঠ বিভিন্নভাবে প্রক্রিয়াকরণের মাধ্যমে মাস টিম্বার তৈরি করা হয়। তাই ভবনটি...
১৮ ঘণ্টা আগেপাশ্চাত্যে উৎসবের মৌসুমে বা নতুন বছর আসার আগে প্রায় সবাই ছুটি উপভোগ করেন। এই সময়টিতে পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানো, বিশ্রাম নেওয়া এবং গত বছরের কঠিন কাজের চাপ থেকে মুক্তি পাওয়া একটি সাধারণ বিষয়। অনেক কোম্পানি এসময় কর্মীদের ছুটি দেয়, যাতে তারা শারীরিক এবং মানসিকভাবে পুনরুজ্জীবিত হতে পারে। তবে এ
২০ ঘণ্টা আগেদৈনন্দিন জীবনে ব্যবহারে জন্য টেকসই স্মার্টফোনের চাহিদা অনেক বেশি। এজন্য মিড রেঞ্জের টেকসই স্মার্টফোন ‘অনার এক্স ৯ সি’ উন্মোচন করেছে অনার। এই মডেল গত অক্টোবর মাসে লঞ্চ হওয়া এক্স ৯ বি–এর উত্তরসূরি। ফোনটি হাত থেকে পড়ে গেলেও অক্ষত থাকবে বলে কোম্পানিটি দাবি করছে। ফোনটির ব্যাটারি চার্জ ২ শতাংশে নেমে আসে ত
২০ ঘণ্টা আগেইলন মাস্কের মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম এক্স–এর মতো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ফিচার নিয়ে পরীক্ষা নিয়ে করছে মেটার থ্রেডস। ফিচারটি এআই ব্যবহার করে ট্রেন্ডিং বিষয়গুলো সারসংক্ষেপ তৈরি করে দেবে।
১ দিন আগে