অনলাইন ডেস্ক
পরীক্ষামূলকভাবে স্মার্টফোনে একটি চুরি প্রতিরোধক ফিচার যোগ করার ঘোষণা দিয়েছে প্রযুক্তি কোম্পানি অ্যালফাবেটের সহযোগী সংস্থা গুগল। মঙ্গলবার সংস্থাটির পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়—তারা এমন একটি চুরি-বিরোধী বৈশিষ্ট্য পরীক্ষা করতে যাচ্ছে যা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ফোন কখন চুরি হয়েছে তা শনাক্ত করতে পারে। তবে এই পরীক্ষাটি করার জন্য প্রাথমিকভাবে ব্রাজিলকে বেছে নিয়েছে সংস্থাটি।
পরীক্ষার প্রাথমিক পর্যায়গুলোতে তিন ধরনের লক সুবিধা দেবে গুগল। এর মধ্যে একটিতে চুরির সঙ্গে সম্পর্কিত সাধারণ নাড়াচাড়া শনাক্ত করে ফোনের স্ক্রিন ব্লক করে দিতে একটি এআই ফিচার ব্যবহার করা হবে।
দ্বিতীয় বৈশিষ্ট্যে ফোনের মালিক অন্য একটি ডিভাইসে নিরাপত্তা পরীক্ষা দিয়ে নিজের ফোন নম্বরে প্রবেশ অনেক দূর থেকে চুরি হওয়া ফোনের স্ক্রিন লক করে দিতে পারবেন। সর্বশেষ ধাপে চুরির পর ফোনটি দীর্ঘ সময়ের জন্য ইন্টারনেট ছাড়া থাকলে স্বয়ংক্রিয়ভাবে এর স্ক্রিন লক হয়ে যাবে।
গুগল জানিয়েছে, শুধুমাত্র ব্রাজিলে আগামী জুলাই থেকে শুরু হওয়া অ্যান্ড্রয়েড ফোনের ভার্সন-১০ বা তার বেশি সংস্করণের ফোনগুলোতে নতুন বৈশিষ্ট্যগুলো যোগ হবে। প্রাথমিক সাফল্যের ওপর ভিত্তি করে চলতি বছরের মধ্যেই পৃথিবীর অন্যান্য দেশেও এই ফিচারগুলো চালু করা হবে।
প্রাথমিকভাবে ব্রাজিলকে কেন বেছে নেওয়া হলো—সেই বিষয়ে জানা গেছে, ব্রাজিলে ফোন চুরির ঘটনা একটি ক্রমবর্ধমান সমস্যা হিসেবে দেখা দিয়েছে। ব্রাজিলিয়ান পাবলিক সিকিউরিটি ইয়ারবুকের তথ্য অনুসারে, ২০২৩ সালে লাতিন আমেরিকার বৃহত্তম অর্থনীতির এই দেশটিতে চুরি হওয়া স্মার্টফোনের সংখ্যা আগের বছরের তুলনায় ১৬ দশমিক ৬ শতাংশ বেড়ে ১০ লাখে পৌঁছেছে।
ব্রাজিল সরকার গত ডিসেম্বরে সেলুলার সেগুরো নামে একটি অ্যাপ চালু করেছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাঁদের চুরি হওয়া ফোনের বিষয়ে রিপোর্ট করতে পারেন এবং বিশ্বস্ত ব্যক্তির সঙ্গে থাকা অন্য ডিভাইস ব্যবহার করে ফোনের অ্যাকসেস ব্লক করে দিতে পারেন।
ব্রাজিলের বিচার মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত মাস পর্যন্ত সারা দেশে প্রায় ২০ লাখ মানুষ ওই নিরাপত্তা অ্যাপটিতে নিবন্ধন করেছেন এবং প্রায় ৫০ হাজার ফোন ব্লক করা হয়েছে।
পরীক্ষামূলকভাবে স্মার্টফোনে একটি চুরি প্রতিরোধক ফিচার যোগ করার ঘোষণা দিয়েছে প্রযুক্তি কোম্পানি অ্যালফাবেটের সহযোগী সংস্থা গুগল। মঙ্গলবার সংস্থাটির পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়—তারা এমন একটি চুরি-বিরোধী বৈশিষ্ট্য পরীক্ষা করতে যাচ্ছে যা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ফোন কখন চুরি হয়েছে তা শনাক্ত করতে পারে। তবে এই পরীক্ষাটি করার জন্য প্রাথমিকভাবে ব্রাজিলকে বেছে নিয়েছে সংস্থাটি।
পরীক্ষার প্রাথমিক পর্যায়গুলোতে তিন ধরনের লক সুবিধা দেবে গুগল। এর মধ্যে একটিতে চুরির সঙ্গে সম্পর্কিত সাধারণ নাড়াচাড়া শনাক্ত করে ফোনের স্ক্রিন ব্লক করে দিতে একটি এআই ফিচার ব্যবহার করা হবে।
দ্বিতীয় বৈশিষ্ট্যে ফোনের মালিক অন্য একটি ডিভাইসে নিরাপত্তা পরীক্ষা দিয়ে নিজের ফোন নম্বরে প্রবেশ অনেক দূর থেকে চুরি হওয়া ফোনের স্ক্রিন লক করে দিতে পারবেন। সর্বশেষ ধাপে চুরির পর ফোনটি দীর্ঘ সময়ের জন্য ইন্টারনেট ছাড়া থাকলে স্বয়ংক্রিয়ভাবে এর স্ক্রিন লক হয়ে যাবে।
গুগল জানিয়েছে, শুধুমাত্র ব্রাজিলে আগামী জুলাই থেকে শুরু হওয়া অ্যান্ড্রয়েড ফোনের ভার্সন-১০ বা তার বেশি সংস্করণের ফোনগুলোতে নতুন বৈশিষ্ট্যগুলো যোগ হবে। প্রাথমিক সাফল্যের ওপর ভিত্তি করে চলতি বছরের মধ্যেই পৃথিবীর অন্যান্য দেশেও এই ফিচারগুলো চালু করা হবে।
প্রাথমিকভাবে ব্রাজিলকে কেন বেছে নেওয়া হলো—সেই বিষয়ে জানা গেছে, ব্রাজিলে ফোন চুরির ঘটনা একটি ক্রমবর্ধমান সমস্যা হিসেবে দেখা দিয়েছে। ব্রাজিলিয়ান পাবলিক সিকিউরিটি ইয়ারবুকের তথ্য অনুসারে, ২০২৩ সালে লাতিন আমেরিকার বৃহত্তম অর্থনীতির এই দেশটিতে চুরি হওয়া স্মার্টফোনের সংখ্যা আগের বছরের তুলনায় ১৬ দশমিক ৬ শতাংশ বেড়ে ১০ লাখে পৌঁছেছে।
ব্রাজিল সরকার গত ডিসেম্বরে সেলুলার সেগুরো নামে একটি অ্যাপ চালু করেছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাঁদের চুরি হওয়া ফোনের বিষয়ে রিপোর্ট করতে পারেন এবং বিশ্বস্ত ব্যক্তির সঙ্গে থাকা অন্য ডিভাইস ব্যবহার করে ফোনের অ্যাকসেস ব্লক করে দিতে পারেন।
ব্রাজিলের বিচার মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত মাস পর্যন্ত সারা দেশে প্রায় ২০ লাখ মানুষ ওই নিরাপত্তা অ্যাপটিতে নিবন্ধন করেছেন এবং প্রায় ৫০ হাজার ফোন ব্লক করা হয়েছে।
সৌরবিদ্যুতে চলা নতুন ল্যাপটপ উন্মোচন করল লেনেভো। স্পেনের বার্সেলোনায় শুরু হওয়া মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে (এমডব্লিউসি) নতুন এই কনসেপ্ট ল্যাপটপটি উন্মোচন করে প্রতিষ্ঠানটি। এটি ল্যাপটপটি ব্যবহারকারীদের বিদ্যুৎ তারের ওপর নির্ভরশীলতা কমাতে এবং বাইরের পরিবেশে কাজ করতে উৎসাহ দেবে।
১০ ঘণ্টা আগেআগামী পাঁচ বছরে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিতে ১০ বিলিয়ন বা ১ হাজার কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে চীনা স্মার্টফোন নির্মাতা অনার। এই বিনিয়োগের মাধ্যমে এআই চালিত উন্নত পিসি, ট্যাবলেট এবং ওয়্যারেবল (পরিধানযোগ্য) ডিভাইস তৈরি করতে চায় কোম্পানিটি। গতকাল রোববার বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল...
১৩ ঘণ্টা আগেসামাজিক যোগাযোগমাধ্যম টিকটক, রেডিট এবং অনলাইন ছবি শেয়ারিং সাইট ইমগুরের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে যুক্তরাজ্যের তথ্য কমিশনার অফিস (আইসিও)। শিশুদের ব্যক্তিগত তথ্য সংরক্ষণ ও সুরক্ষায় প্ল্যাটফর্মগুলো যথাযথ পদক্ষেপ গ্রহণ করছে কি না, তা যাচাইয়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
১৪ ঘণ্টা আগেব্যক্তিগত ও পেশাগত উভয় কাজে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন অনেকেই। তাই বিভিন্ন মেসেজের ভিড়ে জরুরি মেসেজগুলো নিচের দিকে দিকে চলে যায়। ফলে সেগুলো দ্রুত খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে। প্ল্যাটফর্মটির ‘পিন মেসেজ’ ফিচার ব্যবহারের মাধ্যমে এই সমস্যা থেকে মুবতি পাওয়া যায়। কাঙ্ক্ষিত মেসেজ থ্রেডগুলো চ্যাট তালিকার...
১৫ ঘণ্টা আগে