অনলাইন ডেস্ক
ছবি ও ভিডিও পোস্ট করার পাশাপাশি ইনস্টাগ্রামে বার্তা আদান-প্রদান করে থাকেন অনেকেই। ব্যবহারকারীর এসব বার্তার গোপনীয়তা রক্ষার জন্য প্ল্যাটফর্মটিতে ‘ভ্যানিশ মোড’ রয়েছে। এটি খুব সহজেই চালু করে নিশ্চিন্তে চ্যাট করা যায়।
ইনস্টাগ্রামের ভ্যানিশ মোড কি
ইনস্টাগ্রামে ব্যক্তিগত মেসেজের সুরক্ষা দিতেই ‘ভ্যানিশ মোড’ যুক্ত করেছে মেটা। এই মোড চালু করে মেসেজ, ভিডিও, ছবি, অডিও পাঠানো হলে প্রাপক সেগুলো দেখার পরপরই তা স্বয়ংক্রিয়ভাবে অদৃশ্য হয়ে যায়।
ভ্যানিশ মোড বন্ধ করলেও সেই মোডে থাকা অবস্থায় মেসেজগুলো হারিয়ে যাবে। তাই কোনো সংবেদনশীল চ্যাটের সময় এই মোড চালু করা যায়। তবে একজনের সঙ্গে চ্যাট করার সময়ই মোডটি চালু করা যায়। গ্রুপ চ্যাটে এই ফিচার নেই। ভ্যানিশ মোড ব্যবহারের করার আগে কিছু বিষয় সম্পর্কে জানা প্রয়োজন—
• ভ্যানিশ মোড চালু তার একটি নোটিফিকেশন চ্যাটের মধ্যে প্রাপকও দেখতে পারবেন।
• এই মোড চালু থাকলে কনটেন্ট কপি, সেভ, বা ফরওয়ার্ড করা যাবে না।
• যাদের সঙ্গে আগে থেকে কোনো চ্যাট করা হয়নি তাদের সঙ্গে চ্যাট শুরু করতে ভ্যানিশ মোড ব্যবহার করা যাবে না।
• ইনস্টাগ্রামে ভ্যানিশ মোডে চ্যাট করার সময় স্ক্রিনশট নিলে বা স্ক্রিন রেকর্ড করলে তা অপর ব্যক্তিতে জানিয়ে দেওয়া হবে।
• সব চ্যাটে এই মোড একসঙ্গে চালু হবে না। আলাদাভাবে যেকোনো চ্যাটে (গ্রুপ চ্যাট ছাড়া) ভ্যানিশ মোড চালু করতে হবে।
ভ্যানিশ মোড চালু করবেন যেভাবে
১. ইনস্টাগ্রাম অ্যাপটি চালু করুন।
২. ওপরের ডান দিকে কোনায় থাকা মেসেজ অপশনে ট্যাপ করুন।
৩. এই মোডে যার সঙ্গে চ্যাটিং করতে চান সেই চ্যাট নির্বাচন করুন।
৪. চ্যাটিংয়ে প্রবেশ করার পরে স্ক্রিনে ওপরের দিকে সোয়াইপ করে বা টেনে ধরে রাখলেই ভ্যানিশ মোড চালু হবে। এ সময় কনভারসেশনের ব্যাকগ্রাউন্ডের রং কালো হয়ে যাবে এবং ‘ইউ টার্নড অন ভ্যানিশ মোড’ লেখা সামনে দেখাবে। তবে ইনস্টাগ্রাম ডার্ক মোডে থাকলে এই পরিবর্তন বোঝা যাবে না।
এছাড়া যার সঙ্গে আপনি চ্যাট করছেন তিনি একটি মেসেজ দেখতে পারবেন যে ভ্যানিশ মোড চালু হয়েছে।
ভ্যানিশ মোড বন্ধ করবেন যেভাবে
ভ্যানিশ মোড বন্ধ করার জন্য একইভাবে স্ক্রিন ওপরের দিকে সোয়াইপ করুন। এভাবে আবার ডিফল্ট মোড চালু হয়ে যাবে। যখন ব্যাকগ্রাউন্ডের রং বদলে যাবে। সেটি দেখেই বুঝে নিতে পারবেন যে ভ্যানিশ মোড বন্ধ হয়ে গিয়েছে।
তথ্যসূত্র: লাইফ ওয়্যার
ছবি ও ভিডিও পোস্ট করার পাশাপাশি ইনস্টাগ্রামে বার্তা আদান-প্রদান করে থাকেন অনেকেই। ব্যবহারকারীর এসব বার্তার গোপনীয়তা রক্ষার জন্য প্ল্যাটফর্মটিতে ‘ভ্যানিশ মোড’ রয়েছে। এটি খুব সহজেই চালু করে নিশ্চিন্তে চ্যাট করা যায়।
ইনস্টাগ্রামের ভ্যানিশ মোড কি
ইনস্টাগ্রামে ব্যক্তিগত মেসেজের সুরক্ষা দিতেই ‘ভ্যানিশ মোড’ যুক্ত করেছে মেটা। এই মোড চালু করে মেসেজ, ভিডিও, ছবি, অডিও পাঠানো হলে প্রাপক সেগুলো দেখার পরপরই তা স্বয়ংক্রিয়ভাবে অদৃশ্য হয়ে যায়।
ভ্যানিশ মোড বন্ধ করলেও সেই মোডে থাকা অবস্থায় মেসেজগুলো হারিয়ে যাবে। তাই কোনো সংবেদনশীল চ্যাটের সময় এই মোড চালু করা যায়। তবে একজনের সঙ্গে চ্যাট করার সময়ই মোডটি চালু করা যায়। গ্রুপ চ্যাটে এই ফিচার নেই। ভ্যানিশ মোড ব্যবহারের করার আগে কিছু বিষয় সম্পর্কে জানা প্রয়োজন—
• ভ্যানিশ মোড চালু তার একটি নোটিফিকেশন চ্যাটের মধ্যে প্রাপকও দেখতে পারবেন।
• এই মোড চালু থাকলে কনটেন্ট কপি, সেভ, বা ফরওয়ার্ড করা যাবে না।
• যাদের সঙ্গে আগে থেকে কোনো চ্যাট করা হয়নি তাদের সঙ্গে চ্যাট শুরু করতে ভ্যানিশ মোড ব্যবহার করা যাবে না।
• ইনস্টাগ্রামে ভ্যানিশ মোডে চ্যাট করার সময় স্ক্রিনশট নিলে বা স্ক্রিন রেকর্ড করলে তা অপর ব্যক্তিতে জানিয়ে দেওয়া হবে।
• সব চ্যাটে এই মোড একসঙ্গে চালু হবে না। আলাদাভাবে যেকোনো চ্যাটে (গ্রুপ চ্যাট ছাড়া) ভ্যানিশ মোড চালু করতে হবে।
ভ্যানিশ মোড চালু করবেন যেভাবে
১. ইনস্টাগ্রাম অ্যাপটি চালু করুন।
২. ওপরের ডান দিকে কোনায় থাকা মেসেজ অপশনে ট্যাপ করুন।
৩. এই মোডে যার সঙ্গে চ্যাটিং করতে চান সেই চ্যাট নির্বাচন করুন।
৪. চ্যাটিংয়ে প্রবেশ করার পরে স্ক্রিনে ওপরের দিকে সোয়াইপ করে বা টেনে ধরে রাখলেই ভ্যানিশ মোড চালু হবে। এ সময় কনভারসেশনের ব্যাকগ্রাউন্ডের রং কালো হয়ে যাবে এবং ‘ইউ টার্নড অন ভ্যানিশ মোড’ লেখা সামনে দেখাবে। তবে ইনস্টাগ্রাম ডার্ক মোডে থাকলে এই পরিবর্তন বোঝা যাবে না।
এছাড়া যার সঙ্গে আপনি চ্যাট করছেন তিনি একটি মেসেজ দেখতে পারবেন যে ভ্যানিশ মোড চালু হয়েছে।
ভ্যানিশ মোড বন্ধ করবেন যেভাবে
ভ্যানিশ মোড বন্ধ করার জন্য একইভাবে স্ক্রিন ওপরের দিকে সোয়াইপ করুন। এভাবে আবার ডিফল্ট মোড চালু হয়ে যাবে। যখন ব্যাকগ্রাউন্ডের রং বদলে যাবে। সেটি দেখেই বুঝে নিতে পারবেন যে ভ্যানিশ মোড বন্ধ হয়ে গিয়েছে।
তথ্যসূত্র: লাইফ ওয়্যার
বিশ্বব্যাপী নতুন সিরিজ ফাইন্ড এক্স ৮ উন্মোচন করল চীনের স্মার্টফোন নির্মাতা অপো। এই সিরিজে অপো ফাইন্ড এক্স ও অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেল দুটি অন্তর্ভুক্ত রয়েছে। মডেল দুটিতেই ৫০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। তবে অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেলে আইফোনের মতো ক্যামেরা বাটন যুক্ত করা হয়েছে। সিরিজটিতে মিডিয়াটেক
১২ ঘণ্টা আগেবৈদ্যুতিক গাড়ির জন্য সলিড স্টেট ব্যাটারি ব্যাপক পরিমাণে তৈরি করবে হোন্ডা। এ জন্য জাপানে একটি উৎপাদন কেন্দ্র তৈরি করেছে কোম্পানিটি। এখানে ব্যাটারিটি তৈরি পরিকল্পনাটি পরীক্ষা–নিরীক্ষা করা হবে। এই পরিকল্পনা কম খরচে ও টেকসই ব্যাটারি তৈরিতে সহায়ক হবে।
১৫ ঘণ্টা আগেম্যাসেজিং প্ল্যাটফর্ম মেসেঞ্জারে একযোগে বেশ কিছু ফিচার যুক্ত করেছে মেটা। ফিচারগুলো ভিডিও কল ও অডিও কলের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। নতুন আপডেটের মাধ্যমে মেসেঞ্জারে নয়েজ সারপ্রেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ব্যাকগ্রাউন্ড, এইচডি ভিডিও কল এবং হ্যান্ডস ফ্রি কলিংয়ের মতো ফিচার পাওয়া যাবে। এক ব্লগ প
১৬ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের সরকার যেন অ্যাপলের বিরুদ্ধে দায়ের করা অ্যান্টিট্রাস্ট বা প্রতিযোগিতা মামলা খারিজ করে, এ জন্য ফেডারেল বিচারককে অনুরোধ করেছে কোম্পানিটি। টেক জায়ান্টটি বলছে, তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাটি কাল্পনিক এবং অ্যাপল একচেটিয়া আধিপত্য বিস্তার করে তা প্রমাণ করতে পারেনি যুক্তরাষ্ট্রের সরকার।
১৭ ঘণ্টা আগে