অনলাইন ডেস্ক
পরীক্ষামূলকভাবে স্মার্টফোনে একটি চুরি প্রতিরোধক ফিচার যোগ করার ঘোষণা দিয়েছে প্রযুক্তি কোম্পানি অ্যালফাবেটের সহযোগী সংস্থা গুগল। মঙ্গলবার সংস্থাটির পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়—তারা এমন একটি চুরি-বিরোধী বৈশিষ্ট্য পরীক্ষা করতে যাচ্ছে যা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ফোন কখন চুরি হয়েছে তা শনাক্ত করতে পারে। তবে এই পরীক্ষাটি করার জন্য প্রাথমিকভাবে ব্রাজিলকে বেছে নিয়েছে সংস্থাটি।
পরীক্ষার প্রাথমিক পর্যায়গুলোতে তিন ধরনের লক সুবিধা দেবে গুগল। এর মধ্যে একটিতে চুরির সঙ্গে সম্পর্কিত সাধারণ নাড়াচাড়া শনাক্ত করে ফোনের স্ক্রিন ব্লক করে দিতে একটি এআই ফিচার ব্যবহার করা হবে।
দ্বিতীয় বৈশিষ্ট্যে ফোনের মালিক অন্য একটি ডিভাইসে নিরাপত্তা পরীক্ষা দিয়ে নিজের ফোন নম্বরে প্রবেশ অনেক দূর থেকে চুরি হওয়া ফোনের স্ক্রিন লক করে দিতে পারবেন। সর্বশেষ ধাপে চুরির পর ফোনটি দীর্ঘ সময়ের জন্য ইন্টারনেট ছাড়া থাকলে স্বয়ংক্রিয়ভাবে এর স্ক্রিন লক হয়ে যাবে।
গুগল জানিয়েছে, শুধুমাত্র ব্রাজিলে আগামী জুলাই থেকে শুরু হওয়া অ্যান্ড্রয়েড ফোনের ভার্সন-১০ বা তার বেশি সংস্করণের ফোনগুলোতে নতুন বৈশিষ্ট্যগুলো যোগ হবে। প্রাথমিক সাফল্যের ওপর ভিত্তি করে চলতি বছরের মধ্যেই পৃথিবীর অন্যান্য দেশেও এই ফিচারগুলো চালু করা হবে।
প্রাথমিকভাবে ব্রাজিলকে কেন বেছে নেওয়া হলো—সেই বিষয়ে জানা গেছে, ব্রাজিলে ফোন চুরির ঘটনা একটি ক্রমবর্ধমান সমস্যা হিসেবে দেখা দিয়েছে। ব্রাজিলিয়ান পাবলিক সিকিউরিটি ইয়ারবুকের তথ্য অনুসারে, ২০২৩ সালে লাতিন আমেরিকার বৃহত্তম অর্থনীতির এই দেশটিতে চুরি হওয়া স্মার্টফোনের সংখ্যা আগের বছরের তুলনায় ১৬ দশমিক ৬ শতাংশ বেড়ে ১০ লাখে পৌঁছেছে।
ব্রাজিল সরকার গত ডিসেম্বরে সেলুলার সেগুরো নামে একটি অ্যাপ চালু করেছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাঁদের চুরি হওয়া ফোনের বিষয়ে রিপোর্ট করতে পারেন এবং বিশ্বস্ত ব্যক্তির সঙ্গে থাকা অন্য ডিভাইস ব্যবহার করে ফোনের অ্যাকসেস ব্লক করে দিতে পারেন।
ব্রাজিলের বিচার মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত মাস পর্যন্ত সারা দেশে প্রায় ২০ লাখ মানুষ ওই নিরাপত্তা অ্যাপটিতে নিবন্ধন করেছেন এবং প্রায় ৫০ হাজার ফোন ব্লক করা হয়েছে।
পরীক্ষামূলকভাবে স্মার্টফোনে একটি চুরি প্রতিরোধক ফিচার যোগ করার ঘোষণা দিয়েছে প্রযুক্তি কোম্পানি অ্যালফাবেটের সহযোগী সংস্থা গুগল। মঙ্গলবার সংস্থাটির পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়—তারা এমন একটি চুরি-বিরোধী বৈশিষ্ট্য পরীক্ষা করতে যাচ্ছে যা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ফোন কখন চুরি হয়েছে তা শনাক্ত করতে পারে। তবে এই পরীক্ষাটি করার জন্য প্রাথমিকভাবে ব্রাজিলকে বেছে নিয়েছে সংস্থাটি।
পরীক্ষার প্রাথমিক পর্যায়গুলোতে তিন ধরনের লক সুবিধা দেবে গুগল। এর মধ্যে একটিতে চুরির সঙ্গে সম্পর্কিত সাধারণ নাড়াচাড়া শনাক্ত করে ফোনের স্ক্রিন ব্লক করে দিতে একটি এআই ফিচার ব্যবহার করা হবে।
দ্বিতীয় বৈশিষ্ট্যে ফোনের মালিক অন্য একটি ডিভাইসে নিরাপত্তা পরীক্ষা দিয়ে নিজের ফোন নম্বরে প্রবেশ অনেক দূর থেকে চুরি হওয়া ফোনের স্ক্রিন লক করে দিতে পারবেন। সর্বশেষ ধাপে চুরির পর ফোনটি দীর্ঘ সময়ের জন্য ইন্টারনেট ছাড়া থাকলে স্বয়ংক্রিয়ভাবে এর স্ক্রিন লক হয়ে যাবে।
গুগল জানিয়েছে, শুধুমাত্র ব্রাজিলে আগামী জুলাই থেকে শুরু হওয়া অ্যান্ড্রয়েড ফোনের ভার্সন-১০ বা তার বেশি সংস্করণের ফোনগুলোতে নতুন বৈশিষ্ট্যগুলো যোগ হবে। প্রাথমিক সাফল্যের ওপর ভিত্তি করে চলতি বছরের মধ্যেই পৃথিবীর অন্যান্য দেশেও এই ফিচারগুলো চালু করা হবে।
প্রাথমিকভাবে ব্রাজিলকে কেন বেছে নেওয়া হলো—সেই বিষয়ে জানা গেছে, ব্রাজিলে ফোন চুরির ঘটনা একটি ক্রমবর্ধমান সমস্যা হিসেবে দেখা দিয়েছে। ব্রাজিলিয়ান পাবলিক সিকিউরিটি ইয়ারবুকের তথ্য অনুসারে, ২০২৩ সালে লাতিন আমেরিকার বৃহত্তম অর্থনীতির এই দেশটিতে চুরি হওয়া স্মার্টফোনের সংখ্যা আগের বছরের তুলনায় ১৬ দশমিক ৬ শতাংশ বেড়ে ১০ লাখে পৌঁছেছে।
ব্রাজিল সরকার গত ডিসেম্বরে সেলুলার সেগুরো নামে একটি অ্যাপ চালু করেছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাঁদের চুরি হওয়া ফোনের বিষয়ে রিপোর্ট করতে পারেন এবং বিশ্বস্ত ব্যক্তির সঙ্গে থাকা অন্য ডিভাইস ব্যবহার করে ফোনের অ্যাকসেস ব্লক করে দিতে পারেন।
ব্রাজিলের বিচার মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত মাস পর্যন্ত সারা দেশে প্রায় ২০ লাখ মানুষ ওই নিরাপত্তা অ্যাপটিতে নিবন্ধন করেছেন এবং প্রায় ৫০ হাজার ফোন ব্লক করা হয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে মানব মস্তিষ্কে চিপ স্থাপনের অনুমোদন পেল ইলন মাস্কের নিউরো প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান নিউরালিংক। কানাডায় মানব ট্রায়াল চালানোর জন্য অনুমোদন পেয়েছে প্রতিষ্ঠানটি। এই প্রক্রিয়ার জন্য ‘প্রথম এবং একমাত্র সার্জিক্যাল সাইট’ হবে কানাডার টরন্টো ওয়েস্
১ ঘণ্টা আগেবিশ্বব্যাপী নতুন সিরিজ ফাইন্ড এক্স ৮ উন্মোচন করল চীনের স্মার্টফোন নির্মাতা অপো। এই সিরিজে অপো ফাইন্ড এক্স ও অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেল দুটি অন্তর্ভুক্ত রয়েছে। মডেল দুটিতেই ৫০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। তবে অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেলে আইফোনের মতো ক্যামেরা বাটন যুক্ত করা হয়েছে। সিরিজটিতে মিডিয়াটেক
১৯ ঘণ্টা আগেবৈদ্যুতিক গাড়ির জন্য সলিড স্টেট ব্যাটারি ব্যাপক পরিমাণে তৈরি করবে হোন্ডা। এ জন্য জাপানে একটি উৎপাদন কেন্দ্র তৈরি করেছে কোম্পানিটি। এখানে ব্যাটারিটি তৈরি পরিকল্পনাটি পরীক্ষা–নিরীক্ষা করা হবে। এই পরিকল্পনা কম খরচে ও টেকসই ব্যাটারি তৈরিতে সহায়ক হবে।
২১ ঘণ্টা আগেম্যাসেজিং প্ল্যাটফর্ম মেসেঞ্জারে একযোগে বেশ কিছু ফিচার যুক্ত করেছে মেটা। ফিচারগুলো ভিডিও কল ও অডিও কলের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। নতুন আপডেটের মাধ্যমে মেসেঞ্জারে নয়েজ সারপ্রেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ব্যাকগ্রাউন্ড, এইচডি ভিডিও কল এবং হ্যান্ডস ফ্রি কলিংয়ের মতো ফিচার পাওয়া যাবে। এক ব্লগ প
১ দিন আগে