বাংলাদেশ কম্পিউটার সোসাইটির সাধারণ সভা

ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২১, ১৪: ১০
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ১৫: ০৯

বাংলাদেশ কম্পিউটার সোসাইটির (বিসিএস) বার্ষিক সাধারণ সভা-২০২০ গতকাল শুক্রবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

সোসাইটির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ শরিফ উদ্দিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহসভাপতি (অ্যাডমিন) প্রকৌশলী নিয়াজ উদ্দিন ভূঁইয়া, সহসভাপতি (ফাইন্যান্স) রেজাউল করিম, সহসভাপতি (একাডেমিক) অধ্যাপক ড. মুহাম্মদ নূরুল হুদা, যুগ্ম-সাধারণ সম্পাদক (অ্যাডমিন) ফাহাদ জামান চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক (ফাইন্যান্স) মোহাম্মদ শাহরিয়ার হোসেন খান, যুগ্ম-সাধারণ সম্পাদক (একাডেমিক) নজরুল ইসলাম ভূঁইয়া, ট্রেজারার ড. মুহাম্মদ জিয়াউল ইসলাম প্রমুখ। 

সভায় বর্তমান কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান খান জিহাদ ২০২০ সালের বার্ষিক আর্থিক বিবরণী ও নিরীক্ষা প্রতিবেদন উপস্থাপন ও অনুমোদন এবং ২০২১ সালের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন। 

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ শরিফ উদ্দিন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০২১ ও ২০৪১ সালের যে ভিশন তা সামনে রেখে কাজ করে যাচ্ছি এবং কম্পিউটার সোসাইটি নেতৃত্ব দিচ্ছে। সোসাইটি সব পেশাজীবীকে একত্রিত করতে কাজ করছে। লেবার বেইজড সোসাইটি থেকে নলেজ বেইজড সোসাইটিতে পরিণত করার জন্য সবাইকে কাজ করার আহ্বান জানান অধ্যাপক শরীফ উদ্দিন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চট্টগ্রামে নিহত আইনজীবী সাইফুল ইসলামকে নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে গুজব

ববির ট্রেজারার সাবেক সেনা কর্মকর্তাকে যোগদানে বাধা

বিগত সরকারে বঞ্চিত কর্মকর্তাদের ক্ষতিপূরণ দিতেই যাবে শতকোটি টাকা

দুই দিনে ৭ ব্যাংককে ২০ হাজার ৫০০ কোটি টাকা দিল বাংলাদেশ ব্যাংক

কোনো পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলেননি রয়টার্সের প্রতিবেদক: সিএমপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত