Ajker Patrika

৫০ মেগাপিক্সেলের নতুন ইমেজ সেন্সর উন্মোচন করল স্যামসাং 

অনলাইন ডেস্ক
৫০ মেগাপিক্সেলের নতুন ইমেজ সেন্সর উন্মোচন করল স্যামসাং 

নতুন ইমেজ সেন্সর আইএসওসেল জিএনকের ছবি উন্মোচন করল স্যামসাং। ৫০ মেগাপিক্সেলের এই নতুন ক্যামেরা সেন্সর ছবি ও ভিডিও ধারণকে আরও সমৃদ্ধ করবে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট স্যাম মোবাইলের এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়। 

সেন্সরটি স্যামসাংসহ অন্যান্য কোম্পানির ডিভাইসে ব্যবহার করা হবে। কারণ সরবরাহকারী হিসেবে ইমেজ সেন্সরের বাজারের প্রথমদিকে রয়েছে স্যামসাং। 

পূর্বসরী আইএসওসেল জিএন ১ এর তুলনায় এই সেন্সরের অনেক লক্ষ্যণীয় পরিবর্তন নিয়ে আসা হয়েছে। ১২০ ডেসিবল র‍েঞ্জে ছবি তোলার ক্ষমতা রয়েছে এই সেন্সরে। সেন্সরে তিনটি পৃথক আইএসও মোড ব্যবহারের মাধ্যমে এটি সম্ভব হয়েছে। 

এই সেন্সরযুক্ত ফোন আগামী বছরে বাজারে আসবে বলে ধারণা করা হচ্ছে। 

৫০ মেগাপিক্সেলের আইএসওসেল জিএনকে লেন্সের সাইজ আগের সেন্সরের মতই ১ / ১.৩ ইঞ্চি থাকবে। এমনকি এর পিক্সেল সাইজও একই ১ দশমিক ২ মাইক্রোন থাকবে। তবে ছবি ও ভিডিওয়ের উন্নয়নে লেন্সটি অন্যক্ষেত্র পরিবর্তন নিয়ে এসেছে। 

এই পরিবর্তনের মধ্যে রয়েছে– ডুয়েল পিক্সেল প্রো অটো ফোকাস। এর মাধ্যমে গতিশীল বস্তুর ওপর খুব দ্রুত ফোকাস করা যাবে। দক্ষ ফটোগ্রাফাররা এই সেন্সরের প্রশংসা করবে। উজ্বল রঙের ১৪ বিটের ছবি তুলতে পারবে এই সেন্সর। 
 
মান অক্ষুণ্ণ রেখে প্রতি সেকেন্ডে ৩০ ফ্রেম ও ৪কে রেজল্যুশনের ভিডিও রেকর্ড করা সম্ভব এই লেন্সের মাধ্যমে। এইচডিআর ভিডিওতে অটোফোকাস করার সুবিধা থাকবে। ৩০ এফটিএসে ৮কে ভিডিও, ১২০ এফপিএসে ৪কে ভিডিও এবং ২৪০ এফটিএসে এফএইচডি ভিডিও ধারণ করা যাবে। 

স্যামসাংয়ের কোন মডেলে এই সেন্সর ব্যবহার করা হবে তার বিস্তারিত তথ্য জানায়নি কোম্পানিটি। ২০২৩ সালে আর কোনো নতুন ফোন আনবে না স্যামসাং। তবে প্রযুক্তি বিশ্লেষকেরা মনে করছেন, ২০২৪ সালের নতুন গ্যালাক্সি সিরিজের ক্যামেরায় আইএসওসেল জিএনকে সেন্সর ব্যবহার করবে স্যামসাং।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত