অনলাইন ডেস্ক
ভিডিও কলের সময় স্ক্রিন শেয়ার করার সুবিধা রেখেছে টেলিগ্রাম। স্মার্টফোন, ডেস্কটপ বা ল্যাপটপে খুব সহজেই এই কাজ করা করা যায়। বিভিন্ন ভিডিও কনফারেন্সে প্রেজেন্টেশন, ডকুমেন্ট শেয়ারের জন্য ফিচারটি কাজে লাগে।
ভিডিও কলে যেভাবে স্ক্রিন শেয়ার করবেন তার ধাপগুলো তুলে ধরা হলো–
স্মার্টফোনে স্ক্রিন শেয়ার করবেন যেভাবে
১. ফোনের টেলিগ্রাম অ্যাপটি চালু করুন ও পছন্দমতো যে কাউকে ভিডিও কল দিন।
২. স্ক্রিনের ডান পাশের ওপরে তিনটি ডট খুঁজে বের করুন।
৩. তিন ডটে ট্যাপ করুন ও অপশনগুলো থেকে ‘শেয়ার স্ক্রিন’ নির্বাচন করুন।
৪. ফোনের মডেল ও অ্যান্ড্রয়েড সংস্করণের ওপর ভিত্তি করে শেয়ার স্ক্রিনের জন্য দুইটি অপশন দেখা যেতে পারে। অপশন দুটি হল–‘শেয়ার ইউওর এনটায়ার স্ক্রিন’ বা ‘শেয়ার স্পেসিফিক উইন্ডো’।
শেয়ার ইউওর এনটায়ার স্ক্রিন: এর মাধ্যমে স্ক্রিনের সবকিছু ভিডিও কলে শেয়ার করা যাবে।
শেয়ার স্পেসিফিক উইন্ডো: এর মাধ্যমে নির্দিষ্ট অ্যাপ, প্রেজেন্টেশন, ডকুমেন্ট বা কনভারসেশন স্ক্রিনে শেয়ার করা যাবে।
৫. দুইটি অপশন থেকে একটি নির্বাচন করে ‘স্টার্ট ব্রডকাস্ট’—ট্যাপ করুন। ডিভাইস অনুযায়ী স্টার্ট ব্রডকাস্ট এর পরিবর্তে ‘স্টার্ট নাও’ অপশনও থাকতে পারে।
৬. স্ক্রিন শেয়ারিং বন্ধ করার জন্য ‘স্টপ ব্রডকাস্টিং’ বাটনে ট্যাপ করুন।
ডেস্কটপ বা ল্যাপটপে স্ক্রিন শেয়ার করবেন যেভাবে
১. ডেস্কটপ টেলিগ্রাম অ্যাপ বা ওয়েব ভার্সনে ভিডিও কল চালু করুন।
২. ভিডিও কল উইন্ডোর বাম পাশের নিচের কোনায় মাউসের কার্সরকে নিয়ে যান।
৩. এর ফলে স্ক্রিনে একটি মেনু দেখা যাবে। মেনুর ‘স্ক্রিনকাস্ট’ অপশনে ক্লিক করুন।
৪. ক্লিক করার ফলে একটি নতুন উইন্ডো চালু হবে। এখানে কম্পিউটারে চালু থাকা সবগুলো উইন্ডোর থাম্বনেইল দেখা যাবে। এসব থাম্বনেইলের যেকোনো একটি নির্বাচন করুন।
৫. ‘শেয়ার স্ক্রিন’ অপশনে ক্লিক করুন।
৬. স্ক্রিন শেয়ার বন্ধ করার জন্য ‘স্টপ স্ক্রিনকাস্ট’ নামের লাল রংয়ের বাটনটি ক্লিক করুন।
স্ক্রিন শেয়ারের ক্ষেত্রে যেসব বিষয়ে সতর্ক থাকতে হবে—
১. স্মার্টফোনের পুরো স্ক্রিন শেয়ার করলে ভিডিও কলের থাকা অপর ব্যক্তি ফোনের সব নোটিফিকেশন দেখতে ও শুনতে পারবে। এজন্য সেসময় নোটিফিকেশন অপশনগুলো মিউট করাই শ্রেয়।
২. ল্যাপটপ বা ডেস্কটপের স্ক্রিন শেয়ারের সময় জন্য টেলিগ্রাম অ্যাপটি মিনিমাইজ করে রাখা যায়। এর ফলে টেলিগ্রামের অন্যান্য মেসেজ থ্রেড ভিডিও কলে থাকা ব্যক্তিরা দেখতে পারবে না, শুধুমাত্র বাছাই করা স্ক্রিনই দেখতে পারবে।
৩. স্ক্রিন শেয়ারিং এর জন্য দ্রুত ও শক্তিশালী ইন্টারনেট সংযোগ লাগবে।
তথ্যসূত্র: গ্যাজেটস নাও
ভিডিও কলের সময় স্ক্রিন শেয়ার করার সুবিধা রেখেছে টেলিগ্রাম। স্মার্টফোন, ডেস্কটপ বা ল্যাপটপে খুব সহজেই এই কাজ করা করা যায়। বিভিন্ন ভিডিও কনফারেন্সে প্রেজেন্টেশন, ডকুমেন্ট শেয়ারের জন্য ফিচারটি কাজে লাগে।
ভিডিও কলে যেভাবে স্ক্রিন শেয়ার করবেন তার ধাপগুলো তুলে ধরা হলো–
স্মার্টফোনে স্ক্রিন শেয়ার করবেন যেভাবে
১. ফোনের টেলিগ্রাম অ্যাপটি চালু করুন ও পছন্দমতো যে কাউকে ভিডিও কল দিন।
২. স্ক্রিনের ডান পাশের ওপরে তিনটি ডট খুঁজে বের করুন।
৩. তিন ডটে ট্যাপ করুন ও অপশনগুলো থেকে ‘শেয়ার স্ক্রিন’ নির্বাচন করুন।
৪. ফোনের মডেল ও অ্যান্ড্রয়েড সংস্করণের ওপর ভিত্তি করে শেয়ার স্ক্রিনের জন্য দুইটি অপশন দেখা যেতে পারে। অপশন দুটি হল–‘শেয়ার ইউওর এনটায়ার স্ক্রিন’ বা ‘শেয়ার স্পেসিফিক উইন্ডো’।
শেয়ার ইউওর এনটায়ার স্ক্রিন: এর মাধ্যমে স্ক্রিনের সবকিছু ভিডিও কলে শেয়ার করা যাবে।
শেয়ার স্পেসিফিক উইন্ডো: এর মাধ্যমে নির্দিষ্ট অ্যাপ, প্রেজেন্টেশন, ডকুমেন্ট বা কনভারসেশন স্ক্রিনে শেয়ার করা যাবে।
৫. দুইটি অপশন থেকে একটি নির্বাচন করে ‘স্টার্ট ব্রডকাস্ট’—ট্যাপ করুন। ডিভাইস অনুযায়ী স্টার্ট ব্রডকাস্ট এর পরিবর্তে ‘স্টার্ট নাও’ অপশনও থাকতে পারে।
৬. স্ক্রিন শেয়ারিং বন্ধ করার জন্য ‘স্টপ ব্রডকাস্টিং’ বাটনে ট্যাপ করুন।
ডেস্কটপ বা ল্যাপটপে স্ক্রিন শেয়ার করবেন যেভাবে
১. ডেস্কটপ টেলিগ্রাম অ্যাপ বা ওয়েব ভার্সনে ভিডিও কল চালু করুন।
২. ভিডিও কল উইন্ডোর বাম পাশের নিচের কোনায় মাউসের কার্সরকে নিয়ে যান।
৩. এর ফলে স্ক্রিনে একটি মেনু দেখা যাবে। মেনুর ‘স্ক্রিনকাস্ট’ অপশনে ক্লিক করুন।
৪. ক্লিক করার ফলে একটি নতুন উইন্ডো চালু হবে। এখানে কম্পিউটারে চালু থাকা সবগুলো উইন্ডোর থাম্বনেইল দেখা যাবে। এসব থাম্বনেইলের যেকোনো একটি নির্বাচন করুন।
৫. ‘শেয়ার স্ক্রিন’ অপশনে ক্লিক করুন।
৬. স্ক্রিন শেয়ার বন্ধ করার জন্য ‘স্টপ স্ক্রিনকাস্ট’ নামের লাল রংয়ের বাটনটি ক্লিক করুন।
স্ক্রিন শেয়ারের ক্ষেত্রে যেসব বিষয়ে সতর্ক থাকতে হবে—
১. স্মার্টফোনের পুরো স্ক্রিন শেয়ার করলে ভিডিও কলের থাকা অপর ব্যক্তি ফোনের সব নোটিফিকেশন দেখতে ও শুনতে পারবে। এজন্য সেসময় নোটিফিকেশন অপশনগুলো মিউট করাই শ্রেয়।
২. ল্যাপটপ বা ডেস্কটপের স্ক্রিন শেয়ারের সময় জন্য টেলিগ্রাম অ্যাপটি মিনিমাইজ করে রাখা যায়। এর ফলে টেলিগ্রামের অন্যান্য মেসেজ থ্রেড ভিডিও কলে থাকা ব্যক্তিরা দেখতে পারবে না, শুধুমাত্র বাছাই করা স্ক্রিনই দেখতে পারবে।
৩. স্ক্রিন শেয়ারিং এর জন্য দ্রুত ও শক্তিশালী ইন্টারনেট সংযোগ লাগবে।
তথ্যসূত্র: গ্যাজেটস নাও
এক্সের (সাবেক টুইটার) প্রতিদ্বন্দ্বী মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম থ্রেডসের অ্যালগরিদম পরিবর্তন করল মেটা। এর ফলে যেসব অ্যাকাউন্ট ব্যবহারকারীরা ফলো করেন সেগুলোর কনটেন্টই বেশি দেখানো হবে। গত বৃহস্পতিবার থেকে ফিচারটি চালু হয়।
৫ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা টাইম ম্যাগাজিন–এর কভারে ধনকুবের ইলন মাস্কের ‘টু ডু লিস্ট’ বা দিনের কাজের তালিকা প্রকাশ করেছে। তবে এটি মাস্কের ব্যক্তিগত চেকলিস্ট নয় বলে স্পষ্টভাবে জানিয়েছেন মাস্ক।
৫ ঘণ্টা আগেটাইপ করার চেয়ে ভয়েস মেসেজ পাঠানো বেশ সহজ। তবে অনেক সময় ভয়েস মেসেজ সবার সামনে শোনা যায় না। সে ক্ষেত্রে মেসেজ না শুনে রিপ্লাই–ও দেওয়া যায়না। এই সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য মেসেজ ট্রান্সক্রাইব ফিচার যুক্ত করল হোয়াটসঅ্যাপ। এই ফিচারের মাধ্যমে ভয়েস মেসেজগুলো সহজে টেক্সটে রূপান্তর করা যাবে।
৭ ঘণ্টা আগেনিয়মিত নতুন উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তি দিয়ে বিশ্বকে চমকে দেওয়ার জন্য পরিচিত জাপান। এবার ‘মানুষ ধোয়ার মেশিন’ তৈরি করে তাক লাগিয়ে দিল দেশটি। এটি মানুষ গোসলের জন্য ব্যবহার করতে পারবে। যন্ত্রটির কার্যকারিতা ও ডিজাইন দেখে একে ‘মানুষ ধোয়ার ওয়াশিং মেশিন’ বলে আখ্যা দিয়েছে অনেকই।
৮ ঘণ্টা আগে