Ajker Patrika

ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব চালুর আগেও পাঠানো যেত ই-মেইল

প্রযুক্তি ডেস্ক
আপডেট : ০২ মার্চ ২০২৩, ১৭: ৪৭
ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব চালুর আগেও পাঠানো যেত ই-মেইল

ই-মেইল করা এখন বেশ সহজ একটা কাজ। কেউ ই-মেইল করতে চাইল প্রথমে তাকে ইন্টারনেট চালু থাকা অবস্থায় ব্রাউজার ওপেন করে টাইপ করতে হবে পছন্দের ই-মেইল সার্ভিসের ঠিকানা।

এরপর প্রাপকের মেইল ঠিকানা এবং প্রয়োজনীয় টেক্সট লিখে পাঠিয়ে দিলেই হয়ে যাবে তাঁর কাজ। তবে আগে ই-মেইল পাঠানো ছিল বেশ কষ্টসাধ্য কাজ।

ইউটিউবে ‘How to send an Email - Database – 1984’ শিরোনামে একটি ভিডিও খুঁজে পাওয়া যাবে। ভিডিওটি মূলত একটি প্রযুক্তি বিষয়ক টিভি শো ‘ডাটাবেইস’ থেকে নেওয়া। ভিডিওতে উপস্থাপক শেখাচ্ছেন কীভাবে ই-মেইল পাঠাতে হয়।

তবে ১৯৯১ সালের ৬ আগস্ট ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব প্রথম উন্মোচন করা হয়।মূলত ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের সঙ্গে ই-মেইলের কোনো সম্পর্ক নেই। মূলত, তখন মাইক্রোনেট নামক একটি পরিষেবার মাধ্যমে ই-মেইল পাঠানো যেত।

আর এই পরিষেবাতে একটি কম্পিউটার ও একটি টেলিফোন সংযুক্ত করতে হতো। এতে কোনো প্রকারের ইউআরএল এর প্রয়োজন ছিল না, ছিল শুধু সংখ্যাযুক্ত ওয়েব পৃষ্ঠা।

সেই ওয়েব পৃষ্ঠা নম্বর টেলিফোনে ডায়াল করে ওই ওয়েবপেজ দেখা যেত। ই- মেইলের ওয়েব পৃষ্ঠা নম্বর ছিল ৭৭৭৬।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

মুসলিম ছেলে বিয়ে করে পরিবারহারা, স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

মাদারীপুরে ৩ খুন: ঘটনার পেছনে পা ভাঙার প্রতিশোধসহ ৩ কারণ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত