Ajker Patrika

ট্রাম্প-মাস্ক সম্পর্কের জেরে ইউরোপে টেসলার বিক্রি কমেছে ৪৫ শতাংশ

অনলাইন ডেস্ক
টেসলার বিক্রি কমার পেছনে মাস্কের রাজনীতির ভূমিকা ছাড়াও কোম্পানিটির মডেল ওয়াই-র পরিবর্তনও একটি বড় কারণ। ছবি: সংগৃহীত
টেসলার বিক্রি কমার পেছনে মাস্কের রাজনীতির ভূমিকা ছাড়াও কোম্পানিটির মডেল ওয়াই-র পরিবর্তনও একটি বড় কারণ। ছবি: সংগৃহীত

ট্রাম্প প্রশাসনের সঙ্গে ইলন মাস্কের সম্পর্ক এবং তার বিতর্কিত কর্মকাণ্ডের কারণে ইউরোপে টেসলার বিক্রি ব্যাপকভাবে কমেছে। জানুয়ারিতে ইউরোপে ৯ হাজার ৯৪৫টি গাড়ি বিক্রি করেছে টেসলা, যা গত বছরের একই সময়ের তুলনায় ৪৫ শতাংশ কম। ২০২৪ সালের জানুয়ারিতে ১৮ হাজার ১৬১টি বিক্রি করে টেসলা।

গবেষণাভিত্তিক প্ল্যাটফর্ম জেটো ডাইনামিকসের বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, গত ফেব্রুয়ারিতে যুক্তরাজ্য, নরওয়ে, সুইজারল্যান্ড ও ইউরোপের ২৫টি দেশে ১৬ হাজারেরও কম গাড়ি বিক্রি করেছে টেসলা, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৪ শতাংশ কম। এর ফলে গত মাসে টেসলার বাজার শেয়ার ৯ দশমিক ৬ শতাংশে নেমে এসেছে, যা গত পাঁচ বছরের মধ্যে ফেব্রুয়ারি মাসে সর্বনিম্ন। ।

তবে সোসাইটি অব মোটর ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড ট্রেডার্সের তথ্য অনুযায়ী, গত ফেব্রুয়ারিতে যুক্তরাজ্যে নতুন টেসলা গাড়ির নিবন্ধন প্রায় ২১ শতাংশ বেড়েছে এবং মডেল ৩ ও মডেল ওয়াই মিনির পর দ্বিতীয় এবং তৃতীয় সবচেয়ে জনপ্রিয় গাড়ি হিসেবে তালিকাভুক্ত হয়েছে।

ইলন মাস্কের রাজনীতিবিষয়ক বিতর্কিত কর্মকাণ্ড এবং ট্রাম্পের প্রশাসনে তার সক্রিয় ভূমিকা টেসলার বিক্রিতে কী ধরনের প্রভাব ফেলছে তা খতিয়ে দেখছেন বাজার বিশ্লেষক এবং বিনিয়োগকারীরা। বিশেষ করে, টেসলার ডিলারশিপগুলোর বিরুদ্ধে বিক্ষোভও হতে দেখা গেছে। কিছু সময় ধরে জার্মানির ডানপন্থী আফডি পার্টিকে সমর্থন জানিয়েছেন মাস্ক এবং অনেক সময়েই তিনি বিতর্কিত মন্তব্য করে থাকেন।

এ ছাড়া, তিনি একটি কনজারভেটিভ কনফারেন্সে ‘গণতন্ত্রের শৃঙ্খল’ মতের প্রচার (একটি সাংকেতিক বা নাটকীয় ইঙ্গিত) করেন। এর পাশাপাশি তিনি ব্রিটেনের রাজনীতিবিদ কিয়ার স্টারমারসহ অন্যান্য শীর্ষ নেতাদের বিরুদ্ধে অভিযোগ করেন যে, তারা কিছু বড় ধরনের যৌন নির্যাতন কেলেঙ্কারি (গুমিং গ্যাং) আড়াল করার চেষ্টা করেছেন।

তবে বিশেষজ্ঞদের মতে, টেসলার বিক্রি কমার পেছনে মাস্কের রাজনীতির ভূমিকা ছাড়াও কোম্পানিটির মডেল ওয়াইর পরিবর্তনও একটি বড় কারণ।

জাটো ডাইনামিকসের গ্লোবাল বিশ্লেষক ফেলিপে মুনোজ জানান, টেসলা বর্তমানে একটি বড় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে এবং মডেল ওয়াইয়ের পুরোনো সংস্করণটি বাজার থেকে সরিয়ে নেওয়ার জন্য বিক্রির পরিমাণ কমেছে।

ফেব্রুয়ারির তথ্যে দেখা যাচ্ছে, ইউরোপে টেসলার প্রতিদ্বন্দ্বী কোম্পানির বিক্রি বেড়েছে। ভক্সওয়াগেন তাদের ব্যাটারি বৈদ্যুতিন গাড়ির বিক্রিতে ১৮০ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং বিএমডব্লিউ এবং মিনির বিক্রি প্রায় ১৯ হাজার ইউনিট পর্যন্ত পৌঁছেছে। চীনা কোম্পানি বিওয়াইডি তাদের বিক্রি ৯৪ শতাংশ বেড়ে ৪ হাজার ইউনিট অতিক্রম করেছে।

গত বছর ১০০ বিলিয়ন ডলারের বেশি রাজস্ব আয় করেছে বিওয়াইডি, যা টেসলাকে পেছনে ফেলেছে এবং তারা বিশ্বের সবচেয়ে বড় বৈদ্যুতিন গাড়ি কোম্পানি হিসেবে স্বীকৃতি পেয়েছে। টেসলা ২০২৪ সালে ১ দশমিক ৭৯ মিলিয়ন গাড়ি বিক্রি করলেও বিওয়াইডি তাদের বিক্রি ৪ দশমিক ২৭ মিলিয়নে পৌঁছেছে। এ ছাড়া, পোলস্টার কোম্পানির বিক্রি ৮৪ শতাংশ বেড়েছে, যা ২ হাজার ইউনিট অতিক্রম করেছে।

এদিকে, টেসলা শেয়ারের মূল্য ২০২৫ সালে প্রায় এক-তৃতীয়াংশ কমে যাওয়ার পরও তাদের বাজারমূল্য প্রায় ৭৮০ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যা বিশ্বব্যাপী গাড়ি বিক্রির জন্য একটি বড় খেলোয়াড় হিসেবে তাদের অবস্থান রক্ষা করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চিকিৎসক প্রকাশ্যে জানালেন, ধূমপান করতে চাচ্ছেন তামিম

তামিমের ধূমপানের তথ্য প্রকাশ চিকিৎসকের ‘পেশাগত নৈতিকতা’ লঙ্ঘন

ভাষাশহীদ ও মুক্তিযুদ্ধে শহীদদের রাষ্ট্রীয় সালাম দিলেন না ব্রাহ্মণবাড়িয়ার এসপি এহতেশামুল

৪টি জাহাজ কিনতে বাংলাদেশকে ঋণ দেবে চীন: প্রধান উপদেষ্টার কার্যালয়

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে আদালতের রায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত