অনলাইন ডেস্ক
অনলাইনে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরদের নিয়ে বিশাল আয়োজন করেছেন সংযুক্ত আরব আমিরাতের সরকার। শনিবার (১১ জানুয়ারি) আমিরাতের উপ–রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুম ‘ওয়ান বিলিয়ন ফলোয়ার সামিট’ শীর্ষক আয়োজনের তৃতীয় আসরে অংশগ্রহণকারীদের স্বাগত জানান।
দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ এক্স হ্যান্ডলে একটি পোস্টে লেখেন, ‘সংযুক্ত আরব আমিরাত তৃতীয়বারের মতো ‘‘ওয়ান বিলিয়ন ফলোয়ার সামিট’’–এর আয়োজন করছে। প্রায় ২৩০ কোটি ফলোয়ারের সঙ্গে যুক্ত ১৫ হাজার কনটেন্ট ক্রিয়েটর এখানে অংশ নেবেন।’
তিনি আরও লেখেন, ‘আমরা সেই সব সৃজনশীল মানুষদের স্বাগত জানাই, যারা অর্থবহ কনটেন্ট তৈরির মাধ্যমে ইতিবাচক পরিবর্তন আনতে অনুপ্রেরণা দেন। যা সুন্দর জীবন ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে সহায়ক।’
শেখ মোহাম্মদ প্রতিশ্রুতি দিয়ে বলেন, ‘আমাদের অঙ্গীকার হলো, কনটেন্ট তৈরির এই শিল্পের জন্য একটি টেকসই অর্থনৈতিক খাত গড়ে তোলা, যা কনটেন্ট ক্রিয়েটর এবং তাঁদের কমিউনিটির মধ্যে সমৃদ্ধি ও সুযোগ নিয়ে আসবে।’
শনিবার সকাল থেকে শুরু হওয়া এই অনুষ্ঠান চলবে ১৩ জানুয়ারি পর্যন্ত। সংযুক্ত আরব আমিরাতের মিডিয়া অফিস ‘ওয়ান বিলিয়ন ফলোয়ার সামিট ২০২৫ ’–এর আয়োজন করেছে।
এই সামিট দুবাইয়ের এমিরেটস টাওয়ারস, দুবাই ইন্টারন্যাশনাল ফিন্যান্সিয়াল সেন্টার এবং মিউজিয়াম অব দ্য ফিউচারে অনুষ্ঠিত হচ্ছে। এ বছরের সামিটের মূল থিম ‘কনটেন্ট ফর গুড’।
‘ওয়ান বিলিয়ন ফলোয়ার সামিট’ বিশ্বব্যাপী কনটেন্ট অর্থনীতির বিকাশে প্রথম এবং বৃহত্তম সম্মেলন। এ বছরের আয়োজনে ১৫ হাজারের বেশি কনটেন্ট ক্রিয়েটর এবং ৪২০ জন বিশিষ্ট বক্তা উপস্থিত থাকবেন। যাদের মধ্যে আছেন প্রভাবশালী ব্যক্তি এবং বিশেষজ্ঞ।
এবারের আয়োজনে বিশ্বখ্যাত ও জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম ও কোম্পানিগুলোর পরিচালনায় ৩০০ টির বেশি বিশেষ লাইভ সেশন অনুষ্ঠিত হচ্ছে।
এই সম্মেলনে বিভিন্ন দেশ ও বয়সের ইনফ্লুয়েন্সার, কনটেন্ট ক্রিয়েটর এবং তাঁদের অনুসারীদের সমাগম ঘটেছে।
অনলাইনে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরদের নিয়ে বিশাল আয়োজন করেছেন সংযুক্ত আরব আমিরাতের সরকার। শনিবার (১১ জানুয়ারি) আমিরাতের উপ–রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুম ‘ওয়ান বিলিয়ন ফলোয়ার সামিট’ শীর্ষক আয়োজনের তৃতীয় আসরে অংশগ্রহণকারীদের স্বাগত জানান।
দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ এক্স হ্যান্ডলে একটি পোস্টে লেখেন, ‘সংযুক্ত আরব আমিরাত তৃতীয়বারের মতো ‘‘ওয়ান বিলিয়ন ফলোয়ার সামিট’’–এর আয়োজন করছে। প্রায় ২৩০ কোটি ফলোয়ারের সঙ্গে যুক্ত ১৫ হাজার কনটেন্ট ক্রিয়েটর এখানে অংশ নেবেন।’
তিনি আরও লেখেন, ‘আমরা সেই সব সৃজনশীল মানুষদের স্বাগত জানাই, যারা অর্থবহ কনটেন্ট তৈরির মাধ্যমে ইতিবাচক পরিবর্তন আনতে অনুপ্রেরণা দেন। যা সুন্দর জীবন ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে সহায়ক।’
শেখ মোহাম্মদ প্রতিশ্রুতি দিয়ে বলেন, ‘আমাদের অঙ্গীকার হলো, কনটেন্ট তৈরির এই শিল্পের জন্য একটি টেকসই অর্থনৈতিক খাত গড়ে তোলা, যা কনটেন্ট ক্রিয়েটর এবং তাঁদের কমিউনিটির মধ্যে সমৃদ্ধি ও সুযোগ নিয়ে আসবে।’
শনিবার সকাল থেকে শুরু হওয়া এই অনুষ্ঠান চলবে ১৩ জানুয়ারি পর্যন্ত। সংযুক্ত আরব আমিরাতের মিডিয়া অফিস ‘ওয়ান বিলিয়ন ফলোয়ার সামিট ২০২৫ ’–এর আয়োজন করেছে।
এই সামিট দুবাইয়ের এমিরেটস টাওয়ারস, দুবাই ইন্টারন্যাশনাল ফিন্যান্সিয়াল সেন্টার এবং মিউজিয়াম অব দ্য ফিউচারে অনুষ্ঠিত হচ্ছে। এ বছরের সামিটের মূল থিম ‘কনটেন্ট ফর গুড’।
‘ওয়ান বিলিয়ন ফলোয়ার সামিট’ বিশ্বব্যাপী কনটেন্ট অর্থনীতির বিকাশে প্রথম এবং বৃহত্তম সম্মেলন। এ বছরের আয়োজনে ১৫ হাজারের বেশি কনটেন্ট ক্রিয়েটর এবং ৪২০ জন বিশিষ্ট বক্তা উপস্থিত থাকবেন। যাদের মধ্যে আছেন প্রভাবশালী ব্যক্তি এবং বিশেষজ্ঞ।
এবারের আয়োজনে বিশ্বখ্যাত ও জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম ও কোম্পানিগুলোর পরিচালনায় ৩০০ টির বেশি বিশেষ লাইভ সেশন অনুষ্ঠিত হচ্ছে।
এই সম্মেলনে বিভিন্ন দেশ ও বয়সের ইনফ্লুয়েন্সার, কনটেন্ট ক্রিয়েটর এবং তাঁদের অনুসারীদের সমাগম ঘটেছে।
এক্সএআই এবং এক্স ব্যক্তিগত মালিকানাধীন প্রতিষ্ঠান। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তির কিছু নির্দিষ্ট তথ্য এখনো স্পষ্ট নয়, যেমন: বিনিয়োগকারীরা এই শেয়ার স্থানান্তর অনুমোদন করেছে কিনা বা বিনিয়োগকারীদের কীভাবে ক্ষতিপূরণ দেওয়া হবে ইত্যাদি বিষয় অস্পষ্ট।
২ দিন আগেফেসবুক স্টোরি একধরনের সাময়িক পোস্ট। এই ধরনের পোস্ট ২৪ ঘণ্টা ধরে দেখা যায় এবং পরে অদৃশ্য হয়ে যায়। তবে এগুলো একেবারেই ফেসবুক থেকে হারিয়ে যায় না। এগুলো আর্কাইভ নামের এক ফোল্ডারে থাকে। এই ফোল্ডারে সব স্টোরি একই সঙ্গে পাওয়া যায়।
৩ দিন আগেগুগল তাদের সার্চ, ম্যাপস এবং জেমিনিতে বেশ কিছু নতুন ফিচার চালু করছে। ব্যবহারকারীর ছুটির পরিকল্পনা করতে এগুলো সাহায্য করবে। এসব নতুন ফিচার অনেকটাই কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে তৈরি। ব্যবহারকারীরা আগে যেমন ওপেনএআইয়ের চ্যাটজিপিটি থেকে ছুটির পরিকল্পনা তৈরি করতে অভ্যস্ত ছিলেন, তেমনি গুগলের টুলগুলো
৩ দিন আগেওপেনএআইয়ের এর চ্যাটজিপিটি-এর নতুন ইমেজ জেনারেটর চালু হওয়ার পর স্টুডিও জিবলি স্টাইলে তৈরি হওয়া ছবি তুমুল ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই জাপানি অ্যানিমেশন স্টুডিওটি স্পিরিটেড অ্যাওয়ে, মাইনেইবোর টোটোরো, প্রিন্সেস মনোনোকে, হাওলস মুভিং কাসল মতো ক্লাসিক কিছু মুভির জন্য জনপ্রিয়। চ্যাটজিপিটির
৩ দিন আগে