এআই মডেল প্রশিক্ষণের জন্য হারপারকলিন্সের সঙ্গে মাইক্রোসফটের চুক্তি

অনলাইন ডেস্ক    
Thumbnail image
বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেনি মাইক্রোসফট। ছবি: মাইক্রোসফট

জনপ্রিয় প্রকাশনা সংস্থা হারপারকলিন্স পাবলিশার্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে মাইক্রোসফট। এই চুক্তির মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেলগুলো প্রশিক্ষণ দেওয়ার জন্য প্রকাশনাটির নন ফিকশন বইগুলোর শিরোনাম ব্যবহার করতে পারবে টেক জায়ান্টটি।

মাইক্রোসফট কোন মডেল প্রশিক্ষণের জন্য হারপারকলিন্স বইগুলো ব্যবহার করবে তা এখনো প্রকাশ করেনি। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানিয়েছেন, মানব লেখক ছাড়া নতুন বই তৈরিতে এই কনটেন্ট ব্যবহার করার পরিকল্পনা নেই কোম্পানিটির, বরং তারা উচ্চ মানের ডেটা ব্যবহার করবে যাতে মডেলগুলো আরও বুদ্ধিমান এবং সঠিক হতে পারে।

বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেনি মাইক্রোসফট।

ব্লুমবার্গ নিউজকে হারপারকলিন্স নিশ্চিত করেছে যে, সংস্থাটি একটি অজ্ঞাত এআই প্রযুক্তি কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। হারপারকলিন্স বলেছে, এআই মডেলগুলোর গুণগত মান এবং কর্মক্ষমতা উন্নত করতে নির্দিষ্ট কিছু নন ফিকশন বইয়ের শিরোনাম ব্যবহার করার অনুমতি দেবে।’

তবে এতে অংশগ্রহণ করার অথবা না করার অপশন পাবেন তাদের লেখকেরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ক্রিনশট পোস্ট করেন লেখক ডেনিয়েল কিবলস্মিথ। স্ক্রিনশটে দেখা যায়, লাইসেন্স চুক্তির জন্য প্রতি বইয়ে ২ হাজার ৫০০ ডলার প্রস্তাব দেওয়া হয়েছিল। তিনি মঙ্গলবার আরেক পোস্টে বলেন, ‘এক বিলিয়ন ডলার প্রস্তাব দেওয়ার হলে সম্ভবত চুক্তিবদ্ধ হতাম। আমি এমন পরিমাণ অর্থের জন্য করবে, যা আমাকে আর কাজ করতে বাধ্য করবে না। কারণ এই প্রযুক্তির শেষ লক্ষ্যই তা।’

এআই মডেল প্রশিক্ষণের জন্য সোশ্যাল মিডিয়া সাইট থেকে শুরু করে সংবাদ প্রতিবেদনের থেকে বিভিন্ন ধরনের ডেটা ব্যবহার করে প্রযুক্তি কোম্পানিগুলো। প্রোগ্রামগুলো যেন আরও সঠিক প্রশ্নের উত্তর দিতে পারে এ জন্য উচ্চ মানের টেক্সটের উৎস খুঁজছে মাইক্রোসফটের মতো কোম্পানিগুলো।

গত মে মাসে নিউজ করপোরেশনের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে ওপেনএআই। এর মাধ্যমে নিউজ করপোরেশনের বিভিন্ন পাবলিকেশনের কনটেন্ট ওপেনএআই ব্যবহার করতে পারবে, যার মধ্যে ওয়াল স্ট্রিট জার্নাল, ব্যারন্স এবং মার্কেটওয়াচও রয়েছে। এ ছাড়া এক্সেল স্প্রিঙ্গার এসই, দ্য আটলান্টিক, ভক্স মিডিয়া, ডটড্যাশ মেরিডিথ ইনকর্পোরেটেড, হার্স্ট কমিউনিকেশনস ইনকর্পোরেটেড এবং টাইম ম্যাগাজিনের মতো প্রকাশকদের সঙ্গে লাইসেন্স চুক্তি স্বাক্ষর করেছে।

এআই মডেলগুলো প্রশিক্ষণ দিতে রয়টার্স, হার্স্ট ও এক্সেল স্প্রিঙ্গার–এর সঙ্গেও কাজ করছে মাইক্রোসফট।

এআই কোম্পানিগুলোর বিরুদ্ধে কনটেন্ট অনুমতি ছাড়া সংগ্রহ করার বিষয়ে অভিযোগ তুলছে কিছু প্রকাশক। নিউ ইয়র্ক টাইমস ওপেনএআই এবং মাইক্রোসফটের বিরুদ্ধে কপিরাইট লঙ্ঘনের অভিযোগে মামলা করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা স্টার্টআপ ‘পারপ্লেক্সিটি এআই’–ও একই ধরনের মামলার সম্মুখীন হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত