অনলাইন ডেস্ক
অ্যান্ড্রয়েড ফোনে গুগল মেসেজের মাধ্যমে মেসেজ আদান প্রদান করে থাকেন অনেকেই। অ্যাপটির জন্য গত বছর ফটোইমোজি ফিচার চালু করেছে গুগল। এর মাধ্যমে যেকোনো ছবি স্টিকার বা ইমোজিতে পরিণত করা যায়। অর্থাৎ কাস্টম ইমোজি তৈরি করে টেক্সটের রিক্যাশন দিতে এগুলো ব্যবহার করা যাবে।
অনেকেই গুগল মেসেজের ফটোইমোজি ফিচারটি সম্পর্কে জানে না। তবে খুব সহজেই এটি ব্যবহার করে মেসেজিংকে আরও আকর্ষণীয় করে তোলা যায়। এই ফিচারের মাধ্যমে যে কোনো ছবিকে স্টিকারের পাশাপাশি ইমোজি হিসেবেও ব্যবহার করা যায়।
ফটোইমোজি স্টিকার হিসেবে ব্যবহার করবেন যেভাবে
১. গুগল মেসেজ অ্যাপ চালু করুন ও যে নম্বরে মেসেজ পাঠাতে চান সেই থ্রেডে ট্যাপ করুন।
২. টেক্সট মেসেজ বক্সের নিচের দিকে বাম পাশে ‘ইমোজি’ আইকোনে ট্যাপ করুন।
৩. ফটোইমোজি ট্যাব খুঁজে বের করুন।
৫. এরপর ‘ক্রিয়েট’ বাটনে ট্যাপ করুন। এর ফলে ফোনের ফটো গ্যালারি চালু হবে।
৬. যে ছবিকে ইমোজিতে পরিণত করতে চান সেটি নির্বাচন করুন। তবে এ ক্ষেত্রে স্পষ্ট ছবিই নির্বাচন করা উচিত।
৭. যদি আপনার ছবিতে একাধিক বস্তু থাকে, তাহলে ছবির একটি বস্তুর ওপর ট্যাপ করুন।
৮. পছন্দের মতো ছবি নির্বাচন করলে গুগল মেসেজ স্বয়ংক্রিয়ভাবে ছবির ব্যাকগ্রাউন্ড মুছে ফেলে ইমোজি তৈরি করে দেবে।
৯. এরপর ডানপাশের নিচের ‘সেন্ড’ আইকোনে ট্যাপ করুন।
ফটোইমোজি রিঅ্যাকশন হিসেবে ব্যবহার করবেন যেভাবে
১. যে কোন মেসেজ থ্রেডে প্রবেশ চালু করুন। যে মেসেজের জন্য রিক্যাশন দিতে চান তার ওপর ট্যাপ করে ধরে রাখুন।
২. একটি পপ আপ মেনু দেখা যাবে। এই মেনু থেকে ‘ক্রিয়েট’ বাটনে ট্যাপ করুন। এর ফলে ফোনের ফটো গ্যালারি চালু হবে।
৩. যে ছবিকে ইমোজিতে পরিণত করতে চান সেটি নির্বাচন করুন। তবে এক্ষেত্রে স্পষ্ট ছবিই নির্বাচন করা উচিত।
৪. যদি আপনার ছবিতে একাধিক বস্তু থাকে, তাহলে ছবির একটি বস্তুর ওপর ট্যাপ করুন।
৫. পছন্দের মতো ছবি নির্বাচন করলে গুগল মেসেজ স্বয়ংক্রিয়ভাবে ছবির ব্যাকগ্রাউন্ড মুছে ফেলে ইমোজি তৈরি করে দেবে।
৬. এরপর ফটোইমোজি রিঅ্যাকশন হিসেবে পাঠাতে ‘সেন্ড’ আইকোনে ট্যাপ করুন।
তবে এখনো অ্যান্ড্রয়েডের সব ডিভাইসে ফটোইমোজি ফিচারটি রিঅ্যাকশন হিসেবে ব্যবহার করার অপশন দেখা যায় না।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া
অ্যান্ড্রয়েড ফোনে গুগল মেসেজের মাধ্যমে মেসেজ আদান প্রদান করে থাকেন অনেকেই। অ্যাপটির জন্য গত বছর ফটোইমোজি ফিচার চালু করেছে গুগল। এর মাধ্যমে যেকোনো ছবি স্টিকার বা ইমোজিতে পরিণত করা যায়। অর্থাৎ কাস্টম ইমোজি তৈরি করে টেক্সটের রিক্যাশন দিতে এগুলো ব্যবহার করা যাবে।
অনেকেই গুগল মেসেজের ফটোইমোজি ফিচারটি সম্পর্কে জানে না। তবে খুব সহজেই এটি ব্যবহার করে মেসেজিংকে আরও আকর্ষণীয় করে তোলা যায়। এই ফিচারের মাধ্যমে যে কোনো ছবিকে স্টিকারের পাশাপাশি ইমোজি হিসেবেও ব্যবহার করা যায়।
ফটোইমোজি স্টিকার হিসেবে ব্যবহার করবেন যেভাবে
১. গুগল মেসেজ অ্যাপ চালু করুন ও যে নম্বরে মেসেজ পাঠাতে চান সেই থ্রেডে ট্যাপ করুন।
২. টেক্সট মেসেজ বক্সের নিচের দিকে বাম পাশে ‘ইমোজি’ আইকোনে ট্যাপ করুন।
৩. ফটোইমোজি ট্যাব খুঁজে বের করুন।
৫. এরপর ‘ক্রিয়েট’ বাটনে ট্যাপ করুন। এর ফলে ফোনের ফটো গ্যালারি চালু হবে।
৬. যে ছবিকে ইমোজিতে পরিণত করতে চান সেটি নির্বাচন করুন। তবে এ ক্ষেত্রে স্পষ্ট ছবিই নির্বাচন করা উচিত।
৭. যদি আপনার ছবিতে একাধিক বস্তু থাকে, তাহলে ছবির একটি বস্তুর ওপর ট্যাপ করুন।
৮. পছন্দের মতো ছবি নির্বাচন করলে গুগল মেসেজ স্বয়ংক্রিয়ভাবে ছবির ব্যাকগ্রাউন্ড মুছে ফেলে ইমোজি তৈরি করে দেবে।
৯. এরপর ডানপাশের নিচের ‘সেন্ড’ আইকোনে ট্যাপ করুন।
ফটোইমোজি রিঅ্যাকশন হিসেবে ব্যবহার করবেন যেভাবে
১. যে কোন মেসেজ থ্রেডে প্রবেশ চালু করুন। যে মেসেজের জন্য রিক্যাশন দিতে চান তার ওপর ট্যাপ করে ধরে রাখুন।
২. একটি পপ আপ মেনু দেখা যাবে। এই মেনু থেকে ‘ক্রিয়েট’ বাটনে ট্যাপ করুন। এর ফলে ফোনের ফটো গ্যালারি চালু হবে।
৩. যে ছবিকে ইমোজিতে পরিণত করতে চান সেটি নির্বাচন করুন। তবে এক্ষেত্রে স্পষ্ট ছবিই নির্বাচন করা উচিত।
৪. যদি আপনার ছবিতে একাধিক বস্তু থাকে, তাহলে ছবির একটি বস্তুর ওপর ট্যাপ করুন।
৫. পছন্দের মতো ছবি নির্বাচন করলে গুগল মেসেজ স্বয়ংক্রিয়ভাবে ছবির ব্যাকগ্রাউন্ড মুছে ফেলে ইমোজি তৈরি করে দেবে।
৬. এরপর ফটোইমোজি রিঅ্যাকশন হিসেবে পাঠাতে ‘সেন্ড’ আইকোনে ট্যাপ করুন।
তবে এখনো অ্যান্ড্রয়েডের সব ডিভাইসে ফটোইমোজি ফিচারটি রিঅ্যাকশন হিসেবে ব্যবহার করার অপশন দেখা যায় না।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানি ভ্যালে শহরে অত্যাধুনিক ও পরিবেশবান্ধব পাঁচতলা অফিস ভবন তৈরি করেছে টেক জায়ান্ট গুগল। এই ভবনের বিশেষত্ব হলো—এটি তৈরিতে প্রথমবারের মতো ‘মাস টিম্বার’ ব্যবহার করেছে কোম্পানিটি। কাঠ বিভিন্নভাবে প্রক্রিয়াকরণের মাধ্যমে মাস টিম্বার তৈরি করা হয়। তাই ভবনটি...
১ দিন আগেপাশ্চাত্যে উৎসবের মৌসুমে বা নতুন বছর আসার আগে প্রায় সবাই ছুটি উপভোগ করেন। এই সময়টিতে পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানো, বিশ্রাম নেওয়া এবং গত বছরের কঠিন কাজের চাপ থেকে মুক্তি পাওয়া একটি সাধারণ বিষয়। অনেক কোম্পানি এসময় কর্মীদের ছুটি দেয়, যাতে তারা শারীরিক এবং মানসিকভাবে পুনরুজ্জীবিত হতে পারে। তবে এ
১ দিন আগেদৈনন্দিন জীবনে ব্যবহারে জন্য টেকসই স্মার্টফোনের চাহিদা অনেক বেশি। এজন্য মিড রেঞ্জের টেকসই স্মার্টফোন ‘অনার এক্স ৯ সি’ উন্মোচন করেছে অনার। এই মডেল গত অক্টোবর মাসে লঞ্চ হওয়া এক্স ৯ বি–এর উত্তরসূরি। ফোনটি হাত থেকে পড়ে গেলেও অক্ষত থাকবে বলে কোম্পানিটি দাবি করছে। ফোনটির ব্যাটারি চার্জ ২ শতাংশে নেমে আসে ত
১ দিন আগেইলন মাস্কের মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম এক্স–এর মতো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ফিচার নিয়ে পরীক্ষা নিয়ে করছে মেটার থ্রেডস। ফিচারটি এআই ব্যবহার করে ট্রেন্ডিং বিষয়গুলো সারসংক্ষেপ তৈরি করে দেবে।
১ দিন আগে