প্রযুক্তি ডেস্ক
শিগগিরই আইওএস ১৭ আনছে অ্যাপল। আইফোন ব্যবহারকারীরা আপডেটের মাধ্যমে ব্যবহার করতে পারবেন নতুন এই সংস্করণ। তবে ঠিক কী কী সুবিধা আসছে নতুন এই সংস্করণে, তা নিয়ে আছে নানা জল্পনা-কল্পনা। জানা গেছে, নতুন এই সংস্করণে থাকছে বিকল্প অ্যাপ স্টোরের সুবিধা। অর্থাৎ, অ্যাপ ডাউনলোডের জন্য অ্যাপলের নিজস্ব অ্যাপ স্টোরই আর একমাত্র সমাধান থাকছে না।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, ব্লুমবার্গের সাংবাদিক মার্ক গুরমান নতুন আপডেটের ব্যাপারে বিভিন্ন তথ্য জানিয়েছেন। নতুন আপডেটে ক্রেতাদের চাহিদাকে প্রাধান্য দেওয়া হবে বলেও জানিয়েছেন মার্ক। তিনি জানান, আগে আইওএসে বিকল্প অ্যাপ স্টোর ব্যবহারের কোনো সুযোগ ছিল না। তবে এবার এই সুবিধা যুক্ত করা হবে।
এদিকে গত ২৭ মার্চ আইওএস ১৬ দশমিক ৪ এবং অন্যান্য সফটওয়্যারের আপডেট এনেছে অ্যাপল। একাধিক নতুন বৈশিষ্ট্য যেমন—নতুন ইমোজি, ওয়েব অ্যাপের নোটিফিকেশন ও অ্যাক্সেসিবিলিটিতে উন্নতির পাশাপাশি ৩০টির বেশি নিরাপত্তা ত্রুটি সারানো হয়েছে নতুন আপডেটে।
অ্যাপলের ওয়েবসাইট অনুযায়ী, আইওএস ১৬ দশমিক ৪, ম্যাকওএস ভেনচুরা ১৩ দশমিক ৩, ওয়াচ ওএস ৯ দশমিক ৪ ও টিভি ওএস ১৬ দশমিক ৪—এই কয়েক ডজন নিরাপত্তা ত্রুটি ঠিক করা হয়েছে। উদাহরণস্বরূপ, অ্যাক্সেসিবিলিটির ফিচারগুলোতে একটি নিরাপত্তা ত্রুটি ছিল—এর মাধ্যমে তৃতীয় পক্ষের অ্যাপগুলো ব্যবহারকারীর ‘কন্টাক্ট’-এর তথ্য হাতিয়ে নিতে পারত। আরেকটি ত্রুটির কারণে তৃতীয় পক্ষের অ্যাপগুলো ব্যবহারকারীদের সংবেদনশীল তথ্য হাতিয়ে নেওয়ার সুযোগ পেত।
অন্যান্য ত্রুটি অ্যাপল নিউরাল ইঞ্জিন, ক্যালেন্ডার, ক্যামেরা, কারপ্লে, ব্লুটুথ, ফাইন্ড মাই, আইক্লাউড, ফটো, পডকাস্ট ও সাফারির মতো অংশগুলোকে আক্রান্ত করে। এগুলো সারিয়েছে অ্যাপল। এ ছাড়া কার্নেলে পাওয়া ত্রুটিও সারানো হয়েছে।
শিগগিরই আইওএস ১৭ আনছে অ্যাপল। আইফোন ব্যবহারকারীরা আপডেটের মাধ্যমে ব্যবহার করতে পারবেন নতুন এই সংস্করণ। তবে ঠিক কী কী সুবিধা আসছে নতুন এই সংস্করণে, তা নিয়ে আছে নানা জল্পনা-কল্পনা। জানা গেছে, নতুন এই সংস্করণে থাকছে বিকল্প অ্যাপ স্টোরের সুবিধা। অর্থাৎ, অ্যাপ ডাউনলোডের জন্য অ্যাপলের নিজস্ব অ্যাপ স্টোরই আর একমাত্র সমাধান থাকছে না।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, ব্লুমবার্গের সাংবাদিক মার্ক গুরমান নতুন আপডেটের ব্যাপারে বিভিন্ন তথ্য জানিয়েছেন। নতুন আপডেটে ক্রেতাদের চাহিদাকে প্রাধান্য দেওয়া হবে বলেও জানিয়েছেন মার্ক। তিনি জানান, আগে আইওএসে বিকল্প অ্যাপ স্টোর ব্যবহারের কোনো সুযোগ ছিল না। তবে এবার এই সুবিধা যুক্ত করা হবে।
এদিকে গত ২৭ মার্চ আইওএস ১৬ দশমিক ৪ এবং অন্যান্য সফটওয়্যারের আপডেট এনেছে অ্যাপল। একাধিক নতুন বৈশিষ্ট্য যেমন—নতুন ইমোজি, ওয়েব অ্যাপের নোটিফিকেশন ও অ্যাক্সেসিবিলিটিতে উন্নতির পাশাপাশি ৩০টির বেশি নিরাপত্তা ত্রুটি সারানো হয়েছে নতুন আপডেটে।
অ্যাপলের ওয়েবসাইট অনুযায়ী, আইওএস ১৬ দশমিক ৪, ম্যাকওএস ভেনচুরা ১৩ দশমিক ৩, ওয়াচ ওএস ৯ দশমিক ৪ ও টিভি ওএস ১৬ দশমিক ৪—এই কয়েক ডজন নিরাপত্তা ত্রুটি ঠিক করা হয়েছে। উদাহরণস্বরূপ, অ্যাক্সেসিবিলিটির ফিচারগুলোতে একটি নিরাপত্তা ত্রুটি ছিল—এর মাধ্যমে তৃতীয় পক্ষের অ্যাপগুলো ব্যবহারকারীর ‘কন্টাক্ট’-এর তথ্য হাতিয়ে নিতে পারত। আরেকটি ত্রুটির কারণে তৃতীয় পক্ষের অ্যাপগুলো ব্যবহারকারীদের সংবেদনশীল তথ্য হাতিয়ে নেওয়ার সুযোগ পেত।
অন্যান্য ত্রুটি অ্যাপল নিউরাল ইঞ্জিন, ক্যালেন্ডার, ক্যামেরা, কারপ্লে, ব্লুটুথ, ফাইন্ড মাই, আইক্লাউড, ফটো, পডকাস্ট ও সাফারির মতো অংশগুলোকে আক্রান্ত করে। এগুলো সারিয়েছে অ্যাপল। এ ছাড়া কার্নেলে পাওয়া ত্রুটিও সারানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানি ভ্যালে শহরে অত্যাধুনিক ও পরিবেশবান্ধব পাঁচতলা অফিস ভবন তৈরি করেছে টেক জায়ান্ট গুগল। এই ভবনের বিশেষত্ব হলো—এটি তৈরিতে প্রথমবারের মতো ‘মাস টিম্বার’ ব্যবহার করেছে কোম্পানিটি। কাঠ বিভিন্নভাবে প্রক্রিয়াকরণের মাধ্যমে মাস টিম্বার তৈরি করা হয়। তাই ভবনটি...
২১ ঘণ্টা আগেপাশ্চাত্যে উৎসবের মৌসুমে বা নতুন বছর আসার আগে প্রায় সবাই ছুটি উপভোগ করেন। এই সময়টিতে পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানো, বিশ্রাম নেওয়া এবং গত বছরের কঠিন কাজের চাপ থেকে মুক্তি পাওয়া একটি সাধারণ বিষয়। অনেক কোম্পানি এসময় কর্মীদের ছুটি দেয়, যাতে তারা শারীরিক এবং মানসিকভাবে পুনরুজ্জীবিত হতে পারে। তবে এ
১ দিন আগেদৈনন্দিন জীবনে ব্যবহারে জন্য টেকসই স্মার্টফোনের চাহিদা অনেক বেশি। এজন্য মিড রেঞ্জের টেকসই স্মার্টফোন ‘অনার এক্স ৯ সি’ উন্মোচন করেছে অনার। এই মডেল গত অক্টোবর মাসে লঞ্চ হওয়া এক্স ৯ বি–এর উত্তরসূরি। ফোনটি হাত থেকে পড়ে গেলেও অক্ষত থাকবে বলে কোম্পানিটি দাবি করছে। ফোনটির ব্যাটারি চার্জ ২ শতাংশে নেমে আসে ত
১ দিন আগেইলন মাস্কের মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম এক্স–এর মতো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ফিচার নিয়ে পরীক্ষা নিয়ে করছে মেটার থ্রেডস। ফিচারটি এআই ব্যবহার করে ট্রেন্ডিং বিষয়গুলো সারসংক্ষেপ তৈরি করে দেবে।
১ দিন আগে