টিএইচ মাহির
সার্চ ইঞ্জিন হিসেবে ভীষণ জনপ্রিয় গুগলের ক্রোম। কিন্তু এই ব্রাউজারের অ্যাড্রেসবারে বা ওমনি বক্সের ফিচার সম্পর্কে কতটুকুই-বা জানি? ইন্টারনেট ব্রাউজিংয়ের সময় ক্রোমের ওমনি বক্সে এমন কিছু ফিচার ব্যবহার করা যায়, যা অফিস কিংবা অনলাইন মিটিংয়ের ক্ষেত্রে সময় বাঁচাতে কাজে লাগতে পারে।
জেমিনির সঙ্গে চ্যাট
ক্রোমের অ্যাড্রেসবারে অ্যাট সাইন (@) লিখলে সরাসরি গুগলের এআই চ্যাটবট জেমিনির সঙ্গে চ্যাট করার অপশন আসবে। এ ছাড়া অ্যাট সাইন লিখে ক্রোমের অন্যান্য ফিচারের নাম লিখলেও তা সরাসরি চলে আসবে। যেমন @ লিখে হিস্টরি লিখলে ব্রাউজারের হিস্ট্রি পাওয়া যাবে। এভাবে অ্যাড্রেসবারে @ দিয়ে বুকমার্ক, ট্যাব ইত্যাদি লিখলে সেগুলোও সরাসরি চলে আসবে।
আবহাওয়ার তথ্য
ক্রোমের ওমনি বক্স বা অ্যাড্রেসবারে ইংরেজিতে ওয়েদার লিখলেই তাপমাত্রা দেখাবে। নির্দিষ্ট এলাকার তাপমাত্রা দেখতে পাশে জায়গার নাম লিখলে সে এলাকার তাপমাত্রা জানা যাবে।
ডকুমেন্ট, স্লাইড ফাইল বানাতে
অ্যাড্রেসবার থেকে এক ক্লিকে খোলা যাবে নতুন গুগল ডকস ফাইল কিংবা স্লাইড। এ জন্য অ্যাড্রেসবারে ডকস ডট নিউ, শিট ডট নিউ কিংবা স্লাইড ডট নিউ লিখে এন্টার প্রেস করলে নতুন ডকস, স্লাইড বা শিট তৈরি হয়ে যাবে। তা ছাড়া ফাইলগুলো নতুন উইন্ডোতে খুলতে শেষে শিফট+এন্টার প্রেস করতে হবে।
ই-মেইল পাঠাতে
অ্যাড্রেসবার থেকে সরাসরি মেইলও পাঠানো যাবে। এ জন্য ‘mailto:’ লিখে প্রাপকের ই-মেইল অ্যাড্রেস লিখলে মেইল বডি ওপেন হবে। এভাবে সরাসরি জিমেইল ওপেন না করেই অ্যাড্রেসবার থেকে মেইল পাঠানো যাবে।
সংজ্ঞা জানতে
ইন্টারনেট ব্রাউজ করতে গিয়ে যদি নতুন কোনো শব্দ চোখে পড়ে, তাহলে অ্যাড্রেসবার বা ক্রোম ওমনি বক্সে ডিফাইন+শব্দটি লিখলে তার সংজ্ঞা চলে আসবে।
টাইমার
তাৎক্ষণিকভাবে টাইমার প্রয়োজন হলে ক্রোমের অ্যাড্রেসবারে টাইমার লিখলেই সেটি চালু হয়ে যাবে। তা ছাড়া টাইমারে সময় নির্ধারণ করে দিতে টাইমার+সময় লিখে এন্টার প্রেস করতে হবে।
ক্যালকুলেটর
অ্যাড্রেসবারকে চাইলে ক্যালকুলেটর হিসেবেও ব্যবহার করা যেতে পারে। যেমন ১০+১০ লিখলে অ্যাড্রেসবারে তার যোগফল দেখা যাবে। তাৎক্ষণিকভাবে এ প্রক্রিয়ায় অ্যাড্রেসবারকে ক্যালকুলেটর হিসেবে ব্যবহার করা যেতে পারে।
মুদ্রা, ইউনিট রূপান্তর
একটি নির্দিষ্ট মুদ্রার বিপরীতে বিভিন্ন দেশের মুদ্রার মান দেখতে চাইলে অ্যাড্রেসবারে সেই মুদ্রার নাম টু লিখে যে মুদ্রার পরিমাণ দেখতে চান, সেই মুদ্রার নাম লিখতে হবে। যেমন ডলার টু টাকা লিখলে এক ডলারে কত টাকা হয়, সেটি দেখিয়ে দেবে। আবার কোনো কিছুর ইউনিট পরিবর্তন করতে চাইলেও একইভাবে লিখতে হবে। যেমন ধরুন, ১০ ডিগ্রি ফারেনহাইট টু সেলসিয়াস। এতে ১০ ডিগ্রি ফারেনহাইটে কত সেলসিয়াস হয়, তা দেখাবে।
এ ছাড়া ম্যাপ, অনুবাদের জন্য ট্রান্সলেশন ইত্যাদি ফিচার ব্যবহার করা যাবে গুগল অ্যাড্রেসবার থেকে।
সার্চ ইঞ্জিন হিসেবে ভীষণ জনপ্রিয় গুগলের ক্রোম। কিন্তু এই ব্রাউজারের অ্যাড্রেসবারে বা ওমনি বক্সের ফিচার সম্পর্কে কতটুকুই-বা জানি? ইন্টারনেট ব্রাউজিংয়ের সময় ক্রোমের ওমনি বক্সে এমন কিছু ফিচার ব্যবহার করা যায়, যা অফিস কিংবা অনলাইন মিটিংয়ের ক্ষেত্রে সময় বাঁচাতে কাজে লাগতে পারে।
জেমিনির সঙ্গে চ্যাট
ক্রোমের অ্যাড্রেসবারে অ্যাট সাইন (@) লিখলে সরাসরি গুগলের এআই চ্যাটবট জেমিনির সঙ্গে চ্যাট করার অপশন আসবে। এ ছাড়া অ্যাট সাইন লিখে ক্রোমের অন্যান্য ফিচারের নাম লিখলেও তা সরাসরি চলে আসবে। যেমন @ লিখে হিস্টরি লিখলে ব্রাউজারের হিস্ট্রি পাওয়া যাবে। এভাবে অ্যাড্রেসবারে @ দিয়ে বুকমার্ক, ট্যাব ইত্যাদি লিখলে সেগুলোও সরাসরি চলে আসবে।
আবহাওয়ার তথ্য
ক্রোমের ওমনি বক্স বা অ্যাড্রেসবারে ইংরেজিতে ওয়েদার লিখলেই তাপমাত্রা দেখাবে। নির্দিষ্ট এলাকার তাপমাত্রা দেখতে পাশে জায়গার নাম লিখলে সে এলাকার তাপমাত্রা জানা যাবে।
ডকুমেন্ট, স্লাইড ফাইল বানাতে
অ্যাড্রেসবার থেকে এক ক্লিকে খোলা যাবে নতুন গুগল ডকস ফাইল কিংবা স্লাইড। এ জন্য অ্যাড্রেসবারে ডকস ডট নিউ, শিট ডট নিউ কিংবা স্লাইড ডট নিউ লিখে এন্টার প্রেস করলে নতুন ডকস, স্লাইড বা শিট তৈরি হয়ে যাবে। তা ছাড়া ফাইলগুলো নতুন উইন্ডোতে খুলতে শেষে শিফট+এন্টার প্রেস করতে হবে।
ই-মেইল পাঠাতে
অ্যাড্রেসবার থেকে সরাসরি মেইলও পাঠানো যাবে। এ জন্য ‘mailto:’ লিখে প্রাপকের ই-মেইল অ্যাড্রেস লিখলে মেইল বডি ওপেন হবে। এভাবে সরাসরি জিমেইল ওপেন না করেই অ্যাড্রেসবার থেকে মেইল পাঠানো যাবে।
সংজ্ঞা জানতে
ইন্টারনেট ব্রাউজ করতে গিয়ে যদি নতুন কোনো শব্দ চোখে পড়ে, তাহলে অ্যাড্রেসবার বা ক্রোম ওমনি বক্সে ডিফাইন+শব্দটি লিখলে তার সংজ্ঞা চলে আসবে।
টাইমার
তাৎক্ষণিকভাবে টাইমার প্রয়োজন হলে ক্রোমের অ্যাড্রেসবারে টাইমার লিখলেই সেটি চালু হয়ে যাবে। তা ছাড়া টাইমারে সময় নির্ধারণ করে দিতে টাইমার+সময় লিখে এন্টার প্রেস করতে হবে।
ক্যালকুলেটর
অ্যাড্রেসবারকে চাইলে ক্যালকুলেটর হিসেবেও ব্যবহার করা যেতে পারে। যেমন ১০+১০ লিখলে অ্যাড্রেসবারে তার যোগফল দেখা যাবে। তাৎক্ষণিকভাবে এ প্রক্রিয়ায় অ্যাড্রেসবারকে ক্যালকুলেটর হিসেবে ব্যবহার করা যেতে পারে।
মুদ্রা, ইউনিট রূপান্তর
একটি নির্দিষ্ট মুদ্রার বিপরীতে বিভিন্ন দেশের মুদ্রার মান দেখতে চাইলে অ্যাড্রেসবারে সেই মুদ্রার নাম টু লিখে যে মুদ্রার পরিমাণ দেখতে চান, সেই মুদ্রার নাম লিখতে হবে। যেমন ডলার টু টাকা লিখলে এক ডলারে কত টাকা হয়, সেটি দেখিয়ে দেবে। আবার কোনো কিছুর ইউনিট পরিবর্তন করতে চাইলেও একইভাবে লিখতে হবে। যেমন ধরুন, ১০ ডিগ্রি ফারেনহাইট টু সেলসিয়াস। এতে ১০ ডিগ্রি ফারেনহাইটে কত সেলসিয়াস হয়, তা দেখাবে।
এ ছাড়া ম্যাপ, অনুবাদের জন্য ট্রান্সলেশন ইত্যাদি ফিচার ব্যবহার করা যাবে গুগল অ্যাড্রেসবার থেকে।
দায়িত্ব নেওয়ার চার বছরেরও কম সময়ের মধ্যে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন ইন্টেলের প্রধান নির্বাহী প্যাট গেলসিঞ্জারকে। কোম্পানির পুনর্গঠনে তাঁর পরিকল্পনার ওপর পরিচালনা বোর্ডের আস্থা হারানোর পর এই দায়িত্ব ছেড়ে দিয়েছেন তিনি। গেলসিঞ্জারের অধীনে ইন্টেল কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চিপ প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছে।
৩ ঘণ্টা আগেকিছু পুরোনো মডেলের আইফোনে আর হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে না। কারণ আগামী বছরের ৫ মে থেকে হোয়াটসঅ্যাপ চালাতে আইফোনে আইওএস ১৫.১ বা এর পরের সংস্করণের আপডেট থাকতে হবে। আর কিছু পুরোনো মডেলে আইওএস ১২.৫. ৭ পর্যন্ত আপডেট পাওয়া যায়।
৪ ঘণ্টা আগেচীনের সেমিকন্ডাক্টর শিল্পের বিরুদ্ধে গত সোমবার তৃতীয় দফার অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র সরকার। দেশটি ১৪০টি চীনা কোম্পানির জন্য রপ্তানি নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর মধ্যে চিপ যন্ত্রপাতি প্রস্তুতকারী প্রতিষ্ঠান নাউরা টেকনোলজি গ্রুপ অন্তর্ভুক্ত। সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
৫ ঘণ্টা আগেকিছুদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি নিয়ে বেশ আলোচনা হয়। সেটি সাধারণ কোনো ভাইরাল ছবি বা কারও আঁকা শিল্পকর্ম অথবা পৃথিবীর কোনো মুহূর্তের ছবি ছিল না। ছবিটি ছিল ১ হাজার ৩০০ আলোকবর্ষ দূরের ওরিয়ন নীহারিকার ছবি।
৭ ঘণ্টা আগে