বিল্ড সম্মেলনে এআই নিয়ে যেসব ঘোষণা দিতে পারে মাইক্রোসফট, দেখবেন যেভাবে 

অনলাইন ডেস্ক
প্রকাশ : ২১ মে ২০২৪, ১২: ১১
আপডেট : ২১ মে ২০২৪, ১২: ১৬

আজ শুরু হচ্ছে তিন দিনব্যাপী মাইক্রোসফটের বিল্ড সম্মেলন। এই সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বা এআইভিত্তিক বেশ কিছু সেবা ও পণ্য উন্মোচন হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি ডেভেলপারদের নিয়ে মাইক্রোসফটের বার্ষিক সম্মেলন, যা যুক্তরাষ্ট্রের সিয়াটলে অনুষ্ঠিত হবে। তবে এটি অনলাইনে লাইভও দেখা যাবে। 

এই মাসের শুরুতে অ্যাপলের এবং কিছুদিন আগে গুগলের ডেভেলপার সম্মেলন অনুষ্ঠিত হয়। এ দুই কোম্পানি বিভিন্ন পণ্য ও সেবায় এআই যুক্ত করার ঘোষণা দিয়েছে। তাই মাইক্রোসফটের এআই মডেল ‘কো-পাইলট এআই’ কীভাবে উইন্ডোজের সঙ্গে যুক্ত করবে, তার ঘোষণা দিতে পারে কোম্পানিটি। 

সম্মেলনটি সম্পর্কে এক ব্লগ পোস্টে মাইক্রোসফট বলছে, ‘আপনি অনলাইনে (বিনা মূল্যে) দেখছেন বা সিয়াটলে ব্যক্তিগতভাবে আমাদের সঙ্গে যোগদান করছেন না কেন? মাইক্রোসফটের ডেভেলপারদের সর্বশেষ টুল ও প্রযুক্তিতে নিমগ্ন হওয়ার জন্য প্রস্তুত হোন। এবং শিল্পের নেতাদের ও সমমনা পেশাদারদের সঙ্গে মূল্যবান সংযোগ ও নেটওয়ার্ক তৈরি করতে মাইক্রোসফট বিল্ড অতুলনীয় সুযোগ সৃষ্টি করে।’ 

এই সম্মেলনের প্রধান বক্তা থাকবেন মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা। তার সঙ্গে যোগ দেবেন রাজেশ ঝা, মুস্তাফা সুলাইমান ও কেভিন স্কটের মতো অন্য নির্বাহীরা। এই সম্মেলনের মূল স্লোগান—‘এআই কীভাবে আপনার ভবিষ্যৎ গঠন করবে।’ 

সম্মেলনে যেসব ঘোষণা দেওয়া হতে পারে 
মাইক্রোসফটের বিল্ড সম্মেলনে জেনারেটিভ এআইসহ নতুন কিছু পণ্য ও সেবার ঘোষণা আসতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট ‘কোপাইলট’নির্ভর গিটহাব, ফেব্রিক, অ্যাজুর এআই, অ্যাজুর ডেভওপিএসভিত্তিক বেশ কিছু সেবা ও পণ্যের ঘোষণাও দিতে পারে প্রতিষ্ঠানটি। এ ছাড়া ওয়ার্ড, এক্সেল ও আউটলুকেও এআই যুক্ত করতে পারে। সারফেস প্রো ল্যাপটপের পাশাপাশি কম্পিউটার আনার ঘোষণাও আসতে পারে। 

কখন ও কীভাবে দেখবেন 
বাংলাদেশ সময় রাত ১০টায় সম্মেলনটি শুরু হবে। মাইক্রোসফটের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেল থেকে সম্মেলনটি সরাসরি সম্প্রচার করা হবে। অবশ্য মাইক্রোসফটের ওয়েবসাইট থেকে দেখার জন্য বিনা মূল্যে নিবন্ধন করতে হবে। 
নিবন্ধনের জন্য ব্রাউজার থেকে এই ওয়েবসাইটে প্রবেশ করুন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত