প্রযুক্তি ডেস্ক
চ্যাটজিপিটির প্রযুক্তি যুক্ত হওয়ায় এক ই-মেইল অ্যাপের আপডেটের অনুমোদন পিছিয়ে দিয়েছে বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। ব্লক করা ই-মেইল অ্যাপটির নাম ‘ব্লু মেইল’। এটি শিশুদের জন্য বিভিন্ন আপত্তিকর কনটেন্ট তৈরি করতে পারে—এমন শঙ্কার কারণে অ্যাপল এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ব্লু মেইলের মূল কোম্পানি ব্লিক্সের প্রতিষ্ঠাতা বেন ভলাক ওয়াল স্ট্রিট জার্নালকে বলেন, ‘ব্লু মেইলের আপডেটে ওপেনএআই’র জিপিটি-৩ ল্যাঙ্গুয়েজ মডেলের কাস্টমাইজ করা সংস্করণ ব্যবহৃত হওয়ায় গত সপ্তাহে অ্যাপল স্টোরে এটি ব্লক করে দেওয়া হয়েছে।’’
ব্লু মেইল নির্মাতা প্রতিষ্ঠানকে তাদের অ্যাপ ব্যবহারের ন্যূনতম বয়স ১৭ করতে অথবা কনটেন্ট ফিল্টার করার নির্দেশ দেয় অ্যাপল। এ নিয়ে টুইটে ভলাক লেখেন, ‘আমরা ন্যায্যতা চাই। আমাদের যদি অ্যাপ ব্যবহারের ন্যূনতম বয়সসীমা ১৭ করতে হয়, তাহলে অন্যদেরও তাই করা উচিত।’
সম্প্রতি, ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম স্ন্যাপচ্যাটে কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট যুক্ত করার ঘোষণা দেয় স্ন্যাপচ্যাট কর্তৃপক্ষ। এই চ্যাটবট ওপেনএআইয়ের চ্যাটজিপিটি প্রযুক্তির মাধ্যমে চলবে। চ্যাটবটটির নাম দেওয়া হয়েছে ‘মাই এআই’। চ্যাটবটটিতে জিপিটি প্রযুক্তির সর্বশেষ সংস্করণ জিপিটি ৩ ব্যবহার করা হবে। তবে চ্যাটবটটি স্ন্যাপচ্যাটের জন্য আলাদাভাবে কাস্টোমাইজ করা থাকবে। আপাতত ব্যবহারকারীদের জন্য পরীক্ষামূলকভাবে এই চ্যাটবট সুবিধা চালু করছে স্ন্যাপচ্যাট।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের প্রতিবেদন অনুযায়ী, সোমবার (২৭ ফেব্রুয়ারি) এক ব্লগ পোস্টে স্ন্যাপ ইনকরপোরেশন পরীক্ষামূলকভাবে নিজেদের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চালুর ঘোষণা দেয়। চলতি সপ্তাহে ‘মাই এআই’ চালু হবে। আপাতত ‘স্ন্যাপচ্যাট প্লাস’ সাবস্ক্রাইবাররা পরীক্ষামূলকভাবে এই চ্যাটবট ব্যবহারের সুবিধা পাবেন। স্ন্যাপচ্যাট প্লাস সাবস্ক্রাইবার হতে ব্যবহারকারীকে গুনতে হবে মাসে ৩ ডলার ৯৯ সেন্ট।
ভবিষ্যতে অ্যাপের জন্য চ্যাটবটটির উন্নয়নে ব্যবহারকারীদের প্রতিক্রিয়া জানাতে অনুরোধ করেছে স্ন্যাপচ্যাট কর্তৃপক্ষ। এ ছাড়া চ্যাটবটের ভুলের ব্যাপারে স্ন্যাপ স্পষ্ট করে বলেছে, “প্রাথমিক পর্যায়ে ‘মাই এআই’ ভুল করতে পারে।”
চ্যাটজিপিটির প্রযুক্তি যুক্ত হওয়ায় এক ই-মেইল অ্যাপের আপডেটের অনুমোদন পিছিয়ে দিয়েছে বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। ব্লক করা ই-মেইল অ্যাপটির নাম ‘ব্লু মেইল’। এটি শিশুদের জন্য বিভিন্ন আপত্তিকর কনটেন্ট তৈরি করতে পারে—এমন শঙ্কার কারণে অ্যাপল এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ব্লু মেইলের মূল কোম্পানি ব্লিক্সের প্রতিষ্ঠাতা বেন ভলাক ওয়াল স্ট্রিট জার্নালকে বলেন, ‘ব্লু মেইলের আপডেটে ওপেনএআই’র জিপিটি-৩ ল্যাঙ্গুয়েজ মডেলের কাস্টমাইজ করা সংস্করণ ব্যবহৃত হওয়ায় গত সপ্তাহে অ্যাপল স্টোরে এটি ব্লক করে দেওয়া হয়েছে।’’
ব্লু মেইল নির্মাতা প্রতিষ্ঠানকে তাদের অ্যাপ ব্যবহারের ন্যূনতম বয়স ১৭ করতে অথবা কনটেন্ট ফিল্টার করার নির্দেশ দেয় অ্যাপল। এ নিয়ে টুইটে ভলাক লেখেন, ‘আমরা ন্যায্যতা চাই। আমাদের যদি অ্যাপ ব্যবহারের ন্যূনতম বয়সসীমা ১৭ করতে হয়, তাহলে অন্যদেরও তাই করা উচিত।’
সম্প্রতি, ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম স্ন্যাপচ্যাটে কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট যুক্ত করার ঘোষণা দেয় স্ন্যাপচ্যাট কর্তৃপক্ষ। এই চ্যাটবট ওপেনএআইয়ের চ্যাটজিপিটি প্রযুক্তির মাধ্যমে চলবে। চ্যাটবটটির নাম দেওয়া হয়েছে ‘মাই এআই’। চ্যাটবটটিতে জিপিটি প্রযুক্তির সর্বশেষ সংস্করণ জিপিটি ৩ ব্যবহার করা হবে। তবে চ্যাটবটটি স্ন্যাপচ্যাটের জন্য আলাদাভাবে কাস্টোমাইজ করা থাকবে। আপাতত ব্যবহারকারীদের জন্য পরীক্ষামূলকভাবে এই চ্যাটবট সুবিধা চালু করছে স্ন্যাপচ্যাট।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের প্রতিবেদন অনুযায়ী, সোমবার (২৭ ফেব্রুয়ারি) এক ব্লগ পোস্টে স্ন্যাপ ইনকরপোরেশন পরীক্ষামূলকভাবে নিজেদের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চালুর ঘোষণা দেয়। চলতি সপ্তাহে ‘মাই এআই’ চালু হবে। আপাতত ‘স্ন্যাপচ্যাট প্লাস’ সাবস্ক্রাইবাররা পরীক্ষামূলকভাবে এই চ্যাটবট ব্যবহারের সুবিধা পাবেন। স্ন্যাপচ্যাট প্লাস সাবস্ক্রাইবার হতে ব্যবহারকারীকে গুনতে হবে মাসে ৩ ডলার ৯৯ সেন্ট।
ভবিষ্যতে অ্যাপের জন্য চ্যাটবটটির উন্নয়নে ব্যবহারকারীদের প্রতিক্রিয়া জানাতে অনুরোধ করেছে স্ন্যাপচ্যাট কর্তৃপক্ষ। এ ছাড়া চ্যাটবটের ভুলের ব্যাপারে স্ন্যাপ স্পষ্ট করে বলেছে, “প্রাথমিক পর্যায়ে ‘মাই এআই’ ভুল করতে পারে।”
মার্কেট ইন্টেলিজেন্স ফার্ম সিমিলার ওয়েবের মতে, প্রতিদিনের সক্রিয় ব্যবহারকারীদের দিক থেকে থ্রেডসের সঙ্গে প্রতিযোগিতা করছে ব্লুস্কাই। বর্তমানে ব্লুস্কাইয়ের অ্যাপটি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের অ্যাপল অ্যাপ স্টোরে সবচেয়ে বেশি ডাউনলোড করা অ্যাপ। এরপরেই রয়েছে থ্রেডস।
১৮ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানি ভ্যালে শহরে অত্যাধুনিক ও পরিবেশবান্ধব পাঁচতলা অফিস ভবন তৈরি করেছে টেক জায়ান্ট গুগল। এই ভবনের বিশেষত্ব হলো—এটি তৈরিতে প্রথমবারের মতো ‘মাস টিম্বার’ ব্যবহার করেছে কোম্পানিটি। কাঠ বিভিন্নভাবে প্রক্রিয়াকরণের মাধ্যমে মাস টিম্বার তৈরি করা হয়। তাই ভবনটি...
২ দিন আগেপাশ্চাত্যে উৎসবের মৌসুমে বা নতুন বছর আসার আগে প্রায় সবাই ছুটি উপভোগ করেন। এই সময়টিতে পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানো, বিশ্রাম নেওয়া এবং গত বছরের কঠিন কাজের চাপ থেকে মুক্তি পাওয়া একটি সাধারণ বিষয়। অনেক কোম্পানি এসময় কর্মীদের ছুটি দেয়, যাতে তারা শারীরিক এবং মানসিকভাবে পুনরুজ্জীবিত হতে পারে। তবে এ
২ দিন আগেদৈনন্দিন জীবনে ব্যবহারে জন্য টেকসই স্মার্টফোনের চাহিদা অনেক বেশি। এজন্য মিড রেঞ্জের টেকসই স্মার্টফোন ‘অনার এক্স ৯ সি’ উন্মোচন করেছে অনার। এই মডেল গত অক্টোবর মাসে লঞ্চ হওয়া এক্স ৯ বি–এর উত্তরসূরি। ফোনটি হাত থেকে পড়ে গেলেও অক্ষত থাকবে বলে কোম্পানিটি দাবি করছে। ফোনটির ব্যাটারি চার্জ ২ শতাংশে নেমে আসে ত
২ দিন আগে